27/04/2025
শেরপুরের ছায়া
শেরপুর আমার ফুলের বাগান,
নদীর কলকল, মাঠের গান।
পাহাড় টিলা সবুজ ঘেরা,
মেঘে মেঘে খেলে বেলা।
গাজনী খেলা ছায়া পায়,
ভাটিয়ারি সুর ভেসে যায়।
মধুপুরের শালবন থরে,
ডাকে মধুর বসন্ত ঝড়ে।
মহুয়া গন্ধে মাতাল হাওয়া,
কৃষক গায় নতুন চাওয়া।
আলু, ধান, সরিষার হাসি,
সোনার ফসলে রাঙে বাসি।
মুক্তির গল্প ইতিহাস বয়,
শেরপুর বুকে সাহস রয়।
রক্ত দিয়ে কেনা মানচিত্র,
স্মৃতির পাতায় লেখা ইতিকথা।
শেরপুর তুই ভালোবাসা,
মায়ের মতন চিরটাসা।
তোকে নিয়ে গর্ব করি,
শেরপুর আমার প্রাণের ঝড়ি।