সাসপেন্স Suspense

সাসপেন্স Suspense প্রত্যেকটা শুরুই বাধার সম্মুখীন। যে মাড়িয়ে যেতে পারে সেই সফল!
(16)

21/11/2025

ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক ঘটনা যা পূর্বাভাসহীন এবং আমাদের অসহায়ত্বের প্রকাশ। এমন দুর্যোগে আমরা কতটা ক্ষুদ্র তা কল্পনা করা কঠিন। অথচ আমরা মানুষে মানুষে দ্বন্দ্ব আর বাহাদুরিতে মত্ত। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং আমাদের হেফাজত করুন।

আমাদের উচিত পরস্পরের প্রতি সহানুভূতি এবং সহমর্মিতা প্রদর্শন করা। প্রকৃতির এই অপ্রতিরোধ্য শক্তির সামনে আমরা সবাই এক। আল্লাহ আমাদের সবার রক্ষা করুন এবং আমাদের জীবনে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন। 🤝

ভরে দিছে 🥴 🇧🇩💪
18/11/2025

ভরে দিছে 🥴
🇧🇩💪

17/11/2025

আলহামদুলিল্লাহ!
হা/সি/না র ফাঁ/সির রায় দ্রুত কার্যকর হোক।

১৩ তারিখ সারাদিন চুটিয়ে লাল করে দিন🤣
11/11/2025

১৩ তারিখ সারাদিন চুটিয়ে লাল করে দিন🤣

জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে✊
30/10/2025

জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে✊

সব হাত ভরসার হয়না! বন্ধু যখন শত্রুতে রুপ নেয় ....তখন জীবনটাই দিয়ে দিতে হয়।
24/10/2025

সব হাত ভরসার হয়না! বন্ধু যখন শত্রুতে রুপ নেয় ....তখন জীবনটাই দিয়ে দিতে হয়।

Such creativity! What a masterpiece!©
22/10/2025

Such creativity! What a masterpiece!

©

17/10/2025

Cox's Bazar 🫶💚

27/09/2025

I gained 2,294 followers, created 111 posts and received 420 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

🌑 রহস্যের ছায়া – পর্ব ২০ (শেষ অধ্যায়)কালো ধোঁয়ায় ঢাকা ঘর হঠাৎ সম্পূর্ণ নিঃশব্দ হয়ে গেল।বৃদ্ধের হাত ও আয়নার ভেতরের তরুণ র...
26/09/2025

🌑 রহস্যের ছায়া – পর্ব ২০ (শেষ অধ্যায়)

কালো ধোঁয়ায় ঢাকা ঘর হঠাৎ সম্পূর্ণ নিঃশব্দ হয়ে গেল।
বৃদ্ধের হাত ও আয়নার ভেতরের তরুণ রূপের হাত এক ইঞ্চি দূরত্বে থেমে আছে।
মুহূর্তটা যেন অনন্তকাল ধরে ঝুলে রইল।

তখনই চারদিকের সব আয়না একসাথে চিৎকারের মতো শব্দে ফেটে উঠল।
হাজারো কাচের টুকরো বাতাসে উড়ে গেল, কিন্তু কোনোটি মাটিতে পড়ল না—
বরং তারা এক অদৃশ্য শক্তির মতো চারদিকে ভেসে থেকে
ঘরের মাঝখানে ঘূর্ণি তৈরি করল।

ধোঁয়ার গভীর থেকে আবার শোনা গেল সেই শিশুকণ্ঠ—
“সত্যকে স্বীকার করো, না হলে ছায়া তোমাকে গ্রাস করবে।”

বৃদ্ধ কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করল।
তার মস্তিষ্কে ভেসে উঠল বহু বছরের গোপন পাপ—
অহংকার, লোভ, প্রতারণা,
যা সে সারাজীবন আয়নার মতো লুকিয়ে রাখতে চেয়েছিল।

হঠাৎ সে চোখ খুলল।
তার কণ্ঠ ভারী কিন্তু দৃঢ়—
“হ্যাঁ… আমি নিজেকে স্বীকার করছি।”

এই শব্দ বের হতেই আয়নার ভেতরের তরুণ প্রতিচ্ছবি থমকে গেল।
তার লাল চোখের আলো নিভে গেল,
হাসি মিলিয়ে গিয়ে চোখে ভেসে উঠল মানুষের দুঃখ।

ঘূর্ণির মতো ঘুরতে থাকা কাচের টুকরোগুলো ধীরে ধীরে মাটিতে নেমে এলো।
কালো ধোঁয়া মিলিয়ে গেল।
পুরো ঘরটা আবার নিস্তব্ধ।

বৃদ্ধ এক মুহূর্ত দাঁড়িয়ে রইল।
তার সামনে এখন একটি মাত্র আয়না—
ভাঙা নয়, স্বচ্ছ।
সেখানে প্রতিফলিত হচ্ছে কেবল একজন মানুষ,
না বৃদ্ধ, না তরুণ—
বরং এক মুখ, যা বয়সের ঊর্ধ্বে।

শিশুকণ্ঠটি শেষবারের মতো ফিসফিস করে বলল—
“ছায়া কখনো বাইরে ছিল না…
ছায়া ছিল তোমার ভেতরে।”

এক ঝলক সাদা আলো ঘরটিকে ভরিয়ে দিল।
বৃদ্ধ অনুভব করল যেন ভারী বোঝা গলে যাচ্ছে।
আলো মিলিয়ে যেতেই সে দেখল—
সে আর প্রাসাদের ভেতরে নেই।
ভোরের শীতল বাতাস তাকে স্পর্শ করছে,
দূরে দেখা যাচ্ছে নতুন সূর্যোদয়।

কিন্তু পেছনে তাকালে, যেখানে প্রাসাদ থাকার কথা—
সেখানে কেবল এক বিস্তীর্ণ শূন্য মাঠ।

---

✅ সমাপ্তি

ছায়া, আয়না, ভয়—সবকিছু ছিল নিজের ভেতরের অন্ধকারকে মেনে নেওয়ার এক পরীক্ষা।
যে ভয়কে সে সারাজীবন এড়িয়ে গেছে,
আজ সেই ভয়ই তাকে মুক্ত করল।

#রহস্যের_ছায়া #সাসপেন্স #ভৌতিক #গল্প #পর্ব২০

🌑 রহস্যের ছায়া⚫ – পর্ব ১৯বৃদ্ধ স্থির দাঁড়িয়ে রইলেন।আয়নার ফাটল থেকে যে কালো ধোঁয়া বের হচ্ছিল, এখন তা পুরো ঘরজুড়ে ছড়িয়ে পড়...
23/09/2025

🌑 রহস্যের ছায়া⚫ – পর্ব ১৯

বৃদ্ধ স্থির দাঁড়িয়ে রইলেন।
আয়নার ফাটল থেকে যে কালো ধোঁয়া বের হচ্ছিল, এখন তা পুরো ঘরজুড়ে ছড়িয়ে পড়েছে।
ধোঁয়ার ভেতর বাতাস যেন ভারী, প্রতিটি নিঃশ্বাস শীতল শিকল হয়ে বুকের ভেতর চেপে ধরছে।

হঠাৎই চারপাশের আয়নাগুলো একসাথে চকচক করে উঠল।
প্রতিটি আয়নায় একই দৃশ্য—
বৃদ্ধের তরুণ রূপটি দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার পিছনে দেখা যাচ্ছে অসংখ্য অচেনা মুখ।
তাদের চোখ নেই, কিন্তু অন্ধকারের ভেতর থেকে লাল আগুনের মতো আলো ঝলকাচ্ছে।

তরুণ প্রতিচ্ছবি ধীরে ধীরে এগিয়ে এল,
তার ঠোঁটে সেই পরিচিত বিকৃত হাসি।
সে কণ্ঠে বলল—
“তুমি যত পালাতে চেয়েছো, ততই কাছে এসেছো।
আজ… সত্য তোমার সামনে দাঁড়াবে।”

বৃদ্ধ পিছিয়ে যেতে চাইলো, কিন্তু বুঝতে পারল, ঘরটির কোনো প্রান্ত নেই।
প্রতিটি দেয়াল, প্রতিটি দরজা এখন আয়নায় রূপান্তরিত।
এমনকি মেঝেতেও তার নিজের অসংখ্য প্রতিচ্ছবি—সবগুলো ভিন্ন ভিন্ন মুখে, ভিন্ন বয়সে, ভিন্ন ভয়ে।

কুয়াশার গভীর থেকে হঠাৎ শিশুকণ্ঠ শোনা গেল,
“সময় শেষ হচ্ছে… শেষ সিদ্ধান্তের জন্য প্রস্তুত হও।”

ফিসফিসানির শব্দে হঠাৎ চারদিকের আয়নাগুলো একসাথে কেঁপে উঠল।
একটা গভীর গর্জন ভেসে এলো—
মনে হলো পুরো প্রাসাদটাই যেন শ্বাস নিচ্ছে।

বৃদ্ধ বুঝল, পরবর্তী মুহূর্তেই সবকিছুর পরিসমাপ্তি আসবে।
সে ধীরে ধীরে হাত বাড়ালো,
কিন্তু এবার আঙুল কাচ স্পর্শ করতেই আয়নার ভেতরের তরুণ রূপও একইভাবে হাত বাড়িয়ে দিল।

দুই হাত যখন প্রায় এক হতে যাচ্ছে—
চারপাশের সমস্ত আলো নিভে গেল।

---

👉 ইঙ্গিত :
পর্ব ২০-তে এই স্পর্শের মাধ্যমেই প্রকাশ পাবে কালো আয়নার আসল রহস্য—
কে ছায়া, কে বাস্তব, আর কে বেঁচে ফিরতে পারবে…
এটাই হবে গল্পের শেষ সিদ্ধান্ত।

#রহস্যের_ছায়া #সাসপেন্স #ভৌতিক #গল্প #পর্ব১৯

Address

Sreebordi
Sherpur
2130

Alerts

Be the first to know and let us send you an email when সাসপেন্স Suspense posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাসপেন্স Suspense:

Share