SH Sany

SH Sany ভাগ্য যখন আল্লাহরই লেখা,,
এতো চিন্তা কিসের�
যা হবে ভালোই হবে�
ইনশাআল্লাহ!�

15/07/2025

চাঁদা তাদের অধিকার,
বাঁধা দিলেই রাজাকার

06/07/2025

Emni🙄

04/07/2025

জুলাই আন্দোলনে
জামায়াত শিবিরের ভুমিকা,,
জুলাইয়ের খল নায়কেরা ঠিকই জুলাই নায়কদের চিনেছিল।
ক্রেডিট খোরেরা অস্বীকার করুক, সমস্যা নেই।

10/06/2025

শিবিরের জন্ম ১৯৭৭
সালে এদিকে রাকিব চাচ্চু বলতেছে ১৯৭১ সালে শিবির রগ কাটছে 🤣🤣

09/06/2025

শিবিরের জন্ম ১৯৭৭
সালে এদিকে রাকিব চাচ্চু বলতেছে ১৯৭১ সালে শিবির রগ কাটছে 😁

ছাত্রদল ও বাম জোটের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ ছাত্রদল ও বামপন্থী ছাত্রসংগঠনগুলোর অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্...
31/05/2025

ছাত্রদল ও বাম জোটের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ

ছাত্রদল ও বামপন্থী ছাত্রসংগঠনগুলোর অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ ৩১ মে (শনিবার) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন, ন্যায়ভিত্তিক ও সবার জন্য নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। সময় বদলেছে, কিন্তু কিছু দলের রাজনৈতিক চরিত্র বদলায়নি। পতিত ফ্যাসিবাদের উত্তরসূরী হিসেবে আজ নব্য ফ্যাসিবাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে ছাত্রদল ও বামপন্থী ছাত্র সংগঠনসমূহ। দেশব্যাপী শিক্ষার্থী নিপীড়ন, নারী নির্যাতন, চাঁদাবাজি, মাদক বাণিজ্য, ছিনতাই, সিট দখল, অপপ্রচার, ট্যাগিং, র‍্যাগিং ও হামলাসহ নানাবিধ অপরাধমূলক সংস্কৃতি এখনো অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ঢাকা ও কক্সবাজার পলিটেকনিক, সরকারি গ্রাফিক্স আর্টস কলেজ, কুয়েটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে সন্ত্রাসী কর্মকান্ড ও অপরাজনীতির উদাহরণ তৈরি করেছে।

নেতৃবন্দ বলেন, “সারাদেশের ছাত্রসমাজের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে ছাত্রদল এখন সহিংসতার পথ বেছে নিয়েছে। আজ চট্টগ্রামের সরকারি কমার্স কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় ছাত্রশিবির 'হেল্প ডেস্ক ও অভিভাবক ছাউনিতে' ছাত্রদল বহিরাগত সন্ত্রাসীরা বাঁধা প্রদান ও অতর্কিত হামলা করে, এতে ছাত্রশিবিরের তিনজন কর্মী আহত হন। একইদিনে চট্টগ্রাম ইসলামিয়া কলেজ ও রংপুরেও আমাদের কার্যক্রমে বাঁধা প্রদান করা হয়। গতকাল তিতুমীর কলেজে হল দখলকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হয়।"

নেতৃবৃন্দ আরও বলেন, “গতকাল ইভটিজিংয়ে বাঁধা দেওয়ায় ফরিদপুরে বৈশাখী ইসলাম বর্ষা নামের এক কলেজছাত্রীকে নির্যাতন করে ছাত্রদলের নেতাকর্মীরা। একই দিনে রাজধানীর আদাবর থানায় মামলার বাদী এক নারীকে ‘জিন্দেগি বরবাদ করে দিমু’— বলে থানার ভেতরে হুমকি দেয় বিএনপির আর এক নেতা। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যশোর ও বরিশালে নারী নির্যাতন ও ধর্ষণের মত ন্যাক্কারজনক কাজে ছাত্রদলের নেতাদের সংশ্লিষ্টতার প্রমান বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে।মিথ্যা অভিযোগেও যে সব কথিত নারীবাদীরা ছাত্রশিবিরের বিরুদ্ধে গর্জে ওঠে, তারা অনান্য রাজনৈতিক দল ও ছাত্রদলের এ ধরনের গুরুতর অপরাধে মুখে কুলুপ এঁটে বসে থাকে। এটা প্রমাণ করে, তাদের মানবাধিকারের সংজ্ঞায়ন ও নারীবাদী চেতনা এক চোখা ও নির্দিষ্ট গন্ডীর মধ্যে সীমাবদ্ধ।"

নেতৃবৃন্দ বলেন, “ নিষিদ্ধ ছাত্রলীগ জোরপূর্বক শিক্ষার্থীদের দলীয় প্রোগ্রামে অংশগ্রহণে বাধ্য করতো। কিন্তু গতকাল (৩০ মে) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মসূচিতে অংশ না নেওয়ায় দুই নারী শিক্ষার্থীকে হল ছাড়ার হুমকি দেয় ছাত্রদল। একদিকে নিজেরা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে অন্যদিকে তাদের অপরাধ ঢাকতে বাম ছাত্রসংগঠনগুলোকে ব্যবহার করে পরিকল্পিতভাবে ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টি করছে। পাশাপাশি ছাত্রদল ও বামজোটের ট্যাগিং ও দায় চাপানোর রাজনীতিও চলছে পুরোনো কায়দায়। শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে তার বৈধতা প্রমাণে ছাত্রশিবিরের ওপর বিভিন্ন ট্যাগ লাগিয়ে অপতৎপরতায় লিপ্ত হয়েছে তারা।

এছাড়াও প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে সহিংস রাজনীতির পথে হাঁটছে ছাত্রদল ও বামজোট। ‘শিবির মারা জায়েজ ছিলো, জায়েজ আছে, জায়েজ থাকবে। এদের বেসিক হিউম্যান রাইটস থাকাও উচিত কিনা এটা নিয়ে ডিবেট হওয়া উচিত’- লিখে ফেসবুকে স্ট্যাটাস দেয় রাজশাহী মহানগর ছাত্রদল নেতা আহনাফ তাহমিদ অর্জন। অপরদিকে লাশের রাজনীতির বৈধতার বয়ান উৎপাদন করতে গিয়ে ছাত্র ইউনিয়ন নেতা শাহরিয়ার ইব্রাহিম আবরার ফাহাদের হত্যা জায়েজ ছিল বলে প্রচার করে।"

নেতৃবৃন্দ বলেন, "আমরা ছাত্রদল ও বামজোটের সন্ত্রাসী কর্মকাণ্ডে তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিগত ফ্যাসিস্টদের পরিণতি থেকে শিক্ষা নিয়ে এহেন কর্মকান্ড থেকে বিরত হয়ে ছাত্রবান্ধব কার্যক্রম পরিচালনা করার পরামর্শ দিচ্ছি। অন্যথায় ছাত্রসমাজকে সাথে নিয়ে ৩৬ জুলাই স্পিরিটের আলোকে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো। পাশাপাশি বাকশাল ও ফ্যাসিবাদের সহযোগী লাল সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।"

আলহামদু লিল্লাহ।সুম্মা আলহামদু লিল্লাহ।দেশের সর্বোচ্চ আদালত মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের আপিল মঞ্জুর করেছেন।স...
27/05/2025

আলহামদু লিল্লাহ।
সুম্মা আলহামদু লিল্লাহ।
দেশের সর্বোচ্চ আদালত মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের আপিল মঞ্জুর করেছেন।

সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়ে তিনি বেকসুর খালাস পেয়েছেন।

অতিসত্বর তিনি আমাদের মাঝে ফিরে আসবেন, ইনশাআল্লাহ।

আল্লাহ তায়ালা সর্বশক্তিমান।

জাতীয় ঐক্য সমুন্নত রাখতে সপ্তাহব্যাপী অনলাইন ক্যাম্পেইন "Think back to 36 July" পালিত হবে ইনশাআল্লাহ। ঐতিহাসিক জুলাই অভ্...
24/05/2025

জাতীয় ঐক্য সমুন্নত রাখতে সপ্তাহব্যাপী অনলাইন ক্যাম্পেইন "Think back to 36 July" পালিত হবে ইনশাআল্লাহ।

ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের দিনগুলোকে স্মরণ করে স্মৃতিচারণমূলক লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্ট শেয়ার করে আপনিও ক্যাম্পেইনে অংশগ্রহণ করুন।

🗓️ ২৪-৩০ মে

ুল্য

19/05/2025

শিবির সংগীত :পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি😊💞

14/05/2025

Address

Sherpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when SH Sany posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share