Rm Allow

Rm Allow অন্যকে ছোট না করে নিজেকে বড় করার চেষ্টা করো 🚗

এক সময় সফল হবে

✈️

26/06/2025
22/05/2025

শুভ সকাল
12/05/2025

শুভ সকাল

গ্রামের ছবি
12/05/2025

গ্রামের ছবি

বিকৃত যৌনাচার: বসুন্ধরায় দুই নারী গ্রেফতার – প্রশ্ন উঠছে, আইন কি শুধু পুরুষদের জন্যই কঠোর?পোস্টটা দেখে অনেকেই হেসে ফেলবে...
03/05/2025

বিকৃত যৌনাচার: বসুন্ধরায় দুই নারী গ্রেফতার – প্রশ্ন উঠছে, আইন কি শুধু পুরুষদের জন্যই কঠোর?

পোস্টটা দেখে অনেকেই হেসে ফেলবেন, বলবেন—"নারীরা আবার যৌ**র করে নাকি?"
কিন্তু একবার চোখ বন্ধ করে কল্পনা করুন—একজন পুরুষকে দিনের পর দিন শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। এমন নির্যাতনে একজন সুস্থ মানুষও শেষ হয়ে যেতে পারে… এমনকি মারা যেতেও পারে।

আমরা যখনই কোনো নারী ধর্ষণের শিকার হন, তখন ফাঁসি চাই, রাস্তায় নামি, প্রতিবাদ করি। সেটাই হওয়া উচিত।
কিন্তু একজন পুরুষ যখন একই ধরনের নরক যন্ত্রণার শিকার হন, তখন চারপাশে নিস্তব্ধতা। মিডিয়া চুপ, প্রতিবাদ নেই, ভাইরাল হয় না।

কেন?

অপরাধ যদি এক হয়, তাহলে শাস্তির মানদণ্ড আলাদা হবে কেন?
নারী বা পুরুষ—অন্যায় করলে বিচার হোক সমান।

বছর কয়েক আগে বসুন্ধরায় এক সিএনজি চালকের ঘটনা মনে আছে?
কয়েকজন ভার্সিটির মেয়ে তাকে ছয় দিন ধরে আটকে রেখে বিকৃত যৌ**র করেছিলো, ধর্ষণ করেছিলো।
শেষ পর্যন্ত পুলিশ উদ্ধার না করলে হয়তো তার মৃত্যুই হতো।
কিন্তু তখন কেউ কিছু বলেনি।
ভাইরাল হয়নি, প্রতিবাদ হয়নি।

আমরা শুধু নারীর প্রতি সহানুভূতি রাখব? পুরুষ কষ্ট পেলে সেটা কৌতুক?

এই সমাজে যদি সত্যিকারের ন্যায়বিচার চাই, তাহলে আমাদের মানসিকতা বদলাতে হবে।

অন্যায় যেই করুক, বিচার যেন সমান হয়।
আইন হোক নিরপেক্ষ। মানবতা থাকুক সকলের জন্য।

02/05/2025

নেইমার

টাঙ্গাইল বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা, যার বেশ কিছু বিখ্যাত খাবার রয়েছে। নিচে টাঙ্গাইলের কিছু জনপ্রিয় ও বিখ্যাত খাব...
02/05/2025

টাঙ্গাইল বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা, যার বেশ কিছু বিখ্যাত খাবার রয়েছে। নিচে টাঙ্গাইলের কিছু জনপ্রিয় ও বিখ্যাত খাবারের তালিকা দেওয়া হলো:

1. চমচম (টাঙ্গাইলের পোড়াবাড়ি চমচম) – এটি টাঙ্গাইলের সবচেয়ে বিখ্যাত মিষ্টি। পোড়াবাড়ি এলাকার চমচম সারা দেশেই প্রসিদ্ধ। এর স্বাদ ও গন্ধ এককথায় অসাধারণ।

2. দই – টাঙ্গাইলের তৈরি দই, বিশেষ করে নলিন বাজার বা আশেপাশের দোকানের দই বেশ সুস্বাদু এবং ঘন।

3. মোঘলাই পরোটা ও কিমা পরোটা – শহরের কিছু দোকানে বিশেষ ধরনের মোঘলাই ও কিমা পরোটা পাওয়া যায়, যা স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়।

4. পিঠা-পুলি (শীতকালে) – শীতকালে টাঙ্গাইলের বিভিন্ন হাটবাজারে নানা ধরনের পিঠা যেমন ভাপা পিঠা, চিতই পিঠা, পাকন পিঠা ইত্যাদি পাওয়া যায়।

5. দেশি মুরগির ঝোল ও খাসির ভুনা – স্থানীয় হোটেল-রেস্তোরাঁয় পাওয়া দেশি মুরগির ঝোল কিংবা খাসির ভুনা ভাত বা পরোটার সঙ্গে দারুণ উপভোগ্য।

নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই পাথর কিন্তু তার ওজনের কারণে ডুবে যায়
02/05/2025

নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই পাথর কিন্তু তার ওজনের কারণে ডুবে যায়

Address

Sherpur

Alerts

Be the first to know and let us send you an email when Rm Allow posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rm Allow:

Share