Priyoツ - প্রিয়ツ

Priyoツ - প্রিয়ツ . 💞༺℘rͥiyͣoͫ࿐💞
😎
👪
Please💁🏻 One Review✅ Follow✅ Like✅

জেনে নিন! ১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।  ২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা। ...
09/05/2025

জেনে নিন!
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

কম্পিউটার টাইপিং শেখার জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয়।  বাংলা এবং ইংরেজীতে টাইপিং এর নিয়ম একই। প্রধান নিয়ম হচ্ছে সঠিক ভাবে...
08/05/2025

কম্পিউটার টাইপিং শেখার জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয়।
বাংলা এবং ইংরেজীতে টাইপিং এর নিয়ম একই।
প্রধান নিয়ম হচ্ছে সঠিক ভাবে সোজা হয়ে বসা।
বাম হাত: ASDF
ডান হাত : JKL;
আমরা যদি খেয়াল করি F & J বাটনে অতিরিক্ত একটা দাগ বা আঙ্গুল রাখার চিহ্ন রয়েছে। সেখানে আমাদের তর্জনি রাখবো তারপর বাকী আঙ্গুল গুলে ছেড়ে দেব। দেখব সেই ASDF & JKL; এই চলে গেছে।
মূলত টাইপের সময় দুই হাতের ৯ আঙ্গুল নিয়ে টাইপ করা হয়। যেমন ASDF & JKL; এবং দুই হাতের বৃদ্ধাঙ্গুল স্পেস বাটনে এমনিই চলে আসবে। ASDF & JKL; এদের বলা হয় (Home Key)/ভিত্তি চাবি অর্থাৎ এদের উপর ভিত্তি করেই আমাদের টাইপের জগতে প্রবেশ করতে হয়।
অবশ্যই মনে রাখতে হবে কোন ভাবেই জেন বাম পাশে ডান হাত আর ডান পাশে বাম হাত না আসে।
ইনশাআল্লাহ কিছুদিন নিয়মিত ভাবে টাইপিং করলে আশা করি ভালো ফল আসবে টাইপিংএ।
বিঃদ্রঃ অনুশিলনের বিকল্প নেই।

#সংগৃহীত_পোস্ট

05/05/2025

প্রশ্ন:
NATO - র সদস্য সংখ্যা কত ?

NATO- North Atlantic Treaty Organization.
প্রতিষ্ঠা ৪ এপ্রিল,১৯৪৯ সালে।
সদস্য সংখ্যা- ৩২টি (সর্বশেষ সুইডেন ৭ মার্চ, ২০২৪ সালে) ।
বর্তমান সদর দপ্তর- ব্রাসেলস, বেলজিয়াম।
পূর্বে সদর দপ্তর ছিল - ফ্রান্সের প্যারিসে।
প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা- ১২টি।
ন্যাটো প্রস্তাবকারী রাষ্ট্র-যুক্তরাষ্ট্র।
NATO এর বিপরীত জোট বলা হতো- ওয়ারশ প্যাক্টকে [বর্তমানে বিলুপ্ত]
NATO'র মুসলিম সদস্য- ২টি (তুরস্ক ও আলবেনিয়া) ।
NATO ভুক্ত ইউরোপের বাইরের দেশ- যুক্তরাষ্ট্র ও কানাডা।
সবচেয়ে বেশি খরচ বহন করে- যুক্তরাষ্ট্র (৭৩%)।
NATO'র সহযোগী সদস্য- রাশিয়া (১৯৯১ সাল থেকে)।
NATO'র বহুজাতিক বাহিনী- ISAF- International Security Assistance Force
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রধান কারণ ইউক্রেনের ন্যাটো জোটে যোগদানের আগ্রহ।

তিব্র গরমে আমাদের ঘরের টিনের উপর একটা ভূত ম*রে শুকিয়ে আছে 😔🧟‍♀️
24/04/2025

তিব্র গরমে আমাদের ঘরের টিনের উপর একটা ভূত ম*রে শুকিয়ে আছে 😔🧟‍♀️

Thanks ghibli🥴
12/04/2025

Thanks ghibli🥴

09/04/2025
25/01/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Address

Sherpur
2100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Priyoツ - প্রিয়ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Priyoツ - প্রিয়ツ:

Share