
15/10/2023
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
সাপোর্টিং এন্ড এমপাওয়ারিং এক্টিভিটি টু রুরাল কমিউনিটি (সার্চ) এর সামাজিক সেবামূলক কার্যক্রম বৃদ্ধি করার লক্ষ্যে শেরপুর জেলার সকল ইউনিয়নের স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
• পদের নাম : ফিল্ড অফিসার
• পদসংখ্যা : ৮৮ টি
• শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পাশ বা তদুর্ধ
• অভিজ্ঞতা : প্রযোজ্য নয়, তবে মাঠকর্মী হিসেবে কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
• বয়সসীমা : ১৮ থেকে ৩৫ বছর
• বেতন : ৮,০০০ - ১৬,০০০ টাকা
• অন্যান্য সুবিধা : উৎসব ভাতা (০২টি), প্রভিডেন্ট ফান্ড, যাতায়াত ভাতা
• আবেদনের শেষ সময় : ২৪/১০/২০২৩ খ্রিঃ
• প্রবেশপত্র ডাউনলোড শুরু : ২৫/১০/২০২৩ খ্রিঃ
• মৌখিক পরীক্ষা : ২৭/১০/২০২৩ খ্রিঃ (মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্রে উল্লেখ থাকবে)
চাকুরীর দায়িত্বঃ
• কর্মএলাকা হবে নিজ ইউনিয়ন।
• শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতিত অন্যান্য দিন কাজ করতে হবে।
• সংগঠনের জন্য সদস্য সংগ্রহ করতে হবে। সদস্য হওয়ার শর্ত ( https://searc.org/rules )
• একটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ০৩ টি কেন্দ্র / গ্রাম সংগঠন তৈরী করতে হবে। তবে ভৌগলিক, আর্থ-সামাজিক ও পারিপার্শ্বিক অবস্থার ভিন্নতার কারণে কেন্দ্র ও সদস্য সংখ্যা কমবেশি হতে পারে।
• প্রতিদিন কমপক্ষে ০১টি কেন্দ্র / গ্রাম সংগঠন পরিদর্শন করতে হবে। প্রতি কেন্দ্রে কমপক্ষে ১০ জন সদস্য থাকতে হবে।
• ০৩ মাসে কমপক্ষে ৫০০ সদস্য সংগ্রহ করতে হবে।
• ৫০০ সদস্য সংগ্রহ করার পর ১ম ইনক্রিমেন্ট যুক্ত হবে এবং মুল বেতনের সাথে যাতায়াত ভাতা যুক্ত হবে।
• পেপারলেস কার্যক্রম হওয়ায় সকল তথ্য সংস্থার ওয়েব সাইটে আপলোড করতে হবে এবং নিয়মিত আপডেট করতে হবে।
• সদস্যদের মাঝে উপকরণ বিতরণের জন্য উপজেলা অফিস / জেলা অফিস থেকে উপকরণ সংগ্রহ ও বিতরণ করতে হবে।
• সকল কাজ সফটওয়্যারে করতে হবে বিধায় স্মার্টফোন থাকা আবশ্যক।
আবেদন পদ্ধতি: আবেদন লিংক : https://searc.org/online_application
যোগাযোগ :
মোবাইল - 01329 957566 , ইমেইল : [email protected],
ফেসবুক : https://fb.com/searcbd