অপূর্ণতা-𝐎𝐏𝐔𝐑𝐍𝐎𝐓𝐀シ

অপূর্ণতা-𝐎𝐏𝐔𝐑𝐍𝐎𝐓𝐀シ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from অপূর্ণতা-𝐎𝐏𝐔𝐑𝐍𝐎𝐓𝐀シ, Digital creator, Sherpur.

(ভালো থাকুক সব ভালবাসার মানুষেরা, কিছু পূর্ণতা ও কিছু অপূর্ণতায়)

অপূর্ণতা-𝐎𝐏𝐔𝐑𝐍𝐎𝐓𝐀シ

কিছু চাইবো না শুধু একটা কথাই বলবো পেইজটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শিয়ার দিয়ে পাশে থাকবেন.

11/03/2025

আত্মসম্মান নষ্ট করে কারো সঙ্গী হওয়ার চেয়ে আত্মসম্মান ধরে রেখে একা থাকাটাই বেস্ট।♥

11/03/2025

নিজের ভুল থেকে শিক্ষা না নিলে, ভবিষ্যতে পস্তাতে হবে । 😊👨‍🎓

11/03/2025

দুঃখের মধ্যেও সুখ খুঁজে বের করো।😊👨‍🎓

11/03/2025

সময়ের কাছে সবকিছুই সম্ভব। 😊👨‍🎓

05/02/2025

জীবন বড়ই অনিশ্চিত ও সংক্ষিপ্ত। জীবনের এত পরিকল্পনা অল্প কিছু সময়ের মধ্যেই শেষ। আমরা কেউ কখনো বলতে পারবো না আমাদের পরবর্তী সময়টা কেমন কাটবে। জীবন আসলেই খুব অনিশ্চিত, কখন কী হবে, কেউ জানে না। আমরা যত পরিকল্পনাই করি না কেন, সময়ের স্রোত সব বদলে দিতে পারে এক মুহূর্তেই।এক মুহূর্তে সবকিছু ঠিকঠাক মনে হতে পারে, পরের মুহূর্তেই হঠাৎ কোনো ঘটনা আমাদের পুরো জীবন পাল্টে দিতে পারে। এই অনিশ্চয়তাই হয়তো জীবনকে রহস্যময় করে তোলে। কেউ জানে না, আগামীকাল কী অপেক্ষা করছে—সুখ, না দুঃখ।
তবে কি জীবন অর্থহীন?

30/01/2025

মানুষের জীবনের খারাপ সময়টা শুধু একটা সাময়িক অবস্থা মাত্র, কখনোই এটা শেষ পরিণতি নয়। জীবনের কোনো কিছুই যেমন স্থায়ী না, তেমনি এই খারাপ সময়টাও অবশ্যম্ভাবীভাবে একদিন না একদিন শেষ হয়ে যায়, কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর খারাপ ব্যবহার, অপমান, তীক্ষ্ণ বাক্যবাণ বারবার আঘাত করে, তাদের জন্য ঘৃণাটা সারা জীবন রয়ে যায়। আর এই সময় যে মানুষগুলো ছায়া হয়ে পাশে থেকে সাহস দেয়, ভরসা দেয় তাদের প্রতি কৃতজ্ঞতা আজীবন থেকে যায়।❤️

30/01/2025

কি এক অদ্ভুত বয়স পার করছি, এই সময়ে কেউ বিয়ে করছে, কেউ জীবন নিয়ে খুব স্ট্রাগল করছে, কেউ হঠাৎ করে সফলতার দেখা পাচ্ছে আবার কেউ কিছুই করতে না পেরে খুব বেশি হ'তাশ হয়ে যাচ্ছে।

কেউ এই বয়সেই পুরো সংসার চালাচ্ছে, কেউ খুব ফুর্তিতে জীবন কাটাচ্ছে, যাকে ছোট থেকে অক'র্মা বলে গা'লম'ন্দ করা হতো সেও প্রয়োজনের তাগিদে খুব বেশি দায়িত্বশীল হয়ে যাচ্ছে। খুব আজব এক সময় তাই-না..

29/01/2025

দেখবেন মানুষ শুধুই তার নিজ কর্মকান্ডের জন্য একজন আরেকজনের মন থেকে উঠে যায়।

28/01/2025

প্রতিদিন 'Memories' আসলে আমি গিয়ে আগের পোস্ট দেখি, রিয়েক্ট চেক করতে গিয়ে আমার মন খারাপ হয়ে যায়! খুব পরিচিত থেকে অপরিচিত হয়ে যাওয়া মানুষ এর নামের পাশে এখন 'Add Friend' লেখা, অথচ এদের সাথে'ই আগে কতো কতো কথা হতো! কতো কতো স্মৃতি! কথা কমতে কমতে এইসব মানুষ এখন লিস্টেই নাই! হুঁ! সময়!❤️

15/01/2025

মাঝে মাঝে মনে হয় যাদের আমরা সবকিছু দিয়েছি, তারা একদিন ছেড়ে চলে যায়, অথচ তাদের চলে যাওয়া কখনোই তাদের দোষ নয়। আসলে, আমাদের জীবনের এক দুঃখের পাঠ তারা শুধু ওই সময়ের জন্যই আসে, যেন আমরা শিখতে পারি কীভাবে হারাতে হয়, কীভাবে ভালোবাসতে হয়, আর কীভাবে নিজেকে আবার খুঁজে পেতে হয়। তাদের চলে যাওয়া কেবল আমাদের ভেতরের অদৃশ্য শক্তির জন্ম দেয়, আর তাতে আমরা আরও পরিপক্ব হই।

15/01/2025

আত্মসম্মানবোধ আমার কাছে প্রেম ভালবাসার চেয়ে প্রিয়। তেজ, জেদ, সাহস এবং সততা, এগুলো আমার অলংকার।

আমি সহজে কারও “কাছের” হই না, নিজেকে সহজ বানাইও না। বন্ধুদের যত্ন করি, কিন্তু বন্ধনে জড়াই না। আমার মানসিক স্বস্তি নষ্ট হয় যে গলিতে, সে গলিতে যতই আলো থাকুক, ওই আলোয় আমি হাঁটব না। কোনো প্রলোভনে আমাকে দমানো যাবে না। যা আমি করতে চাই, তা আমি অবশ্যই করব। আর যা করতে চাই না, তা আমাকে দিয়ে কেউ করাতে পারবে না।

আমি কঠিন মানুষ। ইমোশন অপাত্রে বিলাই না। ভালবাসার মত আমার ঘৃণাও মুল্যবান।
পুরোনো কোনো সম্পর্কে জং ধরলে, নির্দ্বিধায় ছেড়ে দিই। অতীত আঁকড়ে ধরার কোনো অভ্যাস আমার নেই।

আমি মাথা নত করি সম্মানে, প্রজ্ঞায়, যত্নে, ভালোবাসায়,……… ভিক্ষায় নয়। আমাকে দখল করা যায় না, আমাকে অধিকার করা যায় না, পিছুটানে আটকানো যায় না, চাইলে আমার সঙ্গে পথ চলা যায়। 🖤

15/01/2025

Promise.!
সম্পর্ক টিকিয়ে রাখার জন্য হোক অথবা অন্য কারো বিশ্বাস অর্জন করার জন্য হোক, আমরা প্রতিনিয়ত প্রমিস করি এমনকি কসম পর্যন্ত করে ফেলি, কিন্তু সময়ের সাথে সাথে আমাদের এই অনুভূতি ফিকে হতে শুরু হয়। কথা দিয়ে কথা রাখার মন-মানসিকতা আর থাকে না, (কিন্তু আপনাকে মনে রাখতে হবে একজন ব্যক্তিত্ববান মানুষ কখনোই সে তার কথার বরখেলাপ করে না, সে যেমন পরিস্থিতিতে থাকুক না কেন সে কথা দিলে অবশ্যই তার কথা সে রাখে।

Address

Sherpur
2130

Website

Alerts

Be the first to know and let us send you an email when অপূর্ণতা-𝐎𝐏𝐔𝐑𝐍𝐎𝐓𝐀シ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share