Hello Sherpur

Hello Sherpur পর্যটন সমৃদ্ধ শেরপুর জেলায় আপনাকে স্বাগতম 🌿
ভিজিট করুন আমাদের ওয়েবসাইটঃ www.hellosherpur.com

শেরপুর জেলার ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনার খবর জানতে যুক্ত হোন Hello Sherpur এর সাথে।

এডমিন প্যানেল নোটিশঃঅনিবার্য কারণবশত প্রস্ফুটিত শেরপুর গ্রুপের সকল কার্যক্রম আপাতত বন্ধ রাখা হইল। সাময়িক এই অসুবিধার জন...
19/06/2025

এডমিন প্যানেল নোটিশঃ

অনিবার্য কারণবশত প্রস্ফুটিত শেরপুর গ্রুপের সকল কার্যক্রম আপাতত বন্ধ রাখা হইল। সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

প্রস্ফুটিত শেরপুর মেম্বার পরিচয় পর্ব'২০২৫মেম্বাররাই গ্রুপের প্রাণ। আর তাইতো মেম্বারদের জন্য এবার ১৭ই জুন -  ২১শে জুন পর্...
15/06/2025

প্রস্ফুটিত শেরপুর মেম্বার পরিচয় পর্ব'২০২৫

মেম্বাররাই গ্রুপের প্রাণ। আর তাইতো মেম্বারদের জন্য এবার ১৭ই জুন - ২১শে জুন পর্যন্ত ৫দিন ব্যাপী শুরু হচ্ছে পরিচয় পর্ব উৎসব। আসুন নিজ অংশগ্রহণ করি অপরকে অংশগ্রহণ করতে উৎসাহিত করি।

যা যা উল্লেখ করে পোস্ট করতে পারেন (নমুনা)

প্রস্ফুটিত শেরপুর মেম্বার পরিচয় পর্ব '২০২৫
✨ আনন্দ ভেলায় অফুরান শুভেচ্ছামালা 💐

নামঃ
গ্রাম/মহল্লাঃ
উপজেলাঃ
জেলাঃ
এসএসসি পাশের সনঃ
শিক্ষাগত যোগ্যতাঃ
পেশাঃ
রক্তের গ্রুপঃ
প্রিয় শখঃ
স্বপ্নঃ
গ্রুপে যুক্ত হবার কারনঃ

❝ প্রতিহিংসা নয় ভালোবাসায় এগিয়ে যাবো প্রস্ফুটিত শেরপুর ❞
#প্রস্ফুটিতশেরপুর #পরিচয়পর্ব

প্রস্ফুটিত শেরপুর সামাজিক সংগঠন "মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ" এই স্লোগানকে ধারন করে প্রস্ফুটিত শেরপুর সামাজিক সংগঠনের ...
25/05/2025

প্রস্ফুটিত শেরপুর সামাজিক সংগঠন

"মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ" এই স্লোগানকে ধারন করে প্রস্ফুটিত শেরপুর সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে। গত শুক্রবার (২৩ মে) সন্ধায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সভায় দেবাশীষ সরকার কে আহবায়ক ও রেদুয়ান রাশেদ কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।

আহবায়ক কমিটি নিম্নরুপঃ
০১. দেবাশীষ কুমার সরকার - আহবায়ক
০২. রবিন সরকার - সিনিয়র যুগ্ম আহবায়ক
০৩. এ.এন.এম রাশেদ - সিনিয়র যুগ্ম আহবায়ক
০৪. মোঃ শামসুর রহমান - যুগ্ন আহবায়ক
০৫. আশরাফুল ইসলাম - যুগ্ন আহবায়ক
০৬. মোঃ রেদুয়ানুল ইসলাম - সদস্য সচিব
০৭. মোঃ জাকির হোসেন - সদস্য
০৮. জাহিদুল খান সৌরভ - সদস্য
০৯. রুকুনুজ্জামান রিপন - সদস্য
১০. লাভলী আক্তার - সদস্য
১১. মোঃ রেজাউল করিম সুজন - সদস্য
১২. মোঃ মাহমুদুল হাসান হান্নান - সদস্য
১৩. অজয় পাল - সদস্য
১৪. সাইফুল্লাহ রহমান - সদস্য
১৫. মোঃ আলি হোসেন - সদস্য
১৬. মোঃ সাজ্জাদ হোসাইন - সদস্য
১৭. রাকিব আহমেদ অন্তর - সদস্য
১৮. মোহাইমিন হাসান সাবিদ - সদস্য
১৯. শরীফ আকন্দ - সদস্য
২০. এ এম আব্দুল ওয়াদুদ (আরিফ) - সদস্য
২১. মোঃ মেহেদী হাসান সোহান - সদস্য
২২. রাইসুল ইসলাম রিফাত - সদস্য
২৩. জাবির হাসান খান পরাগ - সদস্য
২৪. মোঃ শাহ জিল্লু রহমান - সদস্য
২৫. মেহেদী হাসান সিফাত - সদস্য
২৬. শোয়াইব রহমান - সদস্য
২৭. মোঃ হুমায়ুন আজাদ - সদস্য
২৮. মোঃ আবু হানিফ সজীব - সদস্য
২৯. রোকসানা জান্নাত রিমি - সদস্য
৩০. তানকিন হোসেন তুহিন - সদস্য
৩১. মোঃ ইফতেখার ইসলাম তনয় - সদস্য

সকলের ভালোবাসা ও সার্বিক সহযোগিতায় এগিয়ে যাবে টিম প্রস্ফুটিত শেরপুর।

প্রস্ফুটিত শেরপুর সামাজিক সংগঠন "মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ" এই স্লোগানকে ধারন করে প্রস্ফুটিত শেরপুর সামাজিক সংগঠনের ...
23/05/2025

প্রস্ফুটিত শেরপুর সামাজিক সংগঠন

"মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ" এই স্লোগানকে ধারন করে প্রস্ফুটিত শেরপুর সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে। আজ শুক্রবার (২৩ মে) সন্ধায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সভায় দেবাশীষ সরকারকে আহবায়ক ও মোঃ রেদুয়ান রাশেদকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে ফেইসবুক ভিত্তিক গ্রুপ প্রস্ফুটিত শেরপুর গ্রুপের প্রয়াত এডমিন সবুজ খানের স্বরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে অনুষ্ঠানে প্রস্ফুটিত শেরপুর গ্রুপের এডমিন প্যানেল সদস্য জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সদ্য ঘোষিত কমিটির আহবায়ক দেবাশীষ সরকার। এসময় তিনি বলেন, ২০২০ সালের করোনাকালীন সময় থেকেই মূলত প্রস্ফুটিত শেরপুরের সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়।

এছাড়া শীতকালে শীত বস্ত্র বিতরন, করোনাকালীন সময়ে সাবান ও মাস্ক বিতরনসহ জনসচেনতা তৈরি, রমজানে পথচারীদের মাঝে ইফতার বিতরন, কন্যাদ্বায়গ্রস্থ পরিবারের পাশে দাঁড়ানো, ক্যান্সার আক্রান্ত রোগীকে সহায়তা প্রদান, বৃক্ষ রোপন, অনাহারী আহারে খাবার বিতরন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে বিজয় রাইডে অংশগ্রহণ, বন্যাকালীন সময়ে বিভিন্ন সংগঠনের সাথে সহযোগী হিসেবে কাজ করাসহ প্রতি নিয়ত কাজ করে যাচ্ছে প্রস্ফুটিত শেরপুর সমাজিক সংগঠন। ভবিষ্যৎ সংগঠনটি শেরপুর জেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে কোলাবোরেশান করে আর্ত মানবতার সেবায় কাজ করে যাবে। তাই আপনারদের সকলের সার্বিক সহযোগিতা ও ভালোবাসা আমাদের একান্ত প্রয়োজন। অনুষ্ঠানে শেরপুরের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধন্যবাদান্তে,
টিম প্রস্ফুটিত শেরপুর।

প্রস্ফুটিত শেরপুর অংশগ্রহন করবে নাগরিক মানববন্ধনে, আপনি করবেন তো? শেরপুর জেলার উন্নয়নের স্বার্থে আসুন সবাই অংশ গ্রহন নিশ...
14/05/2025

প্রস্ফুটিত শেরপুর অংশগ্রহন করবে নাগরিক মানববন্ধনে, আপনি করবেন তো? শেরপুর জেলার উন্নয়নের স্বার্থে আসুন সবাই অংশ গ্রহন নিশ্চিত করি।

পুরোদমে চালু হয়ে গেলো শুরু হলো শেরপুর শিল্প ও বানিজ্য মেলা-২০২৫ এর ২য় দিনের চিত্র।
05/05/2025

পুরোদমে চালু হয়ে গেলো শুরু হলো শেরপুর শিল্প ও বানিজ্য মেলা-২০২৫ এর ২য় দিনের চিত্র।

নকলায় চলছে ৩ দিনব্যাপী জমজমাট মেলা..!লোকেশনঃ বাদাগৈড় পূর্ব পাড়া, নকলা।ছবি- রাইসুল রিফাত।
18/04/2025

নকলায় চলছে ৩ দিনব্যাপী জমজমাট মেলা..!
লোকেশনঃ বাদাগৈড় পূর্ব পাড়া, নকলা।

ছবি- রাইসুল রিফাত।

রাষ্ট্রের নাম: শেরপুরসারা দেশে পরিচিতিঃ জামালপুর - শেরপুরমুদ্রার নাম: টেহা জাতীয় ভাষা : শেরপুইরা ভাষারাজধানি : নিউ মার্ক...
18/04/2025

রাষ্ট্রের নাম: শেরপুর
সারা দেশে পরিচিতিঃ জামালপুর - শেরপুর
মুদ্রার নাম: টেহা
জাতীয় ভাষা : শেরপুইরা ভাষা
রাজধানি : নিউ মার্কেট
জাতীয় মসজিদ: মাইসেবা মসজিদ।
জাতীয় পর্বত দুইডা: গজনী ও মধুটিলা
জাতীয় পোশাক: শাড়ি আর তবন
জাতীয় খাবার : ছানার পায়েস আর তুলশীমালার পোলাও
জাতীয় মাছ : ইচা মাছ
জাতীয় পাখি : কইতর
জাতীয় ফুল: কাশফুল
জাতীয় পার্ক: ডিসি লেক
জাতীয় কলেজ: শেরপুর সরকারি কলেজ।
জাতীয় বিড়ি : ৩০নং রশিদা বিড়ি
জাতীয় ডায়লগ: যাদের মন ভালোবাসায় ভরপুর, তাদের বাড়ী শেরপুর।
জাতীয় দুঃখ: ময়মনসিংহ ও জামালপুরের মানুষ ছাড়া আমাদের কেউ চিনে নাহ
জাতীয় আপছুস: রেল লাইন নাই।
জাতীয় স্বপ্ন: একদিন কোন পাবলিক বিশ্ববিদ্যালয় হবো।
জাতীয় আশা : মেডিকেল হবো।
জাতীয় গ্রুপঃ প্রস্ফুটিত শেরপুর।

কিছু বাদ থাকলে আন্নেরা কইয়া যাইন, মিলায় নিমুনি।

সুন্দর স্থাপত্যশৈলী মনোমুগ্ধকর পরিবেশে স্থাপিত এইবাড়িটি মোমিনবাগ শেরপুর।
17/04/2025

সুন্দর স্থাপত্যশৈলী মনোমুগ্ধকর পরিবেশে স্থাপিত এইবাড়িটি মোমিনবাগ শেরপুর।

সারাদিন কঠোর পরিশ্রম শেষে ঘড়ে ফেরার পালা রাজমিস্ত্রী শ্রমিকদের।
16/04/2025

সারাদিন কঠোর পরিশ্রম শেষে ঘড়ে ফেরার পালা রাজমিস্ত্রী শ্রমিকদের।

শেরপুরে ১০০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন কেন উপযুক্ত হবে, তা ধাপে ধাপে বিশ্লেষণ করা হলো:ধাপ ১: জনসংখ্যা ও...
15/04/2025

শেরপুরে ১০০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন কেন উপযুক্ত হবে, তা ধাপে ধাপে বিশ্লেষণ করা হলো:

ধাপ ১: জনসংখ্যা ও স্বাস্থ্যসেবার চাহিদাঃ
শেরপুর জেলার মোট জনসংখ্যা প্রায় ১৪-১৫ লাখ (সর্বশেষ আদমশুমারি অনুযায়ী)। এই পরিমাণ জনসংখ্যার জন্য বিদ্যমান হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো পর্যাপ্ত নয়। প্রাথমিক স্বাস্থ্যসেবার বাইরে বিশেষায়িত চিকিৎসার জন্য মানুষকে ময়মনসিংহ বা ঢাকায় যেতে হয়।

ধাপ ২: ভৌগোলিক অবস্থানঃ
শেরপুর সীমান্তবর্তী জেলা এবং ময়মনসিংহ বিভাগের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। পাশ্ববর্তী জেলার মানুষরাও এখানকার স্বাস্থ্যসেবা নিতে পারে (যেমন: জামালপুর, নেত্রকোনা) যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে, ফলে বড় হাসপাতাল স্থাপন হলে অন্য জেলার মানুষও উপকৃত হবে।

ধাপ ৩: অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নঃ
একটি ১০০০ শয্যার হাসপাতাল স্থাপনে বহু কর্মসংস্থান সৃষ্টি হবে (ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, কর্মচারী ইত্যাদি)।
স্থানীয় ব্যবসা-বাণিজ্যে গতি আসবে।
শিক্ষিত তরুণদের জন্য চাকরির সুযোগ বাড়বে।

ধাপ ৪: স্বাস্থ্যব্যবস্থার বিকেন্দ্রীকরণঃ
বড় শহরগুলোতে স্বাস্থ্যসেবার ওপর চাপ কমাতে বিকেন্দ্রীকরণ প্রয়োজন। শেরপুরে বৃহৎ হাসপাতাল স্থাপন হলে রাজধানী বা বিভাগীয় শহরের উপর চাপ কমবে।

ধাপ ৫: জরুরি পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগঃ
শেরপুর বন্যাপ্রবণ এলাকা, দুর্ঘটনা ও মহামারির সময় বড় হাসপাতাল না থাকলে বিপদে পড়তে হয়। একটি আধুনিক হাসপাতাল হলে দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হবে।

ধাপ ৬: স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষার সুযোগঃ
একটি বড় হাসপাতালের সঙ্গে মেডিকেল কলেজ সংযুক্ত করা গেলে স্বাস্থ্যশিক্ষা ক্ষেত্রেও বিপুল উন্নয়ন হবে। শেরপুরের ছেলেমেয়েরা নিজের জেলাতেই উচ্চশিক্ষার সুযোগ পাবে।

(সংগৃহিত)

অস্টমিতলা বাস স্ট্যান্ডে দুর্ঘটনায় এই ছেলের মৃ'ত্যু হয়েছে, অন্তত আট জন আহত। রাত সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে। ছেলেটির না...
22/02/2025

অস্টমিতলা বাস স্ট্যান্ডে দুর্ঘটনায় এই ছেলের মৃ'ত্যু হয়েছে, অন্তত আট জন আহত। রাত সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে।

ছেলেটির নাম সম্ভবত রনি। পরানপুর নুরজাহান নার্সারির পেছনে বাসা। কেউ তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন দয়া করে।

সূত্রঃ ইমরান হাসান রাব্বি।

Address

Sherpur

Alerts

Be the first to know and let us send you an email when Hello Sherpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hello Sherpur:

Share

শেরপুর জেলার ঐতিহাসিক পটভূমিঃ সম্রাট আকবরের সময় এ অঞ্চলের নাম দশ কাহনীয়া বাজু বলে ইতিহাসে পাওয়া যায়। শেরপুর পৌরসভার দক্ষিণ সীমান্তে মৃগী নদী হতে জামালপুর ঘাট পর্যন্ত প্রায় ৮/৯ মাইল প্রশস্ত ব্রহ্মপুত্র নদের পূর্ব নাম ছিল লৌহিত্য সাগর। নদের উভয় পাড়ের নিকটবর্তী লোকদের প্রায় সময়ই নৌকায় যাতায়াত করতে হত। তারা খেয়া ঘাটের ইজারাদারের সহিত যাতায়াত মাশুল হিসবে বাৎসরিক চুক্তি অনুযায়ী ১০(দশ) কাহন কড়ি প্রদান করত। সে হিসেবেই এ অঞ্চলের নাম হয় দশকাহনীয়া। বাংলার নবাবী আমলে গাজী বংশের শেষ জমিদার শের আলী গাজী দশ কাহনিয়া অঞ্চল দখল করে স্বাধীনভাবে রাজত্ব করেন। এই শেরআলী গাজীর নামে দশ কাহনিয়ার নাম হয় শেরপুর। তখন শেরপুর রাজ্যের রাজধানী ছিল গড়জরিপা। বৃটিশ আমলে এবং পাকিস্তান আমলে নাম হয় শেরপুর সার্কেল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেরপুরকে ৬১ তম জেলা ঘোষণা করেন। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনে তা স্থগিত হয়ে যায়। ১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেরপুরকে মহকুমা, ১৯৮৪ সালে রাষ্ট্রপতি এরশাদ শেরপুরকে জেলায় উন্নীত করে জেলার ৫ টি থানাকে উপজেলায় রূপান্তর করেন। জমিদারী আমলে ১৮৬৯ সালে শেরপুর পৌরসভা স্থাপিত হয়।

শেরপুর জেলায় আপনাকে স্বাগতম