Rijon funs

Rijon funs আসসালামু আলাইকুম।
আপনার ক্ষুদ্র একটি Follow ই আমাদের সফলতা
(2)

18/07/2025

ব্যস্ত ঢাকা শহর

05/07/2025

Big shout out to my newest top fans! অপদার্থ লেখক, 이성재, Nav Mira, Odaa Tube

09/06/2025

একবার তো ভুগেছি তাই জানি কতটা কষ্টের আর হয়রানির ।
সবাই নিয়ম মেনে সাবধানে থাকুন ।

🦠 আবার করোনা: এবার জ্বর নেই, কাশি নেই--সোজা ফুসফুসে আঘাত করছে XBB!

নতুন করে শুরু হয়েছে করোনার আরেকটি ঢেউ।
নতুন রূপ -- XBB -আগের মতো নয়।
এই ভাইরাসে সাধারণভাবে জ্বর বা কাশি হয় না,
তবে শরীরের ভেতরে নীরবে চলতে থাকে ভয়াবহ সংক্রমণ।

রোগীরা মাথাব্যথা, গলা ব্যথা, জয়েন্টে ব্যথা, ক্ষুধামান্দ্য, পিঠে অস্বস্তি--এসব উপসর্গ নিয়ে আসেন।
অনেক সময় নাকের সোয়াব পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে,
কিন্তু এক্স-রেতে ধরা পড়ে নিউমোনিয়া।

XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় অন্তত ৫ গুণ বেশি সংক্রামক এবং
সরাসরি ফুসফুসে আঘাত করে--তাই উপসর্গ হালকা হলেও ঝুঁকি অনেক বেশি।

🔍 লক্ষণ যেগুলো দেখা যাচ্ছে:
• মাথা ব্যথা
• গলা ও জয়েন্টে ব্যথা
• পিঠে চাপ
• ক্ষুধা হ্রাস
• ক্লান্তি
• এক্স-রেতে নিউমোনিয়া

শরীরের বাইরে থেকে ধরা না পড়লেও ভিতরে আক্রান্ত হচ্ছে শ্বাসতন্ত্র।

⚠️ এই রূপ আরও ছলনাময়, আরও নীরব।
তাই সময় থাকতে সতর্ক হওয়া জরুরি।

✅ করণীয়:
• মাস্ক ব্যবহার করা
• জনসমাগম এড়িয়ে চলা
• ১.৫ মিটার দূরত্ব বজায় রাখা
• নিয়মিত হাত ধোয়া
• উপসর্গ থাকলে প্রয়োজনে এক্স-রে বা HRCT করানো

পরিবার, সহকর্মী, বন্ধুবান্ধব -- সবার সঙ্গে শেয়ার করুন।
সচেতন থাকুন।

03/06/2025

আসলে সে আমার কেউ না! সে এতোদিন আমার হওয়ার নাট'ক করে ছিলো.!😔💔🥀

মানা যায় এইগুলা😑
26/05/2025

মানা যায় এইগুলা😑

অথচ তুমি বারবার ভালোবাসি বলেও, ভালোবাসলে না.! 💔😅
25/05/2025

অথচ তুমি বারবার ভালোবাসি বলেও,
ভালোবাসলে না.! 💔😅

08/05/2025

ভাল্লাগতেছে না, গরম লাগে, মাথা ঘুড়ায়, ঘুম আসে না, প্রচুর টাকা দরকার, নতুন জামা নাই, জীবনে খালি প্যারা আর প্যারা

5 Problems 1 Solution

আম খা 🙂

04/05/2025

আমার আর তোমার সঙ্গে সংসার গড়া হইলো না। বেবাক মানুষেরই হয় না। এ নিয়ে আমার এতটা দুঃখ নাই।

তুমি বলতে পারবা আমার সাথে কী তোমার প্রেম নাকি অন্য কিছু, যেমন "সময়ের ব্যবধানে খিদে"।
তুমি এখন যার সাথে আছো তার সাথে "তোমার সম্পর্কের নাম কী"?

আমাদের সম্পর্কের নাম কি ছিলো?

Address

Sherpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rijon funs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share