
24/07/2025
আমার বয়স ২৪। বিয়ে হয়েছে ৩ বছর। আমার ২ বছরের একটি ছেলে আছে। আমার স্বামী প্রায় ২ বছর ধরে দেশের বাইরে আছেন। কলেজ জীবনে আমার দু’জন খুব কাছের বন্ধু ছিল। এক পর্যায়ে আমাদের বন্ধুত্ব এতটাই গ"ভী"র হয় যে আমরা একে অপরের সঙ্গে সব ব্যক্তিগত বিষয় শেয়ার করতাম। আমরা তিনজন একটি মেসেঞ্জার গ্রুপে নিয়মিত চ্যাট করতাম। ওরা দু’জনই ছেলে।
পরবর্তীতে তারা গ্রুপে বা"জে-গল্প, সে^^ ভি"ডি"ও শেয়ার করত। আমিও তা পড়তাম ও দেখতাম। ধীরে ধীরে আমি তাদের সাথে আরও বেশি খোলামেলা হয়ে পড়ি। ওদের বাসায়ও যাতায়াত শুরু হয়।
এক সময় এমন হয় যে, আমি তাদেরকে আমাকে চু"মু দিতে দিই, বু/ক ও শ"রী"রে হা"ত দিতে দিই। ওরা অনুরোধ করলে আমি হাত দিয়ে তাদের মা"স্টা"র"বে"শ"ন"ও করে দিই। এভাবে ধীরে ধীরে এসব চলতে থাকে।
পরে আমার বিয়ে হয়। কিন্তু স্বামী দেশের বাইরে চলে যাওয়ার পর আবার আমাদের মধ্যে যোগাযোগ শুরু হয় এবং দেখা-সাক্ষাৎও চলতে থাকে।
একপর্যায়ে আমাদের মধ্যে অসংখ্যবার শা'রী"রি'ক সম্প"র্ক ঘটে। আমিও নিজের ইচ্ছায় তাতে অংশ নিয়েছি এবং উপভোগ করেছি। কিন্তু এখন আমি প্রচণ্ড গি"ল্টি ফিল করছি।
আমি এখন ওদের সঙ্গে সব রকম যোগাযোগ বন্ধ করে দিয়েছি। আমি চাই না ওরা আর যোগাযোগ করুক। স্বামী আমাকে মানসিক ও শা"রী"রি"ক-ভাবে তখন ঠিকমতো সু'"খ দিতে পারত না, তাই হয়তো আমি ওই সম্পর্কগুলোতে জড়িয়ে পড়েছিলাম। যদিও এখন আর যোগাযোগ নেই।
স্বামী এসব কিছু জানে না। এখন আমার নিজেকে খুব খা"রা"প লাগছে। নিজেকে দো"ষা"রোপ করতে করতে আমি ভে"ঙে পড়ছি। আমি এখন নিয়মিত নামাজ পড়ি, নফল ও তাহাজ্জুদও পড়ার চেষ্টা করি এবং আল্লাহর দরবারে মা"ফ চাই।
অনেকবার আ"ত্ম"হ"ত্যা/র কথাও ভেবেছি, কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে পারি না।
স্বামীকে এখন আমি সত্যিই অনেক ভালোবাসি, তিনিও আমায় ভালোবাসেন। কিন্তু নিজেকে দো"ষা"রোপ করতে করতে, ভেতরে ভেতরে শে"ষ হয়ে যাচ্ছি। আমি ওই সব কিছু থেকে একদম বের হয়ে আসতে চাই। এর সঠিক উপায় বা সমাধান কি? 😭
>নাম প্রকাশ করবেন না।
(ইনবক্স থেকে)