Ariyan kafi Roman

  • Home
  • Ariyan kafi Roman

Ariyan kafi Roman " এক নারীতে আসক্ত হয়ে ঠকে যাওয়া
এক বোকা বালক "
(4)

আমার বয়স ২৪। বিয়ে হয়েছে ৩ বছর। আমার ২ বছরের একটি ছেলে আছে। আমার স্বামী প্রায় ২ বছর ধরে দেশের বাইরে আছেন। কলেজ জীবনে ...
24/07/2025

আমার বয়স ২৪। বিয়ে হয়েছে ৩ বছর। আমার ২ বছরের একটি ছেলে আছে। আমার স্বামী প্রায় ২ বছর ধরে দেশের বাইরে আছেন। কলেজ জীবনে আমার দু’জন খুব কাছের বন্ধু ছিল। এক পর্যায়ে আমাদের বন্ধুত্ব এতটাই গ"ভী"র হয় যে আমরা একে অপরের সঙ্গে সব ব্যক্তিগত বিষয় শেয়ার করতাম। আমরা তিনজন একটি মেসেঞ্জার গ্রুপে নিয়মিত চ্যাট করতাম। ওরা দু’জনই ছেলে।

পরবর্তীতে তারা গ্রুপে বা"জে-গল্প, সে^^ ভি"ডি"ও শেয়ার করত। আমিও তা পড়তাম ও দেখতাম। ধীরে ধীরে আমি তাদের সাথে আরও বেশি খোলামেলা হয়ে পড়ি। ওদের বাসায়ও যাতায়াত শুরু হয়।

এক সময় এমন হয় যে, আমি তাদেরকে আমাকে চু"মু দিতে দিই, বু/ক ও শ"রী"রে হা"ত দিতে দিই। ওরা অনুরোধ করলে আমি হাত দিয়ে তাদের মা"স্টা"র"বে"শ"ন"ও করে দিই। এভাবে ধীরে ধীরে এসব চলতে থাকে।

পরে আমার বিয়ে হয়। কিন্তু স্বামী দেশের বাইরে চলে যাওয়ার পর আবার আমাদের মধ্যে যোগাযোগ শুরু হয় এবং দেখা-সাক্ষাৎও চলতে থাকে।

একপর্যায়ে আমাদের মধ্যে অসংখ্যবার শা'রী"রি'ক সম্প"র্ক ঘটে। আমিও নিজের ইচ্ছায় তাতে অংশ নিয়েছি এবং উপভোগ করেছি। কিন্তু এখন আমি প্রচণ্ড গি"ল্টি ফিল করছি।

আমি এখন ওদের সঙ্গে সব রকম যোগাযোগ বন্ধ করে দিয়েছি। আমি চাই না ওরা আর যোগাযোগ করুক। স্বামী আমাকে মানসিক ও শা"রী"রি"ক-ভাবে তখন ঠিকমতো সু'"খ দিতে পারত না, তাই হয়তো আমি ওই সম্পর্কগুলোতে জড়িয়ে পড়েছিলাম। যদিও এখন আর যোগাযোগ নেই।

স্বামী এসব কিছু জানে না। এখন আমার নিজেকে খুব খা"রা"প লাগছে। নিজেকে দো"ষা"রোপ করতে করতে আমি ভে"ঙে পড়ছি। আমি এখন নিয়মিত নামাজ পড়ি, নফল ও তাহাজ্জুদও পড়ার চেষ্টা করি এবং আল্লাহর দরবারে মা"ফ চাই।

অনেকবার আ"ত্ম"হ"ত্যা/র কথাও ভেবেছি, কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে পারি না।

স্বামীকে এখন আমি সত্যিই অনেক ভালোবাসি, তিনিও আমায় ভালোবাসেন। কিন্তু নিজেকে দো"ষা"রোপ করতে করতে, ভেতরে ভেতরে শে"ষ হয়ে যাচ্ছি। আমি ওই সব কিছু থেকে একদম বের হয়ে আসতে চাই। এর সঠিক উপায় বা সমাধান কি? 😭

>নাম প্রকাশ করবেন না।
(ইনবক্স থেকে)

24/07/2025

এই শহরটা পাখির হোক, সবুজ হোক,
বুকের ভেতর শুভ্র রঙের শব্দ হোক,
নয়নতারা, রক্তজবা ফুলের হোক।

24/07/2025

অন্যায় করার পরেও যদি অনুশোচনা না আসে,
বুঝতে হবে -সৃষ্টিকর্তা অন্তরে মোহর মেরে দিয়েছেন।

23/07/2025

I knew you would come.
"আমি জানতাম তুমি আসবে!"
এমন বন্ধু সবার জীবনে আসুক।

23/07/2025

HSC স্থগিত ২২ জুলাইয়ের পরীক্ষা ১৭ আগষ্ট, ২৪ জুলাইয়ের পরীক্ষা ১৯ আগষ্ট অনুষ্ঠিত হব

23/07/2025

কিছুদিন আগে নোরার জন্য একটা ছড়া লিখেছিলাম। তাতে একটা লাইন ছিলো —

'আমি একটা ফুল, আমায় ফুটতে দিও
আমি ফুটলে আমার সুবাস পাবে যে তুমিও!'

কিন্তু আমরাতো সেই ফুলগুলো ফুটতেই দিলাম না। এখন কীসের সুবাস নিয়ে বাঁচব আমরা? এই দগ্ধ ফুলেরা বেহেশতে গিয়ে এই অবর্ণণীয় যন্ত্রণার জন্য আল্লাহর কাছে কী নালিশ করবে আমাদের নামে? কী করে সইবো আমরা?

23/07/2025

মাইলস্টোনের ওই ভবনটিতে ক্লাস করত ৭৮৩ শিক্ষার্থী

কোন এক দিন
23/07/2025

কোন এক দিন

22/07/2025

আমরা এ দেশে থাকব না। পলিটিশিয়ানরা এই দেশকে পলিউট করে ফেলেছে।
- ট্রেনিং বিমানের আঘাতে বিধ্বস্ত হয়ে নিহত এক শিক্ষার্থীর বাবা।

এই একটা বাক্য, একজন বাবার বুকফাটা আর্তনাদ, শোনা মাত্রই পলিটিশিয়ানদের কানে শিশা ঢেলে মরে যেতে ইচ্ছে করা উচিত।

এই দেশে রাজনীতিবিদদের কপালে আর দশটা চোর আর দুইটা ডাকাত ছাড়া কিছুই জুটবে না। জীবন হবে বিষাক্ত, শান্তি হবে হারাম, ক্ষমতার চেয়ারের নিচে জ্বলবে হাবিয়া দোযখ।

পোস্ট দিতে হবে, আবার ডিলিট করতে হবে। বক্তব্য দিতে হবে, আবার সাফাই গাইতে হবে। তবুও প্রতি মুহূর্তে গুলির শংকা,
কারণ তোমরা পবিত্র কিছু নও, তোমরা পলিউটেড রাজনীতি।

এই দেশটা ছিল শিশুদের জন্য। তারা খেলবে, শিখবে, আকাশ ছোঁবে। কিন্তু এখন এই দেশের আকাশই গিলে খায় শিশুদের।
এই রাষ্ট্র একটা গোপন ফাঁদ, যেখানে ভুলবশত জন্ম নেওয়াই এখন অপরাধ।

আপনারা যারা ক্ষমতার অপেক্ষায় আছেন বা আসতে চান,
জেনে রাখবেন, এই রাষ্ট্র এখন শিশুদের কবরখানা। আমরা দাঁড়িয়ে আছি তাদের কবরের উপর। দিন আসবে, কবরের কান্না আমাদের পায়ের নিচে আগুন হয়ে জ্বলবে।

22/07/2025

২০১০ সালে নিমতলী অগ্নিকান্ডে ১১৯ জন নিহত; নিন্মমানের বৈদ্যুতিক ট্রান্সফরমার ব্যবহার কি বন্ধ হয়েছে?

২০১২ সাল তাজরীন ফ্যাশন অগ্নিকাণ্ডে নিহত ১১৭, আহত ২০০+; বৈদ্যুতিক সরঞ্জামাদি কি উন্নত হয়েছে?

২০১৩ সালে রানা প্লাজা দূর্ঘটনায় নিহত ১২০০+, আহত ২০০০+ এরপরেও কি ভবন নির্মাণে বিল্ডিং কোড মানা হচ্ছে?

২০১৬ সালে টঙ্গীর টাম্পাকো ফয়েল কারখানায় অগ্নিকাণ্ডে ৪১ জন নিহত হয়; কোন শিক্ষা হয়েছি কি আমাদের?

২০১৯ সালে সিলিন্ডার বিস্ফোরণে পুরান ঢাকায় ৮০ জন নিহত, আহত ৫০+; মেয়াদউত্তীর্ণ সিলিন্ডার বাজারজাতকরণ কি বন্ধ হয়েছে?

২০১৯ সালে বনানীর এফ আর টাওয়ার অগ্নিকাণ্ডে নিহত ২৭জন, আহত ৭০+; নিম্নমানের যন্ত্রপাতির কারণে ইলেকট্রিক শর্ট সার্কিট কি বন্ধ হয়েছে?

২০২১ সালে হাশেম ফুড ফ্যাক্টরি অগ্নিকাণ্ডে ৫২ জন মানুষ নিহত; কেমিক্যাল ও দাহ্য পদার্থের যত্রতত্র ব্যবহার কি বন্ধ হয়েছে?

২০২২ সালে সীতাকুন্ডে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ, নিহত ৪৯, আহত ৪৫০+; এরপরেও কি রাসায়নিক দ্রব্য ব্যবস্থাপনা উন্নত হয়েছে?

২০২৪ সালে বেইলি রোডের রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে নিহত ৪১; রুফটপ রেস্তোরাঁ আজো কি বন্ধ হয়েছে?

আর চোখের সামনে এখন দগদগে মাইলস্টোন কলেজ ট্র্যাজেডি। সবসময়কার রাষ্ট্রযন্ত্র এসব নিরসনে কিছু করতে পারুক আর না পারুক, মাগার শোক ঘোষণা করতে বেমালুম ভুল করেননা। এই একটা কাজে শতভাগ সফল তারা।

হতভাগা এ জাতির কপালে কি স্বাভাবিক বিদায় নাই?

22/07/2025

নোরা বললো, বাবা আমাকে একটা ছড়া লিখে দাও। লিখে দিয়েছিলাম। ওর বন্ধুরাও সেই ছড়া পড়ে কী যে খুশি! সবাই মিলে মুখস্থ করে ফেললো। তারপর যখন আমার সামনে দাঁড়িয়ে হাত পা নেড়ে নেড়ে আবৃত্তি করে, আমি মুগ্ধ চোখে দেখি। মনে হয়, সত্যি সত্যিই ওরা ফুল আর পাখি। ওদের ফুটতে দিলে সেই সুবাসে সুবাসিত হবে পৃথিবী। কিন্তু সেই পৃথিবীর বাতাস এমন পোড়া ফুলের গন্ধে ভারি হয়ে উঠলে তাতে কে শ্বাস নিতে পারবে? আমিতো পারি না। দম বন্ধ হয়ে আসে। বুক ভার হয়ে আসে। ঢোক গিলতে পারি না। গলার কাছটায় ব্যথা হয়। চোখ বন্ধ করলেই ভয়ানক দুঃস্বপ্ন দেখে জেগে উঠি। ঘুমাতে পারি না। মনে হয়, এই পৃথিবীটা যেন এক বিভৎস মৃত্যুপুরী। আর আমরা বড়রা সবাই কোনো না কোনোভাবে একেকজন খুনি!

'আমি ছোট্ট পাখি, আমার আছে ডানা
সেই ডানাতে উড়ে উড়ে ছাড়াব সীমানা।

আমি ভোরের আলো, আমি নতুন দিন
যত্নে রেখো আমায়, হবই রঙিন।

আমি ছোট্ট নদী, আমি সবুজ বন
আমার বুকেই ফুটবে যেন ফুলের মতো মন।

আমি প্রজাপতি, আমার রঙিন পাখা
সেই পাখাতে হাজার রঙের স্বপ্ন থাকে আঁকা।

আমি একটা ফুল, আমায় ফুটতে দিয়ো
আমি ফুটলে আমার সুবাস পাবে যে তুমিও।

আমি ছোট্ট আজ, স্বপ্নে বেঁচে রই
আমার স্বপ্ন ফুটতে দিলে হবো যে বড়ই!'

🥹🥹

22/07/2025

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!

মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।

ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, "এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা যাবে"।

কিন্তু ছাত্র'টি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।

মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:

"আমি জানতাম তুমি আসবে"! ❤️

Address


Alerts

Be the first to know and let us send you an email when Ariyan kafi Roman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share