শেরপুরের মেয়ে শিলা

শেরপুরের মেয়ে শিলা হে আমার রব তু‌মি আমা‌কে সবদাই সত‌্য ও স‌ঠিক প‌থের দিশারী বানাও । অামার চলার পথকে তু‌মি সহজ সরল ও সুগম বানাও । হে আল্লাহ তু‌মি আমার একমাত্র সাহায্যকারী ,
(6)

28/02/2025

সাইকোলজি বলে প্রিয় মানুষ বিশ্বাস ভেঙ্গে চলে গেলে , যে কষ্ট অনুভব করে , তা মানব দেহের ১০ টা পাঁজরের হাড় ভাঙ্গার সমান কষ্ট । কিংবা হার্ট এ‍্যাটাক করলে যে পেইন হয় আমাদের মস্তিস্ক সেটা অনুভব করে। ততটাই ক্ষতি হয় আমাদের যতটা মানুষ এক্সিডেন্টে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।

অথচ কি আশ্চর্য কিছু মানুষ এত ভয়ংকর ভাবে কাউকে ভেঙ্গে ব‍্যাথা দেওয়ার পরও নিজের প্রতি সামন‍্য , লজ্জাবোধ ও রিগ্রেট না নিয়ে বেঁচে থাকে। আসলে মাঝে মাঝে আমার জানতে ইচ্ছে কারো জীবনে এত ভয়ংকর ব‍্যাথা উপহার দিয়ে ,মানুষ কি ভাবে রাতে শান্তিতে ঘুমায় । মানুষ বলেই বোধ হয় সম্ভব , হৃদয় ভাঙ্গার অপরাধ বোধ মানুষের বিবেকে বাঁধে না।

অথচ ,সৃষ্টিকর্তা মানুষকে সেরা জীব হিসেবে বানিয়েছে । কাউকে কখনো মানুষের আদালত মন ভাঙ্গার অপরাধ বোধের সাজাঁ দিতে পারে নি। কখনোই কারো সাথে ঘটানো সাক্ষী ছাড়া অপরাধ বোধ গুলোকে আমরা মানুষরা অপরাধই মনে করি না। কিন্তু নীরবে সহে যায় একমাত্র সে জানে , তার প্রতিটা মিনিট সেকেন্ড কিভাবে ব‍্যাথা লুকিয়ে বাঁচতে হয়। কতটা ট্রমা সহ‍্য করে নিজের ভিতরে স্বাভাবিক ভাবে জীবন যাপন করে যেতে হয় ।

কিন্তু দিনশেষে কিছু মানুষ রিকভার করে হয়তবা , তবে কেউ কেউ চির দিনের জন‍্য মানসিক রোগী হয়ে বেঁচে থাকে।তাই কারো সাথে নিজেকে জড়িয়ে , পরে মন ভাঙ্গার আগে নিজস্ব বোধ নিয়ে চিন্তা করবেন , সে মানুষটা আপনার দেওয়া মিথ‍্যা ভালোবাসার প্রতারনা সহ‍্য করতে পারবে কি না। কারো জীবনটা নরক বানানোর আগে একটু ভেবে দেখবেন , আপনার দেওয়া অদৃশ‍্য আঘাত তাকে পুরো ভেঙ্গে দিবে কি না।

সবচেয়ে বেশি কষ্ট পায় সেনসেটিভ মানুষ গুলো । তাই এই ধরনের মানুষ গুলোর সাথে , মেশার আগে যাচাই করে নিবেন । আর কিছু মানুষ তো অবশ‍্যই আছে যারা কমার্শিয়াল , তারা এই যে হৃদয়ের সম্পর্কটা কে বিজনেস হিসেবে নেয় । তাদের সাথে এই গেইমটা খেলবেন দেখবেন আর যাই হোক আপনার জীবনে কারো অভিশাপ লাগবে না।

08/02/2025

নারী কখনো ঘোষণা দিয়ে বদলায় না, নারী বদলায় নীরবে গোপনে | নারী বদলায় প্রিয়জনের অবহেলায় অপমানে | নারী কখনো এমনি এমনি বদলায় না | নারী বদলায় প্রিয় মানুষের বদলে, নারী বদলায় তাকে বুঝতে না পারার কারণে | নারী বদলায় অভিমানে, নারী বদলায় অসম্মানে |
না'রী কখনো হুটহাট ব'দলায় না, না'রী ব'দলায় ধৈয্যের বাধঁ ভেঙে গেলে | না'রী ব'দলায় মানিয়ে নেওয়ার রাস্তা ফুরালে | না'রী ব'দলায় আত্মসম্মানে আ'ঘাত আনলে | নারী কখনো শখ করে বদলায় না, নারী বদলায় বদলাতে হয় বলে।

১১ বছর বয়সে রস, কস, সিঙ্গারা, বুলবুলি মস্তক খেলতাম। আর ১১ বছরের মেয়ে পুরো বাংলাদেশ রে নিয়ে খেললো।
04/02/2025

১১ বছর বয়সে রস, কস, সিঙ্গারা, বুলবুলি মস্তক খেলতাম। আর ১১ বছরের মেয়ে পুরো বাংলাদেশ রে নিয়ে খেললো।

04/02/2025

পুরুষ মানুষ ভুল বুঝে না, ঠিকও বুঝে না, বুঝাইলেও বুঝেনা,কিছুই বোঝে না, কি বুঝেনা সেটাও বুঝেনা, আজব বেটা মানুষ,,!!

02/02/2025

ধৈর্য আমার রুহ জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু আমি জানি এর শেষটা আমার রব সুন্দর করে দিবে ইনশাল্লাহ।

শখের অনেক কিছুই ছিল সময়ের বির্বতনে আজ কিছুই নেই আর কোনো শখ ও নেই.!
02/02/2025

শখের অনেক কিছুই ছিল সময়ের বির্বতনে আজ কিছুই নেই আর কোনো শখ ও নেই.!

শুভ সকাল,,
02/02/2025

শুভ সকাল,,

01/02/2025

১.ঠিক আছে করতে থাকো!
এর আসল অনুবাদ হচ্ছে : ভুলেও যদি এ কাজটা করছো..!!

01/02/2025

স্বামী-স্ত্রী দুজনেই একটু এ্যাডজাষ্ট করলে সংসার সুখের হয়।
ধরুন স্বামীর পছন্দ মোটর সাইকেল। স্ত্রীর পছন্দ স্কুটি। উভয়েই এ্যাডজাষ্ট করলেন, দিয়ে একটা স্কুটি কেনা হলো। ব‌্যাস ঝা‌মেলা টা মি‌টে গেল ।
স্বামীর পছন্দ পাহাড়। স্ত্রীর সমুদ্র। দুজনেই একটু এ্যাডজাষ্ট করলেন। সমুদ্রে গেলেন।
স্বামীর পছন্দ নিজের একটা বাড়ি। ছাদ, আকাশ, মাটি, বাগান সহ। স্ত্রীর পছন্দ ফ্ল্যাট। দুজনেই এ্যাডজাষ্ট করলেন। এখন ওনারা নিজেদের ফ্ল্যাটে থাকেন।
স্বামীর ইচ্ছা weekend এর সন্ধ্যায় ক্লাবে যাবেন, বন্ধুদের সাথে একটু আড্ডা দেবেন। স্ত্রীর ইচ্ছা বন্ধুদের সাথে কিটিপার্টি। দুজনেই একটু এ্যাডজাষ্ট করলেন। স্বামী স্ত্রী কে এখন কিটিপার্টি তে ড্রপ করে দেন। আবার পিকাপ করেন। এরকম একটু এডজাষ্ট করলেই সুখে থাকা যায়।

ভাই আর বোন কত আদরের এ বাঁধন,,,
31/01/2025

ভাই আর বোন কত আদরের এ বাঁধন,,,

সৌন্দর্য শুধুমাত্র চোখকে আকর্ষণ করে কিন্তু ব্যক্তিত্ব হৃদয় কেড়ে নেয়,
31/01/2025

সৌন্দর্য শুধুমাত্র চোখকে আকর্ষণ করে কিন্তু ব্যক্তিত্ব হৃদয় কেড়ে নেয়,

শুভ সকাল,, আপনারা সবাই কেমন আছেন?
29/01/2025

শুভ সকাল,, আপনারা সবাই কেমন আছেন?

Address

Sherpur

Alerts

Be the first to know and let us send you an email when শেরপুরের মেয়ে শিলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share