প্রস্ফুটিত শেরপুর

প্রস্ফুটিত শেরপুর "প্রস্ফুটিত শেরপুর 🌿 পর্যটনে ভরপুর"
✨পর্যটন সমৃদ্ধ শেরপুর জেলায় আপনাকে স্বাগতম ✨
(1)

“যেখানে কাশফুল দোলে, সেখানেই শরৎ মুগ্ধ হয়ে দাঁড়ায়।”লোকেশনঃ বাটারাঘাট,শেরপুর।
25/09/2025

“যেখানে কাশফুল দোলে, সেখানেই শরৎ মুগ্ধ হয়ে দাঁড়ায়।”

লোকেশনঃ বাটারাঘাট,শেরপুর।

🚦 যানজট নিরসনে শেরপুর পৌরসভার উদ্যোগ 🚦শেরপুর পৌরসভার প্রশাসকের নির্দেশে পৌর শহরে চলমান যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে লাইস...
15/09/2025

🚦 যানজট নিরসনে শেরপুর পৌরসভার উদ্যোগ 🚦

শেরপুর পৌরসভার প্রশাসকের নির্দেশে পৌর শহরে চলমান যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে লাইসেন্সবিহীন অটোরিকশা আটক কর্মসূচি শুরু হয়েছে।

👉 এ কর্মসূচির মাধ্যমে শহরের পরিবহন শৃঙ্খলা ফিরিয়ে আনা, সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বৈধ যানবাহন চলাচলে সহায়ক পরিবেশ তৈরি করা হবে।

✅ শহরের স্বাভাবিক চলাচল বজায় রাখতে পৌরসভার এ কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।

আজ শেরপুর সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রথম দিন আগমন ✨🤍
15/09/2025

আজ শেরপুর সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রথম দিন আগমন ✨🤍

ঢাকা থেকে আজকের চন্দ্রগ্রহণ, (ব্লাড মুন)ছবি তুলেছেন Zubuyer Kaolin
07/09/2025

ঢাকা থেকে আজকের চন্দ্রগ্রহণ, (ব্লাড মুন)

ছবি তুলেছেন Zubuyer Kaolin

মানবিক পোস্ট ।। শেয়ার করে ছড়িয়ে দিবেন প্লিজ। আপনার শেয়ারে অসহায় একটি পরিবার বিপদমুক্ত হতে পারে।
30/08/2025

মানবিক পোস্ট ।। শেয়ার করে ছড়িয়ে দিবেন প্লিজ। আপনার শেয়ারে অসহায় একটি পরিবার বিপদমুক্ত হতে পারে।

লোকালয়ে বন্যহাতির দল, উৎসুক মানুষের ভিড়শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় গত চারদিন ধরে আবারও লোকালয়ে খাদ্যে...
29/08/2025

লোকালয়ে বন্যহাতির দল, উৎসুক মানুষের ভিড়

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় গত চারদিন ধরে আবারও লোকালয়ে খাদ্যের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে বন্যহাতির দল। অপরদিকে বন্যহাতি দেখতে প্রতিদিন সীমান্ত ঘেঁষা এলাকাগুলোতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার উৎসুক মানুষ।

এতে যে কোনো সময় মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। তবে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকে তাদের নিরাপদ দূরত্বে অবস্থান করতে বলা হচ্ছে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার দিবাগত রাত থেকে বন্যহাতির একটি দল ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া, হলদিগ্রাম, গোমরা, রাংটিয়া এবং কাংশা ইউনিয়নের ছোট গজনী, বড় গজনী, তাওয়াকুচা এলাকার গারো পাহাড়ে কমপক্ষে ৩০ থেকে ৪০টি বন্যহাতির একটি দল অবস্থান করছে। হাতির দলটি দিনের বেলা খাদ্যের সন্ধানে পাহাড়ের বিভিন্ন টিলায় ঘোরাঘুরি করলেও সন্ধ্যার ঠিক আগে বন্যহাতির পালটি লোকালয়ে নেমে আসে। ক্ষয়ক্ষতির আশঙ্কায় গ্রামবাসী মশাল জ্বালিয়ে হই-হুল্লোড় করে হাতির পালটি জঙ্গলে ফেরানোর চেষ্টা করছেন।

বৃহস্পতিবার বিকালে সরেজমিন দেখা গেছে, বন্যহাতির দলটি সন্ধ্যাকুড়া এলাকার গোলাপ, আকাশমনি কাঠের বাগান ও বিভিন্ন সবজি খেতে অবস্থান করতে দেখা যায়। পাশাপাশি এলাকাবাসী ও উৎসুক মানুষ ভিড় করেছেন। হাতি তাড়াতে মানুষ হই-হুল্লোড় করছেন। এ সময় বন্যহাতির দল ধান ও বিভিন্ন সবজি খেত পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে দিচ্ছে।

ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম বলেন, হাতির খাবারের জন্য সুফল বাগান তৈরি হয়েছে। সেখানে লতা-পাতা রয়েছে। হাতি সেসব খাচ্ছে। পাশাপাশি চলতি মাসে গারো পাহাড়ের প্রতিটি বিটে দুই হাজার করে কলাগাছ রোপণের কর্মসূচি শুরু হয়েছে। কলাগাছ বড় হলে খাবারের সংকট অনেকটাই কমবে। বনবিভাগ ও ইআরটি হাতিকে পাহাড়ের জঙ্গলে পাঠানোর সার্বক্ষণিক চেষ্টা করছেন বলে জানান এ কর্মকর্তা।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, মূলত খাদ্যের সন্ধানে বন্যহাতির পালটি লোকালয়ে চলে এসেছে। সীমান্তে বন্যহাতির খাদ্যের ব্যবস্থা করা গেলে হয়তো হাতি লোকালয়ে আসবে না। তবে উপজেলা প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকে মানুষকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে বলা হচ্ছে

ছবি ও লেখাঃ যুগান্তর।

পাখির চোখে শেরপুর শহরছবিঃ আদিল শিশির
29/08/2025

পাখির চোখে শেরপুর শহর
ছবিঃ আদিল শিশির

শুভ সকাল প্রস্ফুটিত শেরপুর শেরপুর শহরের মধ্যে শাপলা ফুলের দৃশ্য সত্যিই মনমুগ্ধকরডিভাইসঃ Samsung s 22
27/08/2025

শুভ সকাল প্রস্ফুটিত শেরপুর
শেরপুর শহরের মধ্যে শাপলা ফুলের দৃশ্য সত্যিই মনমুগ্ধকর

ডিভাইসঃ Samsung s 22

বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার লোকেশনঃ  রাবার বাগান,ঝিনাইগাতী,শেরপুর।
27/08/2025

বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার
লোকেশনঃ রাবার বাগান,ঝিনাইগাতী,শেরপুর।

নৌকা বাইচ খেলা দেখতে হাজারো মানুষের অপেক্ষা লচাতিওনঃ ৭ নং চর কামারচর ইউনিয়ন।Picture: Rayhan Mahmud Zihan
23/08/2025

নৌকা বাইচ খেলা দেখতে হাজারো মানুষের অপেক্ষা
লচাতিওনঃ ৭ নং চর কামারচর ইউনিয়ন।

Picture: Rayhan Mahmud Zihan

বৈশা বিলের পদ্ম ফুলস্থান : বৈশা বিল (সেকদী) শ্রীবরদী, শেরপুর ।ছবিঃ Emon Ahmed
06/08/2025

বৈশা বিলের পদ্ম ফুল
স্থান : বৈশা বিল (সেকদী) শ্রীবরদী, শেরপুর ।

ছবিঃ Emon Ahmed

অপরুপ প্রকৃতিলোকেশনঃ চন্দ্রকোনা,নকলা,শেরপুর।
01/07/2025

অপরুপ প্রকৃতি
লোকেশনঃ চন্দ্রকোনা,নকলা,শেরপুর।

Address

Sherpur Town
Sherpur
2100

Alerts

Be the first to know and let us send you an email when প্রস্ফুটিত শেরপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রস্ফুটিত শেরপুর:

Share