08/11/2025
মায়ের ডাকের সানজিদা কিংবা আয়না ঘরের আরমান; দুটি নামই আমাদের আবেগের সাথে জড়িত। এখানে সানজিদা বিএনপি নেতার বোন আর ব্যারিস্টার আরমান জামায়াত নেতার ছেলে এই পরিচয়টা গৌণ।
ভাইয়ের গুম হওয়ার প্রতিবাদ করতে গিয়ে সানজিদা গোটা পৃথিবীর সামনে ফ্যাসিবাদের বিভৎস চেহারা উন্মোচন করেছেন সাহসের সাথে। পক্ষান্তরে নিজেই জালিমের আয়না ঘরে দীর্ঘ আটটি বছরের প্রতিটি মুহূর্ত এক অজানা অনিশ্চিত দুর্বিষহ জীবনের তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছেন ব্যারিস্টার আরমান।
একজন মানুষ হিসেবে আমি এখানে দুজনের কাউকেই ফেলে দিতে পারিনা। তুলি আমাদের সেই বোন যার ভাই গুম হয়ে গেলেও ভাইয়ের আদর্শের লড়াই থেমে থাকেনা, বোনের হাত ধরে চলতে থাকে অবিরাম। আরমান আমাদের সেই ভাই যে নিজেই ভুক্তভোগী ফ্যাসিবাদের নিষ্ঠুর বর্বরতার!
কেন এই দুজন মানুষকে মুখোমুখি দাঁড় করানো হলো? কে দেয় আপনাদেরকে এসব বুদ্ধি? দুজনের একজনকে তো হারতেই হবে। কেন আপনারা তুলির পরাজয় চান? কেন ব্যারিস্টার আরমানকে হারাতেই হবে?
যতদূর জানি জামায়াতে ইসলামী আগে থেকেই ব্যারিস্টার আরমানকে সেট করে রেখেছিল, বিএনপি কেন সবকিছু জেনেও আরমানের আসনে তুলিকে সেট করলো? এরচেয়ে ভাল কোন অপশন কি ছিল না?
নির্বাচনে কে জিতবে কে হারবে সেটা ভিন্ন আলাপ। তুলি হারলে হারবে আমাদের একজন সংগ্রামী বোন যে তাঁর ভাইয়ের বিচার চাইতে গিয়ে নিজের জীবন বিপন্ন করেছিল, আর আরমান হারলে হারবে আমাদের এক নির্যাতিত ভাই, যে বিনা অপরাধে তাঁর জীবনের সবচেয়ে সোনালী সময়ের দীর্ঘ আটটি বছরের প্রতিটি সেকেন্ড এক অনিশ্চিত দুর্বিষহ অবস্থার মধ্যে কাটিয়েছিল।
বড় নির্মম পরিস্থিতির মধ্যে আমরা এই দুজন মানুষকে মুখোমুখি দাঁড় করিয়ে দিলাম! অথচ, আমরা এই দুজনের কাউকেই হারতে দেখতে চাই না। অন্তত আমার কাছে এই দুজন মানুষ রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে।
Meer Zahan ✍️