Sheikh Nurnobi Hossain

Sheikh Nurnobi Hossain Video Creator

08/11/2025

মায়ের ডাকের সানজিদা কিংবা আয়না ঘরের আরমান; দুটি নামই আমাদের আবেগের সাথে জড়িত। এখানে সানজিদা বিএনপি নেতার বোন আর ব্যারিস্টার আরমান জামায়াত নেতার ছেলে এই পরিচয়টা গৌণ।

ভাইয়ের গুম হওয়ার প্রতিবাদ করতে গিয়ে সানজিদা গোটা পৃথিবীর সামনে ফ্যাসিবাদের বিভৎস চেহারা উন্মোচন করেছেন সাহসের সাথে। পক্ষান্তরে নিজেই জালিমের আয়না ঘরে দীর্ঘ আটটি বছরের প্রতিটি মুহূর্ত এক অজানা অনিশ্চিত দুর্বিষহ জীবনের তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছেন ব্যারিস্টার আরমান।

একজন মানুষ হিসেবে আমি এখানে দুজনের কাউকেই ফেলে দিতে পারিনা। তুলি আমাদের সেই বোন যার ভাই গুম হয়ে গেলেও ভাইয়ের আদর্শের লড়াই থেমে থাকেনা, বোনের হাত ধরে চলতে থাকে অবিরাম। আরমান আমাদের সেই ভাই যে নিজেই ভুক্তভোগী ফ্যাসিবাদের নিষ্ঠুর বর্বরতার!

কেন এই দুজন মানুষকে মুখোমুখি দাঁড় করানো হলো? কে দেয় আপনাদেরকে এসব বুদ্ধি? দুজনের একজনকে তো হারতেই হবে। কেন আপনারা তুলির পরাজয় চান? কেন ব্যারিস্টার আরমানকে হারাতেই হবে?

যতদূর জানি জামায়াতে ইসলামী আগে থেকেই ব্যারিস্টার আরমানকে সেট করে রেখেছিল, বিএনপি কেন সবকিছু জেনেও আরমানের আসনে তুলিকে সেট করলো? এরচেয়ে ভাল কোন অপশন কি ছিল না?

নির্বাচনে কে জিতবে কে হারবে সেটা ভিন্ন আলাপ। তুলি হারলে হারবে আমাদের একজন সংগ্রামী বোন যে তাঁর ভাইয়ের বিচার চাইতে গিয়ে নিজের জীবন বিপন্ন করেছিল, আর আরমান হারলে হারবে আমাদের এক নির্যাতিত ভাই, যে বিনা অপরাধে তাঁর জীবনের সবচেয়ে সোনালী সময়ের দীর্ঘ আটটি বছরের প্রতিটি সেকেন্ড এক অনিশ্চিত দুর্বিষহ অবস্থার মধ্যে কাটিয়েছিল।

বড় নির্মম পরিস্থিতির মধ্যে আমরা এই দুজন মানুষকে মুখোমুখি দাঁড় করিয়ে দিলাম! অথচ, আমরা এই দুজনের কাউকেই হারতে দেখতে চাই না। অন্তত আমার কাছে এই দুজন মানুষ রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে।

Meer Zahan ✍️

07/11/2025

এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান |কন্ঠ:ওবায়দুল্লাহ তারেক।

#ছাত্রসংসদ #ডাকসু #জাকসু #রাকসু #চাকসু

06/11/2025

সর্ব বিনোদন দিতে সবার সেরারে, বামদের কাটা গায়ে লবণের ছিটা 😂

what a delivery!!! 🔥🔥
05/11/2025

what a delivery!!! 🔥🔥

হায়রে কপাল পুড়া 😞😴
05/11/2025

হায়রে কপাল পুড়া 😞😴

05/11/2025

বিএনপি ক্ষমতায় এলে আবারও এনসিপির কাছে পতন হবে: নাসিরুদ্দিন পাটোয়ারী।

04/11/2025

অভিনন্দন 🎉

নতুন দল হিসেবে নিবন্ধন পেল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

এনসিপি'র কাছে প্রত্যাশা থাকবে তারা যেনো সব সময় জনগণের পক্ষেই থাকে। নিজেদের স্বার্থ রক্ষা করতে গিয়ে যেন জনগণের বিপক্ষে না যায়।

04/11/2025

ভিপি সাদিক কায়েম ও জিএস এসএম ফরহাদ'কে হাম নাথ শুনালেন.......

04/11/2025

বিদেশ সফর শেষে দেশে ফিরলেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমাান।

অবশেষে সাবেক শিবির হাসনাত আব্দুল্লাহ-এর সাথে সার্জিস সাহেবকেও এনসিপি-বিএনপির জোট থেকে মাইনাস করা হয়েছে। এটা অনুমেয় ছিল। ...
03/11/2025

অবশেষে সাবেক শিবির হাসনাত আব্দুল্লাহ-এর সাথে সার্জিস সাহেবকেও এনসিপি-বিএনপির জোট থেকে মাইনাস করা হয়েছে। এটা অনুমেয় ছিল। কারণ হাসনাত আর সার্জিসকে দিয়ে জামায়াতের বিরুদ্ধে তেমন কোন ন্যারেটিভ দাঁড় করাতে পারেনি। তারা নিজেদের আদর্শিক জায়গায় দৃঢ় ছিল।

বিএনপি আজকে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এনসিপির হাই প্রোফাইলদের জন্য তিনটি আসন ফাঁকা রেখেছে। নাহিদ সাহেবের জন্য ঢাকা-৯, আসিফ সাহেবের জন্য ঢাকা-১০ ও জনাব মাহফুজের জন্য লক্ষীপুর-১ আসন খালি রেখেছে। বনিবনাতে মিললে এই আসনগুলোতে এনসিপিকে ছেড়ে দিবে। অন্যদিকে হাসনাতের কুমিল্লা-৪ ও সার্জিসের পঞ্চগড়-১ আসন বিএনপি প্রার্থী দিয়েছে। অর্থাৎ হাসনাত ও সার্জিস অলরেডি মাইনাস।

এইদিকে জামায়াত-চরমোনাই-খেলাফত মজলিসের ঐক্য প্রায় চূড়ান্ত। চরমোনাই ও খেলাফত ও অন্যান্যদের জন্য জামায়াতে ইসলামী প্রায় ১০০ আসন বরাদ্দ রেখেছে। জাতীয় স্বার্থে জামায়াতে ইসলামী কোন দল হিসাবে সর্বোচ্চ ১০০ আসন ছেড়ে দিচ্ছে।

বিশ্বাস করেন ভাই, আজকে জামায়াতের সাথে পীর সাহেব ও মামুনুল হককে একই টেবিলে নির্বাচনী সংবাদ সম্মেলনে দেখে হাসিনার পালানোর মতো খুশি হয়েছি। জাস্ট চক্ষুশীতলকারী ঐক্য। জাতির কল্যাণে ইসলামী দলগুলো এই ঐক্য সুদূরপ্রসারী হবে। এটাই সিদ্ধান্ত। ইনশাআল্লাহ ✌️

03/11/2025

সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। মির্জা ফখরুল নিজে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আগামী নির্বাচনে বিএনপি যদি যদি সরকার গঠন করতে পারে তাহলে বাংলাদেশ আমারও মহিলা প্রধানমন্ত্রী পাবে।

03/11/2025

বরিশালে দলীয় কার্যক্রম শেষে সংবাদ সম্মেলনে যা বললেন, হাসনাত আব্দুল্লাহ্।

Address

Sherpur

Telephone

+8801902444696

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh Nurnobi Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sheikh Nurnobi Hossain:

Share

Category