29/07/2025
পশ্চিমা আধিপত্য যেখানে প্রত্যেকটি জায়গায় সেখানে গর্জে উঠবে ইসলামপন্থীরা, সেটা মিডিয়া থেকে শুরু করে কালচার চর্চা পর্যন্ত, টেক থেকে শুরু করে এগ্রিকালচার পর্যন্ত, প্রত্যেকটি জায়গায় ইসলামপন্থীদের আধিপত্য বাড়াতে হবে
শুধুমাত্র আমাদের বাংলাদেশের মুসলিম বীরত্বের কথা যদি আমরা তুলে ধরতে পারি বিশ্বের সামনে তাহলে বিশ্ব থরথর করে কাঁপবে, নিজের বুকটা গর্ভে ভরে উঠবে যখন বিশ্ব দেখবে তিতুমীরের বীরত্বের কথা,হযরত শাহ জালাল (রহ.),শাহ মখদুম (রহ.),হাজী শরীয়তুল্লাহ,দুধু মিয়া সহ আরো কত অসংখ্য বীরের কথা,
কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য আমরা এগুলো তুলে ধরতেই পারিনি, সেগুলোকে আমরা আমাদের অভ্যন্তরীণ কোন্দলের মাধ্যমে তাদের বীরত্বের কথা নিজেদের ঝগড়ার বন্যাই ভাসিয়ে দিয়েছি