
12/08/2025
পৃথিবীর কোন এক কোনায় বসে, যেখানে আগে কখনো আসি নাই, কানের মধ্যে প্রিয় গান, সাথে মনোরম প্রকৃতি। ১৭৮৯-১৭৯৪ এই কেনাল এর খনন কাজ সম্পন্ন হয়, লন্ডন অথবা ইংল্যান্ডের প্রতিটা কোনায় ইতিহাস লুকিয়ে আছে, আজকে আর একটা ইতিহাসের সাক্ষী হলাম। ইংল্যান্ডের প্রত্যন্ত একটা গ্রাম, জায়গার নামটা না হয় অজানাই থাকলো।