Abdulla al mamun

Abdulla al mamun দরিদ্র মানুষের সাস্থ্য সেবা নিশ্চিত করার পাশাপাশি কিছু মানুষের কর্মসংস্হান সৃষ্টিকরা আমার লক্ষ্য..

15/05/2025

আলহামদুলিল্লাহ!
রিডা হাসপাতাল, শ্যামনগর – পূর্ণাঙ্গভাবে আগের মতোই সচল ও সেবায় প্রতিশ্রুতিবদ্ধ।

প্রিয় সেবাগ্রহীতা, সম্মানিত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, শেয়ারহোল্ডার, শুভাকাঙ্ক্ষী ও শ্যামনগরের সকল গণমান্য নাগরিকদের জানাতে চাই—
রিডা হাসপাতাল, শ্যামনগর শাখার সকল কার্যক্রম বর্তমানে স্বাভাবিকভাবে চলছে। সেবাদানে কোনো প্রকার বাধা নেই। আল্লাহর অশেষ রহমতে আমরা আপনাদের পাশে আছি, আগামীতেও থাকব ইনশাআল্লাহ।

একটি গুরুত্বপূর্ণ ঘটনা প্রসঙ্গে কিছু কথা:
গত ০৭ মে ২০২৫, দুপুর আনুমানিক ২:৩০ মিনিটে, সাতক্ষীরার সম্মানিত সিভিল সার্জন মহোদয় রিডা হাসপাতাল, শ্যামনগর শাখা পরিদর্শনে আসেন।
হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা তাকে যথাযোগ্য সম্মান ও আন্তরিকতায় স্বাগত জানান। তিনি কাগজপত্র দেখতে চান, কিন্তু ঐ সময় প্রতিষ্ঠানের ফাউন্ডার ও সিইও মোঃ আব্দুল্লাহ আল মামুন বাসায় দুপুরের খাবার খেতে যান এবং গুরুত্বপূর্ণ ফাইলপত্র তার কাছে থাকায় তাৎক্ষণিকভাবে উপস্থাপন সম্ভব হয়নি।

এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, যার প্রেক্ষিতে সিভিল সার্জন মহোদয় মৌখিকভাবে কার্যক্রম বন্ধ রাখতে বলেন। তবে তিনি কোনো লিখিত সিলগালার নির্দেশনা প্রদান করেননি।

আইনের প্রতি শ্রদ্ধা রেখে, হাসপাতাল কর্তৃপক্ষ সচেতন ও দায়িত্বশীল সিদ্ধান্তে কিছু কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখে। তবে ইনডোর ও আউটডোর সেবা সেসময়ও চালু ছিল, যেন সাধারণ রোগীরা ক্ষতিগ্রস্ত না হন।

পরে, সিভিল সার্জন মহোদয়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান যে তিনি ঢাকায় সিভিল সার্জন সম্মেলনে রয়েছেন এবং ফিরে এসে বিষয়টি নিষ্পত্তি করবেন।
আজ, তিনি একটি অফিসিয়াল চিঠির মাধ্যমে বিষয়টির সুষ্ঠু নিষ্পত্তি করেছেন এবং হাসপাতালের কার্যক্রম পুনরায় পূর্ণভাবে চালু করার নির্দেশনা দিয়েছেন।

এই জন্য আমরা তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তবে কিছু দুঃখের কথাও বলতে হয়…
এই ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্য করা গেছে, কিছু মানুষ সামাজিক মাধ্যমে আনন্দ প্রকাশ করে ব্যঙ্গাত্মক ভাষা ব্যবহার করেছেন, এমনকি আমাদের পেশাকে হেয় করে আখ্যা দিয়েছেন—যা অত্যন্ত দুঃখজনক।

পর্যালোচনায় দেখা গেছে, এদের অনেকেই পূর্বে আমাদের বা অন্য কোনো প্রাইভেট প্রতিষ্ঠান থেকে সুলভ মূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
সেই সেবা ও সহানুভূতির প্রতিদান হিসেবে যখন কৃতজ্ঞতা নয়, বরং অপমান ও বিদ্বেষের প্রকাশ দেখি, তখন একজন সেবাদানকারী হিসেবে অন্তর থেকে ব্যথিত হই।

আমি স্পষ্ট করে বলতে চাই – শ্যামনগরের প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বাংলাদেশের মধ্যে অন্যতম কম মূল্যে সেবা দিয়ে আসছে।
সরকারি ব্যবস্থার পাশাপাশি প্রাইভেট উদ্যোগগুলোই এই জনবহুল অঞ্চলের স্বাস্থ্যসেবা চালিয়ে নিচ্ছে।

এই পেশাকে ছোট করে দেখা মানে, মানবিকতা, সাহস ও দেশের স্বাস্থ্যব্যবস্থাকে অবমূল্যায়ন করা। যারা এই মহান পেশাকে তুচ্ছজ্ঞান করেন, তারা জানেন না, এই পেশায় কোটি কোটি টাকার বিনিয়োগ করে বহু মানুষ নিরলসভাবে সমাজসেবা চালিয়ে যাচ্ছেন।

এমন হীনমন্য মানসিকতাকে আমি ধিক্কার জানাই এবং সময় এসেছে, এই মানসিকতার মানুষদের সামাজিকভাবে বয়কট করার। না হলে ভবিষ্যতে এই পেশায় উদ্যোক্তা ও সেবাদানকারী কমে যাবে – ক্ষতিগ্রস্ত হবে গোটা সমাজ।

শেষ কথা…
রিডা হাসপাতাল পরিবার এই ঘটনার পেছনে থেকে যারা সাহস ও সমর্থন যুগিয়েছেন, তাদের প্রতি চির কৃতজ্ঞ।

বিশেষভাবে ধন্যবাদ জানাই:
সম্মানিত সিভিল সার্জন মহোদয়কে
বিপিএইসসিডিওএ-এর সভাপতি ও সম্পাদক মহোদয়কে
রিডা হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান জনাব Adv Masudul Alam Doha
বিএনপির জেলা নেতৃবৃন্দ সহ সবুর মামাকে
এবং সকল সুন্দর মন ও সহানুভূতিপূর্ণ শুভাকাঙ্ক্ষী ভাই-বোনদের।

আমরা বিশ্বাস করি – সেবা একটি ইবাদত। মানুষ ও মানবতার পাশে থাকাই আমাদের লক্ষ্য।
আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়েই আগামীতেও আমরা আরও শক্তভাবে এই মানবিক যাত্রা অব্যাহত রাখব ইনশাআল্লাহ।

মোঃ আব্দুল্লাহ আল মামুন
ফাউন্ডার ও সিইও
রিডা হাসপাতাল, শ্যামনগর, সাতক্ষীরা

27/04/2025

🏥 চাকরির বিজ্ঞপ্তি | রিডা হাসপাতাল 🏥
রিডা হাসপাতাল (কালিগঞ্জ ও শ্যামনগর শাখা)–তে
আধুনিক চিকিৎসা সেবার মান বৃদ্ধির লক্ষ্যে Resident Medical Officer (Gynae) পদে ২ (দুই) জন যোগ্য ও অভিজ্ঞ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা:
🔹 এমবিবিএস ডিগ্রি (স্বীকৃত প্রতিষ্ঠান হতে)
🔹 ডিএমইউ/সিএমইউ (আল্ট্রা)
🔹 গাইনী ও প্রসূতি রোগে অভিজ্ঞতা থাকা আবশ্যক
🔹 সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে
🔹 বিএমডিসি রেজিস্ট্রেশন থাকতে হবে
দায়িত্বসমূহ:
🔹 গাইনী ও প্রসূতি রোগীদের প্রাথমিক চিকিৎসা প্রদান
🔹 ইনডোর রোগী পর্যবেক্ষণ
🔹 আল্ট্রাসনো করতে হবে এবং নির্ভুল রিপোর্ট প্রদান করতে হবে।
🔹 আউটডোর রোগী দেখাশুনা ও ব্যবস্থাপত্র প্রদান
🔹 ইনডোর ও প্রয়োজনে ওটি-তে দায়িত্ব পালন।
ডিউটি টাইম:
🔹 শিফট ভিত্তিক, নির্ধারিত সময় অনুযায়ী
সুযোগ-সুবিধা:
🔹 আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
📅 আবেদনের শেষ তারিখ: ১৫ মে, ২০২৫
📧 আবেদনের ঠিকানা: [email protected]
📧 অথবা, সরাসরি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় সিভি জমা দেওয়ার আহবান করা হলো
বিশেষ দ্রষ্টব্য: প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
পেশাগত উৎকর্ষতার পথে একটি নতুন অধ্যায় শুরু করুন — আজই আবেদন করুন।

মতামত দিতে পারেন???
15/04/2025

মতামত দিতে পারেন???

"শুভ নববর্ষ ১৪৩২!🎉 সকালে প্রশাসন আয়োজিত নববর্ষ অনুষ্ঠানে অংশ নিয়ে শুরু হলো বছরটির প্রথম দিন। আমার ছোট্ট আফরা আজ সেজেগু...
14/04/2025

"শুভ নববর্ষ ১৪৩২!
🎉 সকালে প্রশাসন আয়োজিত নববর্ষ অনুষ্ঠানে অংশ নিয়ে শুরু হলো বছরটির প্রথম দিন। আমার ছোট্ট আফরা আজ সেজেগুজে মেলার জন্য প্রস্তুত! নববর্ষের রঙিন পোশাকে তার উচ্ছ্বাস দেখে মন ভরে গেল। মেলাতে গিয়ে স্কুলের বান্ধবীদের সঙ্গে খেলাধুলা, হাসি-ঠাট্টা, আর নতুন বছরের আনন্দে মেতে উঠলো সে। ছোট হাতগুলোতে রঙ-বেরঙের বেলুন, মুখে স্যারের হাতে ছবি অংকন—এই মুহূর্তগুলোই তো জীবনের সেরা স্মৃতি। ❤️

নতুন বছর সবাইকে নিয়ে আসুক সুস্থতা, শান্তি আর অফুরন্ত ভালোবাসা। নিজেকে এবং পরিবারকে সময় দিন, ছোট মুহূর্তগুলোকে উপভোগ করুন।
শুভ কামনা সবার জন্য! 🌺

২৩ অক্টোবর ২০২০মোল্লা আর আমি
10/04/2025

২৩ অক্টোবর ২০২০
মোল্লা আর আমি

08/04/2025
07/04/2025
গাজার অমানবিক যন্ত্রণা দেখে হৃদয় বিদীর্ণ হয়। যখন অস্ত্রের শক্তিতে মুক্তি মিলছে না, তখন মানবতার শক্তিতে জাগ্রত হবো।ফিলি...
07/04/2025

গাজার অমানবিক যন্ত্রণা দেখে হৃদয় বিদীর্ণ হয়। যখন অস্ত্রের শক্তিতে মুক্তি মিলছে না, তখন মানবতার শক্তিতে জাগ্রত হবো।
ফিলিস্তিনের মাটিতে আজ রক্তের নদী বয়ে যাচ্ছে, কিন্তু এই নদী পার হওয়ার একমাত্র সেতু হলো বিশ্বজুড়ে কোটি মুসলিমের সংহতি। যখন যুদ্ধের আগুনে কিছুই অবশিষ্ট নেই, তখন হাতের অস্ত্র নয়, হৃদয়ের অস্ত্র তুলে নিতে হবে। পায়ে হেঁটে, প্রাণে প্রাণে, বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে মানবতার পতাকা নিয়ে ফিলিস্তিনের দিকে এগিয়ে যেতে হবে।

যে ভূমি ন্যায়ের, যে সংগ্রাম সত্যের—তা কখনো পরাজিত হয় না। আজ আমাদের দায়িত্ব জাগ্রত হওয়া: সামাজিক মাধ্যম, রাজনৈতিক মঞ্চ, মানবাধিকারের আন্তর্জাতিক ফোরাম—সবখানে ফিলিস্তিনের কন্ঠস্বর হতে হবে আমাদের কন্ঠ। রক্ত দিয়ে নয়, সম্মিলিত শক্তিতে দখল করতে হবে বিশ্বের বিবেক।

ফিলিস্তিন শুধু এক ভূখণ্ড নয়, এটি মানবতার চেতনার

06/04/2025

Address

Nakipur Mazat, Satkhira
Shyamnagar
HOSPITALMANAGEMENT

Alerts

Be the first to know and let us send you an email when Abdulla al mamun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share