
15/05/2025
আলহামদুলিল্লাহ!
রিডা হাসপাতাল, শ্যামনগর – পূর্ণাঙ্গভাবে আগের মতোই সচল ও সেবায় প্রতিশ্রুতিবদ্ধ।
প্রিয় সেবাগ্রহীতা, সম্মানিত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, শেয়ারহোল্ডার, শুভাকাঙ্ক্ষী ও শ্যামনগরের সকল গণমান্য নাগরিকদের জানাতে চাই—
রিডা হাসপাতাল, শ্যামনগর শাখার সকল কার্যক্রম বর্তমানে স্বাভাবিকভাবে চলছে। সেবাদানে কোনো প্রকার বাধা নেই। আল্লাহর অশেষ রহমতে আমরা আপনাদের পাশে আছি, আগামীতেও থাকব ইনশাআল্লাহ।
একটি গুরুত্বপূর্ণ ঘটনা প্রসঙ্গে কিছু কথা:
গত ০৭ মে ২০২৫, দুপুর আনুমানিক ২:৩০ মিনিটে, সাতক্ষীরার সম্মানিত সিভিল সার্জন মহোদয় রিডা হাসপাতাল, শ্যামনগর শাখা পরিদর্শনে আসেন।
হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা তাকে যথাযোগ্য সম্মান ও আন্তরিকতায় স্বাগত জানান। তিনি কাগজপত্র দেখতে চান, কিন্তু ঐ সময় প্রতিষ্ঠানের ফাউন্ডার ও সিইও মোঃ আব্দুল্লাহ আল মামুন বাসায় দুপুরের খাবার খেতে যান এবং গুরুত্বপূর্ণ ফাইলপত্র তার কাছে থাকায় তাৎক্ষণিকভাবে উপস্থাপন সম্ভব হয়নি।
এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, যার প্রেক্ষিতে সিভিল সার্জন মহোদয় মৌখিকভাবে কার্যক্রম বন্ধ রাখতে বলেন। তবে তিনি কোনো লিখিত সিলগালার নির্দেশনা প্রদান করেননি।
আইনের প্রতি শ্রদ্ধা রেখে, হাসপাতাল কর্তৃপক্ষ সচেতন ও দায়িত্বশীল সিদ্ধান্তে কিছু কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখে। তবে ইনডোর ও আউটডোর সেবা সেসময়ও চালু ছিল, যেন সাধারণ রোগীরা ক্ষতিগ্রস্ত না হন।
পরে, সিভিল সার্জন মহোদয়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান যে তিনি ঢাকায় সিভিল সার্জন সম্মেলনে রয়েছেন এবং ফিরে এসে বিষয়টি নিষ্পত্তি করবেন।
আজ, তিনি একটি অফিসিয়াল চিঠির মাধ্যমে বিষয়টির সুষ্ঠু নিষ্পত্তি করেছেন এবং হাসপাতালের কার্যক্রম পুনরায় পূর্ণভাবে চালু করার নির্দেশনা দিয়েছেন।
এই জন্য আমরা তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তবে কিছু দুঃখের কথাও বলতে হয়…
এই ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্য করা গেছে, কিছু মানুষ সামাজিক মাধ্যমে আনন্দ প্রকাশ করে ব্যঙ্গাত্মক ভাষা ব্যবহার করেছেন, এমনকি আমাদের পেশাকে হেয় করে আখ্যা দিয়েছেন—যা অত্যন্ত দুঃখজনক।
পর্যালোচনায় দেখা গেছে, এদের অনেকেই পূর্বে আমাদের বা অন্য কোনো প্রাইভেট প্রতিষ্ঠান থেকে সুলভ মূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
সেই সেবা ও সহানুভূতির প্রতিদান হিসেবে যখন কৃতজ্ঞতা নয়, বরং অপমান ও বিদ্বেষের প্রকাশ দেখি, তখন একজন সেবাদানকারী হিসেবে অন্তর থেকে ব্যথিত হই।
আমি স্পষ্ট করে বলতে চাই – শ্যামনগরের প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বাংলাদেশের মধ্যে অন্যতম কম মূল্যে সেবা দিয়ে আসছে।
সরকারি ব্যবস্থার পাশাপাশি প্রাইভেট উদ্যোগগুলোই এই জনবহুল অঞ্চলের স্বাস্থ্যসেবা চালিয়ে নিচ্ছে।
এই পেশাকে ছোট করে দেখা মানে, মানবিকতা, সাহস ও দেশের স্বাস্থ্যব্যবস্থাকে অবমূল্যায়ন করা। যারা এই মহান পেশাকে তুচ্ছজ্ঞান করেন, তারা জানেন না, এই পেশায় কোটি কোটি টাকার বিনিয়োগ করে বহু মানুষ নিরলসভাবে সমাজসেবা চালিয়ে যাচ্ছেন।
এমন হীনমন্য মানসিকতাকে আমি ধিক্কার জানাই এবং সময় এসেছে, এই মানসিকতার মানুষদের সামাজিকভাবে বয়কট করার। না হলে ভবিষ্যতে এই পেশায় উদ্যোক্তা ও সেবাদানকারী কমে যাবে – ক্ষতিগ্রস্ত হবে গোটা সমাজ।
শেষ কথা…
রিডা হাসপাতাল পরিবার এই ঘটনার পেছনে থেকে যারা সাহস ও সমর্থন যুগিয়েছেন, তাদের প্রতি চির কৃতজ্ঞ।
বিশেষভাবে ধন্যবাদ জানাই:
সম্মানিত সিভিল সার্জন মহোদয়কে
বিপিএইসসিডিওএ-এর সভাপতি ও সম্পাদক মহোদয়কে
রিডা হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান জনাব Adv Masudul Alam Doha
বিএনপির জেলা নেতৃবৃন্দ সহ সবুর মামাকে
এবং সকল সুন্দর মন ও সহানুভূতিপূর্ণ শুভাকাঙ্ক্ষী ভাই-বোনদের।
আমরা বিশ্বাস করি – সেবা একটি ইবাদত। মানুষ ও মানবতার পাশে থাকাই আমাদের লক্ষ্য।
আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়েই আগামীতেও আমরা আরও শক্তভাবে এই মানবিক যাত্রা অব্যাহত রাখব ইনশাআল্লাহ।
মোঃ আব্দুল্লাহ আল মামুন
ফাউন্ডার ও সিইও
রিডা হাসপাতাল, শ্যামনগর, সাতক্ষীরা