The Daily Sindabad

The Daily Sindabad we're leading clothing brand in bangladesh, we self high quality in products in bangladesh.

02/09/2025

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বড় সুবিধা হলো কর্মীরা চান্দাবাজি ও লুটপাট করবে ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগে নেতার পতন হয়ে যাবে।। ক্ষমতায় থাকতে হলে ক্ষমতাসীনদের বাধ্য হয়ে চান্দাবাজি লুটপাট ও দূর্নীতি বন্ধ করবে।।

20/08/2025

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য শেখ হাসিনাকে দায়িত্ব দেয়া হোক। 🥱

07/08/2025

একজন সাংবাদিককে হত্যা করতে ৫ মিনিট লেগেছে,
আর বিচার পেতে লাগবে ৫ বছর। আসামী গ্রেফতার। ভুলে যান। আগামীকাল নতুন ইস্যু আসছে।

কি দরকার ছিলো এতগুলো প্রাণের বিনিময়ে শেখ হাসিনাকে তাড়ানোর ? আপনারা কি ভাবছেন দেশ ভালো হয়ে যাবে ? বাকস্বাধীনতা ফিরে পাবে...
07/08/2025

কি দরকার ছিলো এতগুলো প্রাণের বিনিময়ে শেখ হাসিনাকে তাড়ানোর ?

আপনারা কি ভাবছেন দেশ ভালো হয়ে যাবে ? বাকস্বাধীনতা ফিরে পাবেন ?

কোনোদিনও এদেশে তা সম্ভব না। যতদিন না সিষ্টেম বদলাবে। যতদিন না মানুষের চরিত্র বদলাবে। শুধুমাত্র খারাপ লোকেরাই স্বাধীনতা ভোগ করবে।

শুধুমাত্র হাত বদল করে চরিত্র এবং সিষ্টেম ঠিক রেখে আমাদের ভাগ‍্যোউন্নয়ন সম্ভব না।

একজন সাংবাদিক ভেবেছিলেন সত‍্য প্রচার করবেন। দেশটাকে উন্নয়নে সহযোগিতা করবেন। তাইতো দুপুরে চাঁ/ দা/ বাজির নিউজ করেছিলেন রাতেই তাকে হ/ ত‍্যা করা হলো।

ভাবছেন নির্বাচন হয়ে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। না কোনোদিনও না। যারা নির্বাচন করবেন তারা আপনার আমার চিরচেনা। ঘুরেফিরে তারাই আসবে। শুধু সমাধান তাদেরই হবে। আপনার আমার তথা সাধারণ জনগণের ঝামেলা এবং বিপদ ঠিকই রয়ে যাবে।

যেখানে মিথ্যার উপর ভর করে রাজনীতি প্রতিষ্ঠিত। সেখানে আপনি সত‍্য এবং ইনসাফ নিয়ে খুব বেশি সুবিধা পাবেন না।

তাই ভয় হয় দেশ নিয়ে ভাবতে। স্বপ্নের কথা বলতে। ভালো কথা বলতে মন চায় না।

এরা ছাত্রদল করে কি মাথার ব্রেইন পা'ছা'য় নিয়ে? জামায়াতের নেতারা যদি গণহত্যাকারী হন তাহলে একই অভিযোগে অভিযুক্ত সালাহউদ্দীন...
05/08/2025

এরা ছাত্রদল করে কি মাথার ব্রেইন পা'ছা'য় নিয়ে? জামায়াতের নেতারা যদি গণহত্যাকারী হন তাহলে একই অভিযোগে অভিযুক্ত সালাহউদ্দীন কাদের চৌধুরী কেন আলাদা? তাছাড়া জামায়াতের নেতারা গণহত্যাকারী এই বয়ান কার? এটা তো বিএনপির বয়ান নয়। তাহলে ছাত্রদল কেন আওয়ামী এবং ভারতীয় বয়ান প্রতিষ্ঠা করতে চাইছে?

জামায়াতের নেতারা জুডিশিয়াল কিলিং এর শিকার, এটা বেগম খালেদা জিয়া বহুবার বলেছেন। তারা গণহত্যাকারী হলে বেগম খালেদা জিয়া কেন তাদের পক্ষে দাঁড়ালেন? বিএনপি কেন তাদের সাথে জোট করলো? জিয়াউর রহমান কেন তাদেরকে রাজনীতি করার অধিকার দিলেন?

এর জবাব কি ছাত্রদলের দেওয়া উচিত নয়?

নির্বাচন কমিশন নতুন সংসদীয় সীমানা নির্ধারণ করেছে।শ্যামনগর এবং আশাশুনি নিয়ে সংসদীয় আসন ১০৭, সাতক্ষীরা -৪।সংসদীয় আসনের...
30/07/2025

নির্বাচন কমিশন নতুন সংসদীয় সীমানা নির্ধারণ করেছে।
শ্যামনগর এবং আশাশুনি নিয়ে সংসদীয় আসন ১০৭, সাতক্ষীরা -৪।
সংসদীয় আসনের এমন সীমানা পরিবর্তন কোন আপনি দৃষ্টিতে দেখেন?
আগে শ্যামনগর এবং কালিগঞ্জ আংশিক আসন নিয়ে সাতক্ষীরা -৪ আসন ছিলো।
এমনিতেই শ্যামনগর দেশের সবচেয়ে বড় উপজেলা। শ্যামনগর উপজেলার আয়তন প্রায় ১৯৬৮ বর্গ কিলোমিটার , ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা , জনসংখ্যা প্রায় ৩,২০,০০০+ জন। যেখানে শুধুমাত্র শ্যামনগর নিয়ে একটা সংসদীয় আসন হওয়া উচিত ছিলো সেখানে সাতক্ষীরা সদরকে একটি আসন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।🧐
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা শ্যামনগর কে আলাদা আসন হিসাবে নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানাচ্ছি।

গোলাম আকবর খন্দকার, চট্টগ্রামের রাজনীতির ক্লিন ইমেজের ব্যাক্তি। ছবিতে উনাকে রক্তাক্ত অবস্থায় দেখা যাচ্ছে, উনি বিএনপির এক...
30/07/2025

গোলাম আকবর খন্দকার, চট্টগ্রামের রাজনীতির ক্লিন ইমেজের ব্যাক্তি। ছবিতে উনাকে রক্তাক্ত অবস্থায় দেখা যাচ্ছে, উনি বিএনপির একজন সিনিয়র কেন্দ্রীয় নেতা—জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক রাষ্ট্রদূত, জনগণের ভোটে নির্বাচিত এমপি।

আওয়ামী লীগ সরকারের সময়ও যিনি রক্তাক্ত হননি, আজ তিনি নিজ দলের অভ্যন্তরীণ গ্রুপিংয়ের শিকার হয়ে রাউজানে রক্তাক্ত হয়েছেন।

এই দল কিভাবে দেশের মানুষকে সুশাসন উপহার দিবে? যারা নিজেরাই নিজেদেরকে সামান্যটুকুও স্পেস দিতে রাজি নয়! এমনকী নিজেদের দলের শীর্ষ নেতাকে নিজের এলাকায়ও যেতে দিচ্ছেনা!

30/07/2025
28/07/2025

ঢাকা শহরের খালগুলোতে মেয়র ও ডিসিদের বছরে দুইবার গোসল করা বাধ্যতামূলক হলে পরিবেশ ঠিক হয়ে যাবে!
আপনি কি একমত?

Address

Shyamnagar
9450

Alerts

Be the first to know and let us send you an email when The Daily Sindabad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Daily Sindabad:

Share