The Nir Times

The Nir Times we're leading clothing brand in bangladesh, we self high quality in products in bangladesh.

15/07/2025

চখা রাজাকারের পোলা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে ভারতের একনিষ্ঠ দালাল, এখন কি আপনি মির্জা ফখরুল কে দেশ ছাড়তে বলবেন?

14/07/2025

আমার নেতার পক্ষ থেকে বলছি এই সিরাজগঞ্জের মাটিতে জামায়াত এবং এনসিপি নেতাদের কবর রচনা করা হবে।"
— আমির হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক, শাহজাদপুর উপজেলা বিএনপি

14/07/2025

এতো এতো ঘটনা দেখার পরেও আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে তার দোষ বিএনপির না, দোষ এই দেশের জনগণের।

11/07/2025

আহারে কি!! ক্ষমতায় যাওয়ার আগে যুবদল কর্মীদের এই অবস্থা!!

11/07/2025

১৮ জন বিচারককে অবসরে পাঠানো হয়েছে। যুগান্তকারী সাহসী সিদ্ধান্ত। অনেক বড় সংস্কার। সকলের জন্যই শিক্ষা আছে। সাধু সাবধান!

10/07/2025

সারাদেশে গনসংযোগ করতেছে এনসিপি। প্রার্থী ঘোষণা করতেছে জামায়াত। আর সংবাদ সম্মেলন করতেছে বিএনপি।

09/07/2025
05/07/2025

বিএনপি কোন পথে!!!
কেন তাদের মধ্যে এত অস্থিরতা!!
মাত্র ১ মিনিটে বুঝায় দিলেন খালেদ মহিউদ্দিন

01/07/2025

শ্যামনগর একটি পৌরসভা + ১১টা ইউনিয়ন ও কালীগঞ্জ ১২ টা ইউনিয়ন মিলে হচ্ছে
সাতক্ষীরা-৪

01/07/2025

এই অমানবিকতার শেষ কোথায়?
ভোলায় চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে শ্রমিক দল ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগী। রোববার (২৯ জুন) সকালে এ ঘটনা ঘটে। তজুমদ্দিন থানার ওসি মো. মহব্বত খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
#জুলাই #বিএনপি #ভিডিওシ

খেলা এবার জমবে😎ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তাঁর সমস্ত ক্ষমতা বিপ্লবী গার্ডের ‘সুপ্রিম হাউস’ - এর কাছে হস্...
20/06/2025

খেলা এবার জমবে😎

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তাঁর সমস্ত ক্ষমতা বিপ্লবী গার্ডের ‘সুপ্রিম হাউস’ - এর কাছে হস্তান্তর করেছেন। যারা বুঝতে পারছেন না এর মানে কী নিচে বিস্তারিতভাবে বলা হলো:
প্রথমত: এটি কোনো প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর নয়। এটি পূর্ণ ক্ষমতার হস্তান্তর। যার অর্থ হলো এখন বিপ্লবী গার্ড চাইলে পারমাণবিক সিদ্ধান্ত নিতে বা বড় ধরনের সামরিক হামলা চালাতে পারবে সর্বোচ্চ নেতার অনুমতি বা ধর্মীয় ফতোয়া ছাড়াই। এটি ইরানি শাসনব্যবস্থায় একটি বড় কৌশলগত পরিবর্তন।
দ্বিতীয়ত: এই সিদ্ধান্ত ভবিষ্যতের ‘খামেনি-পরবর্তী’ সময়ের জন্য প্রস্তুতির দিকে আলোকপাত করে। অর্থাৎ, যদি হঠাৎ করে খামেনির মৃত্যু বা হত্যা ঘটে তাহলে দেশ অচল হবে না। বিপ্লবী গার্ড নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত সাময়িকভাবে দেশের নিয়ন্ত্রণ নেবে। ফলে কোনো ক্ষমতার শূন্যতা বা বিশৃঙ্খলা তৈরি হবে না।
তৃতীয়ত: এর মানে হলো ইরান বর্তমানে “আধ্যাত্মিক সমর্থিত সামরিক শাসন” - এর মধ্যে প্রবেশ করছে। মানে অন্তত ইসরায়েলের সঙ্গে চলমান এই যুদ্ধে। বিপ্লবী গার্ড এখন শুধু নিরাপত্তা ও সেনা বাহিনী নয়। তারা আপাতত শাসনক্ষমতার ভারও গ্রহণ করছে। এর ফলে ইসরায়েল, পারস্য উপসাগরীয় দেশসমূহ বা পারমাণবিক কর্মসূচি ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত হবে আরও কঠোর এবং আপসবিমুখ।
চতুর্থত: এই পদক্ষেপটি আপদকালীন সময়ের চাপের মধ্যে নেওয়া হয়েছে। মানে এটি স্পষ্ট যে সর্বোচ্চ নেতার জীবনের প্রতি সত্যিকারের হুমকি রয়েছে। তিনি এখন অতি সতর্ক৷ এটা সম্ভাব্য ‘সংস্কারপন্থীদের’ ক্ষমতা দখলের সুযোগ বন্ধ করতেও হতে পারে। যারা মূলত পশ্চিমা ব্যাকড।
পঞ্চমত: বর্হিবিশ্বের (বিশেষত ইসরায়েল ও আমেরিকার) প্রতি স্পষ্ট বার্তা - “গাইড” বা সর্বোচ্চ নেতাকে হত্যা করলেও ইরানের গতি থেমে থাকবে না। বরং সবচেয়ে কঠোরপন্থী শক্তির হাতে ক্ষমতা চলে যাবে।
ষষ্ঠত: এই সিদ্ধান্তের মাধ্যমে ভবিষ্যতে ইরানের যেকোনো সামরিক অভিযানের তাৎক্ষণিকতা, তৎপরতা আর শুধু প্রতিক্রিয়া হবে না। বরং এটি একটি পূর্ব পরিকল্পিত নীতির অংশ হয়ে উঠবে।
সপ্তমত: এখন ইরান একেবারে একটি “আধ্যাত্মিক-মাধ্যমে পরিচালিত সামরিক রাষ্ট্র”, যেখানে শাসকদের পোশাক খাকি, আবায়া নয় - অন্তত যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত।
মূল বিষয় হলো, ইরান ঝড়ের আগে নিজের কার্ডগুলো নতুনভাবে সাজাচ্ছে। গোটা অঞ্চলকে এই ঘটনার তাৎপর্য গভীরভাবে অনুধাবন করতে হবে। কারণ এর মাধ্যমে পশ্চিম এশিয়ার দাবার বোর্ডে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।

15/06/2025

বিএনপির দু'পক্ষের সং*ঘর্ষ, ওয়ার্ড সভাপতির হাতের কব্জি ক*র্তন

Address

Shyamnagar

Alerts

Be the first to know and let us send you an email when The Nir Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Nir Times:

Share