Arzu Ibrahim

Arzu Ibrahim i am ibrahim khalil. i am a professional digital Marketer.

ছবিতে যিনি একা বসে আছেন, তিনি একজন স্বামী, তাঁর প্রিয়তম স্ত্রী ঠিক সামনের গাড়িতে শায়িত, শেষ যাত্রার প্রস্তুতিতে। জানাজা ...
05/07/2025

ছবিতে যিনি একা বসে আছেন, তিনি একজন স্বামী, তাঁর প্রিয়তম স্ত্রী ঠিক সামনের গাড়িতে শায়িত, শেষ যাত্রার প্রস্তুতিতে। জানাজা হওয়ার কথা ছিল রাত ৯টায়। কিন্তু ভদ্রলোক চাচ্ছিলেন না অন্ধকার রাতে বিদায় দিতে। কারো কাছে স্পষ্ট করে বলতেও পারছিলেন না, “ওকে আর একটু থাকতে দাও… সামনে থাকুক, আমি দেখছি!”

তাঁর ছোট ছেলে বুঝে নিয়েছিল বাবার মন। শেষ পর্যন্ত জানাজা হয় সকালে। কিন্তু রাতের পুরোটা সময়, যখন চারপাশের সবাই চলে গেছে, ভদ্রলোক ছিলেন গাড়ির সামনে একা বসে। স্ত্রীর পাশে, নিঃশব্দ প্রহর গুণে। যেন বলছিলেন, “তুমি একা না, আমি আছি। এখনো আছি।”

এ এক নিঃশব্দ ভালোবাসা, যার সাক্ষী হয়ে রইলো রাত, নীরবতা আর সেই একফালি আলো। মৃত্যু সবকিছুর শেষ নয়, যদি ভালোবাসা এমন হয়।

ভাগ্যবতী ছিলেন সেই স্ত্রী, যিনি এমন একজন জীবনসঙ্গী পেয়েছিলেন, যিনি তাঁকে মৃত্যুর পরেও একা ফেলে যাননি।

আমরা সবাই চাই, এমন একজনকে, যিনি শুধু জীবনে নয়, মৃত্যুর পরেও আমাদের ভালোবাসায় আগলে রাখবেন।

📷 ছবিঃ Mithun Click's

03/07/2025

শুভ উদ্বোধন উপকূলীয় চক্ষু হাসপাতাল

🌿  ানবো বাঁশের কাটিং থেকে চারা তৈরির সহজ পদ্ধতি আপনি জানেন কি? বাঁশের কাটিং থেকে চারা তৈরি করা যায়?👇 চলুন জেনে নিই বাশেঁ...
30/06/2025

🌿 ানবো বাঁশের কাটিং থেকে চারা তৈরির সহজ পদ্ধতি

আপনি জানেন কি?
বাঁশের কাটিং থেকে চারা তৈরি করা যায়?

👇 চলুন জেনে নিই বাশেঁর কাটিং থেকে চারা তৈরি করার সহজ পদ্ধতি---

✅ উপযুক্ত জাত নির্বাচন
বেছে নিন উন্নত জাতের স্বাস্থ্যবান বাঁশগাছ। যেমন: বারি বাঁশ-১, বারি বাঁশ-২।

✅ কাটিং তৈরি
১.৫–২.০ ফুট লম্বা করে বাঁশের কাণ্ড কেটে নিন।
প্রতিটি কাটিংয়ে রাখতে হবে অন্তত ২টি গীঁট (node)।
👉 নিচের গাঁট থেকে মূল বের হবে, উপরের গাঁট থেকে গজাবে চারা।

🌱 ৩. রোপণের পদ্ধতি:
📐 কাটিংগুলো ৪৫ ডিগ্রি কোণে হালকা স্যাঁতসেঁতে বালিমাটি বা দোআঁশ মাটিতে পুঁতে দিন।
👉 একটি গাঁট থাকবে মাটির নিচে, অন্যটি উপরে।
👉 চাইলে পচন রোধে ছত্রাকনাশক দিয়ে কাটিংয়ের পচন রক্ষা করতে পারেন।

⛱️ ৪. ছায়ায় রাখুন:
সরাসরি রোদে নয় – হালকা ছায়াযুক্ত স্থানে রাখুন।
মাটি যেন সবসময় আর্দ্র থাকে, এই বিষয়টি লক্ষ্য রাখুন।

⏳ ৫. চারা গজানোর সময়:
মাত্র ১৫–৩০ দিনের মধ্যেই কাটিং থেকে গজাবে তাজা চারা 🌿
প্রাথমিক অবস্থায় একটু বড় হলে পলিব্যাগে অথবা মাঠে স্থানান্তর করুন।

📌 বিশেষ পরামর্শ:
✔️ চারা কাটিংয়ের জন্য বর্ষাকাল বা আগাম বর্ষা সবচেয়ে উপযুক্ত।
✔️ চারা গজানোর পর ২–৩ মাস যত্ন নিলে গাছ আরও টেকসই হয়।

🔄 অতিরিক্ত পরামর্শ

🌧️ বর্ষাকাল বা আগাম বর্ষা কাটিংয়ের জন্য উপযুক্ত সময়।
📅 চারা গজানোর পর ২–৩ মাস পরিচর্যা করে মাঠে রোপণ করুন।
#বাঁশ_চাষ #কাটিং_থেকে_চারা #কৃষি_পরামর্শ

বয়স তার ছোট,কিন্তু প্রতিভা আকাশ সমান বড়।
30/06/2025

বয়স তার ছোট,কিন্তু প্রতিভা আকাশ সমান বড়।

আমাদেরও S200 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তাক করা আছে 🙂
30/06/2025

আমাদেরও S200 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তাক করা আছে 🙂

আয় করুন আর কারোর কাছে হাত পাতা লাগবে না🔥🔥বাংলাদেশের শীর্ষ আইনি এবং দীর্ঘস্থায়ী ভৌত চাষ কোম্পানি,✅ ৫% দৈনিক আয়, ১০০% নি...
27/06/2025

আয় করুন আর কারোর কাছে হাত পাতা লাগবে না
🔥🔥বাংলাদেশের শীর্ষ আইনি এবং দীর্ঘস্থায়ী ভৌত চাষ কোম্পানি,✅ ৫% দৈনিক আয়, ১০০% নিরাপত্তা।💯 অফিসটি খুলনায় অবস্থিত, আপনি যেকোনো সময় টাকা তুলতে পারবেন এবং তহবিল তাৎক্ষণিকভাবে আপনার অ্যাকাউন্টে জমা হবে। 📲এখনই নিবন্ধন করুন এবং অর্থ উপার্জন শুরু করুন: https://rbwfarms.com/login/register?inviteCode=1626d12d

আমিন
27/06/2025

আমিন

13/06/2025

কিছু ক্ষেত্রে নিজের পরিকল্পনা গোপন রাখা প্রয়োজন। সবসময় সবকিছু সবাইকে বলা থেকে বিরত থাকুন।

প্রতীক জোশী গত ৬টা বছর ধরে লন্ডনে একা একা দিন কাটাচ্ছিলেন। পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু মনের ভিতরে সবসময় ...
13/06/2025

প্রতীক জোশী গত ৬টা বছর ধরে লন্ডনে একা একা দিন কাটাচ্ছিলেন। পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু মনের ভিতরে সবসময় একটা স্বপ্ন বুনছিলেন — নিজের স্ত্রী আর তিনটে ছোট ছেলেমেয়েকে নিয়ে বিদেশে একটা ভাল জীবন গড়ে তুলবেন।
স্ত্রী কোমী ভ্যাস, পেশায় ডাক্তার, আর বাচ্চারা তখনও ভারতে। প্রতীক প্রতিদিন কাজের ফাঁকে শুধু এটাই ভাবতেন-'“একদিন ওদের সবাইকে নিয়ে আসব এখানে, একসাথে একটা নতুন জীবন শুরু করব।”

অনেক কষ্টে, হাজারটা কাগজপত্র, বছরের পর বছর অপেক্ষা — সব পেরিয়ে অবশেষে সেই দিনটা এল। মাত্র দু’দিন আগে কোমী নিজের চাকরি ছেড়ে দিলেন। বাড়ির জিনিসপত্র গুছিয়ে রাখা হল, আত্মীয়দের বিদায় জানানো হল, আর সবার চোখে মুখে শুধুই নতুন জীবনের রঙিন স্বপ্ন।

আজ সকালে পাঁচজনের সেই ছোট্ট পরিবার, বুকভরা আনন্দ, আশায়-ভরপুর মন আর নতুন সূর্যকে বরণ করার উত্তেজনা নিয়ে উঠল এয়ার ইন্ডিয়া ১৭১ নম্বর ফ্লাইটে — লন্ডনের টিকিট কাটা, একমুখী পথ — ফেরার কথা নয়, এবার শুধু এগিয়ে চলা।
একটা সেলফি তুলল সকলে, হেসে, জড়িয়ে, যেন নতুন জীবনের দরজায় দাঁড়িয়ে। সেই ছবিটা পাঠাল আত্মীয়-পরিজনদের — "দেখো, আমরা যাচ্ছি নতুন জীবনের খোঁজে!"

কিন্তু ভাগ্য বড়ই নির্মম। সেই প্লেন আর পৌঁছল না। আকাশেই ভেঙে পড়ল। আর কেউ ফিরল না।

এক মুহূর্তে সব শেষ।
একটা গোটা পরিবারের শত স্বপ্ন, হাজার রঙ, সমস্ত হাসি কান্না — সব কিছু ছাই হয়ে গেল।

এই ঘটনা আমাদের একটা গভীর সত্যি মনে করিয়ে দেয় — জীবনটা ভীষণই নরম, ভীষণই অনিশ্চিত। কখন কোন মুহূর্তে সবকিছু বদলে যায়, কেউ জানে না।
যা কিছু ভালোবাসো, যাদের জন্য বাঁচো, যাদের নিয়ে স্বপ্ন দেখো — একটাও নিশ্চয়তা নেই যে তারা আগামীকাল থাকবে।

তাই যেদিনটা তোমার হাতে আছে, আজকের দিনটা — সেটাকেই ভালোবেসো।
মনের কথা বলো, প্রিয়জনকে জড়িয়ে ধরো, আর সুখের জন্য কালকের অপেক্ষা কোরো না।

কারণ কাল যে আদৌ আসবে কিনা, তার কোনও গ্যারান্টি নেই।

✍️ডাঃ সপ্তদ্বীপা সাহা

25/12/2024

অতি বৃষ্টিতে বাগেরহাটের মৎস্য ঘের সহ বিভিন্ন স্থানের অবস্থা ভালো না। সবাই দোয়া করবেন। আল্লাহ আমাদের হেফাজত করুন 🤲 আমিন।
15/09/2024

অতি বৃষ্টিতে বাগেরহাটের মৎস্য ঘের সহ বিভিন্ন স্থানের অবস্থা ভালো না। সবাই দোয়া করবেন। আল্লাহ আমাদের হেফাজত করুন 🤲 আমিন।

11/07/2024

আবেদ কাক্কুতো পুরাই আগুনরে গোলা

Address

Shyamnagar
9450

Telephone

+8801970253130

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arzu Ibrahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arzu Ibrahim:

Share