Imran Kazi BD

Imran Kazi BD দ্বীনের আলোয় আলোকিত হতে দ্বীনের পথে আসো বন্ধু, দুনিয়ার সুখ তোমার পরকালের শাস্তির কারণ হতে পারে বন্ধু

15/07/2025

বেগম খালেদা জিয়া জামায়াতে বিষয়ে কি বলেছিলেন৷ এখন তার দলের চাঁদাবাজেরা কি বলে 😅
নেতৃত্ব আর চাঁদাবাজি এক না।

13/07/2025

চাঁদপুরের ইমামের উপর হামলা নিয়ে বট বাহিনীর মিথ্যা প্রোপাগাণ্ডা।

সত্যকে আড়াল করে মিথ্যাকে ছড়ানো বট বাহিনীর কাজ।

#চাদপুর াংলা

13/07/2025

আপনাদের হাতে দেশ নিরাপদ.? দেশের মানুষ নিরাপদ.?

াংলা

22/06/2025

পাপ ছাড়ে না বাপ কে 😅 বেহুদা নুরুল হুদা নির্বাচন কমিশনের অবস্থা দেখুন এবং আগামী যারা দেশ পরিচালনায় আসবেন তারা শিক্ষা নিন।

14/06/2025

এই জীবনটা চলতে চলতে একদিন আর চলবে না 😅

16/05/2025

আম খাবা 🥴 ১ টা মাত্র ৫৫ রিয়াল ৩২.৫০×৫৫= ১৭৮৭ টাকা 🤭😅

কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনে বরাবরই পাশে Nurul Haque Nur ভাই ❤️‍🩹
06/05/2025

কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনে বরাবরই পাশে Nurul Haque Nur ভাই ❤️‍🩹

05/05/2025

আমাদের রক্তে ঘামে গড়া সংগঠনে আওয়ামী লীগ, বিএনপির রাজনৈতিক মনোভাব প্রতিষ্ঠা করা যাবে না। সামান্য বিষয় নিয়ে প্রতিষ্ঠাকালীন সদস্য শাহিন হাওলাদারের উপর হামলার ঘটনায় দায়ী লিপুকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে।

30/04/2025

বেসরকারি প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন 🙂

21/04/2025

সময়ের পরিবর্তনে একই দৃশ্য ✌️

১১ই মার্চ,সময় দুপুর ২:৩০।কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে, 'রিফাইন্ড আওয়ামী লীগ' নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পর...
21/03/2025

১১ই মার্চ,সময় দুপুর ২:৩০।

কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে, 'রিফাইন্ড আওয়ামী লীগ' নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে।

আমি সহ আরও দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় ১১ই মার্চ দুপুর ২:৩০এ। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই।আমাদেরকে বলা হয়- ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে - তারা শর্তসাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগসহ একাধিক বিরোধী দল থাকা না-কি ভালো। ফলশ্রুতিতে আপনি দেখবেন গত দুইদিন মিডিয়াতে আওয়ামীলীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে।

আমাদেরকে আরো বলা হয়-রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে, তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে।

আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে, আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন।

এর উত্তরে আমাদের বলা হয়, আওয়ামী লীগকে ফিরতে কোন ধরণের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে, তার দায়ভার আমাদের নিতে হবে এবং 'আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক'।

আলোচনার এক পর্যায় বলি-যেই দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই,সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন! অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে,' ইউ পিপল নো নাথিং। ইউ ল্যাক উইজডোম এন্ড এক্সপিরিয়েন্স। উই আর ইন দিজ সার্ভিস ফর এটলিস্ট ফোর্টি ইয়ার্স।তোমার বয়সের থেকে বেশি। তাছাড়া আওয়ামী লীগ ছাড়া 'ইনক্লুসিভ' ইলেকশন হবে না।'

উত্তরে বলি, ' আওয়ামীলীগের সাথে কোন ইনক্লুসিভিটি হতে পারে না।আওয়ামীলীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে।আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে, তার দায়ভার আপনাদের নিতে হবে'।

পরে- মিটিং অসমাপ্ত রেখেই আমাদের চলে আসতে হয়।

জুলাই আন্দোলনের সময়ও আমাদের দিয়ে অনেককিছু করানোর চেষ্টা করা হয়েছে। কখনো এজেন্সি কখনো বা ক্যান্টনমেন্ট থেকে নানা ধরণের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেয়া হয়েছে।

রাজনীতির নয়া বন্দোবস্ত!আবিদ মাসুমের বিস্তারিত লেখা - প্রত্যাশার সাথে প্রাপ্তি মেলেনা এনসিপি-সমন্বয়ক - জুলাই বিপ্লবীদের ক...
20/03/2025

রাজনীতির নয়া বন্দোবস্ত!

আবিদ মাসুমের বিস্তারিত লেখা -

প্রত্যাশার সাথে প্রাপ্তি মেলেনা এনসিপি-সমন্বয়ক - জুলাই বিপ্লবীদের কাছে আমাদের প্রত্যাশা ছিলো তারা হবে আপোষহীন, কিন্তু চিত্র উল্টো তারা আপোষকামী হয়ে গেছেন। আমরা ভেবেছিলাম ওরা আওয়ামীলীগ কে প্রশ্রয় দেবেনা কিন্তু দেখা যাচ্ছে তারা ছাত্র হত্যা মামলার আসামী, আওয়ামীলীগের ডোনার কে পাশে বসিয়ে অতিথি হচ্ছেন।

আজ উত্তরখানের মাজারের গত ১৫ বছরেরর আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের ডোনার, বক্তব্য বিবৃতিতে নিজেকে আওয়ামীলীগ দাবী করা , ছাত্র হত্যা মামলার এজহারভুক্ত আসামী প্রমি গ্রুপের মালিক এনামুল হক শহীদ এর আমন্ত্রনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এনসিপির নেতা সারজিস আলম অতিথি হয়ে এসে প্রমি গ্রুপের পক্ষ থেকে ঈদ উপহার বিতরন করে গেলেন। সারজিস আলম ঘনিষ্ঠ একজনকে জিজ্ঞাসা করলাম এটা কিভাবে হলো? তিনি জানালেন প্রমি গ্রুপ এনসিপি কে ডোনেশন দিয়ে তাদের দাতা সদস্য হয়ে গেছেন, আর তারা জানতেন না যে শহিদ ছাত্র হত্যা মামলার আসামী।

ধরেই নিলাম তার কথা সত্য তারা জানতেন না , কিন্তু তাদের এখানকার আঞ্চলিক নেতারাও কি জানতেন না? আল্লাহ ভালো জানেন।
বুজাই যাচ্ছে তিনি এনসিপিতে আশ্রয় চাচ্ছেন এবং মেবি সারজিস আলম উপস্থিত হয়ে হয়তো আশ্রয় দেবার প্রকাশ্য ঘোষনা দিয়ে গেলেন। আগামী নির্বাচনে এনামুল হক শহীদ সাব এনসিপির ব্যানারে ঢাকা ১৮ তে নির্বাচন করলেও আশ্চর্য হবার কিছু থাকবেনা।
খোজ নিয়ে যতটা জানলাম এনামুল হক শহীদ সাব কোন মামলা থেকেই জামিন নেন নাই এখনো আবার গ্রেফতার ও হন নাই, আবার প্রকাশ্য ঘুরেও বেড়াচ্ছেন। পুলিশ নিশ্চয় বলবে তাকে খুজে পাওয়া যাচ্ছেনা।

Address

Siddhirganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Imran Kazi BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Imran Kazi BD:

Share

Category