Bismillah

Bismillah 'নিঃশ্বাস ফুরালে জীবনের মূল শূন্য'
(1)

15/07/2025

সুদিন আর দুর্দিন, যেই দিনই আসুক, আমি সব কিছুর জন্যই শুকরিয়া আদায় করি।
কারণ আমি বিশ্বাস করি, প্রতিটি দিনই কোনো না কোনো শিক্ষা দেয়।
সুখ আমাদের হাসায়, আর দুঃখ—আমাদের গড়তে শেখায়।

সময় কখনো একই রকম থাকে না, আজ যদি কাঁদতে হয়, কাল হয়তো সেই চোখেই হাসি ফুটবে।

আজ যদি জীবন কাঁটার মতো বেঁধে যায়, কাল সেই পথেই নতুন ফুল ফুটবে—এই আশাতেই বাঁচি।

আল্লাহ যে দিনই দেন—সেই দিনে কিছু না কিছু রহমত থাকে।
তাই ভালো সময়েও, খারাপ সময়েও আমি কৃতজ্ঞ থাকি।
কারণ আমি জানি,
আজ যদি দুঃখ থাকে, কাল ঠিক সুখ আসবে। এটাই তো জীবন!🖤

লেখা : Hri Doy

14/07/2025

ব্যাপারটা অদ্ভুত না?
একজনের মৃ*ত্যু নিশ্চিত ঘোষনা হয়ে গিয়েছে, তার পূর্বসূরিরাও ইতোমধ্যে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তাও সে খেল তামাশায় ব্যস্ত!

— হাসান আল-বসরি (রহ.)
[সূত্র : আল-মুজালাসাহ ওয়া জাওয়াহিরিল ইলম, ৮৪৩]

#সীরাহ

13/07/2025

"যে বেদনা কাউকে বলা যায়না, যে কষ্ট কাউকে দেখানো যায়না, যদি আপনার রব আল্লাহকে আপন করতে পারেন তাহলে সে কষ্টের কথা তাঁকে বলে মনটা হালকা করতে পারবেন।"

— ড. আব্দুল্লাহ্ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ্

12/07/2025

প্রতিটা দীর্ঘশ্বাসে একটাই প্রশান্তি, আমার রব আছেন আমার সাথে!🩵

07/07/2025

"প্রেমের শুরুটা হয় সহজ, মজাদার। মধ্যবর্তী সময়টা দুশ্চিন্তার, অন্তরের ব্যস্ততা এবং পীড়ার। আর শেষ পরিণতি হয় পতন এবং নিজেকে ধ্বংস করার মধ্য দিয়ে, যদি না আল্লাহ বান্দাকে বাঁচান।"

- ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ
(বই-আত্মার ওষুধ,পৃষ্ঠা -২০৯)

07/07/2025

মাঝে মাঝে সমস্যার কথাগুলো বলার চেয়েও 'আলহামদুলিল্লাহ্' বলাটা অনেক সহজ! কেন জানেন?
কারণ জীবন আপনাকে প্রতিনিয়ত এটাই শেখাবে– সমস্যাগুলো বোঝার মতো একমাত্র আল্লাহই আছেন, যাকে কোনো কিছুই বুঝিয়ে বলতে হয় না।

06/07/2025

দুনিয়ার সবচেয়ে সুদর্শন পুরুষ, সুন্দরী নারীকে পছন্দ হলেই, প্রেমে পড়লেই বিয়ে করতে হয় না। প্রেম ক্ষণিকের মোহ কিন্তু সংসার, সম্মান, ভালোবাসা, কমিটমেন্ট আজীবনের। স্বামী স্ত্রী শুধু স্বামী স্ত্রী না, তারা একটা পরিবার যেই পরিবারে আপনার সন্তান জন্ম নিবে, বেড়ে উঠবে, হয়ে উঠবে আগামীর প্রজন্ম। সেজন্য স্বামী/স্ত্রী চুজ করার সময় শুধু রুপ আর টাকা দেখলেই হয় না, অঢেল প্রেম দেখলে হয় না ... গুন দেখতে হয়, বংশ দেখতে হয়, আখলাক দেখতে হয়, মতাদর্শ দেখতে হয়, মানবিকতা দেখতে হয়, সততা দেখতে হয়। কারণ, আপনি যাকে পছন্দ করবেন তার ভালো মন্দ দুইটা গুনাগুন ইই আপনার সন্তান ধারণ করবে।

✍️ মারফিয়া

03/07/2025

কিছু গল্প কেবল মুনাজাতেই সুন্দর; কেননা যিনি বলছেন আর যিনি শুনছেন—তাঁরা একে অপরকে সৃষ্টির সূচনালগ্ন থেকেই চেনেন,জানেন,বোঝেন। রহমান ব্যতীত এত উৎকৃষ্ট মানের শ্রোতা দ্বিতীয় আর কোথায় পাবেন,বলুন তো? সুবহানআল্লাহ্ ♡

বই: খেয়াঘাট

02/07/2025

মানুষকে ভালোবাসবেন, কিন্তু অতিরিক্ত না! অতিরিক্ত ভালোবাসাটা শুধু আল্লাহ ডিজার্ভ করেন!
জীবনের প্রতিটা ভালোবাসাই একদিন না একদিন আপনাকে আঘাত করবেই, শুধু আল্লাহর ভালোবাসা ব্যতিত!

01/07/2025

এখন মৃত্যু হলে আপনার দুনিয়ার সব প্লান, প্রোগ্রাম, হিসাব নিকাশ এখন থেকেই চেঞ্জ! এমন ভাবেই চেঞ্জ হবে যে, যেটা নিয়ে আপনি অনন্তকাল ব্যস্ত থাকবেন সেটা নিয়ে আপনার কোনো পরিকল্পনাই নেই!
খুব অদ্ভুত না বিষয়টা!?

30/06/2025

মৃত্যুর মুহূর্তে মানুষ কি বুঝতে পারে তার মৃত্যু হচ্ছে?

29/06/2025

যারা অল্পতেই কাঁদতে পারে, তাদেরকে বোকা কিংবা আবেগী ভেবে অবহেলা করবেন না। হতে পারে চোখের জল দিয়ে তারা আসমানের এমন একটি দরজা নিজেদের জন্য খুলে রেখেছে যা আপনি কোনোদিনও নিজের জন্য খুলতে পারবেন না।
কান্না করতে পারা খুব অসাধারণ একটা গুন; বিশেষ করে জায়নামাজে।

Address

Dhaka

Telephone

+8801916025111

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bismillah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bismillah:

Share