15/07/2025
সুদিন আর দুর্দিন, যেই দিনই আসুক, আমি সব কিছুর জন্যই শুকরিয়া আদায় করি।
কারণ আমি বিশ্বাস করি, প্রতিটি দিনই কোনো না কোনো শিক্ষা দেয়।
সুখ আমাদের হাসায়, আর দুঃখ—আমাদের গড়তে শেখায়।
সময় কখনো একই রকম থাকে না, আজ যদি কাঁদতে হয়, কাল হয়তো সেই চোখেই হাসি ফুটবে।
আজ যদি জীবন কাঁটার মতো বেঁধে যায়, কাল সেই পথেই নতুন ফুল ফুটবে—এই আশাতেই বাঁচি।
আল্লাহ যে দিনই দেন—সেই দিনে কিছু না কিছু রহমত থাকে।
তাই ভালো সময়েও, খারাপ সময়েও আমি কৃতজ্ঞ থাকি।
কারণ আমি জানি,
আজ যদি দুঃখ থাকে, কাল ঠিক সুখ আসবে। এটাই তো জীবন!🖤
লেখা : Hri Doy