23/08/2024
আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ
ইতিমধ্যেই সকলেই জানি কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সিলেটসহ দেশের অনেক জায়গায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এমতাবস্থায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে Logic of Bangladesh থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যতদ্রুত সম্ভব আমরা বন্যাকবলিত এলাকার মানুষদের পাশে দাঁড়াতে চাই।
তার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। এই আর্থিক সহায়তা আমরা আমাদের কিছু টিমের মাধ্যমে সেই এলাকাগুলোতে পৌঁছে দিব। সকলের কাছে অনুরোধ যে যার নিজ নিজ জায়গা থেকে যতটুকু সম্ভব এই বন্যাকবলিত মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করুন।
আপনাদের সাহায্য নিম্নলিখিত নাম্বারে প্রেরণ করুন:
শেখ মাশরুর পারভেজ রাফি
ডিরেক্টর জেনারেল,
লজিক অফ বাংলাদেশ।
নগদঃ 01671834186
তাসফিয়া জিন্নাত ইলমা,
সিও, অ্যাডমিনিস্ট্রেশন উইং-০১ এলওএন,
লজিক অফ নারায়ণগঞ্জ।
নগদ/বিকাশঃ 01944574093