20/12/2025
জানাজায় লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণে দোয়া ও ভালোবাসায় সিক্ত হয়ে এবং কোটি কোটি মানুষকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি।
শহীদ শরীফ ওসমান হাদী রহ. সম্পর্কে আপনার যে তথ্যগুলো অজানা!
~
উসমান হাদী স্কুলে লেখাপড়া করেননি, মাদ্রাসা থেকে তিনি আলিম পাশ করেছেন। দাখিল পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে টেলেন্ট ফুলে বৃত্তি পেয়েছেন।
দাখিল পরীক্ষায় মাদ্রাসা বোর্ড থেকে প্রথম স্থান অর্জন করেন। এবং আলিম পরীক্ষার দ্বিতীয় স্থান অর্জন করেন।
তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে এবং অস্ট্রেলিয়ার সিডনী বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়েছেন, কিন্তু দেশাত্ববোধে উজ্জীবিত হাদী ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্সে তিনি ভর্তি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন।
তিনি ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় থেকেও শিক্ষকতায় নিয়োগ প্রাপ্ত হন। মাত্র কিছুদিন শিক্ষকতা করে তিনি দেশের টানে দেশে ফিরে আসেন।
এবং দেশের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। এবং দেশের একটি ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা করতেন।
ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী এবং সুন্দর ব্যবহারের কারণে মেয়েরা তার প্রতি আকৃষ্ট হতেন। কিন্তু তিনি মনে করতেন, মহান আল্লাহ পাক আমার সাথে যার জুটি বেঁধে রেখেছে, তার সাথেই আমার বিবাহ হবে।
তাই অযথা প্রেমের মত গু/নাহের কাজে লিপ্ত না হয়ে পারিবারিক সিদ্ধান্তে বিবাহ করেন। এবং বর্তমানে এক সন্তানের জনক।
হাদী কখনো ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন অর্থাৎ কোন ছাত্র রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন না। কারণ তিনি মনে করতেন এদেশের ছাত্র রাজনীতি করা মানেই হল তোষামদি করা। তাই তিনি এই ধরনের ছাত্র রাজনীতিকে ঘৃণা করতেন। তিনি ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক।
হাদীর মুখে সবসময় হাসি লেগেই থাকত। কখনোই কারো সাথে কটু ব্যবহার করতেন না। তিনি কোনদিন দুষ্টুমির ছলেও কোন দিন কারো মনে আঘাত দিয়ে কোন কথা বলেননি।
তিনি সবসময় চাইতেন,, বাঁচলে বীরের মত, ম/রলেও বীরের মত। এই চেতনাবোধ তিনি তার সকল বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পেরেছেন। এবং তিনি আল্লাহর এত পছন্দের মানুষ ছিলেন যে, তিনি যা চাইতেন আল্লাহপাক কখনো তাকে নিরাশ করতেন না? তিনি সবসময় বলতেন, রাজপথে মিছিলে আমার বুক বু/লেটের আ/ঘাতে ঝাজরা করে দেবে, আমি হাসতে হাসতে মহান আল্লাহ পাকের কাছে পৌঁছে যাব। এমন শহীদি মৃ/ত্যু তিনি সবসময় চাইতেন। আল্লাহ পাকের কি অশেষ রহমত, তার চাওয়া মত শহীদি মৃ/ত্যুই আল্লাহপাক তাকে দিয়ে অমর করে রেখেছেন। আমরা সকলেই শহীদ ওসমান হাদীর জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করব তিনি যেন তাকে বেহেশতের উচ্চ মাকাম দান করেন।
আপনি যদি হাদীকে সম্মান করতে চান, তাহলে এই পোস্ট শেয়ার করে হাদীর প্রতি সম্মান প্রদর্শন করুন। হাদীর অনুসারীদের মধ্যে ছড়িয়ে দিন। এতে এই দেশে জন্ম নেবে আরো লক্ষ লক্ষ হাদী।
লিখা: আহসান আলমগীর