প্রভাত রবি-Probhat Robi

প্রভাত রবি-Probhat Robi সুস্থ সংস্কৃতি বিকাশের প্রত্যয়ে...

জানাজায় লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণে দোয়া ও ভালোবাসায় সিক্ত হয়ে এবং কোটি কোটি মানুষকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি।...
20/12/2025

জানাজায় লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণে দোয়া ও ভালোবাসায় সিক্ত হয়ে এবং কোটি কোটি মানুষকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি।

শহীদ শরীফ ওসমান হাদী রহ. সম্পর্কে আপনার যে তথ্যগুলো অজানা!

~

উসমান হাদী স্কুলে লেখাপড়া করেননি, মাদ্রাসা থেকে তিনি আলিম পাশ করেছেন। দাখিল পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে টেলেন্ট ফুলে বৃত্তি পেয়েছেন।

দাখিল পরীক্ষায় মাদ্রাসা বোর্ড থেকে প্রথম স্থান অর্জন করেন। এবং আলিম পরীক্ষার দ্বিতীয় স্থান অর্জন করেন।

তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে এবং অস্ট্রেলিয়ার সিডনী বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়েছেন, কিন্তু দেশাত্ববোধে উজ্জীবিত হাদী ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্সে তিনি ভর্তি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন।

তিনি ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় থেকেও শিক্ষকতায় নিয়োগ প্রাপ্ত হন। মাত্র কিছুদিন শিক্ষকতা করে তিনি দেশের টানে দেশে ফিরে আসেন।
এবং দেশের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। এবং দেশের একটি ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা করতেন।

ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী এবং সুন্দর ব্যবহারের কারণে মেয়েরা তার প্রতি আকৃষ্ট হতেন। কিন্তু তিনি মনে করতেন, মহান আল্লাহ পাক আমার সাথে যার জুটি বেঁধে রেখেছে, তার সাথেই আমার বিবাহ হবে।
তাই অযথা প্রেমের মত গু/নাহের কাজে লিপ্ত না হয়ে পারিবারিক সিদ্ধান্তে বিবাহ করেন। এবং বর্তমানে এক সন্তানের জনক।

হাদী কখনো ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন অর্থাৎ কোন ছাত্র রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন না। কারণ তিনি মনে করতেন এদেশের ছাত্র রাজনীতি করা মানেই হল তোষামদি করা। তাই তিনি এই ধরনের ছাত্র রাজনীতিকে ঘৃণা করতেন। তিনি ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক।

হাদীর মুখে সবসময় হাসি লেগেই থাকত। কখনোই কারো সাথে কটু ব্যবহার করতেন না। তিনি কোনদিন দুষ্টুমির ছলেও কোন দিন কারো মনে আঘাত দিয়ে কোন কথা বলেননি।

তিনি সবসময় চাইতেন,, বাঁচলে বীরের মত, ম/রলেও বীরের মত। এই চেতনাবোধ তিনি তার সকল বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পেরেছেন। এবং তিনি আল্লাহর এত পছন্দের মানুষ ছিলেন যে, তিনি যা চাইতেন আল্লাহপাক কখনো তাকে নিরাশ করতেন না? তিনি সবসময় বলতেন, রাজপথে মিছিলে আমার বুক বু/লেটের আ/ঘাতে ঝাজরা করে দেবে, আমি হাসতে হাসতে মহান আল্লাহ পাকের কাছে পৌঁছে যাব। এমন শহীদি মৃ/ত্যু তিনি সবসময় চাইতেন। আল্লাহ পাকের কি অশেষ রহমত, তার চাওয়া মত শহীদি মৃ/ত্যুই আল্লাহপাক তাকে দিয়ে অমর করে রেখেছেন। আমরা সকলেই শহীদ ওসমান হাদীর জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করব তিনি যেন তাকে বেহেশতের উচ্চ মাকাম দান করেন।

আপনি যদি হাদীকে সম্মান করতে চান, তাহলে এই পোস্ট শেয়ার করে হাদীর প্রতি সম্মান প্রদর্শন করুন। হাদীর অনুসারীদের মধ্যে ছড়িয়ে দিন। এতে এই দেশে জন্ম নেবে আরো লক্ষ লক্ষ হাদী।

লিখা: আহসান আলমগীর

|| বাংলাদেশের ইতিহাসে এরচেয়ে বড় জানাজার নামাজ কোনো রাজনৈতিক ব্যাক্তিত্ব পায় নাই!—শহীদ ওসমান হাদি ভাই হয়তো আসমান থেকে এই ...
20/12/2025

|| বাংলাদেশের ইতিহাসে এরচেয়ে বড় জানাজার নামাজ কোনো রাজনৈতিক ব্যাক্তিত্ব পায় নাই!

—শহীদ ওসমান হাদি ভাই হয়তো আসমান থেকে এই গণজোয়ার দেখে হাসছেন। আর বলছেন, এটাই তো আমি চেয়েছিলাম।

জান্নাতে সুখে থাকুন ওসমান হাদী ভাই।

আজকে বাংলাদেশের মানুষকে আল্লাহ তাআ'লা কত বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ তাআ'লাই ভালো জানেন। এত কাছ থেকে এত বড় মাত্র...
21/11/2025

আজকে বাংলাদেশের মানুষকে আল্লাহ তাআ'লা কত বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ তাআ'লাই ভালো জানেন। এত কাছ থেকে এত বড় মাত্রার কম্পন হয়ত আমরা অনুভব করিনি কখনো। তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন সরল পথে ফিরে আসার। আর আল্লাহ তাআ'লা আমাদের তওবা কবুল করে নিন।

অতঃপর পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে,
‘আমি ভয় দেখানোর জন্যই (তাদের কাছে আজাবের) নিদর্শনগুলো পাঠাই।’ (সুরা বনি ইসরাইল: ৫৯)

‘যে বিপদ-আপদই তোমাদের ওপর আসুক না কেন, তা তোমাদের নিজেদের হাতের কামাই। আর আল্লাহ তোমাদের অনেক (গুনাহ) ক্ষমা করে দেন।’ (সুরা শুরা: ৩০)

‘তাদের কাউকে আমি মাটির নিচে গেড়ে দিয়েছি।’ (সুরা আনকাবুত: ৪০)

17/11/2025

আজ ১৭ ই নভেম্বর ২০২৫ ইং, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে মৃ*ত্যুদ*ণ্ডের (ফাঁ*সি) আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ইনশাআল্লাহ একদিন এই আদেশ বা রায় কার্যকর হতে দেখে আলহামদুলিল্লাহ পড়ব।

মাদানীনগরের কাফিয়ার আগে-পরের ভাইয়েরা! আপনাদের দরসভিত্তিক কবিতা। জলদি পড়ে ফেলুন আর মনের কোণে লুকানো অনুভূতি জানিয়ে দিন..
11/08/2025

মাদানীনগরের কাফিয়ার আগে-পরের ভাইয়েরা! আপনাদের দরসভিত্তিক কবিতা।

জলদি পড়ে ফেলুন আর মনের কোণে লুকানো অনুভূতি জানিয়ে দিন..

কাফিয়ার দরসে

মাঝেমধ্যে খুউব ইচ্ছে করে শৈশবের সময়টায় চলে যেতে। ইশ! কী জীবন্ত ছিল সময়টা। পিতা-মাতার প্রতি ছিল অগাধ ভালোবাসা, শ্রদ্ধাবোধ...
07/08/2025

মাঝেমধ্যে খুউব ইচ্ছে করে শৈশবের সময়টায় চলে যেতে। ইশ! কী জীবন্ত ছিল সময়টা। পিতা-মাতার প্রতি ছিল অগাধ ভালোবাসা, শ্রদ্ধাবোধ...

(পড়ুন মন খুলে লিংকে)

হাহাকার

এদেশের ভবিষ্যৎ এদের খপ্পরেই বিলুপ্ত হয়ে গেছে বা যাচ্ছে এখনো।পড়ুন বিস্তারিত প্রবন্ধ...
05/08/2025

এদেশের ভবিষ্যৎ এদের খপ্পরেই বিলুপ্ত হয়ে গেছে বা যাচ্ছে এখনো।

পড়ুন বিস্তারিত প্রবন্ধ...

উপমহাদেশে এন. জি. ও দের কালো থাবা

আমরা বিজয়লগ্নে সেই ফ্যাসিবাদের আঁতুড়ে সিজদাহ্য় লুটিয়ে পড়েছিলাম। আহ্ সেই এক বছর কীভাবে অতীত হয়ে গেল। কিন্তু আমাদের আত্মা ...
05/08/2025

আমরা বিজয়লগ্নে সেই ফ্যাসিবাদের আঁতুড়ে সিজদাহ্য় লুটিয়ে পড়েছিলাম। আহ্ সেই এক বছর কীভাবে অতীত হয়ে গেল।

কিন্তু আমাদের আত্মা ও শহীদদের আত্মার আকাঙ্ক্ষা কি পূরণ করতে ব্যর্থ হয়নি এ নড়বড়ে গদিতে অটল সরকার?

অথচ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, এতে সম্পূর্ণ ভিনদেশী স্বার্থে তৎপর শকুনেরা ভিড়ে আছে আমাদের রক্তে ধোঁয়া ভূমিতে।


আজ তো চূড়ান্ত অভিশপ্তের খাতায় নামটাও লিখাল এই সাময়িক সান্ত্বনার জাদু মাখা যেহেতু-সেহেতু খপ্পরে ফেলা ঘোষণাপত্র বয়ান করে।

গত একটা বছরে এরা কী করেছে? শুধু সংস্কার সংস্কার করেই চিল্লিয়ে তল দিয়ে নিজেরা সহ জাতিকে ফুঁটো করে ছেড়েছে ওরা।


অতঃপর আমরা আমাদের ইন্তিফাদার জন্য চূড়ান্ত বিল্পবের শপথ করছি।

আমাদের জীবনের বিকেলগুলো সত্যি অসাধারণ, মোহময়, নিটোল। ছুটির প্রতিটা বিকেলেই তাই আমি খুব করে অনুভব করতে চাই; গোধূলির আলোছা...
30/07/2025

আমাদের জীবনের বিকেলগুলো সত্যি অসাধারণ, মোহময়, নিটোল। ছুটির প্রতিটা বিকেলেই তাই আমি খুব করে অনুভব করতে চাই; গোধূলির আলোছায়ায় আমি ঘোরগ্রস্তের মতন হাঁটি, সুপ্রচুর কৌতূহল নিয়ে আনমনে তাকিয়ে থাকি সুদূর কোথাও...

(পড়ুন! লিংকে)

দিনপঞ্জি

এমন সান্ধ্য হাহাকার করতে করতে দিনে দিনে ক্ষয় যাইতেছি। ক্ষয় যাইতেছে আমার মরণ। কাছে আসতেছে কবর-মাটির সোঁদা গন্ধ।ফজরের নামা...
30/07/2025

এমন সান্ধ্য হাহাকার করতে করতে দিনে দিনে ক্ষয় যাইতেছি। ক্ষয় যাইতেছে আমার মরণ। কাছে আসতেছে কবর-মাটির সোঁদা গন্ধ।

ফজরের নামাজ, আমারে তুমি ডেকে দিয়ো কোনো বিপ্লবোত্তর সুবহে সাদিকে—

(পড়ুন! লিংকে)

বেরহম সময়ে

শাপলা আমাদের ইন্তিফাদা। সে রাতে ভাগ্যের টানে আব্বু ফিরে আসলেও ফিরে আসেনি আমার আব্বুর মত অনেক মানুষ। সে রাতে স্বৈরাচার সর...
29/07/2025

শাপলা আমাদের ইন্তিফাদা। সে রাতে ভাগ্যের টানে আব্বু ফিরে আসলেও ফিরে আসেনি আমার আব্বুর মত অনেক মানুষ। সে রাতে স্বৈরাচার সরকার পাখির মত গুলি করে মেরেছে অগণিত ধর্মপ্রাণ মুসলিমকে...

(পড়ুন! সেই দগ্ধ সময়ের বিবরণ)

দগ্ধ সময়ের বিবরণ

সম্মান-মর্যাদা, ন্যায়পরায়ণতা, নিরাপত্তার দিক থেকে নারী জাতি পুরুষ জাতির মতই। তবে বিধানগতভাবে যে-ই পার্থক্য করা হয়ে থাকে ...
28/07/2025

সম্মান-মর্যাদা, ন্যায়পরায়ণতা, নিরাপত্তার দিক থেকে নারী জাতি পুরুষ জাতির মতই। তবে বিধানগতভাবে যে-ই পার্থক্য করা হয়ে থাকে তা মহান আল্লাহ তা’আলার হেকমত থেকে খালি নয়। বরং এই পার্থক্য তাদের কল্যাণের জন্যই করা হয়েছে।

(পড়ুন! বিস্তারিত লিংকে)

নারীবাদ; ইসলাম বনাম বাস্তবতা

Address

Madaninagar
Siddhirganj
1361

Alerts

Be the first to know and let us send you an email when প্রভাত রবি-Probhat Robi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category