30/10/2025
হজ ও উমরাহর সফরে অনেক সময় মানুষ অজান্তে এমন বহু ভ্রান্ত ও বিদআতমূলক কাজে লিপ্ত হয়ে যায়।
গত বছরের হজ সফরের শেষ দিকে হাজি সাহেবদের নিয়ে গিয়েছিলাম বদর সফরে। বদর প্রান্তরে, মসজিদে আরীশের সামনে এসে দেখলাম কিছু পাকিস্তানি ও আফগান হাজি এখানে পাথর নিক্ষেপ করছেন।
তাদের ভাষ্যমতে, এখানেই নাকি আবু জাহলকে কtল করা হয়েছিল। অথচ এর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই।
হজ ও উমরাহর সফরে অনেক সময় মানুষ অজান্তে এমন বহু ভ্রান্ত ও বিদআতমূলক কাজে লিপ্ত হয়ে যায়। আল্লাহ তায়ালা আমাদের এসব ভুল ধারণা ও শরিয়তবিরোধী কাজ থেকে হেফাজত করুন।