07/10/2021
ঢ়ালুয়া ইউনিয়নে আবারো কি বাছিরই এগিয়ে!!!
কাউছার আলম মিয়াজী। সততা, ধৈর্য, ন্যায় নীতির আদর্শের অন্যতম ধারাবাহক মানবতার সেবাই নিয়জিত যার প্রাণ কর্মীদের আগলিয়ে রাখার জন্য অসীম ধৈর্য,অন্যায় এর কাছে মাথা নত না করার মত সৎ সাহস,জনগণের সেবক জনগণের এর সমর্থনই যার পরিচয়,তিনিই জনাব, নাজমুল হাছান ভুঁইয়া বাছির আসন্ন ১২নং ঢালুয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসাবে নির্বাচন করবেন বলে ইউনিয়নের চার পাশ এখন স্বর -গরম।
''দক্ষিণ কুমিল্লার সিংহ পুরুষ ''
আধুনিক নাঙলকোটের রুপকার৷ নাঙলকোট এর মাটি ও মানুষের নেতা, প্রয়াত এম পি আলহাজ্ব জয়নাল আবেদীন ভুইয়া ও এম পি সাহেবের রক্ত জীবন আদর্শের উত্তরাধিকারী৷ জনতার চেয়ারম্যান জননেতা নাজমুল হাছান বাছির ভুইয়া৷
যিনি নিরলস ভাবে ঢালুয়ার গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য দিন রাত চেষ্টা করে যাচ্ছেন৷ ঢালুয়ার গণমানুষের আজন্ম লালিত স্বপ্ন৷ বিশ্ব সেরা অর্থ মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল লোটাস কামাল সাহেবের সহযোগিতায়৷ বাছির ঢালুয়ার মানুষের জন্য আধুনিক সুযোগ সুবিদা সংবলিত একটি নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন তৈরি করেছেন৷ যাতে ঢালুয়ার আপাময় জনগন খুব কম সময়ে ইউপি সেবা গ্রহন করতে পারে৷
বাছির বর্তমানেও চেয়ারম্যান, দায়িত্ব নেওয়ার পর থেকেই উল্লেখযোগ্য উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তাঁর নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছে। রাস্তা ঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এলাকায় নিজের মুখ উজ্জ্বল করেছেন। তার সাথে দলের ভাবমূর্তির উন্নয়ন হয়েছে। অসংখ্য মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠণের অন্যতম পৃষ্ঠপোষক সমাজসেবী বাসির । ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত নম্র, ভদ্র, সদাহাস্যোজ্জ্বল ও সাদা মনের মানুষ। তাঁর মাঝে কোন অহংকার নেই। নিরহংকারী এই মানুষটি দলমত নির্বিশেষে আজ সকলের কাছে প্রিয়।কাজ করছেন নৌকার জন্য। সর্বোপরি কাজ করছেন সাধারণ মানুষের কল্যাণের জন্য। বয়সে তরুন হলেও তিনি মনোবল হারাননি। এই সফল মানুষটি দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রতিটি মানুষের বিপদ আপদে ছুটে যান। এলাকায় তিনি একজন সাদা মনের উদার মানসিকতার ও দানশীল মানুষ হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন। এলাকার সাধারণ মানুষের মতে, আমরা নেতা বা চেয়ারম্যান বুঝিনা। বাসির ভাই একজন ভাল মানুষ। তিনি একজন কর্মঠ ব্যক্তি। তিনি চেয়ারম্যান পদে থাকলে আমাদের তথা এলাকার উপকার হবে। আমাদের দু:খ দুর্দশায় তাঁকে সহজেই পাশে পাওয়া যায়।ইতোমধ্যে তিনি সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ, পরিশ্রমী ও মেধাবী সমাজ সেবক এবং উদীয়মান নেতা হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। নির্বাচনকালীন সময়ে সাধারণ জনগনকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে একজন সফল ও জনপ্রিয় ইউপি চেয়ারম্যান হিসেবে সবশ্রেনীর মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন। বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন। তিনি এ পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন রাস্তার উন্নয়নসহ স্কুল,মাদ্রাসা,কবরস্থান,মসজিদ,ঈদগাঁমাঠ সংস্কার করে গরীব দু:খী মানুষের মাঝে বয়স্কভাতা,বিধবাভাতা সঠিকভাবে বিতরণ করেছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করে গ্রাম্য শালিসের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন সমস্যার সমাধান করে যাচ্ছেন।
গোপনে তদন্ত করে জানা যায় জনাব বাছির -------
***.গত ১০ বছর ঢালুয়া ইউনিয়নের ৩২ টি গ্রামে পারিবারিক ও সামাজিক কলহ বিবাদ বিচ্ছেদ মিমাংসার ক্ষেত্রে কোন প্রকার আর্থিক লেনদেনের অভিযোগ নেই।
*** সকল জাতীয় দিবসে প্রিয়নেতা জনাব লোটাস কামালের নির্দেশে ব্যক্তিগত তহবিল থেকে অর্থ বিনিয়োগ করেন,দল ও সাংগঠনিক গতিশীলতা
গত ১০ বছর সকল মিটিং মিছিলে দলীয় কর্মকান্ডে সামনে থেকে সক্রিয় ভূমিকা পালন করেন।
কোভিড ১৯ ভয়াবহ ভাইরাসের সংক্রমণে সময় জনসচেতনতা মূলক সকল কর্ম কান্ডে সার্বক্ষনিক সক্রিয় ভূমিকা পালন করেন,এবং কঠোর লকডাউনের সময় ঘরবন্ধি ও খেঁটে খাওয়া সাধারণ মানুষের জন্য সরকারি ত্রানের সঠিক বন্টন নিশ্চিত করে ব্যক্তিগত তহবিল থেকে অনাথ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রি ও নগদ অর্থ প্রেরণ করেন।
***গরীব ও মেধাবী শিক্ষার্থীদের
গত ১০ বছরে ঢালুয়া ইউনিয়ন ৩২টি গ্রামের অসংখ্য গরীব অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই, খাতা,কলম,ও স্কুল কলেজের বেতন সহ বোর্ড পরিক্ষার ফরম ফ্রী ব্যক্তিগত তহবিল থেকে গোপনে সহয়তা করেছেন।
***মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেছন।
***সাংস্কৃতিক ও খেলাধুলায়
৩২ টি গ্রামে বিভিন্ন ক্রিয়া প্রতিষ্ঠানে খেলাধুলার জন্য জার্সি,ফুটবল,ক্রিকেট ব্যাট,ভলি বল,রেকেট সহ খেলাধুলার যাবতীয় সামগ্রী এবং আর্থিক অনুদান দিয়ে ছাত্র সমাজ কে উৎসাহিত করেন।
***নাগরিক সুবিধা নিশ্চিত করণঃ
গত ১০ বছর চেয়ারম্যান হওয়ার পর থেকে ৩২ টি গ্রামে দল মত নির্বিশেষে সরকার কতৃক সকল উপযুক্ত নাগরিক সুবিধা প্রতিবন্ধী ভাতা,বয়স্ক ভাতা,বিধবা ভাতা,রিলিফ কার্ড সহ সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করার ক্ষেত্রে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেন ঘুষ এই জাতীয় কোন অভিযোগ নেই।
৷ স্থানীয় জনগণেরা বলেন, নিঃসন্দেহে বলা যায় ঢালুয়া ইউনিয়ন পরিষদের ইতিহাসে শ্রেষ্ঠ চেয়ারম্যান! ঢালুয়া ইউনিয়ন বাসীর প্রয়োজনে জনাব নাজমুল হাসান ভূইয়া বাছির ভাই কে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করা হলে এলাকাবাসী উপকৃত হবে!!
এ দিকে জনাব বাছির ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলবো বলে অঙ্গিকার করেছেন । মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলেন জনাব সাইফুল । তিনি ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন। সেইসঙ্গে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়নবাসির কাছে দোয়া চেয়েছেন।