Nangalkot News 24.com

Nangalkot News 24.com Nangalkot News24.com, now more advanced. Sarah has received approval for the news about Comilla. I h

22/04/2022

প্রশাসনের নাকের ডগায়
লাকসামে ভাইয়া গ্রুফের প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি

কাউছার আলম মিয়াজী । বাংলাদেশের ঐতিহ্যবাহী সু পরিচিত শিল্প প্রতিষ্ঠান ভাইয়া গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান মাসুম টেলিকম( ডিস্ট্রিবিউটর গ্রামীণফোন লিমিটেড ) উঃ বাজার , লাকসাম – কুমিল্লার শাখায় ২৯শে মার্চ রাতে এক দুর্ধর্ষ চুরি সংগঠিত হয় । এতে কোম্পানীর অফিসে থাকা আলমারি ও সিন্ধুকের তালা ভেঙ্গে কোম্পানীর নগদ ২১০২৫২০/= টাকা এবং গ্রামীণফোন লিমিটেড এর ব্যালেন্স / এমবি কার্ড যার আনুমানিক মূল্য ১৪১৩৭০৩.১০ /= টাকা সর্বমোট ৩৫১৬২২৩.১০ /= টাকা সহ অফিসে থাকা সি সি ক্যামরার ডিবাইজ চুরি করে নিয়ে যায় । এতে অফিসে থাকা কোম্পানীর জরুরী কাগজপত্র, ফাইল তছনছ করে । ঘটনার পর দিন অফিস সহকারী যথা সময়ে অফিসের মুল ফটকের তালা খুলেই ফ্লুরে ছড়িয়ে ছিটিয়ে ফাইল পত্র দেখতে পায় , ভিতরে প্রবেশ করেই দেখে পিছনের জানালার গ্রীল কাটা ।
ঘটনার বিষয়ে জানতে চাইলে জি এম শহিদ উল্যাহ বলেন, মাসুম টেলিকম উঃ বাজার , লাকসাম, কুমিল্লা সাফওয়ান সেন্ট্রাল এর হিসাব রক্ষক মাকছুদুর রহমান মজুমদার আমাকে টেলিফোনে চুরির বিষয়টি জানায়, আমি সাথে সাথে নিজে ঘটনার স্থলে এসে দেখি অফিসের ভিতরে থাকা স্টীলের আলমারির দরজা, ফাইল কেবিনেট, সেক্রেটরিয়েট টেবিলের ড্রয়ার, ক্যাশ সিন্ধুক ভাঙ্গা ও খোলা । তাহা আমি আমার উদ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করি ।
এ বিষয়ে প্রতিষ্ঠানের পরিচালক শাহাদাত হোসেন আলী মুরাদ বলেন, দীর্ঘ ৩০ বছর এ ব্যবসার সাথে জড়িত , এই ধরণের ঘটনা এটাই প্রথম ঘটলো , চোরেরা সঙ্গোপনে আসিয়া ভবনের পিছনের জানালার গ্রীল কেটে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায় ।
এ বিয়য়ে লাকসাম থানায় লিখিত ভাবে ২৯৮ / ০৭-০৪-২২ ইং অভিযোগ দাখিল করা হয়েছে । চুরি সংগঠিত হওয়ার স্থান লাকসাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মহিতুস ইসলাম পরিদর্শন করেছেন । তিনি বলেন চুরির ঘটনার যাবতীয় আলামত সংগ্রহ করা হয়েছে । ছবি গুলো দেখে চোরকে সনাক্ত করার চেষ্টা চলছে । বিষয়টি গুরু্ত্বের সাথে দেখা হচ্ছে ।
চুরির বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভের সহিত এই প্রতিবেদককে অভিযোগ করেন , প্রশাসনের নাকের ডগায় এমন চুরি অপ্রত্যাসিত। অবিলম্বে দোষীদের বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্থি প্রদানের দাবী জানান ।

01/01/2022
07/12/2021

নাঙ্গলকোটে ০৮টি ইউপি নির্বাচনে নৌকা প্রতীক মনোনয়ন ঘিরে বিব্রত আ’লীগের তৃণমূল নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা।

কাউছার আলম মিয়াজী।। নাঙ্গলকোটের ০৮ টি ইউনিয়নে স্থানীয় দলীয় কাউন্সিলে নৌকা প্রার্থীর নাম ঘোষনা করলেও সবক’টি ইউনিয়নে নৌকা প্রার্থীর বিরুদ্ধে একাধিক স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থী তালিকায় উঠে আসায় বিব্রত আ’লীগের তৃণমূল নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা। আগামী ৫ জানুয়ারী ভোটকেন্দ্র গুলোতে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকলে ভোটের ফলাফলে শীর্ষ প্রার্থীদের কপাল পুড়তে পারে বলে আশংকা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
উল্লেখ্য দেশব্যাপী ৫ম ধাপের ইউপি নির্বাচনের দিনক্ষণ ৫ জানুয়ারী ২০২২ নির্বাচন কমিশন তফসিল ঘোষনা করলে এ উপজেলা সর্বত্র বেজে উঠে নির্বাচনী ঢামাঢোল। শুরু হয়েছে নেতা-কর্মীদের মাঝে দলীয় মনোনয়ন পেতে দৌড় ঝাপ।
আসন্ন ৮টি ইউপি নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়নে নাটকীয়তায় বিব্রত আ’লীগের তৃনমূল। বাঙ্গড্ডা ইউপিতে চেয়ারম্যান পদে আ’লীগের দলীয় হাইকমান্ড ইউপি যুবলীগের সভাপতি ও এলাকার জনপ্রিয় যুবনেতা আলহাজ্ব সাইফুল ইসলাম এবং ইউপির দলীয় কাউন্সিলে সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী মজুমদারের নাম নৌকা প্রার্থী হিসাবে উঠে আসা ও আ’লীগ নেতা মহসিন আলম, বর্তমান চেয়ারম্যান শাহজাহান মজুমদার এবং ব্যবসায়ী মোঃ কামাল হোসেন মজুমদারের নামে স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থীদের নাম শুনা যাচ্ছে।
পেরিয়া ইউপিতে আ’লীগের হাইকমান্ড সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ আবদুল হামিদ ও স্থানীয় আ’লীগ দলীয় কাউন্সিলে বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদারের নাম নৌকা প্রার্থী হিসাবে ঘোষনা আসা ও আ’লীগ নেতা আলহাজ্ব মোস্তাক আহম্মেদ, খোরশেদ আলম ও সাবেক চেয়ারম্যান সাংবাদিক শহিদ উল্লাহ মিয়াজী নামে স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থীদের নাম গুঞ্জন শুনা যাচ্ছে। মৌকরা ইউপিতে দলীয় হাইকমান্ড সাবেক চেয়ারম্যান সাইফুদ্দিন আলমগীরকে নৌকার প্রার্থী হিসাবে ঘোষনা করা হয়েছে। অপরদিকে বর্তমান চেয়ারম্যান আবু তাহের, শিক্ষক নেতা আবুল খায়ের আবু এবং সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ও এলাকার জনপ্রিয় ছাত্রনেতা আবদুর রাজ্জাক সুমনের নাম স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থী হিসাবে উঠে এসেছে।
মক্রবপুর ইউপিতে আ’লীগ দলীয় হাইকমান্ড নৌকা মাঝি হিসাবে ডাঃ জাহাঙ্গীর আলমের নাম ঘোষনা করলেও তৃনমূলের পছন্দ ও জনপ্রিয় নেতার মোঃ মোবারক খান এবং বর্তমান চেয়ারম্যান মূর্তজা চৌধুরীসহ আরও ২/৩ জনের নাম স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থী তালিকায় শুনা যাচ্ছে। হেসাখাল ইউপিতে দলীয় হাইকমান্ড নৌকা প্রাথী হিসাবে অধ্যাপক ইকবাল বাহার মজুমদারের নাম ঘোষনা করে কিন্তু ইউপির জনপ্রিয় ব্যক্তিত্ব ও আ’লীগ নেতা মোঃ শামছুল আলম, সাবেক চেয়ারম্যান মাজহারুল হক, আ’লীগ নেতা ইয়াকুব আলী রায়হান, বর্তমান চেয়ারম্যান জালাল উদ্দিন ভূঁইয়া, দুই ব্যবসায়ী নাছির উদ্দিন ও জাহাঙ্গীর আলমের নাম স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থী হিসাবে গুনঞ্জন রয়েছে।
ঢালুয়া ইউপিতে দলীয় হাইকমান্ড নৌকার প্রার্থী হিসাবে বর্তমান চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছিরের নাম ঘোষনা করেন কিন্তু তৃনমূল আওয়ামী নেতা-কর্মীদের পছন্দ গোলাম মাওলা ছুট্টু। এছাড়াও আরও ৩/৪ জনের নাম স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থী তালিকায় শুনা যাচ্ছে। বক্সগঞ্জ ইউপিতে আওয়ামী দলীয় হাইকমান্ড নৌকা প্রার্থী হিসাবে আ’লীগ নেতা শহিদ উল্লাহ পাটোয়ারীর নাম ঘোষনা করলেও বর্তমান চেয়ারম্যান অহিদুর রহমানসহ আরও ৩/৪ জনের নাম সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসাবে শুনা যাচ্ছে। সাতবাড়িয়া ইউপিতে বর্তমান চেয়ারম্যান কাজী ইয়াছিনের নৌকা প্রার্থী হিসাবে শুনা গেলেও দলীয় হাইকমান্ড ও আওয়ামী তৃনমূলে প্রার্থীতা ঘিরে নানাহ গুঞ্জন চলছে। তবে আরও ৩/৪ জনের নাম স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থী তালিকায় উঠে এসেছে।
অপরদিকে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী এ উপজেলার ৮টি ইউপি নির্বাচনে ভোট গ্রহণ ৫ জানুয়ারী ২০২২, মনোনয়ন জমার শেষ তারিখ ৭ ডিসেম্বর ২০২১, প্রার্থীতা প্রত্যাহার ১৫ ডিসেম্বর ২০২১, মনোনয়ন পত্র যাচাই-বাছাই ৯ ডিসেম্বর ২০২১, আপীল শুনানী ১০-১২ ডিসেম্বর ২০২১, প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর ২০২১ নির্ধারন করা হয়েছে। আগামী ২/১ দিনেরমধ্যে সংরক্ষিত মহিলা মেম্বার ও পুরুষ মেম্বার পদে দলীয় মনোনয়ন চুড়ান্ত করে ঘোষনা করার প্রস্তুতি চলছে। এছাড়া রাজনৈতিক বিরোধী দলগুলোর প্রার্থীতা নিয়ে এখনও কোন তথ্য পাওয়া যায়নি। তবে সংরক্ষিত মহিলা মেম্বার ও সাধারণ সদস্য পদে গণতান্ত্রিকভাবে উন্মুক্ত নির্বাচণের দাবী জানিয়েছেন অনেকেই।
এ ব্যাপারে নাঙ্গলকোট উপজেলা স্থাণীয় প্রশাসনের একাধিক সূত্র জানায়, এ উপজেলার ৮টি ইউপি নির্বাচন ঘিরে আমাদের সকল প্রস্তুতি রয়েছে। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা সহ নিরপেক্ষ ও শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠানে লক্ষ্যে যা যা করার প্রয়োজন আমরা তা করবো।

30/11/2021
28/11/2021

নাঙ্গলকোটের ০৮ টি ইউনিয়ন নির্বাচন।

৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে
ভোট গ্রহনঃ ৫ জানুয়ারি, ২০২২ইং
মনোনয়নপত্র দাখিলঃ ৭ ডিসেম্বর, ২০২১ইং
যাচাই-বাছাই ৯ ডিসেম্বর, ২০২১ইং।

নাঙ্গলকোটে ভোট হতে যাচ্ছে--
বাংগড্ডা
পেড়িয়া
মৌকরা
মক্রবপুর
ঢালুয়া
হেসাখাল
বক্সগঞ্জ ও
সাতবাড়িয়া

14/11/2021

লাকসামে মহিলা চোর হাতেনাতে আটক।

লাকসাম উপজেলার বিভিন্ন হাসপাতালে গিয়ে মানুষের মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে বিপদে ফেলে পালিয়ে যায় এই হাসনা ও পপি নামক এই দুই মহিলা চোর। আজ দুপুর অনুমান ১২:৩০ মিনিটের সময় লাকসাম মমতাময়ী হাসপাতালে চুরি করতে গিয়ে হাতেনাতে আটক করা হয় কোম্পানিগঞ্জের রিক্সা চালকের স্ত্রী পপি আক্তার ও তার বোন। পার্শ্ববর্তী লালমাই উপজেলার বাগমারা বাজারে ভাড়া থাকে এই দুই চোর।

14/11/2021

কুমিল্লায় অবৈধ করাতকল বানিজ্যে রাজস্ব ফাঁকি


কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার আয়কর বিভাগ লাকসাম সার্কেলের অধীনে শত শত করাতকলের অবৈধ বানিজ্যে সরকারী রাজস্ব ফাঁকির মহোৎসব চলছে। লাকসাম, নাঙ্গলকোট, নবগঠিত লালমাই, বরুড়া ও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে যত্রতত্র ভাবে সরকারী নিবন্ধনবিহীন ওইসব করাতকলগুলোর দৌরাত্ব যেন থামছে না। স্থানীয় বন বিভাগের এ নিয়ে কোন মাথা ব্যাথা নেই। .
স্থানীয় একাধিক সূত্র থেকে জানা যায়, ওইসব এলাকাগুলোতে সরকারী বিধিমালা কিংবা নিয়মকানুনকে উপেক্ষা করে স্থাণীয় সংশ্লিষ্ট প্রশাসনের নাকের ডগায় ব্যাঙের ছাতার মতো অবৈধ ভাবে গড়ে উঠেছে করাতকলগুলো। অথচ সরকারী নিয়ম মতে পৌর/ইউপি ট্রেড লাইসেন্স, অনাপত্তি ছাড়পত্র, পরিবেশ সনদ, বন বিভাগের প্রত্যয়নপত্র ও শিল্প-বানিজ্য দপ্তরের ছাড়পত্রসহ ডিসি সনদ বাধ্যতামূলক থাকার কথা থাকলেও ওইসবের ধারে কাছেও যাচ্ছে না করাতকল মালিকরা। ওইসব তদারকি স্থানীয় বন বিভাগসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব অতি মূখ্য হলেও রহস্যজনক কারনে তা অনেকটাই পর্দার অন্তরালে।.
সূত্রগুলো জানায়, ওইসব করাতকলগুলো উপজেলা সদর, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, কাঁচাপাকা সড়কের পাশে ও হাসপাতাল-ক্লিনিকের পাশে অবস্থিত। এতে ধুলা-বালু, তুষ, ছাঁই উড়ে এলাকার পরিবেশ দূষনে স্বাস্থ্যহানীর ঝুঁকি বাড়ছে। স্থাণীয় বন বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তর কর্মকর্তাদের পকেট বানিজ্যের কারনে এসব নিরসনে যেন নীরব দর্শক। অথচ প্রতিবছর সরকারী রাজস্ব আয়ে মোটা অংকের অর্থ আদায়ে যেন ভানুমতির খেল। করাতকল মালিকরা স্থাণীয় প্রশাসনের দায়িত্বহীনতা ও পেশী শক্তির ক্ষমতার দাপটে তাদের অবৈধ বানিজ্যে তারা দাবড়িয়ে বেড়াচ্ছে।.
পাশাপাশি এ অঞ্চলে অসংখ্য ফার্নিচার দোকানও ওদের সাথে তাল মিলিয়ে সরকারী রাজস্ব ফাঁকির মহোৎসবে যোগ দিয়েছে। ওইসব করাতকল ও ফার্নিচার দোকানে রাতের অন্ধকারে বিভিন্ন সড়কের চোরাইগাছ এবং চোরাই পথে আসা বিদেশী গাছের ব্যবসা জমে উঠেছে। স্থাণীয় বন বিভাগের করাতকল-ফার্ণিচার দোকানের তালিকার সাথে বাস্তবে কোন মিল নেই।.
আরও জানা গেছে, জেলা দক্ষিনাঞ্চলের উপজেলা ও পৌরশহরে ওইসব প্রতিষ্ঠানের চেয়ে গ্রামাঞ্চলের চিত্র ৮/১০ গুন বেশি। করাতকল ও ফার্র্নিচার দোকানের সরকারী আয়করসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর অনুমতি সনদ নিতে প্রচুর অর্থ লাগে এবং নানাহ হয়রানি তো আছেই ফলে তারা ওইসবের দিকে না গিয়ে অবৈধ বানিজ্যে আগ্রহ বেশি।.
এছাড়া ভ্রাম্যমান আদালত কিংবা আয়কর-পরিবেশ দপ্তর আন্তরিক হলেই এ অঞ্চলের শত শত করাতকল ও ফার্ণিচার দোকান সরকারী নিয়মে আনা সম্ভব। এ বিষয়ে ৫টি উপজেলার একাধিক করাতকল ও ফার্ণিচার দোকান মালিক কথা বলতে নারাজ। তবে কেউ কেউ বলছেন ভিন্ন কথা। দীর্ঘদিন আমরা এ পেশা চালিয়ে আসছি। কোন দিন কোন সমস্যা হয়নি। তবে বিশেষ বিশেষ দপ্তরগুলোর লোকজন আসলে তাৎক্ষনিক আমাদের সমিতির নেতারা ম্যানেজ করে ফেলেন। স্থানীয় প্রশাসন কিংবা মিডিয়াকর্মীদের কোন ব্যাপার নেই। এ অঞ্চলে প্রায় ৫ শতাধিক করাতকল ও সহস্রাধিক ফার্নিচার দোকান রয়েছে।. .

31/10/2021

বাংগড্ডা ৩ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে॥ প্রতিবাদে ৫ শিক্ষকের পদত্যাগ।

নিজস্ব প্রতিনিধি- নাঙ্গলকোট উপজেলার বাংগড্ডা দারুল ফালাহ হামিদীয়া মহিলা মাদরাসার ৩ শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ওই মাদরাসার প্রধান শিক্ষক শাহ্ মুহাম্মদ নিজাম উদ্দিন হামিদীর বিরুদ্ধে। যৌন হয়রানির শিকার ৩ ছাত্রী ওই মাদরাসার ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। এ ব্যাপারে অভিভাবকরা গত বুধবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন। ছাত্রীদের যৌন হয়রানির প্রতিবাদে ওই প্রতিষ্ঠানের ৫ শিক্ষক পদ ত্যাগ করেছেন।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাঙ্গড্ডা দারুল ফালাহ হামিদীয়া মহিলা মাদরাসার মালিক ও প্রধান শিক্ষক রায়কোট উত্তর ইউনিয়নের চারিজানিয়া গ্রামের মৃত সামছু উদ্দিন হামিদীর ছেলে নিজাম উদ্দিন হামিদী দীর্ঘদিন যাবৎ তার প্রতিষ্ঠানের কোমলমতি ছাত্রীদের যৌন হয়রানি করে আসছে। তাকে অনেক অভিভাবক সর্তক করার পরও অপকর্ম থেকে ফিরেনি সে। তার যৌন লালসার কারণে অনেক অভিভাবক তাদের সন্তানদের অন্য প্রতিষ্ঠানে নিয়ে যায়। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং আত্মসম্মানের ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলেনি। সম্প্রতি ওই প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণীর বাংঙ্গড্ডা ইউনিয়নের দু’ ছাত্রী ও পাশ্ববর্তী রায়কোট উত্তর ইউনিয়নের এক ছাত্রীকে আবাসিক কক্ষ এবং প্রধান শিক্ষক নিজামের কক্ষে নিয়ে যৌন হয়রানি করে। যৌন হয়রানির শিকার ছাত্রীদের মাধ্যমে জানা যায়, প্রধান শিক্ষক নিজাম উদ্দিন হামিদী একই ভাবে আরো কয়েক শিশুকে যৌন হয়রানি করেন। তথ্যের ভিত্তিতে ওই শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এছাড়াও ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আবাসিকে দায়িত্বে থাকা এক শিক্ষিকার সাথে রাত্রি যাপনের অভিযোগ রয়েছে।
বাঙ্গড্ডা দারুল ফালাহ হামিদীয়া মহিলা মাদরাসার ফেস্টুন, ব্যানারে মহিলা শিক্ষক ধারা পরিচালিত কথাটি লিখা থাকলেও মূলত ৮ শিক্ষকের মধ্যে মহিলা শিক্ষক মাত্র ২জন। প্রতিষ্ঠানটি প্রথম শ্রেণী থেকে ৬ষ্ট শ্রেণী পর্যন্ত কিন্তু প্রধান শিক্ষক মাদরাসার সাইনবোর্ডে নিজের পদবী লিখেছে অধ্যক্ষ শাহ্ মুহাম্মদ নিজাম উদ্দিন হামিদী। তাছাড়া এমন একটি প্রতিষ্ঠান আছে এ বিষয়ে জানেন না উপজেলা শিক্ষা অফিস অথবা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা। এখন প্রশ্ন উঠেছে ওই মাদ্রাসার প্রায় ২ শ’ শিক্ষার্থীর সরকারী পাঠ্যপুস্তক গুলোর যোগান আসে কোথা থেকে। খোঁজ নিয়ে জানা গেছে এ প্রতিষ্ঠানের প্রধান নিজাম উদ্দিন হামিদী তার দাদা মুফতি মোস্তফা হামিদীর প্রতিষ্ঠিত চারিজানিয়া জামেয়াই ছালেহিয়া দ্বীনিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থীদের তালিকায় শত-শত ভুয়া নাম দেখিয়ে জালিয়াতির মাধ্যমে উপজেলা থেকে পাঠ্যপুস্তুক সংগ্রহণ করে বাঙ্গড্ডা দারুল ফালাহ হামিদীয়া মহিলা মাদরাসার শিক্ষার্থীদের মাঝে বই বিলি করেন।
এ বিষয়ে যৌন হয়রানির শিকার ৩ শিক্ষার্থী মাদরাসার কয়েক জন শিক্ষকের কাছে বিষয়টি জানালে ওই শিক্ষকরা প্রধান শিক্ষক নিজাম উদ্দিন হামিদীর নিকট বিষয়টির সত্যতা জানতে চাইলে নিজাম ক্ষেপে গিয়ে তাদের হুমকি প্রদান করে ও এ বিষয়ে কোন কথা না বলার নির্দেশ দেন। শিক্ষকরা বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে শুনে ওই শিক্ষকদের হত্যা ও মামলার হুমকি দেয় প্রধান শিক্ষক নিজাম ও তার বড় ভাই একই প্রতিষ্ঠানের শিক্ষক নেছার উদ্দিন হামিদী। প্রধান শিক্ষকের হুমকিতে জীবনের ভয়ে ও ছাত্রীদের যৌন হয়রানির প্রতিবাদে গত রবিবার সবুজ আহম্মেদ, মেহেদী হাছান, আরিফ বিল্লাহ ফিরোজ নামে ৩ শিক্ষক এবং এর পূর্বে মোহাম্মদ হামিম ও পারভেজ হোসেন নামে ২ শিক্ষক পদত্যাগ করেন। পরে গত সোমবার যৌন হয়রানির শিকার এক ছাত্রীকে মাদরাসায় বন্দি করে রাখার অভিযোগ উঠে প্রধান শিক্ষক নিজামের বিরুদ্ধে। এনিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে ওই ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষক তাদের বাড়ীতে গিয়ে ছাত্রীদের পিতা-মাতার পায়ে ধরে ক্ষমা প্রার্থনা করে।
যৌন হয়রানির শিকার ৬ষ্ট শ্রেণীর ৩ শিক্ষার্থী বলেন, নিজাম হুজুর আমাদেরকে প্রায় সময় জড়িয়ে ধরে। আমরা আবাসিক কক্ষে ঘুমিয়ে থাকলে আমাদের রুমে গিয়ে আমাদের শরীরের বিভিন্ন স্থানে হাত দেয়। আমাদেরকে মাঝে মধ্যে হুজুরের রুমে নিয়ে কোলে বসিয়ে রাখে ও বিভিন্ন স্থানে আদর করে। এ বিষয় গুলো বাড়ীতে না বলতে আমাদের ভয়ভীতি দেখায়। আমরা হুজুরের ডাকে উনার রুমে না গেলে তিনি বলেন শিক্ষকের কথা না শুনলে জাহান্নামে যেতে হবে।
মাদরাসা থেকে পদত্যাগ করা ৫ শিক্ষক সাংবাদিকদের কাছে ভিডিও বক্তব্যে বলেন, প্রধান শিক্ষক নিজাম উদ্দিন হামিদী ৩ ছাত্রী ছাড়াও আরো কয়েক ছাত্রীকে যৌন হয়রানি করেছে। মাদ্রাসার আবাসিক এক শিক্ষিকার সাথে সে এক রুমে রাত্রী যাপন করতো। পরে বিষয়টি মাদরাসার আবাসিক শিক্ষার্র্থীদের মাধ্যমে জানাজানি হলে ওই শিক্ষিকা মাদরাসা থেকে চলে যায়। এ ছাড়াও প্রধান শিক্ষকের বড় ভাই ওই মাদরাসার সহকারী শিক্ষক নেছার উদ্দিন হামিদীর বিরুদ্ধে মাদক সেবনের প্রত্যক্ষ স্বাক্ষী ওই শিক্ষকরা। মাদক সেবন করে শিক্ষার্থীদের অমানবিক ভাবে নির্যাতনেরও অভিযোগ রায়েছে তার বিরুদ্ধে।
প্রধান শিক্ষক নিজাম উদ্দিন হামিদী বলেন, আমি এ ছাত্রীদেরকে আগে আদর করলেও এখন করিনা। আমার প্রতিষ্ঠান চারিজানিয়া জামেয়াই ছালেহিয়া দ্বীনিয়া দাখিল মাদরাসার শাখা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে আমি বই সংগ্রহ করি। মাদরাসার আবাসিকে থাকার বিষয়ে ওই প্রধান শিক্ষক বলেন আমি সম্প্রতি বিয়ে করেছি, বিয়ের আগে আবাসিকে থাকতাম।
বাংগড্ডা ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান মজুমদার বলেন, আমি ছাত্রীদের যৌন হয়রানি ও শিক্ষিকার সাথে অনৈতিক কর্মকান্ডের বিষয়ে শুনেছি। তবে আমার নিকট কেউ অভিযোগ করেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন বলেন, প্রতিষ্ঠানটি আমাদের তালিকাভূক্ত প্রতিষ্ঠান নয়। তাছাড়া তারা কোথায় থেকে বই সংগ্রহ করে এ বিষয়েও আমি অবগত নই।
নাঙ্গলকোট থানা তদন্ত কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, বিষয়টি নির্বাহী অফিসারের মাধ্যমে জেনে থানার একজন অফিসারকে দায়িত্ব দিয়েছি। ওই অফিসার তদন্ত করে কি পেয়েছে তার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল বলেন, আমি তাদেরকে ডাকাচ্ছি, তাদের কাছ থেকে বিস্তারিত শুনবো। আমি ওসি সাহেবকে বিষয়টি বলেছি। বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবো।

31/10/2021

প্রিয় নেতা, প্রিয় অভিভাবক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বিশ্বসেরা সফল অর্থমন্ত্রী জনাব,আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল)এফ সি এ এমপি সমীপে

আওয়ামী লীগের শত্রু কি আজ আওয়ামী লীগ!
এটাই কি বঙ্গবন্ধুর রক্তে গড়া দল?

কতিপয় নেতা/জনপ্রতিনিধির পরিবার পরিজন, অনুপ্রবেশকারী ও রাতারাতি ফুলে-ফেঁফে ওঠাদের হাতে আজ তৃণমূলে আওয়ামী লীগ, যুবলীগ জিম্মি। তারাসহ তাদের আত্নীয়-স্বজন আর তেলবাজদের চলছে রামরাজত্ব। কোনো কোনো এলাকায় মূল দলের উপজেলা/থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের সভাপতি/সাধারণ সম্পাদকদের মধ্যে কেবল হাতে গোণা কয়েকজন সামান্য দলীয় সুযোগ-সুবিধা পায়। বাকীদের অবস্থা চরম হতাশাজনক।

আদর্শবান ও ত্যাগী নেতাকর্মীরা আজ বঞ্চিত, উপেক্ষিত এবং দিশেহারা। এখন বিরোধী দল আর কোন রাজনৈতিক প্রতিপক্ষ না। নিজ দলের প্রকৃত নেতাকর্মীরাই এখন আসল প্রতিপক্ষ। তাদেরকে কূটকৌশলে এবং গৃহবিবাদে ফেলে রাজনীতি থেকে দিনে দিনে মাইনাস করা হচ্ছে। ফলে পদধারীগণসহ দীর্ঘদিনের পরিক্ষিত ও ত্যাগী নেতাকর্মীরাও দলীয় কর্মকান্ড থেকে নিষ্ক্রীয় হয়ে পড়ছে। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সকল অংগ-সহযোগী ও সমমনা আদর্শিক সংগঠনের নেতা কর্মীদের অবস্থা আরো করুণ।

হাইব্রীড, পরিবার লীগ, আত্মীয় লীগ এবং হঠাৎ লীগসহ সরকার বিরোধীরা তেলপানির বিনিময়ে কব্জা করে নিচ্ছে সরকারি চাকরী, প্রশাসনিক পদায়ন, দলীয় পদবী এবং ব্যবসা বাণিজ্যসহ যাবতীয় সুযোগ সুবিধার বড় অংশ। নেত্রীর সদিচ্ছা থাকার পরেও আওয়ামী পরিবারের সদস্য ও ছাত্রলীগের যোগ্য প্রার্থীদের অনেকেই আজ চাকুরীসহ অন্যান্য সুযোগ সুবিধা হতে বঞ্চিত। অনেক এলাকাতে প্রশাসন সরকার দলীয় সিনিয়র নেতৃবৃন্দকেও পাত্তা দিতে চায় না; এমনকি দলীয় পরিচয় পেলে অনেক ক্ষেত্রেই উল্টো তাচ্ছিল্য করে। দল পরপর তিনবার ক্ষমতায় থাকার পরেও তৃণমূলের নেতাকর্মীরা আজ ভিষণ অসহায়, উপেক্ষিত এবং মূল্যহীন। বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে চরম হতাশা, বোবা কান্না আর ক্ষুব্ধতা।

আগামী প্রজন্মের উপযোগী একটি সুখী-সুন্দর ও উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জীবন বাজী রেখে দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন বঙ্গবন্ধুকণ্যা শেখ হাসিনা। শত বাঁধা-বিপত্তি সত্বেও তাঁর সুযোগ্য নেতৃত্ব এবং ইষ্পাত কঠিন দৃঢ়তায় সারা দেশের প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চলছে। দেশের গরীব-দুঃখী ও সাধারণ মানুষসহ সকলে এর সুফল ভোগ করছেন। অথচ কিছু নেতা ও জনপ্রতিনিধির বিতর্কিত/নেতিবাচক কর্মকান্ডে দল দিন দিন সাংগঠনিক শক্তি হারাচ্ছে এবং উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্থ হচ্ছে। এছাড়া, গৃহবিবাদ চরম আকার ধারণ করেছে। এসব কারণে, সরকারের সফলতাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। ইতোমধ্যে দল কিছু ব্যবস্থা নিলেও তা পর্যাপ্ত নয়।

তৃণমূলের নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতাকর্মীরা অভিমানী হয়, কিন্তু বেইমান না! এমন কথা বলে আমরা আত্মতৃপ্তি পেলেও কিছু কলুষিত ও জনবিচ্ছিন্ন জনপ্রতিনিধি ও নেতাদের কারণে বাস্তবতা এখন অনেকাংশেই ভিন্ন।

দুর্দিনে (খোদা না করুন) ভুলের খেসারত প্রত্যেকটা নেতাকর্মীকেই দিতে হবে; আমরা কেউ-ই হয়তো পার পাবো না! আরো খারাপ পরিণতি দেখার আগেই নেয়া হোক যথাযথ ব্যবস্থা।

নিবেদক
সাংবাদিক কাউছার আলম মিয়াজি
সাবেক সহ-সভাপতি লাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ
সাবেক আহবায়ক সদস্য উপজেলা ছাত্রলীগ
যুগ্ন আহবায়ক ইউনিয়ন যুবলীগ

27/10/2021

কুমিল্লার আরেকটি নক্ষত্র - আইনজীবীদের অভিভাবক
এডভোকেট আবদুল বাসেত মজুমদার আর নেই।

বাংলাদেশের আইন অঙ্গনের অন্যতম দিকপাল, আইনজীবীদের অভিভাবক, উচ্চ আদালতে গরীবের আইনজীবী খ্যাত সিনিয়র এডভোকেট আবদুল বাসেত মজুমদার আজ ২৭ অক্টোবর সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বলে তার ছেলে অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা জানান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টারমন্ডলী সদস্য, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-আহবায়ক, বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য, বাংলাদেশ বার কাউন্সিলের কয়েকবার নির্বাচিত সাবেক ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের এর সাবেক সম্পাদক ও সভাপতি ছিলেন।

৮৩ বছর বয়সী বাসেত মজুমদার মেরুদণ্ডের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। ফুসফুসের জটিলতা দেখা দিলে গত ২৩ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সাঈদ আহমেদ রাজা জানান, এর মধ্যে হার্ট অ্যাটাক হলে ২৪ অক্টোবর তার বাবাকে আইসিইউতে নেওয়া হয়। বুধবার সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

23/10/2021

সবাই শেয়ার করুন
------------------------------
মাননীয় প্রধানমন্ত্রী
আপনার সমীপে
পর সমাচার --------

মেঘনার ম দিয়ে মোস্তাক হয়,
মেঘনাকে পারলে অস্বীকার করেন?
কুমিল্লার কু দিয়ে মোস্তাক হয় না,
"কু" শব্দের শুরুতে থাকলেই যদি খারাপ কিছুই হয়,
তবে কুরআন - কুশল - কুষ্টিয়া - কুড়িগ্রাম - কুমার - কুলীন - কুসুম - কুহুতান - কুহুরব - কুহুকণ্ঠ সহ অসংখ্য শব্দের অর্থ পরিবর্তন হয়ে যাবে।
জনাব, আল্লাহর ওয়াস্তে একটু ভেবে দেখবেন।

যাইহোক,
অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু লিখেছেন, "হাজী গিয়াসউদ্দিন" নামে একজন বন্ধু ছিল আমার। তাঁর বাড়ি #কুমিল্লায়। যখন আর কোথাও টাকা জোগাড় করতে পারি নাই, তখন তার কাছে গেলে কখনও আমাকে খালি হাতে ফিরে আসতে হয় নাই। "
হ্যাঁ , আমার বাড়ি #কুমিল্লা।
খন্দকার মোশতাকের বাড়িও কুমিল্লাতেই ।
আপনারা কুমিল্লার নাম বললে শুধু মোশতাককেই চিনেন!!
কিন্তু আপনারা কি জানেন?
তৎকালীন পাকিস্তানের প্রাদেশিক পরিষদে প্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার জোরালো দাবি যে "ধীরেন্দ্রনাথ_দত্ত" উত্থাপন করেছিলেন তার বাড়ি এই কুমিল্লা।
এমনকি পরবর্তীতে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি এনে দিতে অগ্রণী ভূমিকা রেখেছে #কুমিল্লারই দুইজন সন্তান।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যাপক মোজাফফর আহমেদ( ন্যাপ) এর বাড়ি #কুমিল্লা।
২৭ই মার্চ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় ৪ জন পাকিস্তানি হানাদার বাহিনীকে হত্যার মাধ্যমে প্রতিরোধ শুরু করে কুমিল্লা।
বঙ্গবন্ধু হত্যা মামলার ইনডেমিনিটি বাতিল বিল সংসদে প্রথম তুলেন #কুমিল্লার আব্দুল মতিন খসরু।
বঙ্গবন্ধুর খুনিদের আপিল খারিজ করে মৃত্যুদন্ডের আদেশ দেন তখনকার প্রধান বিচারপতি #কুমিল্লার (তফাজ্জল ইসলাম)।
#বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান
আইনজীবী #কুমিল্লার সিরাজুল হক।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বাদী পক্ষের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান #কুমিল্লার। কুমিল্লার লোকেরা কুকর্ম করে কিন্তু আপনি জেনে অবাক হবেন, যে জাতীয় পতাকাকে আমরা দাঁড়িয়ে সম্মান করি আমাদের অতি প্রিয় এই লাল-সবুজ পতাকার ডিজাইনার শিব নারায়ণ দাসের বাড়িও এই #কুমিল্লায়।
কুমিল্লার মানুষ বেঈমান তাই মহান মুক্তিযুদ্ধে সারা বাংলাদেশে মোট ১১ টি সেক্টর থাকলেও শুধু #কুমিল্লাতেই ছিলো ২ টি সেক্টর! রক্তে বেইমানী ছিলো বলেই কি #কুমিল্লা_জিলা_স্কুলের নবম শ্রেণীর ছাত্র #আবু_জাহিদ মুক্তিযুদ্ধে দেশের জন্য যুদ্ধ করে শহীদ হয়েছিল! এরকম আরো সহস্রাধিক শহীদ শায়িত রয়েছেন কুমিল্লার মাটিতে।

আমরা বঙ্গবন্ধু কে দেখিনি আজ কুমিল্লার ষাট (৬০)লক্ষ লোকের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার কে দেখেছি যিনি বিভাগের জন্য কাঁদলেন। আমরা গর্বিত।
অথচ খন্দকার মোশতাকের বাড়ি মেঘনা নদীর পাশেই।ছোট বেলায় মেঘনা নদীতেই গোছল করতেন খন্দকার মোস্তাক, আর আপনি পরিকল্পনা করেছেন মেঘনা নামে বিভাগ । কুমিল্লা শহর তার থেকে আরো ৫০ কিমি দূরে।
আমরা হয়তো কুমিল্লা নামেই বিভাগ পাবো হয়তো পাবোনা,কিন্তুু আমরা আপনার কাছে কুমিল্লাবাসি চিরোঋণি হয়ে থাকবো যদি আমাদের ইচ্ছেটা পূরন করেন ।
বঙ্গবন্ধুর কন্যা,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আপনার কাছে আকুল আবেদন
#কুমিল্লা_নামেই_বিভাগ_চাই
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু♥️
সাংবাদিক কাউছার আলম মিয়াজি।

19/10/2021

কলেজছাত্রকে উঠিয়ে নিয়ে বিয়ে করল তরুণী, থানায় মামলা।

মেহেদী হাসান ।। পটুয়াখালীতে নাজমুল আকন (২৩) নামের এক কলেজছাত্রকে উঠিয়ে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করার অভিযোগ উঠেছে ইশরাত জাহান পাখি (২৫) নামের এক তরুণীর বিরুদ্ধে। এ ঘটনায় নাজমুল বাদী হয়ে গত ৩ অক্টোবর পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন।

মামলায় পাখিসহ অজ্ঞাতপরিচয় আরও ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে। আদালতের বিচারক মো. আমিরুল ইসলাম মামলাটি গ্রহণ করে পটুয়াখালী সদর থানাকে এজাহার নেওয়ার নির্দেশ দিয়েছেন।
নাজমুল আকন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ সদর ইউনিয়নের মো. জালাল আকনের ছেলে ও পটুয়াখালী সরকারি কলেজের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। অভিযুক্ত ইশরাত জাহান পাখি একই উপজেলার গাজীপুর এলাকার আবদুল আউয়ালের মেয়ে।
নাজমুল আকনকে অপহরণ ও জোর করে বিয়ে করার একটি ভিডিও ফুটেজ আদালতে উপস্থাপন করা হয়েছে। যাতে দেখা যায়, একটি কক্ষে এক তরুণীর (ইশরাত জাহান পাখি) বাম পাশে নাজমুল বসে আছেন, পেছন থেকে নাজমুলের ঘাড় এক ব্যক্তি চেপে ধরে রেখেছে। সেখানে আরও একজনকে উপস্থিত দেখা যায়। ওই সময় ওই তরুণীকে নীল কাগজে সই করতে দেখা যায়। সই গ্রহণের পর নাজমুলকে মিষ্টি খাইয়ে দিলে নাজমুল তা মুখ থেকে ফেলে দেন।
মামলা দায়েরের পর গত ১৫ অক্টোবর দুপুরে পাখি নিজেকে নাজমুলের স্ত্রী দাবি করে নাজমুলের বাবার বাড়িতে গিয়ে ওঠেন। এ ঘটনায় মির্জাগঞ্জ এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।
নাজমুল আকনের আইনজীবী অ্যাডভোকেট আবদুল্লাহ আল-নোমান জানান, নাজমুল পটুয়াখালী সরকারি কলেজের ছাত্রাবাসে থাকেন। আসামি পাখি দীর্ঘদিন ধরে তাকে মোবাইল ফোনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। নাজমুল এতে রাজি না হওয়ায় গত ২৭ সেপ্টেম্বর পটুয়াখালী লঞ্চঘাট এলাকা থেকে তাকে চোখ বেঁধে অপহরণ করে পাখি ও তার লোকজন। পরের দিন ২৮ সেপ্টেম্বর অজ্ঞাত স্থানে নিয়ে সাত-আট জন ব্যক্তি জোর করে তাকে একটি নীল কাগজে সই করতে বাধ্য করে। ধারণা করা হচ্ছে, ওই কাগজ দিয়ে ওই তরুণী কাবিননামা তৈরির পায়তারা করছেন।
এ ব্যাপারে অভিযুক্ত পাখি বলেন, 'নাজমুলের সঙ্গে আমার দুই বছর প্রেমের সম্পর্ক ছিল। নাজমুল নিজ ইচ্ছায় আমাকে বিয়ে করেছে। এ কারণে বর্তমানে আমি ওর বাড়িতে অবস্থান করছি। এখানে অপহরণ কিংবা জোর করে বিয়ে করার যে অভিযোগ ওঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা।'
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মনির জানান, আদালতের নির্দেশে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

07/10/2021

ঢ়ালুয়া ইউনিয়নে আবারো কি বাছিরই এগিয়ে!!!

কাউছার আলম মিয়াজী। সততা, ধৈর্য, ন্যায় নীতির আদর্শের অন্যতম ধারাবাহক মানবতার সেবাই নিয়জিত যার প্রাণ কর্মীদের আগলিয়ে রাখার জন্য অসীম ধৈর্য,অন্যায় এর কাছে মাথা নত না করার মত সৎ সাহস,জনগণের সেবক জনগণের এর সমর্থনই যার পরিচয়,তিনিই জনাব, নাজমুল হাছান ভুঁইয়া বাছির আসন্ন ১২নং ঢালুয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসাবে নির্বাচন করবেন বলে ইউনিয়নের চার পাশ এখন স্বর -গরম।

''দক্ষিণ কুমিল্লার সিংহ পুরুষ ''
আধুনিক নাঙলকোটের রুপকার৷ নাঙলকোট এর মাটি ও মানুষের নেতা, প্রয়াত এম পি আলহাজ্ব জয়নাল আবেদীন ভুইয়া ও এম পি সাহেবের রক্ত জীবন আদর্শের উত্তরাধিকারী৷ জনতার চেয়ারম্যান জননেতা নাজমুল হাছান বাছির ভুইয়া৷
যিনি নিরলস ভাবে ঢালুয়ার গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য দিন রাত চেষ্টা করে যাচ্ছেন৷ ঢালুয়ার গণমানুষের আজন্ম লালিত স্বপ্ন৷ বিশ্ব সেরা অর্থ মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল লোটাস কামাল সাহেবের সহযোগিতায়৷ বাছির ঢালুয়ার মানুষের জন্য আধুনিক সুযোগ সুবিদা সংবলিত একটি নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন তৈরি করেছেন৷ যাতে ঢালুয়ার আপাময় জনগন খুব কম সময়ে ইউপি সেবা গ্রহন করতে পারে৷

বাছির বর্তমানেও চেয়ারম্যান, দায়িত্ব নেওয়ার পর থেকেই উল্লেখযোগ্য উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তাঁর নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছে। রাস্তা ঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এলাকায় নিজের মুখ উজ্জ্বল করেছেন। তার সাথে দলের ভাবমূর্তির উন্নয়ন হয়েছে। অসংখ্য মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠণের অন্যতম পৃষ্ঠপোষক সমাজসেবী বাসির । ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত নম্র, ভদ্র, সদাহাস্যোজ্জ্বল ও সাদা মনের মানুষ। তাঁর মাঝে কোন অহংকার নেই। নিরহংকারী এই মানুষটি দলমত নির্বিশেষে আজ সকলের কাছে প্রিয়।কাজ করছেন নৌকার জন্য। সর্বোপরি কাজ করছেন সাধারণ মানুষের কল্যাণের জন্য। বয়সে তরুন হলেও তিনি মনোবল হারাননি। এই সফল মানুষটি দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রতিটি মানুষের বিপদ আপদে ছুটে যান। এলাকায় তিনি একজন সাদা মনের উদার মানসিকতার ও দানশীল মানুষ হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন। এলাকার সাধারণ মানুষের মতে, আমরা নেতা বা চেয়ারম্যান বুঝিনা। বাসির ভাই একজন ভাল মানুষ। তিনি একজন কর্মঠ ব্যক্তি। তিনি চেয়ারম্যান পদে থাকলে আমাদের তথা এলাকার উপকার হবে। আমাদের দু:খ দুর্দশায় তাঁকে সহজেই পাশে পাওয়া যায়।ইতোমধ্যে তিনি সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ, পরিশ্রমী ও মেধাবী সমাজ সেবক এবং উদীয়মান নেতা হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। নির্বাচনকালীন সময়ে সাধারণ জনগনকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে একজন সফল ও জনপ্রিয় ইউপি চেয়ারম্যান হিসেবে সবশ্রেনীর মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন। বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন। তিনি এ পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন রাস্তার উন্নয়নসহ স্কুল,মাদ্রাসা,কবরস্থান,মসজিদ,ঈদগাঁমাঠ সংস্কার করে গরীব দু:খী মানুষের মাঝে বয়স্কভাতা,বিধবাভাতা সঠিকভাবে বিতরণ করেছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করে গ্রাম্য শালিসের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন সমস্যার সমাধান করে যাচ্ছেন।
গোপনে তদন্ত করে জানা যায় জনাব বাছির -------
***.গত ১০ বছর ঢালুয়া ইউনিয়নের ৩২ টি গ্রামে পারিবারিক ও সামাজিক কলহ বিবাদ বিচ্ছেদ মিমাংসার ক্ষেত্রে কোন প্রকার আর্থিক লেনদেনের অভিযোগ নেই।

*** সকল জাতীয় দিবসে প্রিয়নেতা জনাব লোটাস কামালের নির্দেশে ব্যক্তিগত তহবিল থেকে অর্থ বিনিয়োগ করেন,দল ও সাংগঠনিক গতিশীলতা
গত ১০ বছর সকল মিটিং মিছিলে দলীয় কর্মকান্ডে সামনে থেকে সক্রিয় ভূমিকা পালন করেন।

কোভিড ১৯ ভয়াবহ ভাইরাসের সংক্রমণে সময় জনসচেতনতা মূলক সকল কর্ম কান্ডে সার্বক্ষনিক সক্রিয় ভূমিকা পালন করেন,এবং কঠোর লকডাউনের সময় ঘরবন্ধি ও খেঁটে খাওয়া সাধারণ মানুষের জন্য সরকারি ত্রানের সঠিক বন্টন নিশ্চিত করে ব্যক্তিগত তহবিল থেকে অনাথ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রি ও নগদ অর্থ প্রেরণ করেন।

***গরীব ও মেধাবী শিক্ষার্থীদের
গত ১০ বছরে ঢালুয়া ইউনিয়ন ৩২টি গ্রামের অসংখ্য গরীব অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই, খাতা,কলম,ও স্কুল কলেজের বেতন সহ বোর্ড পরিক্ষার ফরম ফ্রী ব্যক্তিগত তহবিল থেকে গোপনে সহয়তা করেছেন।

***মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেছন।

***সাংস্কৃতিক ও খেলাধুলায়
৩২ টি গ্রামে বিভিন্ন ক্রিয়া প্রতিষ্ঠানে খেলাধুলার জন্য জার্সি,ফুটবল,ক্রিকেট ব্যাট,ভলি বল,রেকেট সহ খেলাধুলার যাবতীয় সামগ্রী এবং আর্থিক অনুদান দিয়ে ছাত্র সমাজ কে উৎসাহিত করেন।

***নাগরিক সুবিধা নিশ্চিত করণঃ
গত ১০ বছর চেয়ারম্যান হওয়ার পর থেকে ৩২ টি গ্রামে দল মত নির্বিশেষে সরকার কতৃক সকল উপযুক্ত নাগরিক সুবিধা প্রতিবন্ধী ভাতা,বয়স্ক ভাতা,বিধবা ভাতা,রিলিফ কার্ড সহ সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করার ক্ষেত্রে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেন ঘুষ এই জাতীয় কোন অভিযোগ নেই।

৷ স্থানীয় জনগণেরা বলেন, নিঃসন্দেহে বলা যায় ঢালুয়া ইউনিয়ন পরিষদের ইতিহাসে শ্রেষ্ঠ চেয়ারম্যান! ঢালুয়া ইউনিয়ন বাসীর প্রয়োজনে জনাব নাজমুল হাসান ভূইয়া বাছির ভাই কে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করা হলে এলাকাবাসী উপকৃত হবে!!

এ দিকে জনাব বাছির ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলবো বলে অঙ্গিকার করেছেন । মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলেন জনাব সাইফুল । তিনি ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন। সেইসঙ্গে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়নবাসির কাছে দোয়া চেয়েছেন।

04/10/2021

পেরিয়া ইউনিয়নে আলোচনার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব এম এ হামিদ।

কাউছার আলম মিয়াজী।। কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ২নং পেড়িয়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দা সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব এম এ হামিদ (ইউপি)চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে, নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জননেতা ও বিশিষ্ট সমাজ সেবক, আলহাজ্ব এম এ হামিদ নির্বাচনের পর থেকে একাধারে এলাকায় গনসংযোগ চালিয়ে যাচ্ছেন এরই ধারাবাহিকতায় আগামী নির্বাচনকে সামনে রেখে নিজ এলাকায় মত বিনিময় ও আলোচনা সভা করে যাচ্ছেন।
জনাব হামিদ সব জায়গায় বলেন দল থেকে যদি তাকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে তিনি পেরিয়া ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন হিসাবে সাজাবেন বলে উল্লেখ করেন।
তিনি বলেন, গতবারে মাননীয় অর্থমন্ত্রী মহোদ্বয় আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) ইউনিয়ন পরিষদের নির্বাচনে দল থেকে হুমায়ুনকে মনোনয়ন দিয়েছেন, আমরা সবাই মিলেমিশে কাজ করেছি। আশা করি আমি যদি নমিনেশনে পাই তিনি আমার পক্ষে কাজ করবেন। সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ হামিদ ২নং পেরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতিতে অনুসারী ও আস্তাভাজন হিসেবে কাজ করে যাচ্ছেন।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নপূরণে মাদক, দূর্ণীতি, জুয়া, দারিদ্র্য মুক্ত ইউনিয়ন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করছেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব এম এ হামিদ ।
এদিকে সবকিছু ঠিকঠাক থাকলে অচিরেই ইউনিয়ন পরিষদ নির্বাচন। সারা দেশের ন্যায় নির্বাচনী দৌড় ঝাপ শুরু করেছেন ইউপি চেয়ারম্যান প্রার্থীরা। চায়ের দোকান, পাড়া মহল্লা, মাঠঘাট, হাটবাজার সর্বত্র সাধারণ মানুষের মাঝে চলছে সরগরম আলোচনা।

পেরিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম এ হামিদ জনপ্রিয় চেয়ারম্যান সাধারণ মানুষের আস্থাভাজন ও তাদের সুখ-দুঃখের অংশীদারী হিসেবে কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের মধ্যে অন্য সকল প্রার্থীদের মধ্য তার জনপ্রিয়তা রয়েছে অনেক বেশি। ইউনিয়নকে মাদকমুক্ত একটি আধুনিক পরিকল্পিত শিক্ষাবান্ধব উন্নয়ন সহ একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে অঙ্গীকার বদ্ধ।অসহায় মানুষের দ্বার প্রান্তে গিয়ে তাদের কষ্ট এবং বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা গরীব- ধনীর তারতম্য খুব কাছ থেকে উপলব্ধি করেন তাদের পাশে থাকেন। তিনি বিশেষ করে সমাজের অসচ্ছল অসহায় গরিব,বিধবা, বয়স্ক এবং প্রতিবন্ধী মানুষের কাজ করে যাচ্ছেন।
সরজমিনে চেয়ারম্যান পদপ্রার্থী এম এ হামিদের বিষয়ে খোঁজ নিলে জানাযায়, দীর্ঘদিন থেকে অত্র এলাকায় সাধারন মানুষের স্বার্থে উন্নয়ন মূলক কাজের সাথে জড়িত রয়েছেন।অনেক সময় নিজের সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখী মানুষের পাশে দাড়িয়েছেন। স্থানীয় তরুণ প্রজন্মের জনগণ তাকে আবারও সব সময় কাছে পাবার জন্য এমন একজন জনবান্ধব মোঃ আল-আমিন কে ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।
চেয়ারম্যান পদপ্রার্থী জনাব, হামিদ বলেন,আমি বঙ্গবন্ধুর আর্দশে আদর্শিত হয়ে আওয়ামীলীগ করি। আর আওয়ামীলীগ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে মাঠে কাজ করে যাচ্ছি। এলাকাবাসী চাইলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হব।এলাকাবাসীর পাশে এখনও আছি ভবিষৎতেও পাশে থাকব। এলাকাবাসির উদ্দেশ্যে করে বলেন- আমি কারো সমালোনা করবো না। আমি আপনাদের সন্তান। আপনারা সবকিছু জানেন। আমি নির্বাচিত হলে আমার দেয়া প্রতিশ্রুতি পালন করবই ও অন্যান্য ইউনিয়ন থেকে পিছিয়ে পড়া ২নং পেরিয়া ইউনিয়নকে একটি আধুনিক ডিজিটাল মডেল ইউনিয়ন গড়ে তোলার চেষ্টা অব্যাহত রাখবো।

Address

Siddhirganj

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nangalkot News 24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share