30/03/2024
হযরত উমর (রাঃ) এর ঈদ শপিং...!
ঈদের আগের দিন খলিফা উমরের (রা) স্ত্রী উমরকে বললেনঃ আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে। অর্ধ্ব-পৃথিবীর শাসক খলিফা উমর (রা) বললেন, "আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই"
পরে খলিফা উমর (রা) তার অর্থমন্ত্রী আবু উবাইদা (রা)-কে এক মাসের অগ্রিম বেতন দেয়ার জন্য চিঠি পাঠালেন। সমগ্র মুসলিম জাহানের খলিফা যিনি, যিনি সেই সময় প্রায় অর্ধেক পৃথিবী শাসন করেন, তাঁর এ ধরণের চিঠি পেয়ে আবু উবাইদার (রা) চোখে পানি এসে গেল। আবু উবাইদা (রা) বাহককে টাকা না দিয়ে চিঠির উত্তরে লিখলেন, ‘আমীরুল মুমিনীন! অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে। প্রথমত, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি না? দ্বিতীয়ত, বেঁচে থাকলেও জনসাধারণ আপনাকে সেই মেয়াদ পর্যন্ত খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা?’
চিঠি পাঠ করে খলিফা উমর (রা) কোন প্রতি উত্তর তো করলেনই না, বরং এত কেঁদেছেন যে তাঁর চোখের পানিতে দাঁড়ি ভিজে গেলো। আর হাত তুলে আবু উবাইদার (রা) জন্য দোয়া করলেন- একজন যোগ্য অর্থমন্ত্রী নির্বাচিত করতে পেরেছেন ভেবে।
অথচ এখন একটি গ্রামের মেম্বার হলেই কোটিপতি হয়ে যায়। মসজিদের ফান্ডই নয়ছয় করে। মাজারে দান করা মুরিদদের কোটি টাকার কোন হিসাব থাকে না। ছয় হাজার টাকা বেতনে চাকরি করে, বউকে পঞ্চাশ হাজার টাকা দামের শাড়ি উপহার দেয়।