Sheikh plays

Sheikh plays BUSINESS

25/05/2024

বললাম না - ইউ এস ভিসার জন্য সিরিজ হারার নাটক করসে ওরা 🌚

20/04/2024

দেশে একসাথে কয়েকশত কোটি গাছ লাগিয়ে একটা বিশ্ব রেকর্ড করা যায় না?

30/03/2024

হযরত উমর (রাঃ) এর ঈদ শপিং...!
ঈদের আগের দিন খলিফা উমরের (রা) স্ত্রী উমরকে বললেনঃ আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে। অর্ধ্ব-পৃথিবীর শাসক খলিফা উমর (রা) বললেন, "আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই"
পরে খলিফা উমর (রা) তার অর্থমন্ত্রী আবু উবাইদা (রা)-কে এক মাসের অগ্রিম বেতন দেয়ার জন্য চিঠি পাঠালেন। সমগ্র মুসলিম জাহানের খলিফা যিনি, যিনি সেই সময় প্রায় অর্ধেক পৃথিবী শাসন করেন, তাঁর এ ধরণের চিঠি পেয়ে আবু উবাইদার (রা) চোখে পানি এসে গেল। আবু উবাইদা (রা) বাহককে টাকা না দিয়ে চিঠির উত্তরে লিখলেন, ‘আমীরুল মুমিনীন! অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে। প্রথমত, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি না? দ্বিতীয়ত, বেঁচে থাকলেও জনসাধারণ আপনাকে সেই মেয়াদ পর্যন্ত খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা?’
চিঠি পাঠ করে খলিফা উমর (রা) কোন প্রতি উত্তর তো করলেনই না, বরং এত কেঁদেছেন যে তাঁর চোখের পানিতে দাঁড়ি ভিজে গেলো। আর হাত তুলে আবু উবাইদার (রা) জন্য দোয়া করলেন- একজন যোগ্য অর্থমন্ত্রী নির্বাচিত করতে পেরেছেন ভেবে।
অথচ এখন একটি গ্রামের মেম্বার হলেই কোটিপতি হয়ে যায়। মসজিদের ফান্ডই নয়ছয় করে। মাজারে দান করা মুরিদদের কোটি টাকার কোন হিসাব থাকে না। ছয় হাজার টাকা বেতনে চাকরি করে, বউকে পঞ্চাশ হাজার টাকা দামের শাড়ি উপহার দেয়।

23/03/2024

আসসালামু আলাইকুম।
৫০০ টাকা ভিক্ষা দেয়ার থেকে ৫০০ টাকা উপার্জন করার সুযোগ করে দেয়া উত্তম। তাই যাকাতের টাকায় শাড়ী/লুঙ্গী না দিয়ে সম্ভব হলে পরিচিত অসহায়দের কর্মসংস্থান করে দিন।

12/03/2024

সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের প্রভাষক (আইসিটি ডিপার্টমেন্ট) জনাব কামরুজ্জামান চৌধুরি স্যার লিভার ক্যান্সারের কাছে হার মেনে দুনিয়ার মায়া ত্যাগ করেছে।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
প্রিয় আস্থাভাজন শিক্ষকের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি

 সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষক জনাব কামরুজ্জামান চৌধুরী,লিভার ক্যান্সার এ আক্রান্ত হয়ে,বর্তমানে...
10/03/2024



সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষক জনাব কামরুজ্জামান চৌধুরী,লিভার ক্যান্সার এ আক্রান্ত হয়ে,বর্তমানে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল (জিগাতলা) এ HDU তে ভর্তি আছেন। এই হাসপাতালের HDU তে এখন তার প্রতিদিন ১৫-২০ হাজার টাকার মত খরচ হচ্ছে।
এখন পর্যন্ত প্রায় ২ লক্ষ টাকা খরচ হয়েছে যা ম্যানেজ করা তার পরিবার এর জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। স্যার এর পরবর্তী চিকিৎসার জন্য অতিদ্রুত প্রায় ৬-৭ লক্ষ টাকার প্রয়োজন।আমরা যারা স্যার এর ছাত্র ছাত্রী রয়েছি এবং আমাদের বন্ধু বান্ধবরা সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসলে স্যার কে সুস্থ করা সম্ভব.আসুন সবাই এগিয়ে আসি,স্যার ফিরে আসুক স্বাভাবিক অবস্থায়। ডোনেশনের ঠিকানা পোস্টের নিচে এবং ছবিতে দেওয়া হলো।
Bkash

01856034737 (Arafat-SSC 16)
01518739129 (Ovi- SSC 16)
01883146001 (Ovi –SSC 16)
01816626023 (Sejan-SSC 16)
Nagad

01518739129 (Ovi-SSC 16)
01856034737 (Arafat-SSC 16)
For Bank Transfer

Dutch Bangla Bank Limited
Ac Name: MD ARAFAT
AC No: 1281050044998
Shimrail Branch

04/03/2024

কুরআনের ৪ টি মোটিভেশনাল শব্দ যা আপনার জীবন বদলে দিবে♥

"লা তাহযান"
অর্থঃঅতীত নিয়ে কখনো হতাশ হবেন না।

"লা তাখাফ"
অর্থঃভবিষ্যত নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। তা ন্যাস্ত করে দিতে হবে আল্লাহর কাছে।

" লা তাগদাব"
অর্থঃজীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে। রাগ করবেন না।

" লা তাসখাত"
অর্থঃআল্লাহর কোন ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না।

( সংগৃহীত)

25/02/2024

Imagine you are wanting something/someone tonight in prayers . And ALLAH accepts your prayers 😇

4 years ago .   🫶🏼
15/12/2023

4 years ago . 🫶🏼

First time trying to make a solo vs squad video , i had to kill a lot of bots for this video.🎮It's a mobile video gaming channel🤝 👋Hello ...

20/11/2023

অতপর ! একটা হলুদ দল একটা নীল দলের থ্রীস্টার পূরনের আগেই হেক্সা মিশন পূরন করলো ।
😇✌️❤️

🌚

Address

Omarpur
Jurain
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh plays posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share