Shopno.Jal

Shopno.Jal WELL COME TO MY SHOPNO JAL PAGE,
PLEASE LIKE AND SHARE MY PAGE AND TECH NEW THINGS!!!

iPhone-কে টেক্কা দিতে আসছে NOKIA-র সবচেয়ে শক্তিশালী ফোন, দেখুন ফিচারএই ফোনটি ভারতের বাজারে বেশ নাম করে নিতে পারেএকটা সম...
13/01/2024

iPhone-কে টেক্কা দিতে আসছে NOKIA-র সবচেয়ে শক্তিশালী ফোন, দেখুন ফিচার
এই ফোনটি ভারতের বাজারে বেশ নাম করে নিতে পারে
একটা সময় ভারতে তথা বিশ্বের সবথেকে বড় স্মার্টফোন কোম্পানি ছিল Nokia। জানা যাচ্ছে এই Nokia কোম্পানিটি আবারও ভারতীয় বাজারে তাদের অবস্থান পুনরুদ্ধার করার চেষ্টা করছে। তাদের কিছু নতুন স্মার্টফোন বাজারে আসতে চলেছে বলে খবর। আর এই স্মার্টফোন বাজারে এলে যে অন্যান্য কোম্পানির সমস্যা বাড়বে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। কোম্পানিটি সম্প্রতি তাদের নতুন নোকিয়া ম্যাজিক ম্যাক্স ৫জি স্মার্টফোন ঘোষণা করেছে, যা বেশ কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্য নিয়ে আসে।

এই ফোনের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর ব্যাটারি। নোকিয়া ম্যাজিক ম্যাক্স ৫জি-তে একটি বিশাল ৮০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা একবার চার্জে দুই দিনেরও বেশি চলবে বলে আশা করা হচ্ছে। এটি দীর্ঘ ভ্রমণের জন্য বা যারা তাদের ফোনে প্রচুর সময় ব্যয় করেন তাদের জন্য একটি দুর্দান্ত পছন্দ।

Advertisements
ফোনের ক্যামেরা সিস্টেমও বেশ শক্তিশালী। এটিতে একটি ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। এছাড়াও এই স্মার্টফোনের অন্যান্য ক্যামেরার মধ্যে আছে ১৩ মেগাপিক্সেলের একটি আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। এছাড়াও এই স্মার্টফোনে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও রয়েছে।

নোকিয়া ম্যাজিক ম্যাক্স ৫জি একটি ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ ডিসপ্লে সহ আসে যা ১২০ হার্জ রিফ্রেশ রেট সমর্থন করে। এই স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর দ্বারা চালিত এবং ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ আসে এই ফোনটি। এছাড়াও এই স্মার্টফোনের আরেকটি ভেরিয়েন্ট ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ নিয়ে আসতে পারে। এই ফোনটি ভারতে মোটামুটি ২৫,০০০ টাকায় বিক্রি হবে। অর্থাৎ, বৈশিষ্ট্য বিবেচনা করলে এই স্মার্টফোনটি খুব কম দামে আপনি পাচ্ছেন। আর যদি এই স্মার্টফোনটি ভাল হয় তাহলে ভারতের বাজারে আবারও নতুন করে নিজের জায়গা দখল করতে পারবে nokia।

05/08/2023

আপনারা কিন্তু ভয় পাইয়েন না আবার👀

24/07/2023

ইউনিক আইডিয়া 🤭🤭🤭

21/07/2023

Real Life

04/07/2023

রাখতে জানলে মানুষ কখনো হারায় না

28/06/2023

Love is secrifice, love is pain🥰

18/06/2023

key board bangla typing(কিবোর্ড বাংলা টাইপিং)

তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে পরিবর্তন করতে ; তাঁরা হলেন, বাবা, মা ও শিক্ষক।
17/06/2023

তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে পরিবর্তন করতে ; তাঁরা হলেন, বাবা, মা ও শিক্ষক।

সম্পন্ন করার আগে সবকিছুই মনে হয় অসম্ভব।
17/06/2023

সম্পন্ন করার আগে সবকিছুই মনে হয় অসম্ভব।

Address

Dhalla Bazar
Singair
1820

Telephone

+8801642125966

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shopno.Jal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shopno.Jal:

Share