Kochi Kachar Mela # কচি কাচার মেলা

Kochi Kachar Mela # কচি কাচার মেলা This is my personal blog page. I like to see a dream & shut a natural picture with my phone.

06/10/2025

বদ নজর কী? মাত্র ২টি লক্ষণ থাকলে বুঝবেন আপনার সন্তান বদ নজরে আক্রান্ত।
#বাংলাওয়াজ #আমল

01/10/2025

বেতন কাঠামো কীভাবে বাস্তবায়ন করবে সরকার

আশায় আশায় যুগ পেরিয়ে গেছে। কিন্তু কেউ কথা রাখেনি।
01/10/2025

আশায় আশায় যুগ পেরিয়ে গেছে। কিন্তু কেউ কথা রাখেনি।

10/09/2025

ডাকসু নির্বাচনে ২৮ টির মধ্যে ২৩টিতে শিবির বিজয়ী। এ বিজয় শুধু ছাত্রশিবিরের জন্য, এ বিজয় সাধারণ শিক্ষার্থীদের, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের আর জুলাই অভ্যুত্থানের।
#ডাকসু_নির্বাচনে খন্ডচিত্র।



 #সরকারি_প্রাথমিক_বিদ্যালয় বৃত্তি পরীক্ষা/২০২৫ যে সব পরিবর্তন হতে পারে।১। এডমিট কার্ড/ প্রবেশপত্রে  স্বয়ংক্রিয়ভাবে পর...
08/09/2025

#সরকারি_প্রাথমিক_বিদ্যালয় বৃত্তি পরীক্ষা/২০২৫ যে সব পরিবর্তন হতে পারে।

১। এডমিট কার্ড/ প্রবেশপত্রে স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষার্থীর ০৮ ডিজিট এর রোল নম্বর বসবে।

২। উত্তরপত্র প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সরবরাহ করা হবে।

৩। এবারে উত্তরপত্রে OMR শিট থাকবে।

৪। কোন প্রকার কোডিং, কাটিং,প্যাকেটিং করা লাগবে না।

৫। পরীক্ষা শেষে উত্তরপত্রগুলো জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করতে হবে।

৬‌ । OMR চলে যাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে।

৭। পরীক্ষকদের নামের তালিকা সফটওয়্যার এন্ট্রি দেওয়া হবে।

৮। ০১ জন পরীক্ষক ২০০ টি খাতা পরীক্ষণ করতে পারবেন।

৯। উত্তরপত্র বাসায় বসে মূল্যায়ন করা যাবে।

১০। নম্বর এন্ট্রি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে করা হবে।

সর্বোপরি,সেপ্টেম্বর সাবক্লাসটার ২০২৫ এ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সফটওয়্যার এর প্রায়োগিক বিষয়ের উপর প্রশিক্ষণ হতে পারে।

( সূত্র: উপজেলা/ থানা প্রাথমিক শিক্ষা অফিসারগণের অংশগ্রহণের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা ২০২৫ এর কার্যক্রম পরিচিতি এবং বৃত্তি সফটওয়্যারের অনুশীলন)

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:“সূর্য ও চাঁদ কারো মৃত্যুর জন্য বা জন্মের জন্য গ্রহণ করে না। বরং এগুলো আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্...
07/09/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

“সূর্য ও চাঁদ কারো মৃত্যুর জন্য বা জন্মের জন্য গ্রহণ করে না।
বরং এগুলো আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। সুতরাং তোমরা যখন এগুলো দেখবে, তখন সালাত আদায় করো এবং দোয়া করতে থাকো,
যতক্ষণ না তা শেষ হয়।”

(সহিহ বুখারি, হাদিস: ১০৪৪; সহিহ মুসলিম, হাদিস: ৯০১)

 #প্রতারক চক্র সম্পর্কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সতর্কীকরণ বিজ্ঞপ্তি।
05/09/2025

#প্রতারক চক্র সম্পর্কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সতর্কীকরণ বিজ্ঞপ্তি।

আকাশে সাদা মেঘের ভেলা জানান দিচ্ছে শরৎ এসেছে।
05/09/2025

আকাশে সাদা মেঘের ভেলা জানান দিচ্ছে শরৎ এসেছে।

 #বাংলাদেশ_জাতীয়_সংসদের ৩০০ আসনের সীমানা পুনঃ নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়।🇧🇩...
05/09/2025

#বাংলাদেশ_জাতীয়_সংসদের ৩০০ আসনের সীমানা পুনঃ নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়।🇧🇩

#নির্বাচন_কমিশন
#নির্বাচন

28/08/2025

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির ক্রাইটেরিয়াসমূহের স্কোর যেভাবে হিসাব করা হয়।

ক্রাইটেরিয়া-১ : (দূরত্ব)
ধরুন একটি বিদ্যালয়ের জন্য ৫ জন শিক্ষক বদলির আবেদন জমা দিয়েছেন। এই ৫ জন শিক্ষকের স্থায়ী ঠিকানা থেকে কর্মরত বিদ্যালয়ের দূরত্বের ভিন্নতা রয়েছে।
১ম জন - ১৬ কিলোমিটার
২য় জন - ২০ কিলোমিটার
৩য় জন - ১২ কিলোমিটার
৪র্থ জন - ২২ কিলোমিটার
৫ম জন - ১৫ কিলোমিটার
দূরত্বের জন্য মোট নম্বর - ২০।
এই ৫ জনের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি হচ্ছে ৪র্থ জনের। তিনি পাবেন ২০ নম্বরের মধ্যে ২০ নম্বর।
এবার বাকি ৪ জনের হিসাব হবে এভাবে :

১ম জন - ১৬ কিলোমিটার =(১৬×২০)÷২২=১৪.৫৫ নম্বর
২য় জন - ২০ কিলোমিটার

=(২০×২০)÷২২=১৮.১৮ নম্বর
৩য় জন - ১২ কিলোমিটার
=(১২×২০)÷২২=১০.৯১ নম্বর
৫ম জন - ১৫ কিলোমিটার =(১৫×২০)÷২২=১৩.৬৪ নম্বর

ক্রাইটেরিয়া-২ : (কর্মকাল)
একইভাবে ধরুন একটি বিদ্যালয়ের জন্য ৫ জন শিক্ষক বদলির আবেদন জমা দিয়েছেন। এই ৫ জন শিক্ষকের কর্মরত বিদ্যালয়ে কর্মকালের ভিন্নতা রয়েছে।
১ম জন - ৫ বছর
২য় জন - ৭ বছর
৩য় জন - ৩ বছর
৪র্থ জন - ৪ বছর
৫ম জন - ৬ বছর
কর্মকালের জন্য মোট নম্বর - ২৫।
এই ৫ জনের মধ্যে কর্মকাল বেশি হচ্ছে ২য় জনের। তিনি পাবেন ২৫ নম্বরের মধ্যে ২৫ নম্বর।
এবার বাকি ৪ জনের হিসাব হবে এভাবে :
১ম জন - ৫ বছর

=(৫×২৫)÷৭=১৭.৮৬ নম্বর
৩য় জন - ৩ বছর
=(৩×২৫)÷৭=১০.৭১ নম্বর
৪র্থ জন - ৪ বছর
=(৪×২৫)÷৭=১৪.২৯ নম্বর
৫ম জন - ৬ বছর
=(৬×২৫)÷৭=২১.৪৩ নম্বর

ক্রাইটেরিয়া-৩ : (লিঙ্গ)
আবেদনকারী নারী হলে ১০ নম্বর পাবেন আর পুরুষ হলে পাবেন ০ নম্বর।

ক্রাইটেরিয়া-৪ : (প্রতিবন্ধীতা)
আবেদনকারী প্রতিবন্ধী হলে ১৫ নম্বর পাবেন।

ক্রাইটেরিয়া-৪ : (মৃত্যু বা বিবাহ বিচ্ছেদ)
আবেদনকারীর স্বামী/স্ত্রীর মৃত্যু/বিবাহ বিচ্ছেদ হলে পাবেন ৩০ নম্বর।
এভাবে সর্বমোট ১০০ নম্বর।

আশা করছি, এইবার আপনার স্কোর কিভাবে হিসাব করা হয়েছে বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।
সংগৃহীত

ইনশাআল্লাহ!!বেসরকারি শিক্ষকদের বদলি চালু হবে যথা সময়ে। পেজ ফলো দিয়ে রাখেন।
25/08/2025

ইনশাআল্লাহ!!
বেসরকারি শিক্ষকদের বদলি চালু হবে যথা সময়ে। পেজ ফলো দিয়ে রাখেন।

Address

Singair

Telephone

+8801747877135

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kochi Kachar Mela # কচি কাচার মেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kochi Kachar Mela # কচি কাচার মেলা:

Share