রকমারি

রকমারি স্বাগতম প্রিয় বন্ধুরা।
আপনাদের কাছে বেশি কিছু চাইবো না,শুধু পেইজটিতে লাইক-ফলো করে পাশে থাকুন। পাশে থাকবেন পাশে রাখবেন - ধন্যবাদ
(1)

12/09/2025

একদম মিলে গেছে 😁

10/09/2025

কমান্ড 💚

চিন্তা করা যায় এই বাঙ্গালী নেপাল পর্যন্ত চলে গিয়ে বিপ্লব করে নেপাল স "র-কার রেও বাঁ- -শ দিলো🙂
10/09/2025

চিন্তা করা যায় এই বাঙ্গালী নেপাল পর্যন্ত চলে গিয়ে বিপ্লব করে নেপাল স "র-কার রেও বাঁ- -শ দিলো🙂

সবাই মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ 🙃
10/09/2025

সবাই মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ 🙃

ছাত্রদলের সবচে বড় ক্ষতিটা করসে মেঘমলদ্বার বসু। সাদিক কায়েমকে যখন সে পা "কিস্তানী ট্যাগ দিলো, তখনই যা হওয়ার হয়ে গেসে। আপন...
10/09/2025

ছাত্রদলের সবচে বড় ক্ষতিটা করসে মেঘমলদ্বার বসু। সাদিক কায়েমকে যখন সে পা "কিস্তানী ট্যাগ দিলো, তখনই যা হওয়ার হয়ে গেসে।
আপনি জানেন আপনার দেশের মেয়েরা পাকিস্তানী সিরিয়াল দেখে এবং পাকিস্তানী ড্রেস পরে। এরপর কোন বুদ্ধিতে আপনি আপনার মেইন অপোজিশন ক্যান্ডিডেটকে পা "কিস্তানী ট্যাগ দেন? কোন বুদ্ধিতে বলেন, তুমিও জানো, আমিও জানি, সাদিক কায়েম পা "কিস্তানী?
এরপর তো আপনি মেয়েদের ঘু "ষ দিয়াও সাদিক কায়েমের ভোট আটকাইতে পারবেন না।
ভিপি ইলেকশান আসলে ঐদিনই শেষ। বাকি যা হইসে তা কেবলই আনুষ্ঠানিকতা।

বিজয়ের খবর শোনার সাথে সাথে ইমাম তাঁর রবের কাছে ছুটে গেছে ...নত হও, নত হও যদি উপরে উঠতে চাও।🖤🇧🇩
10/09/2025

বিজয়ের খবর শোনার সাথে সাথে ইমাম তাঁর রবের কাছে ছুটে গেছে ...
নত হও, নত হও যদি উপরে উঠতে চাও।🖤🇧🇩

বড় ছেলে এখন আটপাড়া কোরানের হাফেজ..ছোট ছেলে রিডিং খতম করেছে..দ্বিতীয়বার  পড়ছে..ওদের একজনের সাড়ে সাত বছর অন্য জনের দশ...
25/08/2025

বড় ছেলে এখন আটপাড়া কোরানের হাফেজ..ছোট ছেলে রিডিং খতম করেছে..দ্বিতীয়বার পড়ছে..ওদের একজনের সাড়ে সাত বছর অন্য জনের দশ বছর বয়স..
যখন বর্ষা প্রথম প্রেগন্যান্ট হয় তখনই আমার নিয়ত করি..আমাদের ছেলেকে আমরা মুফতি বানাবো..একটা সময় মদিনাতে পড়াবো 🙂

- অনন্ত জলিল

আমাদেরও একজন __ থালাবাটি বিজয়__ ছিলেন 😊✊
24/08/2025

আমাদেরও একজন __ থালাবাটি বিজয়__ ছিলেন 😊✊

হৃদয়বিদারক ঘটনা!! 😭সিলেটের মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় কলাগাঁও এলাকার একটি মন্দিরের পাশে ঘটে যায় অকল্পনীয় এক বিভীষিকাম...
24/08/2025

হৃদয়বিদারক ঘটনা!! 😭

সিলেটের মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় কলাগাঁও এলাকার একটি মন্দিরের পাশে ঘটে যায় অকল্পনীয় এক বিভীষিকাময় ঘটনা!

একজন মুসলিম হাফেজা বোনকে তার হারিয়ে যাওয়া ফোন ফিরিয়ে দেওয়ার নামে ফাঁদে ফেলে অমানবিক নির্যাতন চালানো হয়। 😭

গত ১৮ আগস্ট, একটি অপরিচিত নাম্বার থেকে কল আসে—
“তোমার হারানো ফোন আমার কাছে আছে, মন্দির থেকে এসে নিয়ে যাও।”

সরল মনে বোনটি তার ভাইকে সঙ্গে নিয়ে সেখানে গেলে আচমকা ৫-৬ জন দুর্বৃত্ত তাদের উপর হামলে পড়ে।
👉 প্রথমেই ভাইকে বেঁধে ফেলা হয়।
👉 এরপর নিরীহ মুসলিম হাফেজা বোনের উপর তারা পাশবিক নির্যাতন চালায়।
👉 ভয়ঙ্করভাবে ভিডিও ধারণ করে হুমকি দেয়— কাউকে বললে ভিডিও ছড়িয়ে দেবে!

এরপর একে একে মন্দিরের পূজারি সহ ৯ জন হায়েনা পরপর সেই নিরীহ বোনকে ধর্ষণ করে। 💔
এমনকি নির্যাতনের নৃশংসতায় তার শরীরের সংবেদনশীল অঙ্গ-প্রত্যঙ্গ ছিঁড়ে ফেলা হয়! 😭

৯৮% মুসলমানের দেশে যদি এমন জঘন্য বর্বরতা ঘটে, তাহলে একবার ভেবে দেখুন—
ভারতে আমাদের মুসলিম মা-বোনদের অবস্থা কতটা করুণ হতে পারে! 😔

হে আল্লাহ! উম্মাহর ইজ্জত ও মর্যাদা হিফাজত করুন। 🤲

কপি✍️

থালাপতি বিজয় আর আমাদের সাকিব,মাশরাফির পার্থক্য কোথায় জানেন? শিরদাঁড়ায় থালাপতি বিজয় চাইলেই ইন্ডিয়ার দুইটা বড় দলে যোগ দিতে...
24/08/2025

থালাপতি বিজয় আর আমাদের সাকিব,মাশরাফির পার্থক্য কোথায় জানেন? শিরদাঁড়ায় থালাপতি বিজয় চাইলেই ইন্ডিয়ার দুইটা বড় দলে যোগ দিতে পারতো, ইভেন দুইদলই তাকে আব্বা ডেকে নোমিনেশন দিত।কিন্তু সেটা সে করে নাই।করাপ্টেড দলে যোগদানের চেয়ে নিজেই একটা দল বানিয়ে নিয়েছে, এই কাজের জন্য হ্যাডম লাগে।এই হ্যাডম আমাদের টাট্টু ঘোড়াদের নাই।

রিল লাইফের থালাপতি বিজয় মানুষ শখ করে ডাকলেও আজ প্রমানিত হইছে সে রিয়েল লাইফের থালাপতি।👍❤️

23/08/2025

বাবার মৃ'তদে'হ সামনে রেখে বললাম " বাবার ঋণদার যারা আছেন,আপনাদের পাওনা টাকা আমাকে জানাবেন।বাবার ঋণ আমি শোধ করবো "

ছোট বোন আমার হাত চেপে ধরে বললো " ভাইয়া,তুই শোধ করবি কিভাবে? তুই নিজেই তো ৫ বছর ধরে কোনো চাকরি পাচ্ছিস না।বেকারত্বের শিকার হয়ে টাকা শোধ করবি কিভাবে? "

বোনকে অভয় দিয়ে বললাম " শত কষ্ট হলেও শোধ করবো বোন "

সারারাত আমার ঘুম হলো না।বোনের বিয়ের বয়স হয়ে গেছে।পরিবারের খরচ নাহয় কোনোরকম চালাবো,কিন্তু বোনের বিয়ে কিভাবে দিবো?

পরেরদিনই ঋণদাতারা এসে বাড়িতে হাজির।বাইরে বেড় হয়ে এতো লোককে দেখে ঘামে আমার কপাল ভিজে উঠলো।মৃদু স্বরে বললাম

" আপনারা বাবার কাছে কত টাকা পান বলুন।আমি চেষ্টা করবো শোধ করার "

ওদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে বললো " আমরা ব্যাংক থেকে এসছি।উনি তার ছেলে মেয়ের নামে ৭ লাখ টাকা সঞ্চয় করে রেখে গেছেন।কাইন্ডলি ব্যাংকে যোগাযোগ করুন "

একথা বলে তিনি চলে গেলেন।বাকি লোকগুলিও ছোট ছোট সমিতি থেকে এসছেন। ওরা জানালেন বাবা ওদের সমিতিতে প্রতিদিন ২০ টাকা করে সঞ্চয় রাখতেন।

রাতে সব মিলিয়ে হিসেব করে দেখলাম বাবা আমাদের জন্য মোট ১১ লাখ টাকা সঞ্চয় করে রেখে গেছেন।মনে পড়ে গেলো সেদিন রাতের কথা।যে রাতে আমি বাবাকে বলেছিলাম

" আপনি কেমন বাবা?আমার ভবিষ্যতের নিয়ে আপনার কোনো চিন্তা আছে?দরকার নেই আমার এমন বাবার "

বাবা তখন মৃদু হেসে বলেছিলেন " আমার সাধ্য মতো চেষ্টা করছি। সময় হলেই পেয়ে যাব।❤️‍🩹

23/08/2025

কোনদিন টাকার প্রতি আমার মায়া জন্মায়নাই, জন্মাইছে শখের প্রতি!🖤

Address

Singair
1820

Telephone

+966578395396

Website

Alerts

Be the first to know and let us send you an email when রকমারি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category