মানিকগঞ্জ নিউজ - ManikganjNews24.com

মানিকগঞ্জ নিউজ - ManikganjNews24.com Manikganjnews is a trusted real time news, breaking news, local and international news and lots more

16/07/2025

সাজাপ্রাপ্ত আসামি ধরতে পুলিশের অবস্থা।
#মানিকগঞ্জনিউজ

16/07/2025

ব্লকেড তুলে মানিকগঞ্জ-মাদারীপুরে এনসিপির অবস্থান।

#মানিকগঞ্জনিউজ২৪ #মানিকগঞ্জনিউজ

সাটুরিয়ায় কিশোরের রহস্যজনক মৃত্যু, পুলিশের তদন্ত শুরুমানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী মতির মোড় এলাকায় একটি ডেকোরেটর দ...
14/07/2025

সাটুরিয়ায় কিশোরের রহস্যজনক মৃত্যু, পুলিশের তদন্ত শুরু

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী মতির মোড় এলাকায় একটি ডেকোরেটর দোকান থেকে সুজন মিয়া (১৩) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় তার মৃত্যু রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত সুজন মিয়া দড়গ্রাম ইউনিয়নের বিলতালুক ছাপরাপাড়া গ্রামের বিষু মিয়ার ছেলে। তার পরিবার দাবি করেছে, এটি স্বাভাবিক মৃত্যু নয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

সুজনের বাবা বিষু মিয়া জানান, “দুই মাস আগে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায় আমার ছেলে। পরে জানতে পারি সে তিল্লী মতির মোড় এলাকায় শাকিব মিয়ার ডেকোরেটর দোকানে কাজ করছে। আমি বহুবার গিয়ে ছেলেকে ফিরিয়ে আনতে চেয়েছি, সে আসেনি। আজ সকালে খবর পেলাম, সে আর নেই।”

ডেকোরেটর ব্যবসায়ী মো. শাকিব মিয়া জানান, “তিন দিন আগে সুজন আমার দোকানে কাজ শুরু করে। গতকাল একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরে এসে সে একাধিকবার পাতলা পায়খানা ও বমি করে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আমার মেয়ে জানায়, সুজনের পিঠে ঘা রয়েছে। সুজন জানায়, সে ভ্যান থেকে পড়ে গিয়েছিল। এরপর চিকিৎসা নিয়ে দোকানে ঘুমিয়ে পড়ে। সকালে জানতে পারি সে মারা গেছে।”

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় কোনো অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানিকগঞ্জে জিপিএ ৫ না পেয়ে প্রধান শিক্ষকের মেয়ের আত্মহত্যা — গ্রামজুড়ে শোকের ছায়ামানিকগঞ্জ প্রতিনিধি:এসএসসি পরীক্ষায়...
13/07/2025

মানিকগঞ্জে জিপিএ ৫ না পেয়ে প্রধান শিক্ষকের মেয়ের আত্মহত্যা — গ্রামজুড়ে শোকের ছায়া

মানিকগঞ্জ প্রতিনিধি:
এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ না পাওয়ার কষ্ট সহ্য করতে না পেরে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১২ জুলাই) দুপুরে শিবালয় উপজেলার ধুতরাবাড়ি এলাকায় নিজ বাড়িতে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন ওই শিক্ষার্থী।

নিহত শিক্ষার্থীর নাম তানহা মুনতাজ প্রভা (১৬)। সে নালী বড়রিয়া কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুনতাজ উদ্দিনের ছোট মেয়ে। তানহা চলতি বছরে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৯৪ অর্জন করে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) রাজিব উদ্দিন জানান, “তানহা একজন মেধাবী শিক্ষার্থী ছিল। সে ও তার পাঁচজন সহপাঠী সবসময় একসঙ্গে চলাফেরা করতো। কিন্তু এবারের রেজাল্টে তানহা বাদে বাকি সবাই জিপিএ ৫ পেয়েছে। এই বিষয়টি সে মেনে নিতে পারেনি বলেই হয়তো এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা সবাই অত্যন্ত শোকাহত।”

গ্রামবাসী ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারও কোনোভাবেই মেনে নিতে পারছে না এই অকাল মৃত্যু।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই মর্মান্তিক ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

🖤 একটি মেধাবী প্রাণের এমন করুণ পরিণতি আমাদের সবাইকে ভাবিয়ে তোলে — আমরা চাই, এমন আর যেন না ঘটে।

মানিকগঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতারমানিকগঞ্জ প্রতিনিধি:মানিকগঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে ...
13/07/2025

মানিকগঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (১২ জুলাই) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে সিংগাইর উপজেলার কাসেমনগর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন ডিবি’র এসআই মোঃ আবুল হাসান।

গ্রেফতারকৃতরা হলেন: ১। মোঃ তানভীর খান (২৮), পিতা- মোঃ জহির খান, সাং- ঘোনাপাড়া
২। আঃ ওহাব (৪৮), পিতা- সোনা মিয়া, সাং- যাদুরচর গোবিন্দল
৩। মোঃ লাভলু মিয়া (৩৫), পিতা- নুরু বেপারী, সাং- বাড়াই ভিকরা
৪। মোঃ সোহেল রানা (২৮), পিতা- মোঃ আসলাম হোসেন, সাং- ছোট কালিয়াকৈর

অভিযানের সময় তানভীর খানের কাছ থেকে ৩০০ পিস, আঃ ওহাবের কাছ থেকে ১২০ পিস, লাভলু মিয়ার কাছ থেকে ১০০ পিস এবং সোহেল রানার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৬৫ হাজার টাকা।

ডিবি জানায়, গ্রেফতারকৃতরা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা ইতোমধ্যে আদালতে বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।

#মানিকগঞ্জনিউজ২৪ #মানিকগঞ্জনিউজ

13/07/2025

#জলাতঙ্ক
রোগিটি কুকুরের আঁচড় খাওয়ার পরও #ভ্যাকসিন নেয়নি। যার কারণে তার এই রোগ জলাতঙ্ক দেখা দেয়।জলাতঙ্ক (Rabies) রোগে মৃত্যুর ঝুঁকি অত্যন্ত উচ্চ। এটি একবার লক্ষণ প্রকাশ পেলে প্রায় ১০০% ক্ষেত্রে মৃত্যু অনিবার্য হয়ে পড়ে।
#জলাতঙ্ক (Rabies) একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ, যা সাধারণত রোগাক্রান্ত প্রাণীর কামড়, আঁচড় বা লালার মাধ্যমে মানুষ বা অন্যান্য প্রাণীর দেহে ছড়িয়ে পড়ে।
#যে সব প্রাণীর কামড়ে বা আঁচড়ে ভ্যাকসিন নিতে হয়-
১/ কুকুর
২/বিড়াল
৩/শিয়াল
৪/বেঁজি
৫/ বানর
৬/বাদুর
#যে সব প্রাণীর কামড়ে বা আঁচড়ে ভ্যাকসিন নিতে হয় না -
১/ইদুর
২/ খরগোশ
৩/কাঠবিড়ালি
৪/গুইসাপ
৫/মানুষ
#কুকুর কামড়ালে কি করবেন?
১/ আক্রান্ত জায়গা ১০-১৫ মিনিট প্রবাহিত পানি দিয়ে ধুয়ে ফেলুন
২/জেলা সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতাল এ জলাতঙ্কের ভ্যাকসিন বিনামূল্যে পাওয়া যায়, তা গ্রহণ করুন।
৩/ এলাকায় বা পোষা কুকুর বা বিড়ালকে ভ্যাকসিন দিন
(ভিডিও রোগীর লোকের অনুমতি সাপেক্ষে জনস্বার্থে করা)

#মানিকগঞ্জনিউজ #মানিকগঞ্জনিউজ২৪

দৌলতপুরে বিএনপির নেতা প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করতে গিয়ে আটক।মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ধামশ্বর ইউনিয়ন বিএনপির ...
12/07/2025

দৌলতপুরে বিএনপির নেতা প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করতে গিয়ে আটক।

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ধামশ্বর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম মুনজেল এক সৌদি প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করার সময় হাতেনাতে আটক হয়েছেন। ঘটনাটি গতকাল, ১১ই জুলাই ২০২৫, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ঘটে।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, মুনজেল চর দেশগ্রামের ওই প্রবাসীর স্ত্রীর ঘরে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকাবস্থায় গ্রামবাসী তাদের দুজনকে ধরে ফেলে। এরপর এলাকাবাসী তাদের দুজনকে একটি গাছের সাথে বেঁধে রাখে।
ধামশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ, ১২ই জুলাই ২০২৫, শনিবার দুপুর ১টায় আটককৃতদের বাড়িতে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার জন্য সালিশ বসেছে। এ সময় থানার পুলিশও উপস্থিত ছিল। পিন্টু আরও জানান, দলীয়ভাবেও মুনজেলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজুল ইসলাম মুনজেলের বাড়ি পার্শ্ববর্তী গালা গ্রামে।

মানিকগঞ্জে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার ওপর বর্বরোচিত হামলা এবং তার গর্ভের সন্তান নষ্ট করার চেষ্টার অভিযোগ উঠেছে। গত...
09/07/2025

মানিকগঞ্জে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার ওপর বর্বরোচিত হামলা এবং তার গর্ভের সন্তান নষ্ট করার চেষ্টার অভিযোগ উঠেছে। গত ২৭ জুন, ২০২৫ তারিখে হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষিকা, শাম্মি সুলতানা, মৃত আব্দুল কালামের কন্যা।

হামলার বিবরণ:
প্রাপ্ত তথ্য অনুযায়ী, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাসুদ খন্দকার (মাজেদ খন্দকারের পুত্র), তার স্ত্রী সেফালি বেগম (৪৫) এবং ইমরান খন্দকার সম্মিলিতভাবে শাম্মি সুলতানা এবং তার ভাইয়ের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার করে জোরপূর্বক ঘরের দরজা ভেঙে প্রবেশ করে এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, শাম্মি সুলতানা তিন মাসের অন্তঃসত্ত্বা জেনেও হামলাকারীরা তাকে এবং তার স্বামীকে মারধর করে, যা গর্ভের সন্তান নষ্ট করার অপচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

আইনি পদক্ষেপ ও বর্তমান অবস্থা:
এই হামলার ঘটনায় শাম্মি সুলতানা নিজে বাদী হয়ে ২৮ জুন, ২০২৫ তারিখে হরিরামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এছাড়াও, তিনি উপজেলা নির্বাহী অফিসে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
শাম্মি সুলতানা সাংবাদিকদের জানিয়েছেন যে তিনি বর্তমানে প্রাণনাশের হুমকিতে ভুগছেন এবং নিরাপত্তাহীনতায় রয়েছেন। তিনি মিডিয়ার মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়টি খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

স্থানীয়দের মন্তব্য ও পুলিশের বক্তব্য:
স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন যে, উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল, যা এই ঘটনার মূল কারণ। তবে, অভিযুক্ত হামলাকারীরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
হরিরামপুর থানা কর্তৃপক্ষ জানিয়েছে যে, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং মামলা বর্তমানে চলমান ও প্রক্রিয়াধীন রয়েছে।
এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল।

#মানিকগঞ্জনিউজ২৪

09/07/2025

পদ্মা নদীর করাল গ্রাসে বিলীন শরীয়তপুরের বসতভিটা ও ঘরবাড়ি।

শরীয়তপুর জেলায় পদ্মা নদীর ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে অসংখ্য বসতভিটা, ঘর-বাড়ি, এবং ফসলি জমি। ভাঙনের তীব্রতা এতটাই বেশি যে শরীয়তপুরবাসী এখন নিজেদের ভিটামাটি হারানোর আশঙ্কায় শঙ্কিত। প্রতি বছর বর্ষা এলেই পদ্মা আগ্রাসী রূপ ধারণ করে এবং নদীপাড়ের মানুষের জীবনে এক বিভীষিকা নেমে আসে। ভাঙনের কারণে ভিটেমাটি হারিয়ে সর্বস্বান্ত হচ্ছেন শত শত পরিবার। তাদের অনেকেই এখন খোলা আকাশের নিচে অথবা আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছেন। জরুরি ভিত্তিতে নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে শরীয়তপুরের একটি বিশাল অংশ অচিরেই মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
#মানিকগঞ্জনিউজ২৪ #মানিকগঞ্জনিউজ

09/07/2025

ভয়াবহ সড়ক দুর্ঘটনা।

08/07/2025

মানিকগঞ্জে একজন জলাতঙ্ক রোগে আক্রমণ।

#জলাতঙ্ক
#গত সাপ্তাহ ঢাকা মেডিকেল #কলেজ #হাসপাতালের #মেডিসিন বিভাগে রুগিটি আসলো মানিকগঞ্জ থেকে। রোগিটি কুকুরের আঁচড় খাওয়ার পরও #ভ্যাকসিন নেয়নি। যার কারণে তার এই রোগ জলাতঙ্ক দেখা দেয়।জলাতঙ্ক (Rabies) রোগে মৃত্যুর ঝুঁকি অত্যন্ত উচ্চ। এটি একবার লক্ষণ প্রকাশ পেলে প্রায় ১০০% ক্ষেত্রে মৃত্যু অনিবার্য হয়ে পড়ে।
#জলাতঙ্ক (Rabies) একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ, যা সাধারণত রোগাক্রান্ত প্রাণীর কামড়, আঁচড় বা লালার মাধ্যমে মানুষ বা অন্যান্য প্রাণীর দেহে ছড়িয়ে পড়ে।
#যে সব প্রাণীর কামড়ে বা আঁচড়ে ভ্যাকসিন নিতে হয়-
১/ কুকুর
২/বিড়াল
৩/শিয়াল
৪/বেঁজি
৫/ বানর
৬/বাদুর
#যে সব প্রাণীর কামড়ে বা আঁচড়ে ভ্যাকসিন নিতে হয় না -
১/ইদুর
২/ খরগোশ
৩/কাঠবিড়ালি
৪/গুইসাপ
৫/মানুষ
#কুকুর কামড়ালে কি করবেন?
১/ আক্রান্ত জায়গা ১০-১৫ মিনিট প্রবাহিত পানি দিয়ে ধুয়ে ফেলুন
২/জেলা সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতাল এ জলাতঙ্কের ভ্যাকসিন বিনামূল্যে পাওয়া যায়, তা গ্রহণ করুন।
৩/ এলাকায় বা পোষা কুকুর বা বিড়ালকে ভ্যাকসিন দিন
(ভিডিও রোগীর লোকের অনুমতি সাপেক্ষে জনস্বার্থে করা)

ডা.জাবেদ হোসেন
ইনডোর মেডিকেল অফিসার
ইউনিট-৩
মেডিসিন বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

#মানিকগঞ্জনিউজ #মানিকগঞ্জনিউজ২৪

06/07/2025

ভোলায় সাপকে পোষ মানাতে গিয়ে সেই সাপের কামড়েই মৃত্যু যুবকের। #মানিকগঞ্জনিউজ২৪কম #মানিকগঞ্জনিউজ .com #ভোলা

Address

Singair

Alerts

Be the first to know and let us send you an email when মানিকগঞ্জ নিউজ - ManikganjNews24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মানিকগঞ্জ নিউজ - ManikganjNews24.com:

Share

মানিকগঞ্জ নিউজ

https://www.facebook.com/groups/438519162885812/