18/06/2025
🛑ইতিহাস সাক্ষী থাকবে...!
📌যখন বহু মুসলিম রাষ্ট্রপ্রধান দুঃসময়ের ভয়ে নিশ্চুপ...
📌যখন অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তোলার সাহস হারিয়ে ফেলেছে অনেকেই...
👉ঠিক তখনই ৮৬ বছর বয়সেও এক অদম্য পুরুষ, আয়াতুল্লাহ আল খামেনি, নির্ভীকভাবে দাঁড়িয়ে আছেন বাতিল শক্তির মুখোমুখি...🔥
💥তিনি একা, কিন্তু ভয়হীন...💪
💥তিনি বৃদ্ধ, কিন্তু মনোবলে পাহাড়ের চেয়েও অটল...❤️🩹
💥তিনি নীরব সংখ্যাগরিষ্ঠতার বিপরীতে, কিন্তু তাঁর কণ্ঠে আছে উম্মাহর স্পন্দন...💞
🕋হে রব্বুল আলামিন...!🤲
তোমার এই সাহসী, ধৈর্যশীল ও একনিষ্ঠ বান্দাকে তুমি হেফাজত করো। তাকে সত্যের পথে দৃঢ় রাখো।
তার প্রতিটি পদক্ষেপে রহমতের ছায়া দাও। আর যারা তাঁকে ঘায়েল করতে চায়, ষড়যন্ত্র করে, তাদের হাত ভেঙে দাও, তাদের ধ্বংস করো। তাঁর দৃঢ়তা হোক বিশ্ব মুসলিম উম্মাহর চোখে চোখে জাগরণের আলোর মতো। এই একক নেতৃত্ব হোক একদিন ঐক্যবদ্ধ মুসলিম জাতির নব জাগরণের সূচনা...🥰
তিনি আজ একা নন— তাঁর পাশে আছে আল্লাহ, আছে উম্মাহর ভালোবাসা, আর আছে ইতিহাসের শ্রেষ্ঠ দোয়া...
حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيلُ، نِعْمَ الْمَوْلٰى وَنِعْمَ النَّصِيرُ
"হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু, আলাইহি তাওয়াক্কালতু, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম।"
জাযাকাল্লাহু খাইরান...☝️
[বিঃদ্রঃ ইসলাম সম্পর্কে আমার জ্ঞান অতি নগন্য, বর্হিবিশ্ব সম্পর্কেও তেমন একটা জানি না, তবে যতটুকু উপলব্ধি করতে পারি...👇
বিভিন্ন আজু হাতে এখনো যেসব মুসলিম দেশ/রাষ্ট্রপ্রধান ইরান থেকে দূরে আছে, হয়তো তাদের জন্যই পরবর্তী মুসলিম বিশ্বকে কঠিন মূল্য দিতে হবে...🥲]