Ulamaye Sarsina উলামায়ে ছারছীনা

Ulamaye Sarsina উলামায়ে ছারছীনা �সারা বিশ্ববেপী হক্বের ঝান্ডা পৌঁছানোর লক্ষ্যে

12/10/2023

আয়া সোফিয়ার ভেঙ্গেছে শিকল,
ভাঙ্গবে শিকল আল-আকসার!বাবরি আবার মসজিদ হবে,ফিলিস্তিন ছাড়বে দখলদার!
ইনশা আল্লাহ।

আল-আক*সা আমাদের! ফিলিস্তিন আমাদের।ফিলি*স্তিনী ভাই-বোনদের জন্যে দোয়া করুন৷ অতি শীগ্রই মহান রব মুমিনদের বিজয় দান করবেন ইনশ...
12/10/2023

আল-আক*সা আমাদের! ফিলিস্তিন আমাদের।

ফিলি*স্তিনী ভাই-বোনদের জন্যে দোয়া করুন৷ অতি শীগ্রই মহান রব মুমিনদের বিজয় দান করবেন ইনশাআল্লাহ।

সাবধান!ইমাম মাহদির আগমনের পূর্বে কোন এক রমজান মাসের মাঝামাঝিতে আকাশ থেকে বিকট আওয়াজ আসা তারপর সত্তর হাজার মানুষ অজ্ঞান হ...
06/04/2023

সাবধান!
ইমাম মাহদির আগমনের পূর্বে কোন এক রমজান মাসের মাঝামাঝিতে আকাশ থেকে বিকট আওয়াজ আসা তারপর সত্তর হাজার মানুষ অজ্ঞান হয়ে যাওয়া, সত্তর হাজার মানুষ বধির হয়ে যাওয়ার হাদিস অত্যন্ত দুর্বল মতান্তরে বানোয়াট ও বাতিল

১৫ই রমজানে আকাশে বিকট আওয়াজ সঠিক সমাধান
▬▬▬▬▬●●●▬▬▬▬▬
প্রশ্ন: শোনা যাচ্ছে, ইমাম মাহদির আবির্ভাবের পূর্বে রমজান মাসে কয়েকটি নিদর্শন প্রকাশিত হবে। তার মধ্যে রমজান মাসের মাঝামাঝি সময়ে শুক্রবার রাতে আকাশে বিকট শব্দে আওয়াজ হওয়া একটি নিদর্শন। হাদিসটি হল: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “কিয়ামতের আগে কোনও এক রমজান মাসে আকাশে বিকট শব্দ হবে। এতে অনেক মানুষ বোবা, বধির ও অজ্ঞান হয়ে যাবে।” এ হাদিসটি কি সহিহ?
উত্তর:
খুবই দুর্ভাগ্য জনক যে, বর্তমানে কিছু বাজারী বক্তা বা আলেম ইমাম মাহদী সম্পর্কে বহু জাল, জঈফ এবং বিভিন্ন অতিরঞ্জন মূলক বক্তব্য দিয়ে মানুষের মাঝে নানা বিভ্রান্তি ও ভয়ভীতি সঞ্চার করে চলেছে। এ সব শুনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।
কিন্তু মনে রাখতে হবে, কিয়ামতের পূর্বে ইমাম মাহদি আসবেন এবং ন্যায়-নীতি দ্বারা বিশ্ব শাসন করবেন, তখন পৃথিবী ব্যাপী শান্তি ও সমৃদ্ধি ছড়িয়ে পড়বে.. এ সম্পর্কে বহু হাদিস আছে। সেগুলো আমাদের জন্য যথেষ্ট।
তাই বলে, অতি উৎসাহী হয়ে, ইমাম মাহদি বিষয়ে বানোয়াট ও জাল-জঈফ হাদিস বর্ণনা, তার আগমনের সম্ভাব্য সন নির্ধারণ, তাকে স্বপ্নে দর্শন অত:পর তা মাহফিলে-মাহফিলে বলে বেড়ানো, “ইতোমধ্যে তিনি এসে গেছেন, তাঁর জন্ম হয়ে গেছে, উমুক দেশে এক ব্যক্তির মাঝে এত পারসেন্ট আলামত মিলে গেছে” এসব গালগল্প, মিথ্যাচার ও অতিরঞ্জন কোনভাবেই কাম্য নয়।
আল্লাহ আমাদেরকে এসব ফিতনা হেফাজত করুন। আমীন।
যাহোক, এবার আসি, প্রশ্নে উল্লেখিত হাদিস সম্পর্কে। ইমাম মাহদির আগমনের আলামত সংক্রান্ত উপরোক্ত হাদিসটি সহিহ নয়। বিজ্ঞ হাদিস বিশারগদণের
দৃষ্টিতে এটি ‘অত্যন্ত দুর্বল’ বাতিল ও ‘বানোয়াট হাদিস হিসেবে চিহ্নিত।

নিম্নে উপরোক্ত মূল হাদিসটির আরবি টেক্সট, তরজমা, উৎস অত:পর এ সম্পর্কে বিজ্ঞ মুহাদ্দিসগণের মতামত ও বক্তব্য তুলে ধরা হল:

হাদিসটি নিম্নরূপ:

দায়লামি বর্ণনা করেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
يَكُونُ فِي رَمَضَانَ صَوْتٌ , قَالُوا: فِي أَوَّلِهِ أَو فِي وَسَطِهِ أَو فِي آخِرِهِ؟ قَالَ : لا ؛ بَلْ فِي النِّصْفِ مِنْ رَمَضَانَ ، إِذَا كَانَ لَيْلَةُ النِّصْفِ لَيْلَةَ الْجُمُعَةِ ؛ يَكُونُ صَوْتٌ مِنَ السَّمَاءِ يُصْعَقُ لَهُ سَبْعُونَ أَلْفاً ، وَيُخْرَسُ سَبْعُونَ أَلْفاً ، وَيُعْمَى سَبْعُونَ أَلْفاً ، وَيُصِمُّ سَبْعُونَ أَلْفاً . قَالُوا: فَمَنِ السَّالِمُ مِنْ أُمَّتِكَ؟ قَالَ : مَنْ لَزِمَ بَيْتَهُ ، وَتَعَوَّذَ بِالسُّجُودِ ، وَجَهَرَ بِالتَّكْبِيرِ لِلَّهِ . ثُمَّ يَتْبَعُهُ صَوْتٌ آخَرُ . وَالصَّوْتُ الأَوَّلُ صَوْتُ جِبْرِيلَ ، وَالثَّانِي صَوْتُ الشَّيْطَانِ. فَالصَّوْتُ فِي رَمَضَانَ ، وَالمَعْمَعَةُ فِي شَوَّالٍ ، وَتُمَيَّزُ الْقَبَائِلُ فِي ذِي الْقَعْدَةِ ، وَيُغَارُ عَلَى الْحُجَّاجِ فِي ذِي الْحِجَّةِ ، وَفِي الْمُحْرِمِ ، وَمَا الْمُحْرَّمُ؟ أَوَّلُهُ بَلاءٌ عَلَى أُمَّتِي ، وَآخِرُهُ فَرَحٌ لأُمَّتِي ، الرَّاحِلَةُ فِي ذَلِكَ الزَّمَانِ بِقَتَبِهَا يَنْجُو عَلَيْهَا الْمُؤْمِنُ لَهُ مِنْ دَسْكَرَةٍ تَغُلُّ مِائَةَ أَلْفٍ - أخرجه الطبراني في "المعجم الكبير" (18/332/853) ،

“কোন এক রমজানে আওয়াজ আসবে।”
সাহাবিগণ জিজ্ঞেস করলেন: ‘হে আল্লাহর রাসুল! রমজানের শুরুতে? নাকি মাঝামাঝি সময়ে? নাকি শেষ দিকে’?

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন:
“না, বরং রমজানের মাঝামাঝি সময়ে। ঠিক মধ্য রমজানের রাতে। শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে। সেই শব্দের প্রচণ্ডতায় সত্তর হাজার মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলবে আর সত্তর হাজার বধির হয়ে যাবে।”

সাহাবিগণ জিজ্ঞেস করলেন: হে আল্লাহর রাসুল! আপনার উম্মতের মধ্যে কারা সেদিন নিরাপদ থাকবে?

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: “যারা নিজ নিজ ঘরে অবস্থানরত থাকবে, সিজদায় লুটিয়ে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে এবং উচ্চ শব্দে আল্লাহু আকবর বলবে।
পরে আরও একটি শব্দ আসবে। প্রথম শব্দটি হবে জিবরাইল এর, দ্বিতীয়টি হবে শয়তানের ।
(ঘটনার পরম্পরা এরূপ):
- শব্দ আসবে রমজানে।
- ঘোরতর যুদ্ধ সংঘটিত হবে শাওয়ালে।
- আরবের গোত্রগুলো বিদ্রোহ করবে জুলকা’দা মাসে।
- হাজী লুণ্ঠনের ঘটনা ঘটবে জিল হজ্জ মাসে।
আর মুহররমের শুরুটা আমার উম্মতের জন্য বিপদ, শেষটা মুক্তি। সেদিন মুসলমান যে বাহনে চড়ে মুক্তি লাভ করবে, সেটি তার কাছে এক লাখ মূল্যের বিনোদন সামগ্রীতে পরিপূর্ণ ঘরের চেয়েও বেশি উত্তম বলে বিবেচিত হবে।”
(আল ‍মুজামুল কাবীল লিত ত্ববারানী)
---------------------------
◯◯ এ হাদিস সম্পর্কে মুহাদ্দিসদের মতামত:

◉ ইবনুল জাওযী তার আল মাউযুআত বা বানোয়াট হাদিস সংকলন গ্রন্থে হাদিসটি উল্লেখ করেছেন। (৩/১৯১)
তিনি বলেন: "هذا حديث لا يصح এ হাদিসটি সহিহ নয়। কারণ এর সনদে আব্দুল ওয়াহাব নামক একজন বর্ণনাকারী আছে, তার ব্যাপারে মুহাদ্দিসগণ শক্ত আপত্তি করেছেন। যেমন:
○ ক. উকাইলী বলেন: عبد الوهاب ليس بشيء “আব্দুল ওয়াহাব কিছুই নয়।” (এ বাক্যটি দ্বারা বর্ণনাকারীর প্রতি কঠোর সমালোচনা বুঝায়।)
○ খ. ইবনে হিব্বান বলেন: كان يسرق الحديث ؛ لا يحل الاحتجاج به “সে হাদিস চুরি করত। তার বর্ণিত হাদিস দ্বারা দলিল পেশ করা বৈধ নয়।”
○ গ. দারাকুতনী বলেন: منكر الحديث মুনকারুল হাদিস। এ ছাড়াও সনদে আরও সমস্যা আছে।
(শাইখ আলবানী এর সিলসিলা যঈফার ৬০৭৮ ও ৬০৭৯ নং হাদিস পর্যালোচনা থেকে সংক্ষেপিত)
◉ ইমাম যাহাবী বলেন: :باطل এ হাদিসটি বাতিল। (তারতীবুল মাউযুআত, ২৭৮)
◉ হাইসামী বলেন, এই হাদিসের বর্ণনা সূত্রে আব্দুল ওহাব ইবনুয যাহহাক নামক একজন বর্ণনাকারী রয়েছে যে মুহাদ্দিসীনদের দৃষ্টিতে মাতরূক বা পরিত্যাজ্য। (মাজমাউয যাওয়ায়েদ ৭/৩১৩)
◯ ইমাম ইবনুল কাইয়েম বলেন,
في أحاديث لا تصح في التواريخ المستقبلية
“অগ্রিম তারিখ নির্ধারণ করে বিভিন্ন ঘটনার ঘটার বেশ কিছু হাদিস পাওয়া যায়। কিন্তু সেগুলো সহিহ নয়।” সে সব হাদিসের মধ্যে একটি হল:
يكون صوت في رمضان إذا كانت ليلة النصف منه ليلة جمعة ، يصعق له سبعون ألفا ، ويصم سبعون ألفا
“অর্ধ রমজানের জুমার রাতে একটি আওয়াজ হবে। এতে সত্তর হাজার মানুষ বেহুশ হয়ে পড়ে যাবে....সত্তর হাজার মানুষ বোবা হয়ে যাবে.....।” (আল মানারুল মুনীফ ৯৬ পৃষ্ঠা)
◉ শাইখ আলবানী বলেন: হাদিসটি موضوع বা বানোয়াট
সুতরাং পরিশেষে বলব, আমাদের কর্তব্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এবং মিথ্যা, বানোয়াট বা বিশুদ্ধ সূত্রে অপ্রমাণিত হাদিস থেকে সাবধান হওয়া। কেননা বানোয়াট, জাল-জঈফ হাদিস দ্বারা ইসলামের লাভ হয় না বরং ক্ষতি হয়। পরিণতিতে হাদিসের ভাষ্য অনুযায়ী, যে ব্যক্তি জেনেশুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে মিথ্যা হাদিস বর্ণনা করে তার পরিণত হয় জাহান্নাম।
আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এবং হকের পথে অবিচল রাখুন। আমীন।

লেখাটি :-@মুফতি ওসমান গনী সালেহী হুজুরের টাইম লাইন থেকে নেওয়া

আলহামদুলিল্লাহ দিন দিন ছারছীনা মিনার আকাশ ছুঁয়ে যাচ্ছে❤️❤️
27/03/2023

আলহামদুলিল্লাহ
দিন দিন ছারছীনা মিনার আকাশ ছুঁয়ে যাচ্ছে❤️❤️

23/03/2023

بَاب قَوْلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَأَيْتُمْ الْهِلَالَ فَصُومُوا وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا وَقَالَ صِلَةُ عَنْ عَمَّارٍ مَنْ صَامَ يَوْمَ الشَّكِّ فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ذَكَرَ رَمَضَانَ فَقَالَ " لاَ تَصُومُوا حَتَّى تَرَوُا الْهِلاَلَ، وَلاَ تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ ".
পরিচ্ছেদ: ১১৯৪. নবী করীম (ﷺ) এর বাণীঃ যখন তোমরা চাঁদ দেখবে তখন রোযা শুরু করবে আবার যখন চাঁদ দেখবে তখন ইফতার বন্ধ করবে। সেলা (রাহঃ) ‘আম্মার (রাযিঃ) থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি সন্দেহের দিনে রোযা পালন করল সে আবুল কাসিম (ﷺ) এর নাফরমানী করল।
১৭৮৫। ‘আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ... ’আব্দুল্লাহ ইবনে ‘উমর (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) রমযানের কথা আলোচনা করে বললেনঃ চাঁদ না দেখে তোমরা রোযা পালন করবে না এবং চাঁদ না দেখে ইফতার বন্ধ করবে না। যদি মেঘাছন্ন থাকে তাহলে তাঁর সময় (ত্রিশ দিন) পরিমাণ পূর্ণ করবে।❤️

19/03/2023

নারায়ে রিসালাত স্লোগানে "ইয়া রাসূলাল্লাহ" না বলে !!মুহাম্মাদুর রাসুলুল্লাহ!! বলাটাই যথার্থ!! মুফতি বাহাউদ্দিন মোস্তাফি!!২০২৩

17/03/2023

শত্রুরা + ফেতনাবাজরা আজ ইনিয়ে বিনিয়ে যতই করুক নিন্দাবাদ
বজ্র কন্ঠে বলব আমরা ছারছীনা শরীফ জিন্দাবাদ

11/03/2023

আলহামদুলিল্লাহ ✅
মাহফিলের কাজ ইতি টানা হলো ❤️
আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি ❤️
আজ বাদ মাগরি ব হযরত পীর সাহেব হুজুর কেবলার তালিমের মাধ্যমে মাহফিলের হবে ইনশাআল্লাহ ❤️

আলহামদুলিল্লাহ প্যান্ডেল তৈয়ার হয়ে গেছে ।ইনশাআল্লাহ আপনি আসছেন তো?
09/03/2023

আলহামদুলিল্লাহ প্যান্ডেল তৈয়ার হয়ে গেছে ।
ইনশাআল্লাহ আপনি আসছেন তো?

♦️একটি বিশেষ ঘোষণা :✓পবিত্র মাহে রমজানে খতম/সূরা তারাবি পড়ানোর জন্য ফুরফুরা ছারছীনা শরীফের মাসলাকের অভিজ্ঞতা সম্পন্ন হা...
07/03/2023

♦️একটি বিশেষ ঘোষণা :✓
পবিত্র মাহে রমজানে খতম/সূরা তারাবি পড়ানোর জন্য ফুরফুরা ছারছীনা শরীফের মাসলাকের অভিজ্ঞতা সম্পন্ন হাফেজ সাহেব নিতে যোগাযোগ করুন আমাদের পেইজ মেসেঞ্জারে/অথবা
👇👇
Muhammad Amir Hamza
ছারছীনা দারুস সুন্নাত জামেয়া এ নেছারিয়া দীনিয়া
01765237798

06/03/2023

আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ সৌদি আরবে আজকে পালিত হবে পবিত্র ভাগ্য রজনী রাত শবে বরাত
আজ১৪ই শাবান ❤️

06/03/2023

আলহামদুলিল্লাহ
গতকাল দাড়ি রাখার ওয়াদা করেছে শতাধিক যুবক_____❤️
ইতিহাস গড়ছে আজ মাদারীপুর হুজুর কেবলার মাহফিলে___!
Ulamaye Sarsina উলামায়ে ছারছীনা

প্রাণপ্রিয় দুই শায়েখ❤️প্রচার বিমুখ দুইজন মানুষ, বর্তমান সময়ে এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর। আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়্যেব...
03/03/2023

প্রাণপ্রিয় দুই শায়েখ❤️
প্রচার বিমুখ দুইজন মানুষ, বর্তমান সময়ে এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর।
আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়্যেবাহ দান করুক।

01/03/2023

সারা বাংলাদেশের মানুষের কাছে এ কেমন দাবি জানালেন🤔
ছারছীনা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী এর বড় সাহেবজাদা হযরত আবু নছর নেসার উদ্দিন আহমাদ হোসাইন ❤️❤️

01/03/2023

আলহামদুলিল্লাহ ❤️❤️
ভাগ্য রজনীর রাত অচিরেই আমাদের সামনে আগমন করবে ❤️❤️
Ulamaye Sarsina উলামায়ে ছারছীনা

01/03/2023

যাঁরা হাত তুলে মুনাজাত ও সম্মেলিত মুনাজাত নাজায়েজ ও বেদাত-বেদাত বলে গলা ফাটায় এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করে,,
তাঁরাই যখন হাত তুলে সম্মেলিত মুনাজাত করে...
Ulamaye Sarsina উলামায়ে ছারছীনা

26/02/2023

শবে বরাত নিয়ে ইতিমধ্যেই
কিছু মানুষের চুলকানি শুরু হয়ে গেছে 🤔🤔

26/02/2023

স্বপ্নে দেখেছি নবী যাই মদীনা,
ঘুম থেকে জেগে দেখি এই বিছানায়,
কবে হবে পূর্ণ স্বপ্ন আমার
কবে পাবো নবী গো তোমারি দীদার. ❤️

এক অটো চালকের ছারছীনা দরবারের প্রতি ভালোবাসা।ফ্যাক্ট:- আসন্ন ছারছীনা মাহফিল প্রচার ❤️Ulamaye Sarsina  উলামায়ে ছারছীনা�উ...
25/02/2023

এক অটো চালকের
ছারছীনা দরবারের প্রতি ভালোবাসা।

ফ্যাক্ট:- আসন্ন ছারছীনা মাহফিল প্রচার ❤️
Ulamaye Sarsina উলামায়ে ছারছীনা
�উলামায়ে হক্ব সিলসিলায়ে ফুরফুরা ছারছীনা শরীফ��উলামায়ে হক্ব সিলসিলায়ে ফুরফুরা ছারছীনা শরীফ� হক্ব সিলসিলায়ে ফুরফুরা ছারছীনা �উলামায়ে হক্ব সিলসিলায়ে ফুরফুরা ছারছীনা শরীফ��উলামায়ে হক্ব সিলসিলায়ে ফুরফুরা ছারছীনা শরীফ�

এবারে ছারছীনার শরীফের মাহফিলে বগুড়া মাটিডালি বিমানমোড় হতে গাড়ি যাবে। যারা যেতে চান দ্রুত যোগাযোগ করুন নিম্ন নম্বরে। 0173...
21/02/2023

এবারে ছারছীনার শরীফের মাহফিলে বগুড়া মাটিডালি বিমানমোড় হতে গাড়ি যাবে। যারা যেতে চান দ্রুত যোগাযোগ করুন নিম্ন নম্বরে।
01737840952 শামীম
01740157676 শাহাদাত
01518-371411 হাবিবুর রহমান।

ছারছীনা পীর সাহেব হুজুরের পক্ষ থেকে২-১ দিনের মধ্যেই এগুলো তুরস্কে পৌঁছে যাবে. ইনশাআল্লাহহেমায়েতে ইসলাম মিশন।ছারছীনা দরব...
19/02/2023

ছারছীনা পীর সাহেব হুজুরের পক্ষ থেকে
২-১ দিনের মধ্যেই এগুলো তুরস্কে পৌঁছে যাবে. ইনশাআল্লাহ
হেমায়েতে ইসলাম মিশন।
ছারছীনা দরবার শরীফ, পিরোজপুর ❤️

14/02/2023

দলিল ছাড়া মেরাজ বিশ্বাস করার নাম সিদ্দিকে আকবর (رضى ٱللَّٰهُ عنه)।আর বিশ্বাস না করার নাম আবু জাহেল।

14/02/2023

আমার প্রাণ প্রিয় হুজুর ❤️❤️
আল্লাহ রাব্বুল আলামীন যেন হুজুরকে সুস্থ রাখেন এবং নেক হায়াত দান করুন ❤️
আমিন ❤️

11/02/2023

ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এলোরে দুনিয়ায়। ||| The beloved Muhammad (may peace be upon him) of the universe is in the world. |||Ulamaye Sarsina উলামায়ে ছারছীনা
Singer's: MAWLANA IMAM HUSAIN
M***I ABDUR RAHMAN HUSAINI
AKRAM HOSSAIN

11/02/2023

প্রিয় শিল্পীদের গজল যতবারই শুনি,
প্রভুর টানে কেমন জানি মন বেকুল বে-কারার হয়ে পরে ||||
Singer: Abdur Rahman Husaini

11/02/2023

প্রশ্নঃ- আপনি জগৎবিখ্যাত আলেম হয়েও ছারছীনা দরবারের মুরিদ হলেন কেন?
ডক্টর আল্লামা মুহাম্মদ কাফীলুদ্দীন সরকার সালেহী

10/02/2023

ওয়াজ করছেন।
জনাব আলহাজ্ব হযরত মাওলানা রুহুল আমীন সালেহী (মা,জী,আ,)

ছা্রছীনা দরবার শরীফের কুতুবুল আলম শায়খুল মাশায়েখ পীর শাহ সুফি হযরত মাওলানা নেছার উদ্দিন আহমাদ (রহমাতুল্লাহি আলাইহি) এর...
26/01/2023

ছা্রছীনা দরবার শরীফের কুতুবুল আলম শায়খুল মাশায়েখ পীর শাহ সুফি হযরত মাওলানা নেছার উদ্দিন আহমাদ (রহমাতুল্লাহি আলাইহি) এর ৭১ তম ও মোজাদ্দিদে জামান কুতুবুল আলম পীর শাহ সুফি হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ (রহমাতুল্লাহি আলাইহি )এর ৩৩ তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ইসালে স ওয়াব ও দোয়ার মাহফিল||

সকল পীর ভাই ও মুহিব্বীনদের মাহফিলে আসার জন্য দাওয়াত রইল 🥰
Ulamaye Sarsina উলামায়ে ছারছীনা

আজ ১৮ই জানুয়ারি ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ,সাবেক প্রধান মুফতি ও সাবেক প্রধান মুহাদ্দিস মুফতিয়ে ...
18/01/2023

আজ ১৮ই জানুয়ারি ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ,সাবেক প্রধান মুফতি ও সাবেক প্রধান মুহাদ্দিস মুফতিয়ে আযম মরহুম আল্লামা মুহাম্মদ আমজাদ হুসাইন (জামালপুরী হুজুর) (রহ.) এর ১৪ তম ইন্তেকাল বার্ষিকী।
🛑১৪ তম ইন্তেকাল বার্ষিকী
ছারছিনা দরবার শরীফের এক ফুটন্ত গোলাপ ফুল,ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসার মরহুম প্রিন্সিপাল হুজুর মাওলানা মোহাম্মদ আমজাদ হুসাইন ( র.)
হে আল্লাহ আপনি হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমিন।

14/01/2023

#আলহামদুলিল্লাহ_________
ছারছীনা দারুসসুন্নাত জামেয়ায়ে নেছারীয়া দীনিয়ার জামাতে সুওমের প্রায় ২৫০ সৌভাগ্যবান ছাত্র আনুষ্ঠানিক ভাবে "মেশকাত শরীফ" র সবক নিচ্ছে।
সবক প্রদান করেন, ছারছীনা দারুসসুন্নাত জামেয়ায়ে নেছারীয়া দীনিয়া মাদরাসার সম্মানিত মুদীর, উস্তাজুল আসাতিজা, আলহাজ্ব মাওলানা মুফ্তী মুহাম্মদ মাহমুদুল মুনীর হামীম সাহেব (মা.জি.আ.)।।।
Ulamaye Sarsina উলামায়ে ছারছীনা

13/01/2023

আজ ছারছীনা দরবার শরিফে এসে, একজন হিন্দু ভাই, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

আলহামদুলিল্লাহ

11/01/2023

√আমল যাহাই করেন না কেন?
ইতেকাদ ঠিক রাখবেন।

আমীরে হিযবুল্লাহ আমীরে শরিয়ত ও তরিকত
আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ (মা.জি.আ.)
পীর সাহেব ছারছীনা দরবার শরীফ।
Ulamaye Sarsina উলামায়ে ছারছীনা

আগামী ১১,১২,১৩ জানুয়ারি ২০২৩ইং রোজ বুধ, বৃহস্পতি,ও শুক্রবার ,ছারছীনা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কেবলার( মা জি আ )এর...
10/01/2023

আগামী ১১,১২,১৩ জানুয়ারি ২০২৩ইং রোজ বুধ, বৃহস্পতি,ও শুক্রবার ,ছারছীনা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কেবলার( মা জি আ )এর শুভাগমনে বাৎসরিক ইছালে ছওয়াব মাহফিল ও বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ কুমিল্লা জেলা সম্মেলন।
#স্থান:- মোস্তফাপুর খানকায় ছালেহীয়া কমপ্লেক্সে সংলগ্ন ময়দান।
উক্ত মাহফিলে সকল পীর ভাই মুহিব্বীন ও ধর্মপ্রাণ মুসলমান ভাইগন আমান্তিত।

#প্রচারে:- Ulamaye Sarsina উলামায়ে ছারছীনা ।

ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়ার দাওরায়ে হাদীস, ইফতা ও তাফসীর জামাতের ছাত্রদের সবক অনুষ্ঠান- আজ ৭-১-২...
07/01/2023

ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়ার দাওরায়ে হাদীস, ইফতা ও তাফসীর জামাতের ছাত্রদের সবক অনুষ্ঠান- আজ ৭-১-২০২৩খ্রি. রোজ: শনিবার, দুপুর ২টায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরে হিজবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা শাহ মুহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.)
পীর সাহেব, ছারছীনা দরবার শরীফ
সবক প্রদান করেন: আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (বড় শাহ সাহেব হুজুর)
সিনিয়র নায়েবে আমীর, বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ
রইস, ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়া
উপস্থিত ছিলেন:
আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু বকর মুহাম্মাদ সালেহ নেছারুল্লাহ (ছোট শাহ সাহেব হুজুর)
মুহাদ্দিস, ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়া
আরো উপস্থিত ছিলেন ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ ইসলামীয়া, ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়া ও হাফেজী মাদ্রাসার সম্মানিত সকল আসাতেজায়ে কেরাম ও ছাত্র ও অন্যান্য মেহমান বৃন্দ।
Ulamaye Sarsina উলামায়ে ছারছীনা

07/01/2023

আহলে হাদিসদের ভাঁড়ে আগুনধরিয়ে দিলেন 🔥🔥
পীরজাদা মেহেরাব সিদ্দিকী ভাইজান ❤️❤️
Ulamaye Sarsina উলামায়ে ছারছীনা

মুহাররম মাসে-ই বলবো  happy new year 🎆
31/12/2022

মুহাররম মাসে-ই বলবো happy new year 🎆

ছারছীনা দারুসসুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়া মাদরাসার             ভর্তি বিজ্ঞপ্তি ✅ভর্তি শুরু: ০১/০১/২০২৩.         ভর্ত...
20/12/2022

ছারছীনা দারুসসুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়া মাদরাসার
ভর্তি বিজ্ঞপ্তি ✅

ভর্তি শুরু: ০১/০১/২০২৩. ভর্তি শেষ: ১০/০১/২০২৩
@বিস্তারিত জানতে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করুন। অথবা
Muhammad Amir Hamza
এই আইডিতে নক করতে পারে যতটুক সম্ভব জানানো হবে ইনশাআল্লাহ।।।।।

17/12/2022

|||||'যুগ যুগান্তরে গাইবে জাতি'''''''||||Jug jugantore gaibe jati ||||||

আপনার সন্তানকে হক্কানি আলেম বানানোর জন্য
দীনিয়া মাদ্রাসায় ভর্তি করুন।।।
Ulamaye Sarsina উলামায়ে ছারছীনা

13/12/2022

ছারছীনা দারুসসুন্নাত জামেয়ায়ে নেছারীয়া দীনিয়ার সম্মানিত মুদীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতী মাহমুদুম মুনীর হামীম (মা.জি.আ) হুজুরের ছোট সাহেবজাদা মুহাম্মাদ মিনহাজ এর কন্ঠে আয়াতুল কুরসি তিলাওয়াত ।।

ছাত্র : ছারছীনা দারুসসুন্নাত হাফেজিয়া মাদ্রাসা।।।
Ulamaye Sarsina উলামায়ে ছারছীনা
Muhammad Amir Hamza ❤️

02/12/2022

৯৫% মুসলমানের দেশে স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তকে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি
ছারছীনা শরীফের পীর ছাহেব হুজুর কেবলা( মা,জি,আ,) এর জোর দাবী জানান।
Ulamaye Sarsina উলামায়ে ছারছীনা
Muhammad Amir Hamza

Address

Singra
5860

Telephone

+8801765237798

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ulamaye Sarsina উলামায়ে ছারছীনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ulamaye Sarsina উলামায়ে ছারছীনা:

Share


Other Social Media Agencies in Singra

Show All