Expert Analysis Services

Expert Analysis Services Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Expert Analysis Services, Social Media Agency, Singra ( Narore ), Singra.

USP কি?  অনেক Business Owner মনে করে বাজেট বেশী দিয়ে অ্যাড দিলেই   অনেক অনেক সেলস আসবে । কিন্তু আসলেই কি তাই? একজন  কাস্...
18/07/2025

USP কি?
অনেক Business Owner মনে করে বাজেট বেশী দিয়ে অ্যাড দিলেই
অনেক অনেক সেলস আসবে । কিন্তু আসলেই কি তাই? একজন
কাস্টমার কেন আপনার কাছে থেকে আপনার পন্য কিনবে ?কিসের
জন্য কিনবে?আপনার পণ্য কিনে কি তিনি লাভবান হবেন?
চলুন বিস্তারিত জেনে আসি
USP মানে হলো Unique Selling Proposition.
এটি হলো এমন একটি বিশেষ বৈশিষ্ট্য বা সুবিধা, যা একটি পণ্য বা
সার্ভিসকে তার প্রতিযোগীদের থেকে আলাদা করে তোলে এবং
গ্রাহকদের কেনার জন্য উৎসাহিত করে। যখন বাজারে অনেক অনেক
প্রতিযোগী থাকে, তখন একজন গ্রাহক সিদ্ধান্ত নিতে চায় কেন সে
আপনাকে বেছে নেবে,আপনার পন্যের ভিন্নতা, গুণগত মান, ইত্যাদি
ঠিক আছে কিনা ।
একটি বিজনেসের জন্য USP এর গুরুত্ব
➤ একই ধরণের পণ্য অনেকেই বিক্রি করছে। USP আপনার ব্র্যান্ডকে
ব্যতিক্রম করে তোলে এবং বাজারে আলাদা পরিচিতি তৈরি করে
➤গ্রাহকের মনে প্রভাব ফেলে
➤বিপণনে কার্যকর ভূমিকা রাখে
➤বিশ্বাসযোগ্যতা বাড়ায়
➤মুল্য নির্ধারণে সহায়তা করে
একটি সফল বিজনেসের জন্য USP কিভাবে ধাপে ধাপে কাজ করে ?
1. Unique (অন্যদের থেকে আলাদা করা)
আপনার প্রোডাক্ট বা সার্ভিসে এমন কী আছে যা অন্যদের নেই?
2. Sales (বিক্রয় বাড়ানো)
গ্রাহক বুঝে যায় কেন আপনার কাছ থেকে কিনবে।
3. Marketing (বিপণনে স্পষ্ট বার্তা)
বিজ্ঞাপনে গ্রাহকের সমস্যার সমাধান দেখানো যায়
4. Consumer (গ্রাহক আকর্ষণ ও বিশ্বাস অর্জন)
গ্রাহক বুঝে যায় তার জন্য কী সুবিধা আছে
5. Branding (ব্র্যান্ডকে শক্তিশালী করে)
মানুষের মনে আপনি স্পষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করছেন এমন
ধারণা তৈরি হয়
6. Benefits (সরাসরি সুবিধা)
Loyal Customer তৈরি হয়

আপনার কি এখনো শুধু ফেসবুক প্রোফাইল দিয়ে ব্যবসা চালাচ্ছেন?অনেকেই এখনও জানেনা, প্রোফাইল দিয়ে বিজনেস চালালে  ঠিক মতন কাস্টম...
10/07/2025

আপনার কি এখনো শুধু ফেসবুক প্রোফাইল দিয়ে ব্যবসা চালাচ্ছেন?
অনেকেই এখনও জানেনা, প্রোফাইল দিয়ে বিজনেস চালালে ঠিক মতন কাস্টমার পাওয়া সম্ভব হয়না না , সঠিক ভাবে মার্কেটিং করা যায় না
“এই সমস্যার সহজ সমাধান — একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করা যা আপনার ব্যবসা বা ব্র্যান্ডেকে পরবর্তী স্তরে যেতে সাহায্য করবে ।
ফেসবুক পেজ সেটআপ কেন করবো ?
✅ প্রফেশনাল ব্র্যান্ড ইমেজ তৈরি হয়
✅পণ্য বা সার্ভিস বিক্রি করতে
✅ ভিজিটর ও ক্রেতাদের ডেটা জানতে পারা যায়
✅ Facebook Ads চালানো যায়
✅ বিশ্বাসযোগ্যতা তৈরি করতে সাহায্য করে
একটি সাজানো-গোছানো ফেসবুক পেজ দেখলে মানুষ মনে করে আপনি প্রফেশনাল, ফলে তারা আপনাকে ফলো করে বা পণ্য/সার্ভিস নিতে আগ্রহী হয়।

🔵 যেকোন ব্যবসার জন্য ফেসবুকে পোস্ট বুস্ট কেন করতে হয়?ফেসবুকে পোস্ট বুস্ট করা মানে হলো নির্দিষ্ট একটি পোস্টকে বেশি সংখ্য...
01/03/2025

🔵 যেকোন ব্যবসার জন্য ফেসবুকে পোস্ট বুস্ট কেন করতে হয়?

ফেসবুকে পোস্ট বুস্ট করা মানে হলো নির্দিষ্ট একটি পোস্টকে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এটি মূলত ব্যবসা, ব্র্যান্ড বা কনটেন্ট ক্রিয়েটর তাদের টার্গেট অডিয়েন্সের কাছে দ্রুত এবং কার্যকরভাবে পৌঁছাতে সাহায্য করে।

🚀 পোস্ট বুস্ট করার উপকারিতা (যেকোনো ব্যবসার জন্য):

🎯 নির্দিষ্ট অডিয়েন্সকে টার্গেট করা:
বয়স, এলাকা, আগ্রহ এবং আচরণের ভিত্তিতে নির্দিষ্ট অডিয়েন্স
বাছাই করা যায়।
📈 রিচ ও এনগেজমেন্ট বাড়ানো:
পোস্টে বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং ক্লিক পাওয়ার সম্ভাবনা
বাড়ে।
⏱️ দ্রুত ফলাফল পাওয়া:
স্বল্প সময়ে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো যায়।
💰 বিক্রয় এবং লিড বৃদ্ধি:
পণ্যের বিজ্ঞাপন করলে সরাসরি বিক্রয় বাড়ে এবং নতুন গ্রাহক
পাওয়া যায়।
📊 ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি:
ব্র্যান্ড বা পণ্যের নাম বেশি মানুষের কাছে পৌঁছায়।
📅 বিশেষ অফার বা ইভেন্ট প্রচার:
ডিসকাউন্ট, ইভেন্ট বা নতুন পণ্যের প্রচারে কার্যকর।
💼 ছোট ব্যবসার জন্য কস্ট ইফেক্টিভ:
কম খরচে কার্যকর মার্কেটিং পদ্ধতি।

সবাইকে ঈদ-উল আযহার শুভেচ্ছা
16/06/2024

সবাইকে ঈদ-উল আযহার শুভেচ্ছা

10/04/2024

ঈদ ঠিক আগের মতনই আছে
কিন্তু ঈদের আনন্দটা আর আগের মতন নাই। আর পরিবারের ভালোবাসার মানুষ ছারা তো কখনই না পিতা নামক বটগাছ ছারা একজন সন্তানের ঈদের আনন্দ কখনই পূর্নতা পায়না। মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করি পৃথিবীর সকল পিতা-মাতাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করুন (আমিন)

11/03/2024

২০২২ সালে থেকে ২০২৪ পর্যন্ত দুইবার রমজান পাইলাম কিন্তু সেহেরিতে ঘুম থেকে ওঠার জন্য জিনি ১৫-২০ ডাকতেন এবং একটি বারের জন্যও বিরক্ত হইতেন নাহ কিংবা কখনও রাগতেনও না সেই মানুষটিকে অনেক মিস করি।
তিনি আরকেউ না তিনি আমার শ্রদ্ধেহ ও ভালোবাসার পিতা
সেহেরি সময় হইলেই মনে হয় তিনি ডাকছেন। কিন্তু না শত কষ্ট আর ভীষন মন খারাপ নিয়েই নিজেকেই নিজেকে ডেকে তুলতে হয়।
মহান আল্লাহ তায়ালার কাছে সন্তান হিসাবে একটাই দোয়া এই পবিত্র মাহে রমজান এর উসিলায় আমার মরহুম পিতার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন এবং তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন ।

02/11/2023
ঈদ মুবারাক 🌙তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!সবাইকে ঈদ-উল আযহার শুভেচ্ছা। ঈদ হোক আনন্দময় ও বরকতময়।
28/06/2023

ঈদ মুবারাক 🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

সবাইকে ঈদ-উল আযহার শুভেচ্ছা।
ঈদ হোক আনন্দময় ও বরকতময়।

পেইজের মাধ্যমে  আপনি আপনার ব্যবসাকে বৃদ্ধি করতে চাইলে অবস্যই আপনার পেইজটিকে সঠিক ভাবে সেটআপ করতে হবে । আপনার পেইজটিকে পর...
24/06/2023

পেইজের মাধ্যমে আপনি আপনার ব্যবসাকে বৃদ্ধি করতে চাইলে
অবস্যই আপনার পেইজটিকে সঠিক ভাবে সেটআপ করতে হবে ।

আপনার পেইজটিকে পরিপূর্ণ ভাবে ভাবে সেটআপ করতে
আমার সাথে যোগাযোগ করুন ।
কল / ম্যাসেজ করুন
মোবাইলঃ-০১৭৭৩৯৪৬৪৫৪
E-mail : [email protected]

16/12/2022

মহান বিজয় দিবসের শুভেচ্ছা

Address

Singra ( Narore )
Singra
6450

Alerts

Be the first to know and let us send you an email when Expert Analysis Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Expert Analysis Services:

Share