31/10/2025
সব গাছেরই আলাদা সৌন্দর্য আছে। যত্ন করে রাখলে যেমন মানুষ সুন্দর হয়ে যায় তেমনই যত্ন করে লাগালে একটা আগাছাও হয়ে যেতে পারে আপনার শখের ইন্টেরিওর প্লান্ট 🌿পৃথিবীতে সবাই যত্নের কাংগাল,ভালবাসার কাংগাল। তবে এটা একতর্ফা হলে হবে না। আপনি যেমন টা দিচ্ছেন ঠিক ওই পাশ থেকেও তার কিছু অংশ আসতে হবে। যেমন গাছকে যত্ন করলে তা আমাদের ফুল দেয়, ফল দেয়, পাতার সৌন্দর্যে মুগ্ধ করে তেমনি কোন মানুষকেও ভালবাসলে,যত্ন নিলে সেখান থেকেও ভালবাসা পাওয়াটা আমাদের অধিকার। আর এতে ব্যর্থ হলেই সম্পর্কের তালমিলটা আর টেকে না।
ফুলহীন,ফলহীন,সৌন্দর্য ছাড়া গাছকে উপড়ে ফেলে আমরা নতুন গাছ লাগাই,মানুষের বেলাতেও তাই হয়। ভালবাসাহীন অকৃতজ্ঞ মানুষ গুলোকেও আমরা জীবন থেকে সরিয়ে ফেলি।❤
মাটির হাড়িতে লাগিয়েছি ফার্ন গাছ,যা বাসার নিচে দেয়ালের চিপায় মাথা বের করে ছিল।
গাছ লাগানো যেনো নেশায় পরিনত হচ্ছে🙆♀️ যাকেই দেখি তুলে এনে ঘরে যায়গা দিতে ইচ্ছে করে। এদিকে বরের কড়া নির্দেশ," যা লাগাচ্ছো লাগাও , বাসা বদলানোর সময় জায়গা না হলে কিন্তু রেখে যেতে হবে" 🥹
পরের কথা পরে ভাববো।সেই তখন কি হবে সেই ভয়ে কি আর এখন ভাল থাকবো না??
কাল আমি নাও থাকতে পারি তাইনা?🥹
A diary of a soldier's wife 🌿