A diary of a soldier's wife

A diary of a soldier's wife This is a tale of soldier'wife life, a tale of a woman, a tale of a human❤️

সব গাছেরই আলাদা সৌন্দর্য আছে। যত্ন করে রাখলে যেমন মানুষ সুন্দর হয়ে যায় তেমনই যত্ন করে লাগালে একটা আগাছাও হয়ে যেতে পারে আ...
31/10/2025

সব গাছেরই আলাদা সৌন্দর্য আছে। যত্ন করে রাখলে যেমন মানুষ সুন্দর হয়ে যায় তেমনই যত্ন করে লাগালে একটা আগাছাও হয়ে যেতে পারে আপনার শখের ইন্টেরিওর প্লান্ট 🌿পৃথিবীতে সবাই যত্নের কাংগাল,ভালবাসার কাংগাল। তবে এটা একতর্ফা হলে হবে না। আপনি যেমন টা দিচ্ছেন ঠিক ওই পাশ থেকেও তার কিছু অংশ আসতে হবে। যেমন গাছকে যত্ন করলে তা আমাদের ফুল দেয়, ফল দেয়, পাতার সৌন্দর্যে মুগ্ধ করে তেমনি কোন মানুষকেও ভালবাসলে,যত্ন নিলে সেখান থেকেও ভালবাসা পাওয়াটা আমাদের অধিকার। আর এতে ব্যর্থ হলেই সম্পর্কের তালমিলটা আর টেকে না।
ফুলহীন,ফলহীন,সৌন্দর্য ছাড়া গাছকে উপড়ে ফেলে আমরা নতুন গাছ লাগাই,মানুষের বেলাতেও তাই হয়। ভালবাসাহীন অকৃতজ্ঞ মানুষ গুলোকেও আমরা জীবন থেকে সরিয়ে ফেলি।❤

মাটির হাড়িতে লাগিয়েছি ফার্ন গাছ,যা বাসার নিচে দেয়ালের চিপায় মাথা বের করে ছিল।
গাছ লাগানো যেনো নেশায় পরিনত হচ্ছে🙆‍♀️ যাকেই দেখি তুলে এনে ঘরে যায়গা দিতে ইচ্ছে করে। এদিকে বরের কড়া নির্দেশ," যা লাগাচ্ছো লাগাও , বাসা বদলানোর সময় জায়গা না হলে কিন্তু রেখে যেতে হবে" 🥹
পরের কথা পরে ভাববো।সেই তখন কি হবে সেই ভয়ে কি আর এখন ভাল থাকবো না??
কাল আমি নাও থাকতে পারি তাইনা?🥹

A diary of a soldier's wife 🌿

এক চালাক ব্যক্তি কয়েকজন লোকের উদ্দেশ্যে একটি মজার জোকস বললেন।এটি শুনে সবাই পাগলের মতো হাসতে লাগলো।কিছুক্ষন পর লোকটি সবার...
25/10/2025

এক চালাক ব্যক্তি কয়েকজন লোকের উদ্দেশ্যে একটি মজার জোকস বললেন।এটি শুনে সবাই পাগলের মতো হাসতে লাগলো।

কিছুক্ষন পর লোকটি সবার উদ্দেশ্যে আবার সেই একই জোকসটি বললেন।এবারও তাদের মধ্যে কয়েকজন লোক হাসলেন ও বাকীদের আর হাসি আসলো না।

এরপর সেই চালাক ব্যক্তি একই জোকস বার বার বলতে লাগলেন। শেষে এমন অবস্থা হলো সে বার বার একই জোকস শুনে হাসার মতো আর কেউ থাকলো না।

এবার তিনি মুচকি হাসলেন এবং সবার উদ্দেশ্যে বললেন,

দেখো। তোমরা একই জোকস শুনে বার বার হাসতে পারো না। তাহলে কেন তোমরা জীবনে পাওয়া কোন একটা কষ্টের জন্যে দিনের দিন কাঁদতে থাকো?

জীবন ভীষণ সুন্দর। এটাকে কেদে কেদে পার না করে নিজেকে ভাল রাখার চেষ্টা করুন।❤️

ছবি: বীফ পিজ্জা🍕🍕

゚viralシfypシ゚

জলপাই শরবত 🥂🍐সেদ্ধ জলপাই সাথে,পুদিনা,চাটমশলা,বিটলবণ, এক টুকরো মরিচ 🌶️যারা আমের শরবত ভালবাসেন এটাও একবার খেয়ে দেখবেন,ভাল ...
24/10/2025

জলপাই শরবত 🥂🍐

সেদ্ধ জলপাই সাথে,পুদিনা,চাটমশলা,বিটলবণ, এক টুকরো মরিচ 🌶️
যারা আমের শরবত ভালবাসেন এটাও একবার খেয়ে দেখবেন,ভাল লাগবে🥰

বোম্বাই মরিচের আচার😋ঝাল হলেও এই জিনিসটা আমার খুব প্রিয়❤️🌶️🌶️
18/04/2025

বোম্বাই মরিচের আচার😋

ঝাল হলেও এই জিনিসটা আমার খুব প্রিয়❤️🌶️🌶️

17/04/2025

Caspher' busy night😊

Address

Singra
6450

Alerts

Be the first to know and let us send you an email when A diary of a soldier's wife posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share