
22/08/2025
আপনার হাতে কফি ভর্তি একটি কাপ। হঠাৎ কেউ এসে ধাক্কা দিল, আর আপনার কাপ থেকে কফি ছলকে চারদিকে ছড়িয়ে পড়ল।
প্রশ্ন: কফি কেন পড়লো?
ভুল উত্তর: কারণ কেউ আমাকে ধাক্কা দিয়েছে।
সঠিক উত্তর: আপনার কাপ থেকে কফি পড়েছে, কারণ আপনার কাপে কফি ছিল। যদি চা থাকতো, তবে চা-ই পড়তো।
আপনার ভেতর যা আছে, ধাক্কা খেলে সেটাই বেরিয়ে আসে। জীবন যখন আপনাকে ধাক্কা দেবে (আর তা নিশ্চিতভাবেই দেবে), আপনার ভেতরের আসল রূপ প্রকাশ পাবে। যদি আপনার ভেতর ধৈর্য, জ্ঞান আর শুভবুদ্ধি থাকে, তবে সেগুলোই বেরিয়ে আসবে। আর যদি রাগ, অজ্ঞতা আর অসভ্যতা থাকে, তবে সেগুলোই চারদিকে ছড়িয়ে যাবে।
আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশি— কেউ ভালো ব্যবহার করে, কেউ খারাপ, কেউ কৃতজ্ঞ, আবার কেউ অসভ্য। তাদের প্রত্যেকের ভেতর যা আছে, সেটাই তারা চারদিকে ছড়িয়ে দেয়।
আপনার জীবনও একটি কাপের মতো। এই কাপে আপনি কী ভরবেন, সেই সিদ্ধান্ত আপনার। যদি জ্ঞান, ভালোবাসা আর উদারতা দিয়ে আপনার কাপটি ভরেন, তবে সেটাই আপনার পরিবার, সমাজ আর পৃথিবীতে ছড়িয়ে পড়বে।
সুতরাং, সচেতন হোন— আপনি যা নিজের ভেতরে রাখবেন, ধাক্কা খেলে সেটাই বাইরে প্রকাশ পাবে।
#জীবন #শিক্ষা #মনোভাব #উদারতা #পজিটিভ_থিংকিং #অনুপ্রেরণা #অনুভূতি #জীবনদর্শন #আত্মোন্নয়ন