17/10/2023
আমার বিয়ে হয়েছে আজ ২ বছর আমার একটা মেয়ে সন্তান ও আছে । আমাদের অনেক সুখের সংসার। অনেক দিন ধরে আমার শুশুর অসুস্থ। কাল আমার স্ত্রী ঢাকায় যাবে।
স্ত্রী: আচ্ছা তুমি কাল রাতে কি ভাবে থাকবা ??
স্বামি: হঠাৎ এই কথা ??
স্ত্রী: না মানে বিয়ের পরে তো আমাকে ছাড়া তুমি একদিন ও থাকো নাই।
স্বামি: হুম.. সমস্যা নাই আমি তোমার সাথে ঢাকা চলে যাবো
স্ত্রী: সত্যি 🥰🥰
স্বামি: হুম ....🥰
স্ত্রী: তোমার এই বুকে সারা জীবন আমাকে আগলে রাখবে তো 🤗
স্বামি: সারা জীবন🤗🤗
স্ত্রী: জানো আমার মন কেমন যেন করছে লাগতেছে যে তোমার বুকে আজ আমার শেষ রাত😓
স্বামি: একদম চুপ এসব কি বলছো তুমি। এসব কথা কখনো মুখে আনবে না পাগলি।😓😓
দুই জন মিলে ঘুমিয়ে পড়লাম🤗
পরের দিন সকাল দুই জন মিলে ফজরের নামাজ পড়ে রওয়ানা দিলাম হঠাৎ টেন স্টেশনে ফোন আসলো বসের❤️
বস: সারিয়া কোথায় তুমি এখন খুব ইমার্জেন্সি অফিসে আসতে হবে তোমাকে!!❤️
সারিয়া: বস আমি তো ছুটি নিয়ে ছিলাম অফিস থেকে
আর এখন আমি আর আমার স্ত্রী ঢাকায় যাচ্ছি??❤️❤️
বস: আমি কিছু জানি না খুব ইমারজেন্সি মিটিং আছে এটা আমাদের কুম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সারিয়া : কিন্তু বস.....😓😓
স্ত্রী: কী হয়েছে ??💔😓
স্বামি: আসলে বস ফোন করে বলছে এখনই অফিসে যেতে...💔
স্ত্রী: আচ্ছা তুমি চলে যাও আমি একা যেতে পারবো.. আমি বিয়ের আগে অনেক বার একা একা ঢাকা গিয়েছি ..
😭
স্বামি: সত্যি যেতে পারবে...😊
স্ত্রী: পারবো বলছি তো তোমাকে তুমি চিন্তা করো না যাও অফিসে যাও ।আর আমার জন্য চিন্তা করো না।
😓
স্বামি : সরি ....💔
স্ত্রী: আরে সমস্যা নাই যাও তুমি ??😓
একবার ঐ সময় জরিয়ে ধরছিলাম তাকে সাবধানে যেও আর পোঁছলে কল দিবা।😭
ট্রেন ছেড়ে দিয়েছে আমি এক দৃষ্টিতে ট্রেনের দিকে তাকিয়ে আছি বুকের ভিতর টা কেমন কেমন করতেছে
আবার বসের ফোন 😓
তার পর চলে গেলাম অফিসে 🥴
ঠিক রাত নয় টায় বাসায় ফিরলাম ....❤️
বাসায় এসে ডাক দিলাম আমার ছোট্ট মেয়ে টা কে কোনো শব্দ নেই 😓
হঠাৎ মনে হলো ওরা তো বাসায় নেই
ফোন টা হাতে নিয়ে দিলাম কল .... আপনি যে নাম্বারে কল দিয়েছেন ঐ নাম্বারে এখন সংযোগ দেওয়া স্বভব হচ্ছে না।
মাথা নষ্ট বাসায় অনেক একা একা লাগছে...
আজ ঘুম হচ্ছে না বার কল দিয়ে যাচ্ছি কোনো রেসপন্স নেই 😓
কখন যে চোখ লেগে গেল বুঝে উঠতে পারলাম 😓
হঠাৎ ফোন ভাবছিলাম হয়তো আমার স্ত্রী কিন্তু না,