03/08/2022
ডিজিটাল মার্কেটিং এজেন্সীতে জনবল নিয়োগ করা হবে।
আপনি কি ঘরে বসে টাকা উপার্জন করতে চান ?
আপনি কি অনলাইনে চাকরী করতে চান ?
আপনি কি পড়াশোনার পাশাপাশি টাকা উপার্জন করতে চান ?
আপনি কি নিজেকে দক্ষ্ করে গড়ে তুলতে চান ,চাকরির বাজারে প্রতিযোগিতায় প্রতিষ্ঠিত হবার জন্য?
তাহলে এই সুযোগটা আপনার জন্য।
জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক দক্ষ লোক নিয়োগ দেওয়া হবে।
আপনি নিয়োগ পেলে যা পাবেন।
একটি স্মার্ট বেতন পাবেনক, সাথে কমিশনের সুবিধা রয়েছে আপনার বাড়তি আয়ের জন্য।
অন্যান্য কাজের চেয়ে অনলাইন কাজে রয়েছে মাসে লক্ষাধিক টাকা উপার্জনের অপার সম্ভাবনা।
আপনি আপনার বাসা থেকে স্বাধীন ভাবে কাজের সুযোগ পাবেন।
এবং বিশ্ব্ পরিবর্তন হচ্ছে ডিজিটাল জগতের দিকে, তাই ডিজিটাল কর্মদক্ষতা সম্পুর্ণ লোকের চাহিদা বিদ্যুৎ গতিতে বেড়েই চলেছে।
আপনি যদি হন একজন ডিজিটাল কর্মদক্ষ ব্যাক্তি, আপনার কাজের বাজার হবে পুরো পৃথিবী।
নিয়োগ পেতে যা করতে হবে।
কোম্পানির মানব সম্পদ বিভাগ থেকে প্রবর্তিত ২৪টা ক্লাসের একটি ট্রেনিং নিতে হবে।
ট্রেনিং শেষে আপনি চুড়ান্ত ভাবে কাজের জন্য নিয়োগ পাবেন।
ট্রেনিং নিতে যা করতে হবে।
আপনার একটা কম্পিউটার অথবা স্মার্ট ফোন থাকতে হবে।নোট- (কম্পিউটার ) হলে বেশি ভালো।
ভালো ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
আপনার জাতীয় আইডি কার্ডের/জন্মনিবন্ধন এর ফটোকপি সহ আপনার ফেসবুক আইডি দিবেন।
এবং ট্রেনিং ফী -৫০০০/=(পাঁচহাজার) টাকা জমা দিতে হবে।
বিকাশ পার্সোনাল-01755073612
নগদ পার্সোনাল-01755073612
যে ভাবে আবেদন জমা দিবেন।
উল্লেখিত নাম্বার টাকা জমা দিয়ে তার একটা স্ক্রিন সট নিবেন।
তার পর
হোটসঅ্যাপ নাম্বার-01755073612
হোটসঅ্যাপ চ্যাটে- সেই টাকা পাঠানোর স্ক্রিন সট, জাতীয় আইডিকার্ড অথবা জন্মনিবন্ধন এর ফটোকপি ও আপনার ফেসবুক আডি নাম বা লিংক পাঠিয়ে দিবেন।
অথবা ইমেইলে পাঠাতে পারেন।
[email protected] visit website- https://seoservice01.com/
এর পর আপনাকে ট্রেনিং গ্রুপে এড করে দেয়া হবে। বাকি সব কিছু সেখান থেকে জানতে পারবেন।
সিট সংখ্যা সীমিত, তাই আজই আবেদন জমা দেয়ার মাধ্যমে আপনার সিট বুক দিন।
আপনি চাইলে ওয়েবসাইট দেখতে পারেন- seoservice01.com
Arif_SEO, The Best SEO Service Provider In Bangladesh