02/03/2024
দুইজন মানুষ, সম্পূর্ণ চুপ, হয়তো এক রাশ অভিমান, হয়তো চাপা কষ্ট--৩ মিনিটের একটা ডায়লগ বিহীন দৃশ্য দিয়ে দর্শকের মন কেড়ে নেয়া... এত কম চরিত্রের একটা নাটক এ এত সুন্দর করে গল্পঃ টাকে ফুটিয়ে তুলেছে যেটা সত্যিই অসাধারণ ।
"কাছের মানুষ দূরে থুইয়া"- মনে দাগ কেটে থাকবে অনেকের।