নিস্তব্ধতা 01

নিস্তব্ধতা 01 জীবনের প্রতিটি মুহূর্তে ব্যার্থ হওয়া উচিৎ,
কারন ব্যার্থ না হলে শিক্ষা আসে না..

25/06/2025

একদিন মন ভইরা বাঁচতে শিখখা যামু। সেদিন খালি মনে থাকবো আমি কেমন কইরা দিনের পর দিন বাঁইচা থাহনের লাইগা নিজেরে ভাঙছি গড়ছি। হাইরা যাওনের লড়াইয়ে কেমন কইরা বুকের ভিতরের ফুরাইয়া আসা দমটারে আবার টাইনা তুইলা শ্বাস নিছি।

একদিন বত্রিশপাটি দাঁত কেলাইয়া খিকখিক কইরা হাসমু। খালি মনে থাকবো, আয়নার সামনে দাঁড়াইয়া কাঁপা কাঁপা ঠোঁটে কামড়াইয়া ধরে হাজার চেষ্টা কইরাও আমি আমার চোখের জল আঁটকাইতে পারি নাই, লুকাইতে পারি নাই।

একদিন আমিও কারোও না কারোও ভরসা হমু। তবুও খালি মনে থাকব, যখন আমারে সবচাইতে বেশি দরকার ছিল একটু বিশ্বাস করা, তহন দুনিয়ার একটা কাকপক্ষীও আমারে বিশ্বাস করে নাই।

একদিন খুব ভালো থাকমু, সত্যি কইতাছি, খুব ভালো থাকমু। তবুও খালি মনে থাকব, দুনিয়ার বেবাক আনন্দ উৎসবের মইধ্যে থাইকাও আমি কেমন কইরা দিনের পর দিন নিজের ভিতরে একা ছিলাম। খুউব একা।

একদিন সময় বদলাইয়া যাইবো, মানুষ বদলাইয়া যাইবো, বদলাইয়া যামু আমিও। খালি এই ফাঁকা বুকটার এককিনারে ব্লেডের লাহান খচখচ করতে থাকবো কিছু অপ্রাপ্তি, কিছু অপমান।

আমি ভুইলা যামুনা কিছুই—
কারা আমার নিরব থাহারে ভাইবা নিল দূর্বলতা, কারা সুযোগ পাইয়া চোক্ষেমুক্ষে মাইখা দিলো অপমানের কুৎসিত কালি, কারা আমার কান্নার নাম দিল নাটক, সব মনে রাখমু আমি, সব।

মনে রাখমু, জীবনের এই রেইসে কত্তোবার হুঁচট খাইয়া ভাঙাচোরা হৃদয় লইয়া আবার আমি উঠে দাঁড়াইছি, কত ক্লান্তি লইয়া আমি পাড়ি দিছি কাঁটা ভরা অজস্র পথ....

নিঃশব্দে ঝরে যাওয়া কামিনী ফুলের মতো, ঝরে যাক জীবনের ক্লান্তি আছে যতো।🌸
04/05/2025

নিঃশব্দে ঝরে যাওয়া কামিনী ফুলের মতো, ঝরে যাক জীবনের ক্লান্তি আছে যতো।🌸

03/05/2025

প্রজাপতি তুমি ছুঁ'য়ে দিয়ো তাকে ফুল ভেবে ভালোবাসি আমি যাকে 🦋🌸🌼

23/04/2025

তুমি যেতে যেতে চোখের ভাষায় বুঝিয়ে গিয়েছিলে- তোমার চলে যাওয়াটা হবে আমার জীবনের সবচেয়ে ভয়ংকর ঘূর্ণিঝড়ের রাত।

সেদিন নির্ঘুম একটা রাত কেটে গিয়েছিলো ঝড়ের সাথে দাঁড়িয়ে থাকতে থাকতে। সেই ভাঙচুর ঘূর্ণিঝড় টা চলছিলো বুকের ভিতর যে বুকে আর কখনো তুমি ফিরবেনা জেনেছিলাম।

সেই রাত থেকে আজও চোখ বন্ধ করলে তোমার চলে যাওয়ার দৃশ্য চোখে ভেসে ওঠে। মনে হয় এই করুণ দৃশ্য পৃথিবীর ইতিহাসের সবচেয়ে করুণ দৃশ্য কেও হার মানায়।

আমার দূরত্ব যদি তোমায় ভালো রাখে তবে এই দূরত্ব আকাশ পাতাল হোক!😊❤️‍🩹
17/04/2025

আমার দূরত্ব যদি তোমায় ভালো রাখে তবে এই দূরত্ব আকাশ পাতাল হোক!😊❤️‍🩹

_আমি সারাজীবন মনে রাখবো তুমি আমাকে কি কথা দিয়েছিলে আর কি করলে!💔😅
15/04/2025

_আমি সারাজীবন মনে রাখবো তুমি আমাকে কি কথা দিয়েছিলে আর কি করলে!💔😅

আমার বহু আগেই তোমাকে ভুলে যাওয়া উচিৎ ছিল অথচও তোমাকে বয়ে বেড়াচ্ছি; উচিৎ ছিল বলেই অনেক কিছু করা হয়ে উঠে না – -নিয়ম ভা'ঙা'...
12/04/2025

আমার বহু আগেই তোমাকে ভুলে যাওয়া উচিৎ ছিল অথচও তোমাকে বয়ে বেড়াচ্ছি; উচিৎ ছিল বলেই অনেক কিছু করা হয়ে উঠে না – -নিয়ম ভা'ঙা'র তাগিদে।
যেমন তোমার উচিৎ ছিল আমাকে একটু ভালোবাসা।🙂💔

12/04/2025

তোমার সাথে আমার মনের দূরত্ব যখন হঠাৎ তড়িৎ গতিতে বাড়ছিলো, তখন বুঝিনি আমাদের দূরত্ব গড়াবে পৃথিবীর এক মেরু থেকে বিপরীত মেরু অব্দি।

একদিন সন্ধ্যায় জানালার বাইরে সূর্যাস্তের পরবর্তী অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর দিকে তাকিয়ে মনে হলো- আমাদের যোগাযোগ এমন ভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে যেনো পাঁচশো বছর আগের পৃথিবী। একই রাজ্যে থেকেও মৃ`'ত্যুর খবরটুকু জানার সুযোগ নেই।

তোমার প্রিয় রং, পুরনো বদভ্যাস এসব প্রায় ভুলেই গেছি। শুধু মনে রয়ে গেছে আমাদের দূরত্ব বাড়ার আগমুহূর্তে কাছাকাছি থাকার সেই দিনগুলি।
ভালো থেকো 😃

08/04/2025

আমার অভিমান তোমার দিকে ধেয়ে আসা এক নিরব চিৎকার। তুমি বুঝলে প্রেম, না বুঝলে দুঃখ!🖤

08/04/2025

দূরে আছো দূরেই থাকো অনুভূতির তীব্র অভিমানে, শুধুই মনে রেখো আমিও ছিলাম কখনো..!🖤

07/04/2025

Address

Sirajganj
6700

Alerts

Be the first to know and let us send you an email when নিস্তব্ধতা 01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share