25/06/2025
একদিন মন ভইরা বাঁচতে শিখখা যামু। সেদিন খালি মনে থাকবো আমি কেমন কইরা দিনের পর দিন বাঁইচা থাহনের লাইগা নিজেরে ভাঙছি গড়ছি। হাইরা যাওনের লড়াইয়ে কেমন কইরা বুকের ভিতরের ফুরাইয়া আসা দমটারে আবার টাইনা তুইলা শ্বাস নিছি।
একদিন বত্রিশপাটি দাঁত কেলাইয়া খিকখিক কইরা হাসমু। খালি মনে থাকবো, আয়নার সামনে দাঁড়াইয়া কাঁপা কাঁপা ঠোঁটে কামড়াইয়া ধরে হাজার চেষ্টা কইরাও আমি আমার চোখের জল আঁটকাইতে পারি নাই, লুকাইতে পারি নাই।
একদিন আমিও কারোও না কারোও ভরসা হমু। তবুও খালি মনে থাকব, যখন আমারে সবচাইতে বেশি দরকার ছিল একটু বিশ্বাস করা, তহন দুনিয়ার একটা কাকপক্ষীও আমারে বিশ্বাস করে নাই।
একদিন খুব ভালো থাকমু, সত্যি কইতাছি, খুব ভালো থাকমু। তবুও খালি মনে থাকব, দুনিয়ার বেবাক আনন্দ উৎসবের মইধ্যে থাইকাও আমি কেমন কইরা দিনের পর দিন নিজের ভিতরে একা ছিলাম। খুউব একা।
একদিন সময় বদলাইয়া যাইবো, মানুষ বদলাইয়া যাইবো, বদলাইয়া যামু আমিও। খালি এই ফাঁকা বুকটার এককিনারে ব্লেডের লাহান খচখচ করতে থাকবো কিছু অপ্রাপ্তি, কিছু অপমান।
আমি ভুইলা যামুনা কিছুই—
কারা আমার নিরব থাহারে ভাইবা নিল দূর্বলতা, কারা সুযোগ পাইয়া চোক্ষেমুক্ষে মাইখা দিলো অপমানের কুৎসিত কালি, কারা আমার কান্নার নাম দিল নাটক, সব মনে রাখমু আমি, সব।
মনে রাখমু, জীবনের এই রেইসে কত্তোবার হুঁচট খাইয়া ভাঙাচোরা হৃদয় লইয়া আবার আমি উঠে দাঁড়াইছি, কত ক্লান্তি লইয়া আমি পাড়ি দিছি কাঁটা ভরা অজস্র পথ....