MOMIN

MOMIN প্রতি সেকেন্ডে তাঁকে স্মরণ করুন
যিনি প্রতি সেকেন্ডে নিশ্বাস চালু রেখেছেন!!
❤️ আল্লাহ ❤️

সময় সেটা অনেক দামি জিনিস,, ‌ অনেক পরিশ্রম করে কিনতে হবে
05/05/2025

সময় সেটা অনেক দামি জিনিস,,
‌ অনেক পরিশ্রম করে কিনতে হবে

30/12/2024

#প্রিয়😢😢😢❤️‍🩹

– শেষ পর্যন্ত থাকতে পারলে তবেই এসো, না হলে দরকার নেই!
03/04/2024

– শেষ পর্যন্ত থাকতে পারলে তবেই এসো, না হলে দরকার নেই!

অনেকে বলেন আমি কাজ শিখেছি কিন্তু কাজ পাচ্ছি না আমি তাদের জন্য  তিনটা সমাধান দিচ্ছি।১, প্রথমত হলো আপনি সবেই জানেন যেমন ফে...
14/10/2023

অনেকে বলেন আমি কাজ শিখেছি কিন্তু কাজ পাচ্ছি না আমি তাদের জন্য তিনটা সমাধান দিচ্ছি।

১, প্রথমত হলো আপনি সবেই জানেন যেমন ফেসবুক মার্কেটিং, ইমেইল মার্কেটিং, লিড জেনারেশন ইত্যাদি কিন্তু সব কিছুই আদা আদা জানেন। যেমন হাতুরি ডাক্তার (সব রোগের টিটমেন্ট করেন) আপনারা যখন বায়ার এর সাথে কমিনিউকেশন করেন তখন বায়ার বুঝতে পারে আপনি পরিপূর্ন দক্ষ না তখন বায়ার আপনাকে কাজ দেয় না। তাই আগে নিজেকে আরো রিসার্স করেন টপিকটা নিয়ে বেশি বেশি প্রাকটিস করেন। এটা সব তথ্য খুজে খুজে শিক্ষকদের প্রশ্ন করে সে বিষয় নিজেকে দক্ষ করে গড়ে তুলুন।

২, আপনি বায়ারদের সাথে প্রপার কমিউনিকেশন করতে পারেন না। ফ্রিল্যান্সিং এ সব থেকে গুরুত্বপূর্ন হলো কমিউনিকেশন স্কিল তাই আমি সব সময় বলি প্রতিদিন ৫টা করে ওয়ার্ড মুখস্ত করুন নিজের কমিউনিকেশন স্কিল বৃদ্ধি করুন।

৩, সেল স্কিল, আপনি যাই করেন না কেন আপনার সেল স্কিল না থাকলে কোন দিন আপনি কাজ পাবেন না। তাই আমি বলবো আমার ৭ম ক্লাসে আমি বলি কোন প্রোডাক্টস সেল করার জন্য কন্টেন্ট, ইমেজ, টার্গেটেট কাস্টমার কিভাবে কাজ করে। কোন একটায় যদি ত্রুটি থাকলে সেল হয় না। ঠিক তেমন আপনার কাজ না পাওয়ার জন্য এই সেল স্কিল কম আছে আগে এটাকে বৃদ্ধি করতে হবে। (যেমন কন্টেন্ট মানি গিগ ডিসক্রিপশন হতে পারে, ইমেজ মানি আগে দর্শন ধারি পরে গুন বিচারি এমন ব্যাপার ইমেজ এটাকটিভ হতে হবে, সার্স ট্যাগ মানি হলো টার্গেটেট কাস্টমার মানি যদি প্রোপার টার্গেটেট কাস্টমার সেট না করেন যেমন সেল হবে না। তেমন সার্স ট্যাগ ভাল না হলে গিগ মানুষ খুজে পাবে না। তখন কাজ পাবেন না।)

যাই হোক আরো রিসার্স করুন নিজেকে দক্ষ করুন লেগে থাকুন ইনসাআল্লাহ আজ বা কাল আপনি সফল হবেনই।

বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সময় যত সামনের দিকে যাচ্ছে ততো বাজারে নতুন নতুন কোম্পানি তৈরি...
23/09/2023

বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সময় যত সামনের দিকে যাচ্ছে ততো বাজারে নতুন নতুন কোম্পানি তৈরি হচ্ছে আর ডিজিটাল যুগে মানুষ এখন অফলাইন এর থেকে অনলাইনে কেনাকাটা করতে বেশি পছন্দ করে।☺️
💥তাই বিভিন্ন কোম্পানিগুলো তাদের পণ্য বা সার্ভিস গুলো অনলাইনের মাধ্যমে মার্কেটিং করতে চায় তাই মার্কেটিং করার জন্য তাদের প্রয়োজন একজন দক্ষ ডিজিটাল মার্কেটার।💜

✍️সফল হতে চাইলে প্রথমে নিজেকে জানা জরুরী। একজন মানুষ যদি তার নিজস্ব ক্ষমতা, যোগ্যতা সম্পর্কে না জানে, তবে কিভাবে সে তার ...
26/08/2023

✍️সফল হতে চাইলে প্রথমে নিজেকে জানা জরুরী। একজন মানুষ যদি তার নিজস্ব ক্ষমতা, যোগ্যতা সম্পর্কে না জানে, তবে কিভাবে সে তার ক্ষমতা ও যোগ্যতা কাজে লাগাবে?

(১)আমি কে?
(২)সৃষ্টিকর্তা কেন আমাকে এই সুন্দর পৃথিবীতে পাঠালেন?
(৩)আমার ভিতরে কি কি ক্ষমতা আছে?
(৪)কোন কাজ করার যোগ্যতা আমি রাখি?

➡️আমি যদি না জানি যে আমি কি কি করতে পারি, আমার দ্বারা কি কি সম্ভব। তাহলে আমি কাজগুলো কিভাবে করবো?
একারণে আগে নিজেকে জানা জরুরি। নিজের ক্ষমতা, যোগ্যতাকে আগে জানতে হবে, বিশ্বাস করতে হবে।
আমি এই পৃথিবীতে এসেছি সমগ্র সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে। তাই আমার পক্ষে পৃথিবীর শ্রেষ্ঠ কাজটি করা অবশ্যই সম্ভব।
✅প্রত্যেকটা মানুষের মধ্যে সফল হওয়ার বা বিজয়ী হওয়ার ক্ষমতা রয়েছে কিন্তু এটা কখনোই জাগবে না, যদি না সে জাগাতে চায়।
আর মানুষ এটা তখনই জাগাতে চাইবে, যখন সে বুঝবে বা জানতে পারবে যে আমি চাইলেই জাগাতে পারি।

প্রকৃত জ্ঞান নিজেকে জানার মধ্যে, অন্য কিছু জানার মধ্যে নয়। তাই সর্বাগ্রে নিজেকে জানাটা বেশি জরুরী।






08/08/2023

জীবন সুন্দর আর সুখী করতে হলে, আপনাকে একা থাকতে শিখতে হবে। কারণ আপনি আপনার সেরা বন্ধু, আপনি কখনো আপনাকে ধোকা দিবেন না

একজন বুদ্ধিমান শিক্ষক একবার তার স্কুলে অনেকগুলো বেলুন এনেছিলেন, তার ছাত্রদের তিনি সেসব বেলুনে নিজেদের নাম লিখে তা ওপরে ন...
07/08/2023

একজন বুদ্ধিমান শিক্ষক একবার তার স্কুলে অনেকগুলো বেলুন এনেছিলেন, তার ছাত্রদের তিনি সেসব বেলুনে নিজেদের নাম লিখে তা ওপরে নিক্ষেপ করতে বললেন। বাচ্চারা হলের মধ্যে তাদের বেলুনগুলি ছুঁড়ে ফেলার পরে, শিক্ষক সমস্ত বেলুন এলোমেলো করে মিশ্রিত করে হলের মাঝে ফেলে রাখলেন।

বাচ্চাদের তাদের নাম সহ বেলুনটি খুঁজে পেতে পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছিল, তবে তারা নিখুঁতভাবে অনুসন্ধান করলেও তাদের নিজস্ব বেলুনটি কেউ খুঁজে পায়নি।

তারপরে শিক্ষক তাদের বলেছিলেন যে বেলুনটি তাদের নিকটতম সেটিই হাতে নিতে এবং যার নাম সেখানে লিখা রয়েছে তার কাছে এটি দিতে । দুই মিনিটেরও কম সময়ে, প্রত্যেকেই নিজের নামের বেলুনটি হাতে পেয়ে গেল।

শিক্ষক শিশুদের বললেন, “এই বেলুনগুলি সুখের মতো। যখন আমরা কেবল আমাদের নিজস্ব সুখ অনুসন্ধান করি তখন আমরা এটি খুঁজে পাই না। তবে আমরা যদি অন্য কারও সুখের বিষয়ে চিন্তা করি ... এটি শেষ পর্যন্ত আমাদের নিজের সুখটাই আবিষ্কার করতে সহায়তা করবে। " ভালোবাসা না খুঁজে সবাইকে ভালোবাসুন। সবার জন্য ভাল করার চেষ্টা করুন। আপনার ভালোটা নিজেই আপনাকে খুঁজে নেবে।

হারিয়ে গেলে সব পাওয়া যায়, তবে বিশ্বাস নয়💔💔
30/07/2023

হারিয়ে গেলে সব পাওয়া যায়, তবে বিশ্বাস নয়💔💔

Congratulations bro 💐🥀🎉🎉
28/07/2023

Congratulations bro 💐🥀🎉🎉

Address

Raiganj
Sirajganj

Alerts

Be the first to know and let us send you an email when MOMIN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MOMIN:

Share