YouSuf "JuleKha

YouSuf "JuleKha Official fecebook page.

22/12/2024

এরকম কুয়াশায় গাড়ি চললে এক্সিডেন্ট তো হওয়ারই কথা 😭😭😭😭🤲🤲🤲

প্রকৃতি প্রেমিক Yousuf Khan
29/12/2023

প্রকৃতি প্রেমিক Yousuf Khan

23/11/2023

বাণিজ্য মেলায় প্রথমে এবং পরে।

23/10/2023

এই প্রথম বার অনলাইন থেকে কিছু অর্ডার করেছিলাম,আলহামদুলিল্লাহ সেগুলো সুস্থ সাভাবিক ভাবেই পেয়েছি, শুধু একটা জিনিষ একেবারেই ছোট দিয়েছে।

এ যেন এক অবিশ্বাস্য ঘটনা, আমার কাছে বিশ্বাসই হচ্ছে না তিনি আমাদের ছেড়ে এভাবে চলে যাবে। আমি রুমে একা একা শুয়েছিলাম হঠাৎ...
14/08/2023

এ যেন এক অবিশ্বাস্য ঘটনা, আমার কাছে বিশ্বাসই হচ্ছে না তিনি আমাদের ছেড়ে এভাবে চলে যাবে। আমি রুমে একা একা শুয়েছিলাম হঠাৎ আমার কাছে মনে হল যেন জমিনে ভূমিকম্প হচ্ছে, কনফার্ম হওয়ার জন্য দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে ছিলাম কিছুক্ষণ,বুঝলাম, না কিছু হয়নি, হয়তো আমার মনের ভুল। তার একটু পরেই ফেসবুকে ঢুকে দেখি আমাদের প্রিয় হুজুর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ আমাদের প্রিয় হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমিন।

16/07/2023

কুয়াকাটা যাওয়ার পথে যা যা হয়েছিল আমাদের সাথে।

02/06/2023

Mr.Kaias khan jokhon B...... Jonno আচার kene.

04/04/2023

YouSuf "JuleKha
ক্ষমাই যদি না করতে পারো
তবে ভালোবাসলে কেন?
লেখকঃ রবিন্দ্রনাথ ঠাকুর

প্রেমের মধ্যে ভয় রা থাকলে
রস নিবির হয়না।

পৃথীবিতে বালিকার প্রথম প্রেমের মত সর্বগ্রাশি প্রেম আর কিছু নাই,
প্রথম জীবনে বালিকা যাকে ভালবাসে তার মত সৌভাগ্যবানও আর
কেহ নাই, যদিও সে প্রেম অধিকাংশ সময় অপ্রকাশিত থেকেই যায়।
কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে পোড়ায়।

প্রেমের আনন্দ থাকে সল্পক্ষন,
কিন্তু বেদনা থাকে সারাটি জীবন।

যদি তুমি কাউকে ভালোবাসো, তবে তাকে ছেড়ে দাও।
যদি সে তোমার কাছে ফিরে আসে, তবে সে তোমার’ই ছিল।
আর যদি ফিরে না আসে, তবে সে তোমার কখনোই তোমার ছিল না।👉💘

17/03/2023

👍YouSuf "JuleKha

15/03/2023

হারিয়ে ফেলেছি এই আইডি টা 😂😂😂

08/03/2023

Welcome YouSuf "JuleKha 👈 follow plz

03/03/2023

ছোট থেকেই ইচ্ছে ছিলো জুলেখা নামে কাউকে বিয়ে করবো, সেটা আর হলো না, জুলেখা কে খুজে পাওয়ার আগেই সালমা এসে হাজির হলো ❤️

Address

Gaschapri,borodhul,belkuchi,Sirajgang
Sirajganj

Alerts

Be the first to know and let us send you an email when YouSuf "JuleKha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to YouSuf "JuleKha:

Share