Md. Zahangir Alam

Md. Zahangir Alam Hey there, It’s me Zahangir Alam. I am a digital creator. I do all kind of social media marketing.

~°~টাকার নেশা যখন মাথায় ঘুরে 💸💸   ~~°°~~প্রেম ভালবাসা তখন আকাশে উঠে 🕊️🕊️
15/09/2024

~°~টাকার নেশা যখন মাথায় ঘুরে 💸💸
~~°°~~প্রেম ভালবাসা তখন আকাশে উঠে 🕊️🕊️

শোন মোহাজন আমি নয়তো একজন,, আমরা অনেক জন।।আমরা এক, আমতা ঐক্য,,  আমরা এক অদম্য জাতি,, এ জাতি হারবার নয়।।এই জাতিকে কেমনে দম...
24/08/2024

শোন মোহাজন আমি নয়তো একজন,,
আমরা অনেক জন।।

আমরা এক, আমতা ঐক্য,, আমরা এক অদম্য জাতি,, এ জাতি হারবার নয়।।

এই জাতিকে কেমনে দমাবেন!!

পানি ছাড়ছেন বন্যা হইছে । সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির।

স্পিড বোট লাগবে? কর্নফুলি শিপিং বোট সাপ্লাই দিচ্ছে

ইঞ্জিনের জন্য তেল লাগবে? ফুয়েল স্টেশন মালিক তেল ফ্রি করে দিছে।

ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য একুশে এক্সপ্রেস ফ্রি করে দিসে বাস।

নৌকা নিয়ে যাওয়া সম্ভব না? প্রবাসীর হেলিকপ্টার ফ্রি হেলিকপ্টার সার্ভিস নিয়ে হাজির।

মোবাইলে নেট/মিনিট নাই? মোবাইল অপারেটর ফ্রি নেট/মিনিট সেবা চালু করে দিছে।

মোবাইলে চার্জ নাই??টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিছে।
বিশুদ্ধ পানির চাহিদা মেটানোর জন্য বন্যা আক্রান্ত এলাকাসমূহে আরো ৭০০০ লিটার জীবন রক্ষাকারী বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করছে বাংলাদেশ নৌবাহিনী।

২২.০৮.২০২৪~
• আজকে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে।
• টিএসসিতে একদিনে উঠেছে ১৪ লাখ+
• আস-সুন্নাহ দিচ্ছে ১০ কোটিরও বেশি।
• হিন্দুরা টাকা দিচ্ছে আস-সুন্নাহতে।
• কিছু বাস রেসকিউ টিমের জন্য ভাড়া ফ্রি করে দিচ্ছে।
• কিছু সিম বন্যাগ্রস্ত এলাকাগুলোতে নেট-মিনিট ফ্রি করে দিচ্ছে।
• রিকশাওয়ালা তার সারাদিনের আয় দান করে দিচ্ছে।
• কর্তৃপক্ষ টাওয়ারে মোবাইল চার্জের ব্যবস্থা করে দিচ্ছে।
• কিছু এজেন্সি থেকে হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয়েছে দূর্গতদের সাহায্যের জন্য।
• মা-বোনেরা এসে গলার চেইন খুলে বলছে এটা ছাড়া দেয়ার মতো কিছু নেই।

দেশের মানুষকে এতটা একতাবদ্ধ কখনো দেখেছেন?

এ জাতিকে দমানো সোজা না।

ফেনী নোয়াখালী অভিমুখে সব নৌযান।

এটাই বাংলাদেশ। 🇧🇩🇧🇩🇧🇩💚💚❤️❤️

আমরা সবাই পাপী আপন পাপের বাটখারাতে অন্যের পাপ মাপি ...... #বাস্তব বাদী #
10/08/2024

আমরা সবাই পাপী
আপন পাপের বাটখারাতে
অন্যের পাপ মাপি ......

#বাস্তব বাদী #

🔘 জীবনের সবকিছুই আপেক্ষিক  ঃকারো মার্সিডিজ থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে...! ...
15/07/2024

🔘 জীবনের সবকিছুই আপেক্ষিক ঃ

কারো মার্সিডিজ থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে...! কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে।

কেউ ভাবছে আর কয়েকটা দিন! ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলছে।

কেউ সদ্যোজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে। আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে!

কেউ বছরে কতোজন ভালবাসার মানুষ বদলে ফেলছে!
কেউ আবার তার ভালবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলছে।

কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবু খুশি নয়! আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুঁকছে।

কেউ প্রিয়জন এর কাছ থেকে সোনা বা হিরের চুড়ি পেয়ে খুশি নয়,

কেউ প্রিয়জন এর কাছ থেকে পাওয়া কাঁচের চুড়িতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে।

কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছেনা! কেউ পেঁয়াজ, কাঁচালঙ্কা কচলিয়ে গোগ্ৰাসে পান্তা গিলছে।

কারো দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে! কেউ আবার হিমেল হাওয়ায় অঘোরে ঘুমোচ্ছে।

কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়ার ইচ্ছে নেই। কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে!

কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো? কেউ পায়ে হেঁটে পথ চলছে, আর মনে মনে ভাবছে... সন্তানতো মানুষ করতে পেরেছি! ঈশ্বর চাইলে, ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নেবে।

নানান রঙের মানুষ,
বিভোর নানা স্বপ্নে,
জীবন এঁকে বেড়ায়
সাদাকালো আলাপনে !!

আসলে এটাই বাস্তবতা। সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক।

কারো সব থেকেও "সুখ" জিনিসটাই নাই, আবার কারো বাকি সব ঘাটতি থাকলেও সুখটা আছে!

কেউ দুইবেলা খাওয়ার জন্য সারাদিন হাটে, আবার কেউ খাবার হজম করার জন্য হাটে।

জীবন যেখানে যেমন!

জীবনের হিসাব মিলানো কখনো সম্ভব না......

#সংগৃহীত

দুঃখ যদি বিক্রি হইতো ওজন মাপার দরে 🙃একটা জীবন চলে যেতো  দুঃখ বিক্রি করে 😄💔 #দুঃখ বিলাসি #
29/06/2024

দুঃখ যদি বিক্রি হইতো ওজন মাপার দরে 🙃
একটা জীবন চলে যেতো দুঃখ বিক্রি করে 😄💔

#দুঃখ বিলাসি #

Address

Ghorachora, Bagbati
Sirajganj
6700

Alerts

Be the first to know and let us send you an email when Md. Zahangir Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Zahangir Alam:

Share