09/06/2024
আত্মা বেদনায় নিস্প্রভ হয়
আগুনে ঝলসায় বার বার,
তবু নতুন কিছুর প্রত্যয়ে সে
পুনরুজ্জীবিত হয় আবার।
মনের সাথে মনের দ্বন্দ্ব
দৃষ্টি থামলেই সব বন্ধ,
নির্বাসনে নিজেকে তাই
আলোর পথে ছড়িয়ে যাই।
চিত্ত আকাশে আঁধার কালো
হাতছানি দেয় দূরের আলো,
সাদায় কালোয় সবাই তারা
খেয়ালেরা তাই খাপছাড়া।
( আকাশ আলী )
Send a message to learn more