Nihan Uwaiz Ayaan

  • Home
  • Nihan Uwaiz Ayaan

Nihan Uwaiz Ayaan Hey, what's up? I am Nihan Uwaiz Ayaan! On my page you will find something unique. Stay with me.

21/06/2025

মানুষ চিরকাল পৃথিবীর মর্গে দাঁড়িয়ে থাকে নিজের লাশের অপেক্ষায়!😅💔

😁😂
19/06/2025

😁😂

🌸🖤
17/06/2025

🌸🖤

টোকাই 😁
14/06/2025

টোকাই 😁

দুনিয়াতে কিছু 'এলিয়েন' আছে,যাদের চা পছন্দ কিন্তু গরম চা খেতে পারেনা! চা নিয়ে বসে থাকে, ঠান্ডা হলে তবেই খায়! মানে চা নামে...
10/02/2025

দুনিয়াতে কিছু 'এলিয়েন' আছে,যাদের চা পছন্দ কিন্তু গরম চা খেতে পারেনা! চা নিয়ে বসে থাকে, ঠান্ডা হলে তবেই খায়! মানে চা নামের 'নরমাল পানি' খেয়ে তারা কি মজা পায় আসলে? এলিয়েন! 🙂

সে এভাবেই ঘুমায়,ঠিক এভাবেই।🥰আমাকেও ঘুম পারায়, নিজেকে এখন পরিপূর্ণ মনে হয়। জীবনের কাছে আর কিছু পাওয়ার নেই,এখানেই সব প্রশা...
09/02/2025

সে এভাবেই ঘুমায়,ঠিক এভাবেই।🥰
আমাকেও ঘুম পারায়, নিজেকে এখন পরিপূর্ণ মনে হয়। জীবনের কাছে আর কিছু পাওয়ার নেই,এখানেই সব প্রশান্তি। ভাবতেও ভালো লাগে,আমি তাকে যেভাবে আগলে রাখি, সেও ঠিক সেভাবেই চেস্টা করে আমাকে আগলে রাখার।

সে ব্যথা পেলে আমি যেভাবে তাকে জরিয়ে ধরে মানানোর চেস্টা করি।আমি কোনোভাবে ব্যথা পেলে সেই ছোট্ট মানুষটা ছুটে আসে,
তার সাধ্যমতো চেষ্টা করে আমাকে আদর করে দেয়,আর জরিয়ে ধরে ছোট্ট দুইটা হাত আমার দু গালে রেখে বলে আম্মু মন খারাপ করো না আমি আছি তো 😅(সে ব্যথা পেলে আমিও এটাই বলি)

মানে আমি তাকে যেটা দিচ্ছি, তার থেকে সেটাই ফেরত পাচ্ছি। তাই সবসময় আমি চেষ্টা করি পজিটিভ আচরণ করার।আমি যে শিক্ষা টা দেবো,আমার সন্তান সেটাই শিখবে।

আমার এতটুকু ছেলেটা ঘুমানোর সময় আমার মাথা টা টেনে তার বুকের মধ্যে ধরে রাখে,আমাকে ঘুম পারায়। সত্যিই নিজেকে অনেক ভাগ্যবতি মনে হয়।😊
আল্লাহর কাছে অশেষ শুকরিয়া ❤️
আল্লাহ আমার সন্তান কে নেক হায়াত দান করুন,সে যেন মানুষের মত মানুষ হয়।

-সানজিদা

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, ত...
05/02/2025

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।

জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমন ভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব।

পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে, ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা। শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।

কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না। মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।

জানোই তো মানুষ বড় নিষ্ঠুর ও নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়।

লেখা: সংগৃহীত

05/02/2025

এই মূহুর্তে ধানমন্ডি ৩২।

Address


Telephone

+8801773293894

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nihan Uwaiz Ayaan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nihan Uwaiz Ayaan:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share