28/04/2025
সিরাজগঞ্জ জেলার সকল দর্শনীয় স্থানসমূহ -
ক.রায়গঞ্জ
1. জয় সাগর দিঘি - নিমগাছি
2. ৪শ বছরের পুরাতন বটগাছ - ভূয়াগাতি
3. ধুবিল কাটার মহল জমিদার বাড়ী - ধুবিল
4. মকিমপুর জমিদার বাড়ি - মকিমপুর
5. সান্যাল জমিদার বাড়ীর - ধানগড়া
6. আটঘরিয়া জমিদার বাড়ি - আটঘরিয়া
7. ভোলা দেওয়ানের মাজার - নিমগাছি
খ. শাহজাদপুর
1. রবী ঠাকুরের কুটিবাড়ী - শাহজাদপুর বাজার সংলগ্ন
2. শাহ মখদুম মসজিদ - দরগাহ পাড়া, শাহজাদপুর
3. রবীন্দ্র বিশ্ববিদ্যালয় - শাহজাদপুর
4. রাউতারা জমিদার বাড়ি - পোতাজিয়া ইউনিয়ন
5. শাহজাদপুর ঐতিহ্যবাহী কাপরের হাট
6. বারাবিল
7. ছয়আনি পাড়া দুই গম্বুজ মসজিদ
গ. সিরাজগঞ্জ সদর
1. ক্লোজার - সদর
2. ইকোপার্ক - সদর
3. সিরাজগঞ্জ ক্রসবার - ১,২,৩,৪
4. ইলিয়ট ব্রিজ(বড় পুল) - সিরাজগঞ্জ শহরের এসএস রোড
5. সিরাজগঞ্জ সরকারি কলেজ - সদর
6. শেখ রাসেল স্মৃতি পৌর শিশু পার্ক - জেলখানা ঘাট
7. জেলখানা ঘাট - সিরাজগঞ্জ শহর থেকে কাছে
8. মাওলা ভাসানীর বাড়ি - ধানগড়া
9. ইসমাইল হোসেন সিরাজীর বাড়ি -
10. গনিত সম্রাট যাদব চক্রবর্তীর বাড়ি - কামারখন্দ ঝাঐল
11. মুক্তির সোপান
12. যমুনা সেতু
ঘ. উল্লাপাড়া
1. আব্দুর রশীদ তর্কবাগীশ এর বাড়ি - তারুটিয়া গ্রাম
2. নবরত্ন মন্দির - হাটিকুমরুল
3. উল্লাপাড়া থেকে সলোপ যাওয়ার রাস্তা
4. কাশেম বিল
5. রিয়া রুপন শিশু পার্ক
ঙ. তাড়াশ
1. চলনবিল- তাড়াশ
2. বারুহাস জমিদার বাড়ি - বারুহাস
3. শাহ ইমাম (র.) এর ইমাম বাড়ি - বারুহাস গ্রাম
4. বেহুলার বাড়ি, জীয়নকূপ এবং ঐতিহাসিক শিবমন্দির - বিনসাড়া গ্রাম
5. শিব মন্দির - তাড়াশ
6. হযরত হাজী শাহ শরীফ জিন্দানী রঃ এর মাজার শরীফ - নওগা
7. নকুলেশ্বর শিবমন্দি - তাড়াশ বাজার সংলগ্ন
8. তাল সড়ক - তাড়াশ - নিমগাছি রাস্তা
চ. বেলকুচি
1. কবি রজনীকান্ত সেন এবং সুচিত্রা সেনের বাড়ি - বেলকুচি
2. আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ- বেলকুচি
ছ. কাজিপুর
1.কাজিপুর বেরিবাধ
2. মেঘাই ঘাঁট
3. কিছুক্ষণ পার্ক - গজারিয়া
জ. এনায়েতপুর
1. খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ
2. এনায়েতপুর বেরিবাধ
3. খাজা এনায়েতপুরী মাজার ও দরবার শরীফ
4. এনায়েতপুর ঐতিহ্যবাহী কাপরের হাট
বেলকুচি উপজেলার জমিদার সিরাজ উদ্দিন চৌধুরী এর জমিদার বাড়ী,কামারখন্দ উপজেলার চৌবাড়ী জমিদার বাড়ী , উল্লাপাড়া উপজেলার নবরত্ন মন্দির, উল্লাপাড়া উপজেলার লাহিড়ী জমিদার বাড়ী, এবং স্যানাল জমিদার বাড়ী
উল্লাপাড়ার ঘাটিনা ব্রিজ, এনায়েতপুরের মেডিকেল কলেজ ও খাজা ইউনিভার্সিটি, শাহজাদপুরে চর বেলতৈল গ্রামের সাহিত্যিক নজিবর রহমান ও ঘোড়শাল গ্রামের সাহিত্যিক বরকতউল্লাহ আরো আছেন ডক্টর মাজহারুল ইসলাম শাহজাদপুর ডক্টর গোলাম সাইক্লাইন উল্লাপাড়া ডক্টর আঃ হামিস বেলকুচি রাজনীতিবিদদের মধ্যে আছেন ক্যাপ্টেন মনসুর এনায়েতপুরের আকাশ বিজ্ঞানী এফ রহমান স্যারএনায়েতপুর ভালো আছে এনায়েতপুর বাদ থেকে শুরু করে কৈজুরী পর্যন্ত যমুনা নদীর আর রক্ষা বাঁধ যা মানুষকে বিনোদন দেয়।
শাহ্জাদপুর
মিল্ক ভিটা, বাঘাবাড়ী নৌ বন্দর, বার্জ মাউন্টেন ভাসমান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, হযরত মখদুম শাহ্ দৌলা ইয়ামেনী রঃ এর মাজার যা, লিখেছেন শাহ্ মখদুম রঃ নামে যে মাজারটি রাজশাহীতে অবস্থিত। সংশোধন পরিবর্ধনের অনুরোধ রইল।
কোন স্থান বাদ গেলে বা কোন ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন 🥹