Freelancer. ayubali

Freelancer. ayubali want to stand out in the digital warld.as
a freelancer md ayubali think creatively
# freelancer ayub

সুস্থতা এবং, অর্থ সম্পদ নিয়ে কখন ও অহংকার করতে নেই। দারিদ্রতা & অসুস্থতা  এই  ২ টা কখনও বলে আসেনা
26/08/2025

সুস্থতা এবং, অর্থ সম্পদ নিয়ে কখন ও অহংকার করতে নেই। দারিদ্রতা & অসুস্থতা এই ২ টা কখনও বলে আসেনা

ত্বাকদীরত্বাকদীরের লেখা এমন ১ টা জিনিস যা পরিবর্তন করা যায়না আপনি যেকোন কাজে। সারা জীবন কষ্টকর পরিশ্রম করবেন ভাববেন হয়তো...
19/08/2025

ত্বাকদীর
ত্বাকদীরের লেখা এমন ১ টা জিনিস যা পরিবর্তন করা যায়না আপনি যেকোন কাজে। সারা জীবন কষ্টকর পরিশ্রম করবেন ভাববেন হয়তো এবার সফলতা আসবে, দেখা যাচ্ছে আর ১টু হলেই সফল হবো কিন্তুু না।ওই যে ত্বাকদীরে লেখা হয়ে গেছে আপনি এখানে সফল হবেন না, আরেকটা উদাহরণ, ধরুন আপনারা কয়েক জন, নদির, এপার থেকে ঐপারে যাবেন নৌকা করে, মাঝ খানে অনেকটা গ্যাপ নদি ভর্তি পানি, মাঝ নদিতে গিয়ে নৌকার তলাটা ছিদ্র বা ফেটে গিয়ে পানি উঠে,তলিয়ে যেতে লাগলো, তখন আপনার সাথে থাকা লোক গুলো সাঁতার জানে, ত তাই তারা সাঁতরে কিনারায় যাবে।। আর আপনি মৃত্যুর যন্তনা নিয়ে শুধু চেয়ে চেয়ে দেখবেন। কিছুক্ষনের মধ্যে পানি ক্ষেতে ক্ষেতে মারা যাবেন।😭 বাস্তবে এটাই ত্বাকদীরের লেখা আপনার পাশে থাকা মানুষ গুলো সফল হবে কারন তাদের ত্বাকদীরে সফলতা লেখা ছিলো, আর আপনার হয়তো ব্যার্থ লেখা। আর এটাই মেনে নিতে হবে যদিও। মেনে নিতে কষ্ট হবে।

দুয়ার মাধ্যমে ও ত্বাকদীরের কিছু লেখা পরিবর্তন হয়
তাই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে
আল্লাহ তায়ালা বলেন মমিন বান্দা কখনও নিরাশ হয়না

ফিরে দেখা সেই আনন্দময় অতীত
04/08/2025

ফিরে দেখা সেই আনন্দময় অতীত

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনযদি পৃথীবির সকল উন্মাতও তোমার কোন উপকারের উদ্দেশে ঐক্যবদ্ধ হয় তাহলে ততটু...
30/07/2025

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

যদি পৃথীবির সকল উন্মাতও তোমার কোন উপকারের উদ্দেশে ঐক্যবদ্ধ হয় তাহলে ততটুকু উপকারই করতে পারবে, যতটুকু আল্লাহ তা’আলা তোমার জন্যে লিখে রেখেছেন। অপরদিকে যদি সকল উম্মাত ও তোমার ক্ষতি করতে চায় ততটুকুই সক্ষম হবে, যতটুকু আল্লাহ্ তা’আলা তোমার তাকদিরে লিখে রেখেছেন। কলম তুলে নেয়া হয়েছে এবং লিখিত কাগজসমূহও শুকিয়ে গেছে।৷

সুনান আত তীরমিজি। হাদিস নং ২৫১৬।

এখন কেও যদি আপনাকে বলে তুই আমার জন্যই কাজ করে চলতে পারতাছোস খেতে পারতাছোস, তাইলে কি সে তাকদীর কে বিশ্বাস করলো।সে কি মুসলমান থাকবে,।

কারো বা,কারো বাবার। ক্ষমতা আছে যে, কাওকে তার, তাকদীরের লেখা বদলে দিতে পারবে। তাকে ১ বেলা খাবার রিজিকের ব্যাবস্থ করে দিবে। এসব ক্ষমতার মালিক ১ মাত্র আল্লাহ।৷ আল্লাহ সবাইকে বোঝার তাওফিক দিন আমিন

27/07/2025
22/07/2025

ইয়া আল্লাহ, মাইলস্টোন স্কুল এন্ড, কলেজে, যারা নিহত হয়েছে তাদের কে আপনি শহিদি মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করুন, যারা আহত আছেন তাদের কে আপনার বিষেশ রহমত দিয়ে সুস্থতা দান করুন 😭🤲এবং তাদের বাবা,মা, আত্মীয় স্বজনদের, ধৈয্যের সর্বোচ্চ শক্তি দান করুন, আমিন 🤲🤲

ফেলা আসা সময় গুলো খুবি আনন্দ ময় ছিলো
19/07/2025

ফেলা আসা সময় গুলো খুবি আনন্দ ময় ছিলো

اَللّٰهُمَّ اكْفِنِيْهِمْ بِمَا شِئْتَ হে আল্লাহ! আপনি যা ইচ্ছে তা দ্বারাই এদের মোকাবিলায় আমার জন্য যথেষ্ট হোন।
15/07/2025

اَللّٰهُمَّ اكْفِنِيْهِمْ بِمَا شِئْتَ
হে আল্লাহ! আপনি যা ইচ্ছে তা দ্বারাই এদের মোকাবিলায় আমার জন্য যথেষ্ট হোন।

সময় কি একটা অদ্ভুত জিনিস যা হাজার চাইলেও ফিরে যাওয়া যায়না, খুব মিছ করি সময় গুলোকে
11/07/2025

সময় কি একটা অদ্ভুত জিনিস যা হাজার চাইলেও ফিরে যাওয়া যায়না, খুব মিছ করি সময় গুলোকে

For youtube thumbnail, logo, poster design banner design, professional facebook setup contact us inbox
08/12/2023

For youtube thumbnail, logo, poster design banner design, professional facebook setup contact us inbox

Address

Bel Kuci
Sirajganj
6740

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer. ayubali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share