
07/01/2025
হাই
আমি শাহ ইউনুস কামাল
পাসপোর্ট ছাড়াই নিজ নামে ডুয়েল কারেন্সি VISA কার্ড নিন। জাতীয় পরিচয়পত্র(NID) বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের মধ্যে যেকোনো একটি ডকুমেন্ট থাকলেই নিতে পারবেন ইন্টারন্যাশনাল পেমেন্টের জন্য এই Dual Currency VISA কার্ড।
কার্ডের মাধ্যমে আপনি কি কি করতে পারবেন-
✅যেকোনো দেশের যেকোনো এমাউন্টের ভিসা ফি-সহ এম্বাসির সকল ধরনের পেমেন্ট করতে পারবেন। যেমনঃ কানাডা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, চীন।
✅ বিভিন্ন সাইট থেকে বিমানের টিকেট কেনা, হোটেল বুকিং করতে পারবেন। যেমনঃ flightExpert, booking. com, GoZayaan
✅ aliBaba, amazon, aliExpress, taobao এর মতো ই-কমার্স সাইটগুলোতে পণ্য কেনা-কাটা করতে পারবেন।
✅ বিশ্বের যেকোনো বিশ্ববিদ্যালয়ের এডমিশন বা সেমিস্টার ফি, USA এর SEVIS fee, যেকোনো জার্নালে আর্টিকেল পাব্লিকেশন ফি দিতে পারবেন।
✅ ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত Facebook, google Ads একাউন্টের ডিউ পরিশোধ করতে পারবেন।
✅ ওয়েব ডেভেলপাররা nameCheap, goDaddy থেকে domain, hosting কেনা; envato, themeForest থেকে কেনা-কাটা করতে পারবেন।
✅ ফেসবুকের blue badge ভেরিফিকেশন করা বা স্টারও কিনতে পারবেন।
✅ zoom meeting, adobe, microsoft সহ যেকোনো সফটওয়্যার কেনার জন্য পে করতে পারবেন।
✅ বাংলাদেশের বিলিং এড্রেস একসেপ্ট করে এমন যেকোনো ওয়েবসাইটে কার্ডের মাধ্যমে পে করতে পারবেন।
👉চার্জঃ
১% ট্রানজেকশন ফি এর বাইরে মাসিক বা বাৎসরিক চার্জ অথবা কোন হিডেন চার্জ নেই। ১% ফি বলতে বোঝানো হয়েছে, প্রতি ১০০ ডলার খরচের ক্ষেত্রে চার্জ ১ ডলার।
⚠️লিমিটঃ
সিঙ্গেল ট্রানজেকশনে ৩০০ ডলারের লিমিট নেই বরং ১ লাখ ডলার পর্যন্ত যে কোন অ্যামাউন্ট পে করতে পারবেন। বছরে ১২০০০ ডলার ব্যবহারের কোন লিমিটও নেই।
🏧ATM থেকে cash উইথড্র বা POS ট্রানজেকশনঃ
ভার্চুয়াল কার্ড ব্যবহার করে যেকোনো অনলাইন ট্রানজেকশন করতে পারবেন। Visa চিহ্নিত বিশ্বের যেকোনো ATM থেকে ক্যাশ উইথড্র বা POS ট্রানজেকশনের জন্য প্লাস্টিক কার্ড নিতে পারবেন, আলাদাভাবে খরচসহ অ্যাপ্লাই করতে হবে।
💲কারেন্সিঃ
কার্ডে USD, BDT, INR, PKR, SAD, AED,QAR, EUR সহ ৬০ টির বেশি কারেন্সি ব্যবহারের সুযোগ রয়েছে।
কি কি করতে পারবেন নাঃ
👉 বাংলাদেশের বিলিং এড্রেস একসেপ্ট করে না এমন কোন সাইটে পেমেন্ট করতে পারবেন না। যেমন Apple Pay, netFlix সহ কিছু OTT প্লাটফর্ম।
👉বিদেশি কোন ক্লায়েন্টের ব্যাংক একাউন্টে সরাসরি ফান্ড ট্রান্সফার করতে পারবেন না।
👉বিকাশে এড মানি করতে পারবেন না।
👉মার্কেট প্লেস যেমন fiverr, upWork এ পেমেন্ট করতে পারবেন তবে পেমেন্ট রিসিভ করতে পারবেন না।
👉 সাবস্ক্রিপশন বেজড ai সাইটে সাবস্ক্রাইব করতে পারবেন না।
আরও যেকোনো অতিরিক্তি তথ্য জানতে কল করুন
01701332220