31/10/2025
জাহান্নামের গভীরতা কত?
আবূ হুরাইরা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আমরা একদা রাসূলুল্লাহ (সা.) এর সাথে বসেছিলাম। এমন সময় একটি বিকট শব্দ শোনা গেল। নবী (সা.) বললেন, "তোমরা কি জানো, এটা কিসের শব্দ?"
সাহাবীগণ বললেন, "আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন।
তিনি বললেন,
"এটা একটি পাথর, যা সত্তর বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, আজ গিয়ে তার তলদেশে পৌঁছেছে।"
- সহীহ মুসলিম (হাদীস: 2844)