
02/09/2025
আমার কাছে সার্ভিস নিয়ে দুই তিন বছর পর্যন্ত ফোন চালিয়েছেন অনেক সম্মানিত কাস্টমার গন আর এতো দিন চলার পরও আবার সমস্যা নিয়ে আসার পর আমি আবার ফোন ঠিক করার ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ্ বাট কাস্টমার ভাইদের টাকার কথা আমি বলিনা তবে কাস্টমার রা নিজ ইচ্ছায় খুশি হয়ে যা দেয় রেখে দেই,
কারণ আমি যে স্থানে দোকান দিয়েছি একজন মানুষ দুর থেকে গাড়ি ভাড়া খরচ করে আসে এটা আমার কাছে অনেক অবাক লাগে সে চাইলেই তার এলাকায় ঠিক করাতে পারে বাট আমার কাছে আসে আলহামদুলিল্লাহ্। আমি আমার সর্বোচ্চ সার্ভিস টা দেওয়ার চেষ্টা করি।
তারপরও যদি কেও আমার অনিচ্ছাকৃত কাজ বা ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন🥰