ANTOR BD 07

ANTOR BD 07 "মানুষ ব্যতীত পৃথিবীর সকল প্রাণীকে পোষ মানানো সম্ভব🤟 Wish me 05 October🎂

👀চোখ বিক্রি করে এই শহরে এসেছি আমি। চারদিকে তাই কাউকে দেখি না।🛣️পথের মধ্যে একজন বলেছিল কান দুইটাও রেখে যাও, রেখে এলাম।এখন...
26/07/2024

👀চোখ বিক্রি করে এই শহরে এসেছি আমি।
চারদিকে তাই কাউকে দেখি না।

🛣️পথের মধ্যে একজন বলেছিল কান দুইটাও রেখে যাও, রেখে এলাম।
এখন আমি আর ভালো-মন্দ কিচ্ছু শুনি না।

তবে মাঝে মাঝে খুব খারাপ লাগে এই শহরে। একজনকে বললাম, এই খারাপ লাগার কারণ কী??
তিনি বললেন, বোকা ছেলে সব বিক্রি করেছো, বিবেকটা বিক্রি না করলে তো এমন হবেই...

এরপর এই শহরে আমি একজন ভালো ক্রেতা খুঁজে বেড়াচ্ছি।
কয়েকজনকে পেয়ে বললাম, একটা বিবেক ছিল খুব কমে বিক্রি করতে চাই নেবেন ভাই??
তারা বললেন মাথা খারাপ নাকি আমরাই মাত্র নিজেদের বিবেক বেঁচে দিয়ে এলাম।

(সংগৃহীত)

চেনা চেনা লাগে কোথায় যেন দেখেছি🫣🤔
10/07/2024

চেনা চেনা লাগে কোথায় যেন দেখেছি🫣🤔

ফ্যানস্ দের আবদারে🥰
09/07/2024

ফ্যানস্ দের আবদারে🥰

"ফুটবল শেখায় ১০ এর ছেয়ে ৭ বড়🥰🥰
04/07/2024

"ফুটবল শেখায় ১০ এর ছেয়ে ৭ বড়🥰🥰

কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে বনাম ব্রাজিল
03/07/2024

কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে বনাম ব্রাজিল

"ভালোবাসার জন্য যার পতন হয়,সে বিধাতার কাছে আকাশের মত উজ্জ্বল✅ জনসন🥰
02/07/2024

"ভালোবাসার জন্য যার পতন হয়,
সে বিধাতার কাছে আকাশের মত উজ্জ্বল✅ জনসন🥰

"আলহামদুলিল্লাহ্‌ আক্ষেপহীন জীবনযাপন।আর ও একটা স্বপ্ন পুরনের আর কয়েকদিন বাকি🥰🤟
28/06/2024

"আলহামদুলিল্লাহ্‌
আক্ষেপহীন জীবনযাপন।
আর ও একটা স্বপ্ন পুরনের আর কয়েকদিন বাকি🥰🤟

"অবশেষে পাওয়া গেলো 🤣
26/06/2024

"অবশেষে পাওয়া গেলো 🤣

মাঝে মাঝে খারাপ সময় দরকার,লোক দেখানো ভালবাসা স্পষ্ট করতে,আলহামদুলিল্লাহ্‌ 🙏
23/06/2024

মাঝে মাঝে খারাপ সময় দরকার,
লোক দেখানো ভালবাসা স্পষ্ট করতে,
আলহামদুলিল্লাহ্‌ 🙏

"আর কোন শহরে খুঁজি না তোমায়,জীবন নামের গল্পতে একাকীত্বের স্বাদ নেব বলে,বাকি জীবনের সব গুলো বসন্ত, বর্ষা কাল, সকল জোছনা ...
19/06/2024

"আর কোন শহরে খুঁজি না তোমায়,
জীবন নামের গল্পতে একাকীত্বের স্বাদ নেব বলে,
বাকি জীবনের সব গুলো বসন্ত, বর্ষা কাল, সকল জোছনা রাত, এখন একান্তই আমার,
জীবনের প্রতিটি মুহূর্ত আমি এখন হেলায় বেলায় সাজাতে পারি,
কোথাও যাবার কোন তাগাদা নেই আমার,
নেই কোন ছোটাছোটি
আমি আছি, মাটির খুব কাছাকাছি,
ইচ্ছে হলেই বিশাল ওই মাঠের শেষ প্রান্তে দাঁড়িয়ে গোধূলির শেষ বেলায় ডুবন্ত সূর্য টাকে বিদায় জানাই,
দলে দলে ফিরে যাওয়া পাখিদের চোখে আলপনা আঁকি,
দূর বহুদূরে শোনা যায়, যায় না শোনা, অভিমানী ট্রেনের হুইসেল
এখন আর ফিরে আসার গল্প মনে পড়ে না,
তোমার দেয়া ঠিকানা গুলো অনেকটা অস্পষ্ট অচেনা পুরনো দিনের কবিতার বইয়ের পাতা বৃষ্টির জলে ভিজে যাওয়া ছত্রাক আর ধুলোয় ধূসর নিশ্চিহ্ন হবার দ্বারপ্রান্তে, স্মৃতির পান্ডুলিপি থেকে শুধু একটি সুর ভেসে আসে, অনেক প্রিয় একটা কবিতার বই ছিল আমার,
এখন শুধুই একটা খেয়াল, কল্পনা, কিছুটা স্মৃতি,
জীবনের কাছে কখনো কিছু চাইনি বলে, জীবন হয়তো, আমাকে কিছুই দেয়নি, অথবা এমনও হতে পারে, তোমাকে ছাড়া এ জীবনে তেমন কিছু প্রত্যাশা ছিল না আমার,
আজও তেমন কিছু প্রত্যাশা নেই,
নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ফুরিয়ে গেলে বাজার থেকে কিনে আবার তা পূরণ করা সম্ভব,
কিন্তু জীবনের গল্প ফুরিয়ে গেলে, সেখানেই জীবনের মৃত্যু হয়,
মৃত্যুটাকে একটু আড়াল করে একাকিত্বের সাথে এখন কথা বলি,
অনেকটা অহেতুক অপ্রয়োজনীয় কিছু জিনিসপত্র যেমন ঘরে রাখতে হয়, ঠিক তেমনি, উদ্দেশ্য নাই, কারণ নাই, তবে একটা অপেক্ষা আছে,
অনেকটা নিজেকে চিরতরে হারিয়ে ফেলবার অপেক্ষা,
যেখানে আমার অস্তিত্বকে শুধু আমিই খুজে পাব, আর কেউ কখনো জানবে না, এই পৃথিবীর লক্ষ কোটি মানুষের ভিড়ে
এমন একটি ক্ষুদ্র প্রাণের গল্প এভাবেই অজানাই থাকুক।✅
ANTOR BD 07🙏✈️

Address

Sirajganj

Alerts

Be the first to know and let us send you an email when ANTOR BD 07 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share