19/06/2024
"আর কোন শহরে খুঁজি না তোমায়,
জীবন নামের গল্পতে একাকীত্বের স্বাদ নেব বলে,
বাকি জীবনের সব গুলো বসন্ত, বর্ষা কাল, সকল জোছনা রাত, এখন একান্তই আমার,
জীবনের প্রতিটি মুহূর্ত আমি এখন হেলায় বেলায় সাজাতে পারি,
কোথাও যাবার কোন তাগাদা নেই আমার,
নেই কোন ছোটাছোটি
আমি আছি, মাটির খুব কাছাকাছি,
ইচ্ছে হলেই বিশাল ওই মাঠের শেষ প্রান্তে দাঁড়িয়ে গোধূলির শেষ বেলায় ডুবন্ত সূর্য টাকে বিদায় জানাই,
দলে দলে ফিরে যাওয়া পাখিদের চোখে আলপনা আঁকি,
দূর বহুদূরে শোনা যায়, যায় না শোনা, অভিমানী ট্রেনের হুইসেল
এখন আর ফিরে আসার গল্প মনে পড়ে না,
তোমার দেয়া ঠিকানা গুলো অনেকটা অস্পষ্ট অচেনা পুরনো দিনের কবিতার বইয়ের পাতা বৃষ্টির জলে ভিজে যাওয়া ছত্রাক আর ধুলোয় ধূসর নিশ্চিহ্ন হবার দ্বারপ্রান্তে, স্মৃতির পান্ডুলিপি থেকে শুধু একটি সুর ভেসে আসে, অনেক প্রিয় একটা কবিতার বই ছিল আমার,
এখন শুধুই একটা খেয়াল, কল্পনা, কিছুটা স্মৃতি,
জীবনের কাছে কখনো কিছু চাইনি বলে, জীবন হয়তো, আমাকে কিছুই দেয়নি, অথবা এমনও হতে পারে, তোমাকে ছাড়া এ জীবনে তেমন কিছু প্রত্যাশা ছিল না আমার,
আজও তেমন কিছু প্রত্যাশা নেই,
নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ফুরিয়ে গেলে বাজার থেকে কিনে আবার তা পূরণ করা সম্ভব,
কিন্তু জীবনের গল্প ফুরিয়ে গেলে, সেখানেই জীবনের মৃত্যু হয়,
মৃত্যুটাকে একটু আড়াল করে একাকিত্বের সাথে এখন কথা বলি,
অনেকটা অহেতুক অপ্রয়োজনীয় কিছু জিনিসপত্র যেমন ঘরে রাখতে হয়, ঠিক তেমনি, উদ্দেশ্য নাই, কারণ নাই, তবে একটা অপেক্ষা আছে,
অনেকটা নিজেকে চিরতরে হারিয়ে ফেলবার অপেক্ষা,
যেখানে আমার অস্তিত্বকে শুধু আমিই খুজে পাব, আর কেউ কখনো জানবে না, এই পৃথিবীর লক্ষ কোটি মানুষের ভিড়ে
এমন একটি ক্ষুদ্র প্রাণের গল্প এভাবেই অজানাই থাকুক।✅
ANTOR BD 07🙏✈️